বরিশালে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল

বরিশাল শহরের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সাদা পাঞ্জাবি আর মুজিব কোট গায়ে কাঁচা-পাকা চুলের আবক্ষ বঙ্গবন্ধুই এখন আরেক ইতিহাস। রংবেরঙ্গের পাথরে নির্মিত দৃষ্টিনন্দন ৫০ ফুট উচ্চতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালটি দেশের সবচেয়ে বড়। নানা রঙ্গের পাথরের টুকরা দিয়ে দীর্ঘদিন পরিশ্রমের পর এটি নির্মাণ করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের অনুদানের টাকায় ম্যুরালটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ইতোমধ্যে ম্যুরালটিকে নিয়ে বরিশালবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে।

এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রশংসিত করে ফেসবুকে অনেকেই ম্যুরালটি পোষ্ট করেছেন। ম্যুরালের সামনের মূল ভিত্তির উচ্চতা ৫০ ফুট। ৪০ ফুট চওরা। এর নকশা তৈরি করেছেন ঢাকার চারুকলার একটি দল। ম্যুরাল চিত্রটির রূপ দিয়েছেন চারুকলার শিল্পী রুদ্র।

ম্যুরালের পেছন রয়েছে সবুজ ও লালের মিশ্রনে জাতীয় পতাকার প্রতিকৃতি। বঙ্গবন্ধু অডিটরিয়ামকে ঘিরে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালটি নির্মাণ হয়েছে।

তবে ম্যুরালটি ইতিহাস-ঐতিহ্যের মুক্তিযুদ্ধের চেতনায় বরিশাল শহরকে জাগিয়ে তুলেছে। এখন বরিশালের নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পর্যটকরাও এটি দেখতে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল ৫০ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া ২০০০ বর্গফুটের এই ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কণ্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুকে জড়িয়ে দাড়িয়ে আছেন।

শহরের শহীদ মিনার এলাকায় নির্মিত ম্যুরালটি দেখার জন্য অনেকেই আসছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। শিল্পী রুদ্র বলেন, বিদেশি উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙের টুকরা দিয়ে এটি চিত্রায়িত করা হয়েছে। চারজন সহযোগীকে নিয়ে দীর্ঘ ৪৫ দিন রাত-দিন পরিশ্রম করে এর নির্মাণকাজ করছি। আরো ১৫ দিনের মতো লাগবে। শিল্পী আরো বলেন, ‘এটিই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল। এরআগে এত বড় ম্যুরাল অন্য কোথাও নির্মাণ করা হয়নি।

ম্যুরালটি করা হয়েছে রঙিন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু বেঁচে আছেন। এই ম্যুরালের মধ্যে তাঁকে আরো প্রাণবন্ত করা হয়েছে। নতুন প্রজন্মের সন্তানরা ম্যুরালটি দেখে বঙ্গবন্ধুর প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হবে বলে আমি মনে করি।

প্রতিবছর বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু বার্ষিকীতে ম্যুরালের পাদদেশে হাজার হাজার মানুষ সমবেত হবে। তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। আমরা এই ম্যুরালের সৌন্দর্য রক্ষার জন্য সব সময় আন্তরিক।

চলতি বছরেই বসবে পদ্মা সেতুর সব স্প্যান

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সব কটি স্প্যান বসানো শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ইতিমধ্যে ৩১টি বসানো হয়েছে। চারটি স্প্যান বসানোর জন্য প্রস্তুত রয়েছে। পানির স্রোত কিছুটা কমলেই এগুলো বসানোর কাজ শুরু হবে।

এদিকে এক ভার্চুয়াল সভায় সেতুমন্ত্রী ওবায়দুল পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, মূল সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর পুরো সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগের বেশি। বর্তমানে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

প্রকল্প সংশ্লষ্টদের মতে, মহামারি পরিস্থিতি না থাকলে কাজের অগ্রগতি আরও কিছুটা বেশি হতো। বর্তমানে বন্যার কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ। তবে সেতু ও সেতুসংশ্লিষ্ট অন্যান্য কাজ পুরোদমে এগিয়ে চলেছে। যে ৩১টি স্প্যান বসানো হয়েছে, সেখানে সড়ক ও রেলের স্ল্যাব স্থাপনের কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৗশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বাকি ১০টি স্প্যানের মধ্যে ৪টি স্প্যান বসানোর জন্য প্রস্তুত রয়েছে। নদীর পানি কমলে এগুলো বসানো হবে। চলতি বছরের মধ্যেই শেষ হবে সবগুলো স্প্যান বসানোর কাজ।

২০২১ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার লক্ষ্য ঠিক করে রেখেছে সরকার। এটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। শুরু থেকে গত জুলাই পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে ২৩ হাজার ৪২৩ কোটি ৬৭ লাখ টাকা। জাজিরা ও মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ শতভাগ শেষ।

বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বরিশাল জেলা ও মহানগর লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। লেবার পার্টির সাংগঠনিক মাস-২০২০ উপলক্ষে আজ (শনিবার) বেলা ১১ টায় সিএন্ডবি রোডস্থ কার্যালয়ে ‍এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথী হিসেবে ‍উপস্থিত ছিলেন,বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ‍সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারী চিহিৃত দুর্নীতিবাজ ও লুটেরাদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

সভায় মহানগর লেবার পার্টির সভাপতি এডভোকেট আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয়নেতা মোঃ আশরাফ উদ্দিন, রুহুল আমিন বাচ্চু, নগর প্রচার সম্পাদক ওয়ালী উল্লাহ হাওলাদার, বাংলাদেশ ছাত্রমিশন সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার ও মহানগর যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন প্রমুখ।

কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ঝালকাঠির কাঁঠালিয়া-আমুয়া সড়কের প্রযুক্তি এলাকায় শনিবার সকালে মালামাল বহনকারী ট্রলির চাপায় গণেশ দাস (৬০) নামের বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত গনেশ উপজেলার উত্তর আমুয়া গ্রামের যগেন্দ্র দাসের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী মিলন দাস জানান, গনেশ দাস আমুয়া বন্দরের অনিল দাসের মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন। শনিবার সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থল আমুয়া বন্দরে আসার পথে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গণেশ দাসের অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পথে তাঁর মৃত্যু হয়েছে।

দেশের ৫৩ টি নদী‌ নতুনভা‌বে খনন করা হচ্ছে

নৌ পরিবহন মন্ত্রনাল‌য়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী-এমপি বলেছেন, নদীর গতি প্রকৃতি বারবার পরিবর্তন হচ্ছে। একদিন আগে যা দেখে যাচ্ছি তা একদিন পরেই পরিবর্তন হচ্ছে।

এটা শুধু আমিই দেখ‌ছি না, আমাদের মন্ত্রনাল‌য় ও বিআইড‌ব্লিউ‌টিএ’ র কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন প্র‌তি‌নিয়ত এসব পর্য‌বেক্ষণ কর‌ছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃ‌ত্বে কোনো কিছুই নজরদারীর বা‌হি‌রে নয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিকে নারায়নগঞ্জ-চাঁদপুর-হিজলা-উলা‌নিয়া নৌপথ পরিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের উত্ত‌রে এসব কথা বলেন প্র‌তিমন্ত্রী।

এসময় তি‌নি আ‌রো ব‌লেন, আমার চেষ্টা করছি নৌ পথের মানুষগুলোর যাতায়াত সাশ্রয়ই ও নিরাপদ রাখতে। এজন্যই আমরা বাববার নদী পর্যবেক্ষন ও পরিদর্শন করছি।

তিনি আরো বলেন, আজকে আমরা ড্রেজিং করছি, কালকে আবার ভরাট হযে যাচ্ছে। এটা আমাদের উপর নির্ভর করে না, এ

Set featured image

টা নদীর গতি প্রকৃতির ওপর নির্ভর করে।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব‌র্ধিত ১০ হাজার কিলোমিটার নৌপথ আমরা বাংলা‌দে‌শে বাস্তবায়ন করবো। এর লক্ষ্যে দেশের ৫৩ টি নদী‌ নতুনভা‌বে খনন করা হচ্ছে। আর যে নৌ পথ গুলো আছে সেগুলো নদী মেইনটেইন্সেন ড্রেজিং করা হচ্ছে।

প্র‌তিমন্ত্রী ব‌লেন, এখন বৈশ্বিক উষ্ণতার কারণে পানির উচ্চতা বেড়ে গেছে, আবার বড় বড় নদীর ওপরে সেতু নির্মাণসহ বি‌ভিন্ন কারণে বিভিন্ন জায়গায় পলি পড়ার পরিমাণ বেড়ে গেছে। এতে বিভিন্ন নদী পথ পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে মানে এই নয় যে নৌপথ বন্ধ হয়ে যাচ্ছে।

এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান,নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলাম,নৌ সংরক্ষন ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুর রহিম, বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ন পরিচালক আজমল হুদা মিঠু সরকার, বরিশাল নৌ সংরক্ষন ও পরিচালন বিভাগের যুগ্ন পরিচালক বরিশাল এসএম আজগর আলীসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেছারাবাদে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. মেহেদি হাসান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে নিজ বাড়ির পেছনে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদি ওই গ্রামের মো. হান্নান শেখের ছেলে।

জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন মেহেদি। পরে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার সকালে বাড়ির পেছনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আর নেই

চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার এনামুল হক ভুইয়া(৭৫) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে পারিবারিক সুত্রে জানাগেছে। ইন্নালিল্লাহি ওয়া————রাজেউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

শুক্রবার রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে। আওয়ামীলীগের প্রবীন এই নেতার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

উজিরপুরে অবৈধ বালু উত্তোলনঃ ১ জনকে কারাদন্ড

বরিশালের উজিরপুরে ভূগর্ভস্থ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালী উত্তোলন কারীদের বিরুদ্ধে মোবাইল কোড পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী। ১০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা দক্ষিণ মোড়াকাঠী গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ফারুক বয়াতীকে গ্রেফতার করে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।

এ সময় ড্রেজার ও বিপুল পরিমান পাইপ, ব্যারেল জব্দ করে ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন এর জিম্মায় রাখেন। এছাড়া ২ সেপ্টেম্বর সাতলা ইউনিয়নের সাতলা ইউনিয়নের কচা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কালবিলা গ্রামের মাসুম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

এ সময় ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জামাদী জব্দ করে ইউপি সদস্য হারুন হাওলাদারের জিম্মায় রেখে দেন। সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।