বরিশালে তৃতীয় শ্রেণির ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

বরিশালের আগৈলঝাড়ায় স্কুল শিক্ষকের বেত্রাঘাতের অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আত্মহত্যার ঘটনায় মারধর করা শিক্ষককে অভিযুক্ত করে শিক্ষার্থীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ তৃতীয় শ্রণির ছাত্রীর আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। পুলিশ শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে বলেন, করোনা ভাইরাসের কারণে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে প্রতিষ্ঠিত দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমী দীর্ঘদিন বন্ধের পর গত ৫সেপ্টেম্বর (শনিবার) স্কুলের মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন দিন পরে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে। প্রকাশিত ফলাফলে স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান নোহা ৩০মার্ক পেয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলের শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক শিক্ষার্থী নোহাকে ক্লাস রুমে বেত্রাঘাত এবং গালমন্দ করেন।
নুশরাত জাহান নোহা খাজুরিয়া গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে ও অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক (৩৭) পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মো. আব্দুল লতিফ পাইকের ছেলে।

নোহা স্কুল থেকে বাড়ি ফিরে স্বজনদের কাছে ঘটনা খুলে বলে কান্নাকাটি করে। সহপাঠিদের সামনে শিক্ষকের মারধর ও গালমন্দ সইতে না পেরে অভিমান করে বুধবার দুপুরে নোহা নিজেদের ঘরের দোতলার আড়ায় ওড়নার সাথে গামছা জোড়া লাগিয়ে তা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে অভিযোগ করা হয়।

বাবা সুমন মিয়া মেয়ে নোহাকে ঝুলন্ত অবস্থা দেখে তাৎক্ষণিক নামিয়ে স্থানীয় পয়সা ক্লিনিকে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক নোহাকে মৃত ঘোষণা করেন।
শিশু শিক্ষার্থী নুসরাত জাহান নোহার মৃত্যুর জন্য শিক্ষক সুমন পাইককে অভিযুক্ত করে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে নোহার বাবা সুমন মিয়া একটি মামলা দায়ের করেছেন, নং-৪ (১০.৯.২০)। ঘটনার পর বুধবার থেকেই অভিযুক্ত ওই শিক্ষক পলাতক রয়েছেন।

মঠবাড়িয়ায় নারীকে গাছের সাথে বেঁধে মারধরের ঘটনায় মামলা,গ্রেফতার ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতের লাইন নেয়ার নামে গাছ কাটায় বাঁধা দেয়ায় এক “নারী কে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগ” শিরোনাম বিভিন্ন পত্রিকায় ছাপা হলে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। আহত ওই নারীর স্বামী আঃ রব আকন বাদি হয়ে জাকির আকনকে প্রধান আসামী করে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৮ জন নামীয় ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত ও এজাহার ভুক্ত আসামী এনামুলকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছেন।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার ফুলঝুড়ি গ্রামের মৃত আফেজ উদ্দিন আকনের ছেলে রব আকনের ভোগ দখলীয় জমির ওপর থেকে বিদ্যুতের লাইন নেয়ার জন্য গত ৬ সেপ্টেম্বর রোববার সকালে প্রতিপক্ষরা গাছ কাটার পায়তার চালায়। এসময় তার স্ত্রী ফরিদা বেগম বাঁধা দিতে গেলে প্রতিবেশী জাকির, এনামুল, ইউনুস আকন এর নেতৃত্বে সন্ত্রাসীরা ওই নারীর ওপর হামলা চালায়। এসময় ওই নারীর স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নেয় ও শ্লীলতাহানি ঘটায়। পরে তাদের বিভিন্ন প্রজাতির গাছ কেঁটে নেয়। এসময় রব আকন তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তার ওপরও হামলা চালায়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এজাহার নামিয় আসামী এনামুলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুওে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিদ্যালয়ের মাঠে দোকান, ভাঙছে প্রশাসন

ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে খেলার মাঠে অবৈধভাবে নির্মিত বানিজ্যিক স্টল ভেঙে দিচ্ছে পৌরসভা। পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভাঙচুরের কাজ শুরু করে শ্রমিকরা।

এর আগে অবৈধভাবে স্টল নির্মাণ করার পরিকল্পনা বাতিল করে দেন পৌর মেয়র। স্টলের গাথুনি ভেঙে ফেলার সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি গাজী সানাউল হক, প্রধান শিক্ষক রিতা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

এদিকে স্টল ভাঙার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি শারমিন মৌসুমি কেকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা মন্ডল অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা জোরপূর্বক রেজুলেশন করেন। সে অনুযায়ী খেলার মাঠে অবৈধভাবে স্টল নির্মাণ করেন।

শারমিন মৌসুমী কেকা সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী স্টল নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি গাজী সানাউল হক বলেন, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক স্টল নির্মাণের রেজুলেশন করেন সাবেক সভাপতি। এটা অনৈতিক। খেলার মাঠ নষ্ট করে কোন স্থাপনা করতে দেওয়া হবে না।

ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, পৌরসভায় যে কাগজপত্র দিয়ে প্লান নেওয়া হয়েছিল, তা সঠিক ছিল না। তাই প্লান বাতিল করা হয়েছে। অবৈধভাবে গড়ে তোলা স্টল ভেঙে ফেলা হচ্ছে।

বরিশালে এক হাজার পিস ইয়াবা সহ আটক ৫

বরিশালে পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করেছ মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, মনির হোসেন মৃধা, রিয়াজুল ইসলাম রাজীব, জাহাঙ্গীর মৃধা, সুমন হাওলাদার ও শাহাবুদ্দিন মৃধা।

আজ বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সহকারি পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীম।

তিনি জানান, বুধবার নগরীর পোর্ট রোডে প্রথমে অভিযান চালানো হয় এবং পরে রুপাতলী অভিযান চালিয়ে এই ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পিলার প্রতারণা চক্রের সদস্য আটক, পিলার-চাকতি উদ্ধার

বরগুনার আমতলী থানার আড়পাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের সদস্য মো. ফরিদ উদ্দিনকে (৫০) আটক করেছে র‌্যাব-৮। গত বুধবার রাতে এ অভিযানের সময় তার কাছ থেকে একটি পিলার, দু’টি চুম্বক চাকতি এবং চুম্বক পরীক্ষা করা সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব।

আটক ফরিদ উদ্দিন ওই গ্রামের মৃত সামসু মোল্লার ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদ আমতলী এলাকায় দীর্ঘদিন ধরে ম্যাগনেট পিলার ও পিলারের মধ্যের চুম্বক চাকতি দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। কতিথ এই পিলারে থাকা চুম্বক চাকতি অতি উচ্চক্ষমতা সম্পন্ন এবং এই পিলারে শুকনো ধানও আকৃষ্ট করে। যার একেকটি চুম্বকের মূল্য কোটি টাকা বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। তারা অবৈধ পিলার ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে এবং নমুনা হিসেবে চুম্বকের চাকতি দেখায়। চাকতির গায়ে খোদাই করে ‌‘EAST INDIA COMPANY-1818’ এবং মাঝে ‘DANGER’ লেখা আছে। চুম্বকটি আসল কিনা তা প্রমাণের জন্য টেষ্ট কিট হিসেবে শুকনো ধান একটি কাচের টিউবের মধ্যে সংরক্ষিত রাখে তারা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ফরিদ উদ্দিন জানায়, চাকতিগুলো তারা নিজেরাই তৈরি করে এবং যে ধানগুলো দিয়ে টেষ্ট করে সেগুলোর ভেতরে আগে থেকেই সূক্ষভাবে লোহা জাতীয় পদার্থ ঢুকানো থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত অবৈধ ব্যবসায়ীরা এই চুম্বকর প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন।

এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দল মো. ফরিদ উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিলার, দু’টি চুম্বক চাকতি এবং চুম্বক পরীক্ষা করা সরঞ্জামাদি জব্দ করে তারা।

জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে আমতলী থানায় সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।

আ’লীগ নেতা মশিউর রহমান মিন্টু’র রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা

বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিন্টু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মশিউর রহমান মিন্টু এর খাদ্য নালীতে ইনফেকশন হয়েছে। এ কারনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পরেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মশিউর রহমান মিন্টুর সুস্থতার জন্য সকলের কাছে তার দোয়ার চেয়েছেন তার পরিবার।

উল্লেখ্য,তিনি সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ বরিশাল মহানগর এর সভাপতি এবং বরিশাল মহানগর ঘাতক দালাল নির্মুল কমিটির অন্যতম সদস্য।

অপরাধ দানাবাঁধার আগেই তা নিয়ন্ত্রণে আনতে হবে- প্রলয় চিসিম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমি।

প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে। শিষ্টের পালন করতে হবে। থানা হলো জনগণের শেষ আশ্রয়স্থল। অপরাধ দানাবাঁধার আগেই তা নিয়ন্ত্রণে আনতে হবে। এজন্য আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত করে কমিউনিটি পুলিশিং এর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতায় বিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম ওপেন হাউস ডে তে অংশগ্রহন করা এলাকাবাসী এবং সংবাদকর্মীদের মাস্ক বিতরণ করে বলেন, সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম। তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন বিএমপি’র উত্তর বিভাগের এই কর্মকর্তা।

এসময় পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে ওপেন হাউস ডে তে অংশগ্রহন করা এয়ারপোর্ট থানাধীন কলসগ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক শামীম আকন বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায় না। হয়তো তাঁরা ব্যস্ত থাকেন। কিন্তু বিএমপি’র থানা অফিসার, শীর্ষ কর্মকর্তা এমনকি স্বয়ং কমিশনার মহোদয়কে যে কোন সময় ফোন দিলে পাওয়া যাচ্ছে। তাদের সাথে মন খুলে সমস্যার কথা বলতে পারছি। বর্তমান পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য পূর্বের যে কোন সময়ের পুলিশের থেকে আরও শক্তিশালী এবং আন্তরিক বলে অভিমত ব্যক্ত করেন ওই পল্লী চিকিৎসক।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ, থানার পুলিশ পরিদর্শকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভান্ডারিয়ায় সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং পৌর শহরের ১নম্বর লক্ষীপুরা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান বিশ্বাস(৭০) মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে , ৩ মেয়ে ,নাতী-নাতনীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল ১০টায় ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফনন সম্পন্ন করা হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয়-পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয়-পার্টি জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য,দৈনিক ইত্তেফাক সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন,দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।

এছাড়াও শোক প্রকাশ এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জেপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জাতীয়-পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডিমরাজুল ইসলাম মিরাজ, জেপি’র উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,আব্দুল আজিজ সিকদার,তৈয়বুর রহমান প্রমুখ।