বরিশালে টিফিনের টাকায় গাছের চারা রোপণ

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় সারাদেশে এক লাখ চারা বিতরণের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর জিলা স্কুলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই কর্মসূচীর উদ্বোধন করেন।

কর্মসূচীতে ওই স্কুলে গাছের চারা রোপণ ও পথচারীদের মধ্যে চারা বিতরণের মধ্যদিয়ে কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেগম হিরো রোকসানা, দৈনিক যুগান্তরের সাংবাদিক সাঈদুর রহমান পান্থ, সংগঠনের বরিশাল শাখার উপদেষ্টা মোঃ কালিমুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল।

সোহেল বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা দেশব্যাপী গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে এই সংগঠনের উদ্যোগে ২৫ জেলায় কর্মসূচী পালন করা হয়েছে।

বরিশালে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। তবে এসময় র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে অবৈধ ব্যবসার প্রধান হোতা সবুজ সেরনিয়াবাত। র‌্যাব বাদি হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, সোমবার বিকেলে বরিশাল র‌্যাব-৮এর ডিএডি মো. আল মামুন সিকদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের একতলা ভবনের মধ্যে ইয়াবা কেনা বেচার খবর পেয়ে ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালান র‌্যাব সদস্যরা।

অভিযানে ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের ছেলে মো. হাসিবুল ইসলাম শান্ত (২১) ও মোহনকাঠী গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইমলাম (১৯)কে আটক করেন র‌্যাব সদস্যরা। এসময় ডাক্তার মতিয়ার র

হমান সেরনিয়াবাতের অপর ছেলে মাদক ব্যবসার প্রধান হোতা মো. সবুজ সেরনিয়াবাত (২৮) র‌্যাবে চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান।
সাক্ষীদের উপস্থিতিতে আটককৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে নিজেদের ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র মজুদ আছে বলে জানান।

এক পর্যায়ে আটককৃত হাসিবুল ইসলাম শান্ত তার খাটের নীচ থেকে প্লাষ্টিকের একটি বস্তা ভর্তি ৩৩ ইঞ্চি একটি রামদা, ১৮ ইঞ্চি লম্বা একটি দা, সাড়ে ২৭ ইঞ্চি, ২০ ইঞ্চি ও ১৫ ইঞ্চি লম্বা তিনটি ছোরা, ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৫ ইঞ্চি, ২১ ইঞ্চি ও ১৯ ইঞ্চি লম্বা কাঠের বাটের তিনটি চাইনিজ কুড়াল র‌্যাবকে বের করে দেন।

এসময় সৈয়দ ফাইজুল ইসলামের প্যান্টের পকেট থেকে ১১পিস ইয়াবা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। আটককৃতরা র‌্যাবকে র‌্যাব স্পেশালাইস্ড কোম্পানী কমান্ডার ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে, নং-২ এবং ৩ (৮.৯.২০)। গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম শান্ত ও সৈয়দ ফাইজুল ইসলামকে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

প্রতিটি থানা হবে অসহায় মানুষের আশ্রয়স্থল-বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খাঁন (পিপিএম) বলেন, আমাদের প্রতিটি থানা হবে সাধারণ অসহায় সেবা প্রত্যশী মানুষের আশ্রয় স্থল।

সেভাবেই যেন থানাগুলোর কার্যক্রম গড়ে ওঠে। আমাদের প্রধানমন্ত্রী ও আইজিপির একান্ত প্রচেষ্টায় পুলিশ বাহিনী দিন দিন আধুনিকায়ন হিসেবে গড়ে উঠেছে। সেই আলোকে আমাদের আন্তরিকতার কাজের মাধ্যমে দ্রæততম সময়ের মধ্যে পুলিশী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (৮ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় মুজিব ‘বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এই সেøাগানকে সামনে রেখে নগরীর পুলিশ লাইন ময়দানে নতুন যানবাহন গাড়ি হস্তান্তর পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি একথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খাঁন (পিপিএম)।

তিনি বলেন, সেবার মান বৃদ্ধির করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে লজিস্টিক সাপোর্ট হিসেবে আরো ১৩টি নতুন যানবাহন অন্তুর্ভুক্ত করা হচ্ছে যাতে সেবার গুণগত মান থেকে পিছিয়ে পড়তে না হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (বিএমপি) সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর পিএমপি রুনা লায়লা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম।

আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, আঃ হালিম ও সাহেদ রাজিব সহ চার মেট্রোপলিটন থানার ইনচার্জ যথাক্রমে অফিসার নুরুল ইসলাম (পিপিএম) আযিমুল করিম, জাহিদ বীন আলম ও আনোয়ার তালুকদার সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।

প্রধান অতিথি পুলিশ কমিশনার এসময় নিজেদের তথা সরকারি সম্পদ রক্ষাণাবেক্ষণের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ইতি পূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ ৬টি ভাগে অন্তর্ভুক্ত ছিল আজ থেকে সাপ্লাই ও লজিস্টিক সাপোর্ট নামের আরো ২টি বিভাগ অন্তর্ভুক্ত করে মোট ৮টি বিভাগ গঠন করা হল।

অন্যদিকে ২০১৬ সালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগে ৭৮টি যানবাহন লজিস্টিক সাপোর্ট নিয়ে কাজ করতে হিমসিম খেতে হয়েছে পুলিশ বাহিনী সদস্যদের।

বর্তমান পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খাঁন পুলিশ বাহিনীকে আরো গতিশীল করার পাশাপাশি পুলিশী সেবা প্রতিটি মানুষের দোর গোড়াই পৌঁছে দেয়ার মানসিকতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগে গত ৫ বছরে আরো ৬৪টি গাড়ি এই বহরে যুক্ত করে ১৪২ টি অন্তর্ভুক্ত করা হলো।

এসময় প্রধান অতিথি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানঁ, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার রুনা লায়লা, কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল আহমেদ ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম (পিপিএম) এর হাতে নতুন গাড়ির চাবি হস্তান্তর করা সহ পর্যায়ক্রমে ১৩টি গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

বরিশালে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীতে ৬ কেজি গাঁজাসহ জান্নাত বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় তার দুই সহযোগী যুবককেও আটক করে পুলিশ।

এসআই মহিউদ্দিন মাহি জানান, আটক জান্নাত বেগম লাকুটিয়া এলাকার একাধিক মাদক মামলার আসামী মিলনের স্ত্রী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বরিশালের ভাঙ্গাচোরা রাস্তঘাট-খাল-ড্রেন সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল নগরীর অযোগ্য ভাঙাচোরা রাস্তাঘাট-ড্রেন সংস্কার করা খালগুলো সংস্কারের অভাগে ময়লা-আবর্জনায় ভাগারে পরিনত হয়েছে। এবং করোনা মহামারিতে রিক্সা-ইজিবাইক-হকার উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাড়ানো সহ তিন দফা দাবী আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা আহবায়ক কমিটি।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে দলের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী তার লিখিত বক্তব্যে বলেন, বরিশালের নাগরীক অধিকার আদায়ে বাংলাদেশ সামাজতান্ত্রিক দল দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে। বর্তমানে বরিশাল নগরীর রাস্তঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া নগরীর ৫৮ কিলোমিটার রাস্তার ৯০ শতাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

অন্যদিকে নগরীর ২২টি খালের অধিকাংশ মৃত এবং তা উদ্ধারের জন্য গত ২ বছরে কোন দৃশ্যমান উদ্যোগ গ্রহন করা হয়নি। অপরদিকে করোনা দুযোগে কর্মসংস্থান কমছে, এসময় রিক্সা, ইজিবাইক বা রাস্তার পাশের ছোট দোকাগুলো উচ্ছেদ করা সমুচিন হবেনা।

এসময় রিক্সার লাইসেন্সের বকেয়া ফি মওকুফের দাবির কথাও বলেন তিনি। এলক্ষে এসব দাবী বাস্তবায়নের দাবীতে বুধবার ৯ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত ৬দিন ব্যাপি নগরীর বিভিন্ন সড়কে সমাবেশ করা সহ বিসিসি মেয়রের নিকট স্বারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ২ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বরিশাল কোতোয়ালী মডেল থানায় কর্মরত দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন- উপ পরিদর্শক (এস.আই) বশির আহমেদ ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. শরীফ। সোমবার রাতে তাদের সাময়িক সাময়িক বরখাস্তের আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সঠিক কারণ যায়নি। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে একাধিক স‚ত্র জানিয়েছে। বর্তমান সময়ে নগরীতে আলোচিত ঘটনা দলিল লেখক রিয়াজের হত্যাকারী সন্দেহভাজন (স্ত্রী) আমিনা আক্তার লিজাকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করার কথিত অভিযোগ করা হয়েছে উপ পরিদর্শক বশির আহমেদের বিরুদ্ধে।

দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ। তাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে সহকারী কমিশনার বলেন, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেছেন গ্যারেজ মিস্ত্রী

আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক গ্যারেজ মিস্ত্রী। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অতুল হালদারের ছেলে প্রশান্ত হালদার (৫৩) স্থানীয় ত্রিমুখী বাজারে নিজের গ্যারেজে সাইকেল-রিক্সার মেরামতের কাজ করতেন।

মঙ্গলবার দুপুরে জনৈক ভ্যান চালক তার ভাঙা ভ্যান ঝালাই করতে প্রশান্তের গ্যারেজে আসলে প্রশান্ত ঝালাই দিতে গেলে আসস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডার বিস্ফোরণে প্রশান্তর মুখমণ্ডল, দুই হাত ঝলসে যায়। বিস্ফোরণের শব্দে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে প্রশান্তকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ এর বরাত দিয়ে হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগী ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন পালিত

সারা দেশে সাংবাদিকদের উপরে যে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে তারই প্রতিবাদে বরগুনা জেলা সাংবাদিকদের মানববন্ধন পালিত হয়েছে।
সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টা এবং বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এরই সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়েছে।

সোমবার সকাল ১১টার সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা সাংবাদিক ইউনিয়ন চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন (জেলা প্রতিনিধি -যমুনা টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম (স্টাফ- রিপোর্টার সময় টেলিভিশন) সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন টিটু, (জেলা প্রতিনিধির -৭১ টেলিভিশন), অর্থ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন ফসল (জেলা প্রতিনিধি- ইন্ডিপেনডেন্ট টেলিভিশন)।

এছাড়াও উপস্থিত ছিলেন মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, এশিয়ান টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রতন, বিজয় টিভির বরগুনা প্রতিনিধি জুলহাস মিয়া, চ্যানেল এস‘র বরগুনা প্রতিনিধি সোহরাব হোসেন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাজমুল আহসান মিরাজ, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রাফিন, বার্তাবাজারের বরগুনা প্রতিনিধি মেহেদী হাসানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন বলেন, সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে হত্যার চেষ্টা এবং বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনের হত্যাকাÐের ঘটনায় আমরা শোকাহত। এই ঘটনার সঠিক তদন্ত শেষে দ্রæত বিচারের আওতায় আনা হোক। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার এম এ আজীম বলেন, সঠিক সাংবাদিকতা করতে গিয়ে প্রতিনিয়তই কুচক্রি মহলের রোষানলে পড়তে হয় সংবাদকর্মীদের। কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ের নিকটে সুজা উদ্দিন রুবেলক হত্যা চেষ্টা চালানো হয়েছে, অথচ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার তো দূরে থাক শনাক্ত করতে পারেনি পুলিশ।

এদিকে বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস হত্যার ঘটনায় একজন গ্রেফতার হলেও বাকিরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। তাই দ্রæত হত্যাকারী ও হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।

মাইটিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু প্রতিনিয়ত নানান নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। গত ৩ সেপ্টেম্বর দুপুরে ধামরাইয়ের বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এর তিনদিনের মধ্যেই সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার দ্রæত শাস্তির দাবি জানাই।

বক্তারা কক্সবাজার সময় টিভির প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে হত্যার চেষ্টা এবং বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনের হত্যাকাÐের সাথে যারা জড়িত রয়েছে এবং এই হত্যার মূল পরিকল্পনাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তারা।