বরিশালে পানের বরজে সু-খবর

করোনা কালীন এ মুহুর্তে পান চাষে ব্যাপন সফলতা পেয়েছে বরিশাল জেলার কৃষকেরা। ২০১৯-২০ অর্থ বছরে জেলার ১০ উপজেলায় ২০ হাজার ৩৬ মেট্রিকটন পান উৎপাদন হয়েছে। এক সময় শুধু বারুই সম্প্রদায়ের মানুষরা পান চাষ ও এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে অনেক কৃষকরা পান চাষের প্রতি ঝুঁকছেন।

মেট্রোপলিটন এলাকা বাদে জেলার ১০ উপজেলার পান চাষিরা পানের বরজে এখন ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার বরজ সংস্কার কাজে ব্যস্ত। বাঁশ ও বাঁশের শলা এবং জিআই তার দিয়ে মাচা তৈরি করে খড়-কুটা দিয়ে ছাউনি করে সুপারি গাছের পাতা ও কলা পাতা দিয়ে ঘিরে তৈরি করা হচ্ছে পানের বরজ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ির সূত্রে জানা যায়, বরিশাল জেলার ১০ উপজেলায় ২ হাজার ৯২৫ হেক্টর জমিতে পান চাষ হয়। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ৪৫ হেক্টর,বাবুগঞ্জ উপজেলায় ১২৫ হেক্টর,উজিরপুর উপজেলায় ৩১৫ হেক্টর,বাকেরগঞ্জ উপজেলায় ৫০০ হেক্টর,গৌরনদী উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর, আগৈলঝাড়ায় উপজেলায় ২৭৫ হেক্টর,মুলাদি উপজেলায় ১৫০ হেক্টর,হিজলাউপজেলায় ১৬০ হেক্টর ,মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০০ হেক্টর ,বানারীপাড়া উপজেলায় ১০৫ হেক্টর জমিতে পান চাষ হয়।

খামারবাড়ির সূত্রে জানা যায়, এ সকল জমিতে হেক্টর প্রতি ফলন হয় ৬ দশমিক ৮৫ শতাংশ।উপজেলা ভিত্তিক হেক্টর প্রতি ফলন হয়,বরিশাল সদর উপজেলায় ৭ দশমিক ২৯ শতাংশ,বাবুগঞ্জ উপজেলায় ৬ দশমিক ৩০ শতাংশ,উজিরপুর উপজেলায় ৮ দশমিক ০ শতাংশ ,বাকেরগঞ্জ উপজেলায় ৭ দশমিক ১০ শতাংশ,গৌরনদী উপজেলায় ৬ দশমিক ১৫ শতাংশ, আগৈলঝাড়ায় উপজেলায় ৭ দশমিক ১০ শতাংশ,মুলাদি উপজেলায় ৮ দশমিক ০ শতাংশ,হিজলা উপজেলায় ৬ দশমিক ৮৫ শতাংশ ,মেহেন্দিগঞ্জ উপজেলায় ৭ দশমিক ১৫ শতাংশ ,বানারীপাড়া উপজেলায় ৬ দশমিক ৭০ শতাংশ
হেক্টর প্রতি ফলন হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ির সূত্রে আরও জানা যায়, ১০ উপজেলায় ২০ হাজার ৩৬ মেট্রিকটন পান উৎপাদন হয়েছে। উপজেলার ভিত্তিক পান উৎপাদন হয়েছে, বরিশাল সদর উপজেলায় ৩২৮ মেট্রিকটন,বাবুগঞ্জ উপজেলায় ৭৮৭ মেট্রিকটন ,উজিরপুর উপজেলায় ২ হাজার ৫২০ মেট্রিকটন,বাকেরগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫৫০ মেট্রিকটন,গৌরনদী উপজেলায় ৬ হাজার ৪৫৮মেট্রিকটন , আগৈলঝাড়ায় উপজেলায় ১ হাজার ৯৫৩মেট্রিকটন,মুলাদি উপজেলায় ১ হাজার ২০০মেট্রিকটন,হিজলা উপজেলায় ১ হাজার ৯৬মেট্রিকটন ,মেহেন্দিগঞ্জ উপজেলায় ১ হাজার ৪৪০মেট্রিকটন,বানারীপাড়া উপজেলায় ৭০৪মেট্রিকটন পান উৎপাদন হয়।

জেলা কৃষি কর্মকর্তা মো: তাওফিকুল আলম জানান, করোনা কালীন সময়েও ভালো দাম পাওয়ায় পানের বরজে পান চাষ করছে পান চাষী। পান চাষের রোগ বালাই, পাকামাকড়ের আক্রমণ ও পচন থেকে রক্ষার জন্য কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হয় বলে জানান তিনি।

মনপুরায় গণধর্ষণ মামলায় ৩ যুবক গ্রেফতার

ভোলার মনপুরায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের দায়ে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মনপুরা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সাকিল, করিম ও যুবায়ের। তাদের বাড়ি মনপুরা উপজেলার কুলাগাজীর তালুক গ্রামে।

শুক্রবার ওই কিশোরীর খালা বাদি হয়ে মনপুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ৪ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করে।

মনপুরা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ঢাকার কেরানীগঞ্জের আমিন পাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী সম্প্রতি ভোলার মনপুরা উপজেলার আন্দিরপাড় এলাকায় তার খালার বাড়ি বেড়াতে আসে। গত ৭ সেপ্টেম্বর রাতে কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে ওই ৪ যুবক তাকে জোর করে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলঘরের ভিতর পালাক্রমে ধর্ষণ করে।

পর্যটকে প্রাণ ফিরেছে শাপলার বিলে

করোনাকালে প্রকৃতিপ্রেমীদের ভ্রমণ কিছুটা বিঘ্নিত হয়েছে। তাদের এ বিঘ্নতায় বিপাকে পড়েন পর্যটননির্ভর ব্যবসায়ীসহ উপার্জনশীলরা।

সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে পর্যটনশিল্প। পর্যটন এলাকা ঘিরে আনাগোনা বেড়েছে পর্যটকদের।
বরিশালের উজিরপুর উপজেলারর সাতলা ও আগৈলঝড়া উপজেলার বাগধা ইউনিয়নের শাপলার বিল ঘিরেও শুরু হয়েছে প্রকৃতিপ্রেমী পর্যটকদের আনাগোনা। ফলে আবার প্রাণ ফিরেছে সাতলা-বাগধার এ শাপলার বিলে।

বিলে পর্যটকদের ঘুরিয়ে দেখানোর সঙ্গে জড়িত নৌকার মাঝিরা বলেন, করোনার কারণে মৌসুমের শুরুর দিকে লাল, বেগুনি ও সাদা শাপলার এ বিলে দর্শনার্থী কম হলেও এখন প্রচুর পর্যটক আসছেন।

পর্যটকনির্ভর স্থানীয় ব্যবসায়ীদের মতে, বিভাগীয় সদর বরিশাল কিংবা উপজেলা সদর উজিরপুর থেকে সাতলার বিলে আসা সড়কটির বেহাল দশার কারণে গতবছর থেকে পর্যটকের যাতায়াত অনেক কম ছিল। তারওপর এবার মহামারি করোনার কারণে শাপলার মৌসুমের শুরুতে পর্যকটকদের যাতায়াত একেবারে বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের উজিরপুর ও আগৈলঝাড়ার কয়েক উপজেলার ব্যবসায়ীসহ পর্যটকনির্ভর শ্রমজীবীরা বিপাকে পড়ে যান। সম্প্রতি পর্যটকদের আনাগোনা বাড়ায় হাসি ফুটেছে শ্রমজীবী ও ব্যবসায়ীদের মুখে।

সরকারি বরিশাল কলেজের ছাত্র ইফতেখার মাহামুদ জানান, তিনি কয়েকদিন আগে যখন পর্যটক ছিল না, তখন সাতলায় গিয়েছিলেন। তখন হারতা বাজারের পর থেকে সাতলা পর্যন্ত বিলের রাস্তার দু’ধারে বিভিন্ন স্থানে অসংখ্য নৌকার মাঝি বসে থাকতে দেখেছেন। যারা সড়ক দিয়ে কোনো যানবাহনে অপরিচিত যাত্রী গেলেই নৌকায় শাপলার বিলে ঘুরে বেড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।

বিগত এক যুগেরও বেশি সময় ধরে শাপলার বিল নিয়ে কাজ করা পর্যটক ও ফটোগ্রাফার আরিফুর রহমান বলেন, করোনা মহামারির কারণে শুরুতে শাপলার বিলে পর্যটক ছিল না বললেই চলে। তখন সবারই খারাপ অবস্থা গেছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঘুরে দাঁড়াচ্ছে। দীর্ঘদিন ঘরবন্দি থাকা মানুষগুলোও বাইরে বের হয়েছে। অনেকেই দীর্ঘদিন একঘেঁয়েমিভাবে চলা জীবনের ছন্দের পতন ঘটাতে ঘুরে বেড়াতে চাচ্ছেন। ফলে ঘুরে দাঁড়িয়েছে পর্যটননির্ভর মানুষগুলোর জীবন-জীবিকার চাকা।

তিনি বলেন, এখানকার কোনো নৌকাতেই তিন থেকে পাঁচজনের বেশি চড়া সম্ভব নয়, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুযায়ী এমনিতেই স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে সবাইকে। আর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার যার যার কাছে থাকে। ফলে বিলে ঘুরে বেড়ানো অন্য জায়গা থেকেই অনেকটাই নিরাপদ।

তবে তার মতে, পর্যটননির্ভর এ এলাকার সড়ক সংস্কারের পাশাপাশি বিল রক্ষায় সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ যে যার মতো করে চলেছেন। তবে সম্প্রতি নানান উদ্যোগে এ বিলাঞ্চলে বিশাল খাসজমি থাকার বিষয়টি সামনে বেরিয়ে এসেছে। এজন্য কেউ কেউ শাপলা নষ্ট করতে তা কেটে দিচ্ছেন, আবার কেউ অস্থায়ী বাঁধ দিয়ে বিলের মধ্যেই মাছ চাষ করছেন। এ কারণে বিলে শাপলার পরিমাণ কমে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে পর্যটকদের আনাগোনা যেমন কমে যাবে, তেমনি প্রশাসনের কর্মকর্তারাও বিল ও শাপলা সংরক্ষণ নিয়ে আর উদ্যোগী হবে না।

টয়লেটসহ থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিতকরণের মধ্য দিয়ে শাপলার বিল পর্যটনবান্ধব করার দাবিও রয়েছে স্থানীয় পর্যটকদের। যদিও এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে রাস্তাঘাটের সংস্কারসহ নানা পদক্ষেপ নেওয়ার কথা বলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

তিনি জানান, শাপলার বিলকে আরও আকর্ষণীয় ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে পর্যটন করপোরেশনে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বরিশালের এ বিলাঞ্চলে ঘিরে আষাঢ়ের শুরুতে প্রাকৃতিকভাবে বিলে ফুটে ওঠে হাজার হাজার শাপলা। শ্রাবণ থেকে ফুটতে শুরু করে লাল, সাদা আর বেগুনি শাপলা ফুল। ফুলে ফুলে ছেয়ে যায় বিল। নৌকায় বিলের পানিতে ঘুরে বেড়িয়ে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা।

ছুটির দিনে জমজমাট হয়ে ওঠে প্রাকৃতিক সৌন্দর্যের এই শাপলার বিলে যেতে হয় খুব সকালে। কারণ সূর্য ওঠার পর খুব অল্প সময়ের মধ্যেই ফুলগুলো ধীরে ধীরে বুজে যায়। এ কারণে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগের আসল সময় সূর্য প্রখর হওয়ার আগ পর্যন্ত। সড়কপথে বরিশাল সদর এবং উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলা সদর থেকে বিভিন্ন যানবাহনে যাওয়া যায় এ বিলে। বিলে ঘোরার জন্য রয়েছে আলাদাভাবে পর্যটকনির্ভর নৌকার ব্যবস্থা। যদিও নৌকাগুলোতে তিন থেকে পাঁচজনের বেশি বসার ব্যবস্থা থাকে না।

নদী রক্ষায় প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, নদী রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নেই। তিনি ভাঙনকবলিত মানুষের দুদর্শার খবর রাখেন এবং তাদের নিয়ে ভাবেন।

গতকাল শুক্রবার বুড়িগঙ্গা, টুঙ্গি, তুরাগ, বালু, শীতালক্ষা ও ধলেশ্বরী নদীর ১১০ কিলোমিটার পথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশের নদীসমূহ রক্ষাসহ ভাঙনরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নদীতীরবর্তী মানুষের দু:খ দুর্দশা যেমন কেটে যাবে, তেমনি নদীগুলো ফিরে পারে তাদের স্বাভাবিক গতিপথ।

পরিদর্শন কর্মসূচিতে আরও ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল ইসলাম, সেন্ট্রাল জোনের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সরকার, নির্বাহী প্রকৌশলী-১ রাশেদুল কবির এবং প্রকৌশলী-২ দেওয়ান আইনুল হক।’

প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, দেশের নদী ও খালসমুহ রক্ষায় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু ভাটির দেশের নদীতো ভাঙছেই এবং ভাঙবেই। এই প্রাকৃতিক দুর্যোগতো মানুষের পক্ষে রোধ করা সম্ভব না। কিন্তু সরকার একের পর এক উদ্যোগ গ্রহণ করছে এবং বাস্তবায়নও করে চলছে। সর্বশেষ ভাঙন রোধ করে নদীগুলোর প্রবাহমান গতি ধরে রাখতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে

মেহেন্দিগঞ্জ কাজীরহাট থানার সপ্তাহ বর্ষপূতি উৎসবে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বাঙালির অস্তিত্বের শেকড় শেখ হাসিনা। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ।

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।

এসময় সাংসদ পংকজ নাথ সরকারের দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। আজ শুক্রবার সন্ধ্যায় কাজীরহাট আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সর্বস্তরের জনগণ আয়োজিত বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান মনির হাওলাদার, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল জলিল, ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একজন পরিশ্রমী এবং পরিচ্ছন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার

আরিফুর রহমান আরিফ ॥ বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শবান মহান নেতা। ছাত্রলীগ রাজপথের আদর্শ লড়াকু সৈনিক। “শিক্ষা, শান্তি,প্রগতি ছাত্রলীগের মূলনীতি” এই শ্লোগানকে সামনে রেখে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে রাজপথে এগিয়ে চলে। এরই ধারাবাহিকতায় নলছিটি উপজেলার বর্তমান সভাপতি অনীক রহমান সরদার রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। অনিক রহমান ছাত্রলীগের রাজনীতিতে প্রমান করেছেন সে একজন ত্যাগী ও পরিশ্রমী সাহসী নেতা। পরিশ্রমের ফল হিসাবে তিনি নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান।

জানা যায়, অনীক রহমান সরদার স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে সঠিকভাবে দায়িত্ব পালন করছিলো,তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমির হোসেন আমু এমপি এবং জেলা ছাত্রলীগ অনিক সরদারের হাতে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেন। এ বিষয়ে অনিক সরদারের সাথে কথা বলে জানাযায়, ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এমপির সুদৃষ্টি থাকায় তার এই অবদান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ও আমির হোসেন আমু এমপির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করি।

অনীক সরদারের রাজনীতি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, দিন কে রাত আর রাত কে দিন করে ছাত্রলীগ রাজনীতিকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে ছুটে চলছে বিরামহীনভাবে, কোন সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক বা কোন মাদক ব্যাবসায়ীকে সে তার রাজনীতির সাথে কোনভাবেই সম্পর্কযুক্ত করেন নাই আজ অবধি, নেই কোন অনুপ্রবেশকারী। তিনি এক একজন পরিষ্কার ইমেজের ছাত্রনেতা বলে ছাত্রলীগ কর্মীরা এবং সাধারন মানুষ থেকে সকল রাজৈনতিক নেতা-কর্মীরা মনে করেন। তিনি নিজে অন্যায়ের সাথে আপসহীন, আজ অবধি তার দ্বারা তৈরিকৃত যেকোনো ইউনিটের নেতা বির্তকিত কোন কার্যক্রমের সাথে জড়িত নাই বলে দাবী কর্মীদের।

পরিশেষে অনীক রহমান সরদার বলেন, যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আওয়ামী সংগঠনের সাথে সততার সাথে কাজ করে যাবো।নলছিটি ছাত্রলীগকে জাতির পিতা বঙ্গবন্ধুর রঙে রাঙাতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমির হোসেন আমু এমপি মহোদয়ের আদর্শের ছাত্রলীগ গড়ে তুলতে চাই।নলছিটি উপজেলার প্রত্যেকটি ইউনিটকে আদর্শিক ছাত্রলীগ হিসেবে গড়ে তুলতে চাই।নলছিটি ছাত্রলীগ হবে সময়ের সেরা মেধাবীদের সংগঠন এবং ছাত্রলীগে অতীত ঐতিহ্য ফিরে আসবে ইনশাআল্লাহ্।

আমির হোসেন আমু’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ ৬ নিহতের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফুর রহমান আরিফ:

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হন। নিহত পরিবারের কোন অভিভাবক না থাকায় ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এমপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পরে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৮ টি মসজিদে সকলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমির হোসেন আমু এমপির নির্দেশে দোয়া ও মিলাদ মাহফিলে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ গত বুধবার বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখি সংঘর্ষে ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের একই পরিবারের ৫ জন ঘটনাস্থলেই মারা যান।

ঝালকাঠি লাশকাটা ঘরে চুরি সংঘটিত

আরিফুর রহমান আরিফ ।। ঝালকাঠির লাশকাটা ঘরের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। মুতদেহ ময়না তদন্তের জন্য যাবতীয় যন্ত্রাংশ চাকু, চাপাতি, হাতুরী, কুড়াল, সেলাই কাজের সুতা, সূচ, ওজন মাপার মেশিনসহ সবই নিয়ে গেছে চোর চক্রটি। শুক্রবার দুপুরে একটি আত্মহত্যা করা লাশ পোষ্টমর্টেম করার জন্য আনা হলে ভিতরে প্রবেশ করে দেখতেপায় মালামাল কিছুই নাই। এমনটাই জানিয়েছে অমিত ডোম এবং পল্লব ডোম। এর আগে প্রায় পনের দিন পুর্বে একটি লাশ কেটে তারা ডোম ঘরে তালা মেরে রেখে যায়। এ থেকে বোঝা যাচ্ছে চুরির ঘটনাটি গত পনের দিনের মধ্যে যে কোন একদিন হয়েছে। এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাফর আলী দেওয়ান বলেন, লাশ কাটা ঘর চুরির বিষয়টি ডোমের মাধ্যমে জানতে পেরে সিভিল সার্জন মহোদয়কে অবগত করেছি। সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন ডোমঘর চুরির ব্যাপারে আমরা খতিয়ে দেখছি। এদিকে লাশ কাটাঘরে চুরির ঘটনাকে ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন এলকাবাসী।

বেতাগী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির শেষ কবে- বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে পৌরসভা নির্বাচন। গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০১৬ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দেশের অধিকাংশ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়। নিয়মানুযায়ী এ বছরের ডিসেম্বর মাসে এসব পৌরসভার মেয়াদ শেষ হবে।

নির্বাচন কমিশনসূত্রে জানা যায়, মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে (নিয়ন্ত্রনে থাকলে) এবং বড় কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে মেয়াদোর্ত্তীন পৌরসভাগুলো ডিসেম্বর ও জানুয়ারি মাসে পৌরসভা নির্বাচন হবে। এ বছরের ডিসেম্বর মাসে বরিশাল বিভাগের মেয়াদোর্ত্তীন ১৭ টি পৌরসভার নির্বাচন হবে। আগামী বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত ধাপে ধাপে ইউপি নির্বাচন হতে হবে। ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে- এসব পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ বছরও দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে।

বরগুনার বেতাগী পৌরসভার নির্বাচনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করেছেন। সম্ভাব্য মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীরা করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটারদের সাথে কুশল বিনিময় এবং খোঁজ খবর নিচ্ছেন। মহামারি করোনাকালীন সময় কেহ কেহ বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ করছেন। পৌরসভা নির্বাচন অংশ নিতে ইচ্ছুক মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা করোনার সময় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল. আলু, তেল , পেয়াঁজ ও রসুন এবং সাবান ও হ্যান্ড স্যানিটাজার বিতরণ করতে দেখা গেছে। তবে করোনার কারণে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক ও মোবাইল ফোনে খোঁজ খবর নিতে দেখা যায়।

আসন্ন বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে ২ জন, বিএনপি থেকে ২ জন এবং জাতীয় পাটি থেকে ১ জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির এবং অপর সম্ভাব্য প্রার্থী হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মহসিন। দলীয় মনোনয়ন প্রত্যাশায় আওয়ামী লীগ থেকে সম্ভাব্য এ উভয় প্রার্থীই কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে জোড় তদবির করছেন।
বিএনপি থেকে জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মো. শাহজাহান কবির এবং বেতাগী পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির মল্লিক। দলীয় মনোনয়ন প্রত্যাশায় বিএনপি থেকে সম্ভাব্য এ উভয় প্রার্থীই দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং কেন্দ্রীয় নেতাদের সাথে যার যার অবস্থান তুলে ধরছেন।

শুধুমাত্র একক সম্ভাব্য মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. নাসির উদ্দিন পিযুস দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।

এছাড়া আরো কিছু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, তিনি পৌরসভায় ব্যাপক উন্নয়নের কাজ করেছেন বলে দাবী করে তিনি বলেন,‘ বেতাগী পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে রুপান্তর করেন। গত নির্বাচনের ইশতেহারের প্রায় আমি ৮০ শতাংশ কাজ করেছি। বঙ্গবন্ধু ভাস্কর্য, বঙ্গবন্ধ পৌর অডিটোরিয়াম, অত্যাধুনিক ডাক বাংলো, পৌরসভার সকল রাস্তাঘাট, ফায়ার সার্ভিস, কেন্দ্রিয় শহীদ মিনারসহ ব্যাপক উন্নয়নের কাজ করছি।’ তিনি আরো বলেন, দল ও জনগণ যদি সুযোগ দেয় তবে আমি অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।’

এছাড়া আওয়ামী লীগ থেকে অপর সম্ভাব্য প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মহসিন মেয়র পদে নির্বাচনে মতামত ব্যক্ত করেন। তিনি বলেন,‘ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির জনগণের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। কথায় নয় আমি কাজে বিশ্বাস করি এবং নির্বাচিত হলে মুরব্বীদের যথোপযুক্ত সম্মান প্রতিষ্ঠা করব। আল্লাহ যদি আমাকে পৌরসভার মেয়র নির্বাচিত করে তবে জনসাধারণের কোন কাজের জন্য বেগ

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির শেষ কবে- বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে পৌরসভা নির্বাচন। গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০১৬ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দেশের অধিকাংশ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়। নিয়মানুযায়ী এ বছরের ডিসেম্বর মাসে এসব পৌরসভার মেয়াদ শেষ হবে।

নির্বাচন কমিশনসূত্রে জানা যায়, মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে (নিয়ন্ত্রনে থাকলে) এবং বড় কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে মেয়াদোর্ত্তীন পৌরসভাগুলো ডিসেম্বর ও জানুয়ারি মাসে পৌরসভা নির্বাচন হবে। এ বছরের ডিসেম্বর মাসে বরিশাল বিভাগের মেয়াদোর্ত্তীন ১৭ টি পৌরসভার নির্বাচন হবে। আগামী বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত ধাপে ধাপে ইউপি নির্বাচন হতে হবে। ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে- এসব পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ বছরও দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে।

বরগুনার বেতাগী পৌরসভার নির্বাচনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করেছেন। সম্ভাব্য মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীরা করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটারদের সাথে কুশল বিনিময় এবং খোঁজ খবর নিচ্ছেন। মহামারি করোনাকালীন সময় কেহ কেহ বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ করছেন। পৌরসভা নির্বাচন অংশ নিতে ইচ্ছুক মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা করোনার সময় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল. আলু, তেল , পেয়াঁজ ও রসুন এবং সাবান ও হ্যান্ড স্যানিটাজার বিতরণ করতে দেখা গেছে। তবে করোনার কারণে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক ও মোবাইল ফোনে খোঁজ খবর নিতে দেখা যায়।

আসন্ন বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে ২ জন, বিএনপি থেকে ২ জন এবং জাতীয় পাটি থেকে ১ জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির এবং অপর সম্ভাব্য প্রার্থী হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মহসিন। দলীয় মনোনয়ন প্রত্যাশায় আওয়ামী লীগ থেকে সম্ভাব্য এ উভয় প্রার্থীই কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে জোড় তদবির করছেন।
বিএনপি থেকে জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মো. শাহজাহান কবির এবং বেতাগী পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির মল্লিক। দলীয় মনোনয়ন প্রত্যাশায় বিএনপি থেকে সম্ভাব্য এ উভয় প্রার্থীই দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং কেন্দ্রীয় নেতাদের সাথে যার যার অবস্থান তুলে ধরছেন।

শুধুমাত্র একক সম্ভাব্য মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. নাসির উদ্দিন পিযুস দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।

এছাড়া আরো কিছু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, তিনি পৌরসভায় ব্যাপক উন্নয়নের কাজ করেছেন বলে দাবী করে তিনি বলেন,‘ বেতাগী পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে রুপান্তর করেন। গত নির্বাচনের ইশতেহারের প্রায় আমি ৮০ শতাংশ কাজ করেছি। বঙ্গবন্ধু ভাস্কর্য, বঙ্গবন্ধ পৌর অডিটোরিয়াম, অত্যাধুনিক ডাক বাংলো, পৌরসভার সকল রাস্তাঘাট, ফায়ার সার্ভিস, কেন্দ্রিয় শহীদ মিনারসহ ব্যাপক উন্নয়নের কাজ করছি।’ তিনি আরো বলেন, দল ও জনগণ যদি সুযোগ দেয় তবে আমি অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।’

এছাড়া আওয়ামী লীগ থেকে অপর সম্ভাব্য প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মহসিন মেয়র পদে নির্বাচনে মতামত ব্যক্ত করেন। তিনি বলেন,‘ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির জনগণের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। কথায় নয় আমি কাজে বিশ্বাস করি এবং নির্বাচিত হলে মুরব্বীদের যথোপযুক্ত সম্মান প্রতিষ্ঠা করব। আল্লাহ যদি আমাকে পৌরসভার মেয়র নির্বাচিত করে তবে জনসাধারণের কোন কাজের জন্য বেগ পেতে হবে না। তিনি আরো বলেন,‘ সকল ওয়ার্ডের জনসাধারণ আমাকে মেয়র পদে নির্বাচন করার জন্য আশ্বাস্ত করেন এবং জনসাধারণের আন্তরিক ভালোবাসা ও স্নেহ ভাজন মহসিন হয়ে সব সময় তাঁদের পাশে থাকতে চাই।’

বিএনপি থেকে জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মো. শাহজাহান কবির বলেন,‘ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হলে , জনগণ আমাকে মূল্যায়ন করবে এবং বিপুল ভোটে জয়লাভ করব।’

এদিকে বিএনপি থেকে অপর সম্ভাব্য প্রার্থী বেতাগী পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির মল্লিক দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে মতামত প্রকাশ করেন। তিনি গত নির্বাচনেও বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বলেন,‘ দল ও জনগণ আমাকে সমর্থন দিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব । ’ তিনি আরো বলেন,‘ পৌরসভার জনগণের প্রতি আমার শতভাগ আস্থা ও বিশ্বাস রয়েছে এবং নির্বাচিত হলে জনসাধারণের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। ’

উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. নাসির উদ্দিন পিযুস দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে আশা প্রকাশ করেছেন। তিনি গত নির্বাচণেও জাপা দলীয় সমর্থনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বলেন,‘ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আমি জয়লাভ করব এবং আমার জনগেণের প্রতি আমার পূর্নবিশ্বাস আছে , জনগণ আমাকে মূল্যায়ন করে নির্বাচিত করবে।’

পেতে হবে না। তিনি আরো বলেন,‘ সকল ওয়ার্ডের জনসাধারণ আমাকে মেয়র পদে নির্বাচন করার জন্য আশ্বাস্ত করেন এবং জনসাধারণের আন্তরিক ভালোবাসা ও স্নেহ ভাজন মহসিন হয়ে সব সময় তাঁদের পাশে থাকতে চাই।’

বিএনপি থেকে জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মো. শাহজাহান কবির বলেন,‘ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হলে , জনগণ আমাকে মূল্যায়ন করবে এবং বিপুল ভোটে জয়লাভ করব।’

এদিকে বিএনপি থেকে অপর সম্ভাব্য প্রার্থী বেতাগী পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির মল্লিক দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে মতামত প্রকাশ করেন। তিনি গত নির্বাচনেও বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বলেন,‘ দল ও জনগণ আমাকে সমর্থন দিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব । ’ তিনি আরো বলেন,‘ পৌরসভার জনগণের প্রতি আমার শতভাগ আস্থা ও বিশ্বাস রয়েছে এবং নির্বাচিত হলে জনসাধারণের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। ’

উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. নাসির উদ্দিন পিযুস দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে আশা প্রকাশ করেছেন। তিনি গত নির্বাচণেও জাপা দলীয় সমর্থনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বলেন,‘ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আমি জয়লাভ করব এবং আমার জনগেণের প্রতি আমার পূর্নবিশ্বাস আছে , জনগণ আমাকে মূল্যায়ন করে নির্বাচিত করবে।’

২৪ ঘণ্টা পর উদ্ধার হলো ভোলার ইলিশায় ডুবে যাওয়া পন্টুন

টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঝড় ও জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ভোলার ইলিশা লঞ্চ ঘাটের পন্টুনটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকৃত পন্টুনটি ট্রাকবোর্ডে নেয়ার কথা জানান উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল বাকী ও প্রকৌশলী সাইফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে বিআইডবিøউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভীক।
এদিকে ২৩ দিন পর ডুবে যাওয়া পন্টুন উদ্ধার করা হলেও ওই ঘাটে স্থাপনা করা হয়নি নতুন কোন পন্টুন। ফলে ভোলা-লক্ষীপুর ও ঢাকা রুটের লঞ্চ, ওয়াটারবাস, সি-ট্রাকসহ প্রায় ২০টি নৌ-যান চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে দেশের ২১ জেলার সঙ্গে যোগযোগে যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে গ্যাং ও জেটি সিস্টেমসহ আধুনিক পন্টুন দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বৈরী আবহাওয়া ও অতি জোয়ারে পন্টুনটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। এতে করে এই ঘাট দিয়ে গত ২৩ দিন ধরে যাত্রী ওঠানামা বন্ধ ছিল।