জিএম কিবরিয়ার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন রব মিন্টু

ইতালীর ইমিগ্রেশন আন্দোলনের জীবন্ত কিংবদন্তী জি, এম কিবরিয়ার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল হীন স্বার্থ হাসিল করার জন্য অব্যাহত অপপ্রচারে লিপ্ত রয়েছে। এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা ও আয়েবার যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু। এম এ রব মিন্টু এক লিখিত বিবৃতিতে বলেন ইতালীতে বাংলা কমিউনিটির এক কথায় এখানে বিদেশী অভিবাসীদের ইমিগ্রেশন আন্দোলনের প্রাণপুরুষ জি এম কিবরিয়া, যার সুযোগ্য ও আপোষহীন নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে হাজার হাজার প্রবাসীরা বিনা পয়সায় সৌর্জন্য পেয়েছেন।যা ইতিহাসের মাইলফলক হিসেবে থাকবে।

এবং সেই আন্দোলনের ফলসস্বরুপ প্রবাসীরা ব্যবসা বনিজ্যসহ একজন ইতালীয়ান নাগরিকের প্রায় সমান অধিকার আমরা ভোগ করে থাকি।জি এম কিবরিয়া ইতালী আওয়ামী লীগের ও প্রতিস্ঠাতা আহবায়ক।তার হাত ধরেই ইতালী আওয়ামী লীগের অনেক নেতার নেতৃত্বের বিকাশ ঘটেছে। আমরা ইতালী প্রবাসী বাঙ্গালীরা কোনদিনও জি, এম কিবরিয়ার অবদান অস্বীকার করতে পারব না। তিনি সুস্পষ্ট ভাবে বলেন বাংলাদেশ কমিউনিটি গড়তে জি, এম কিবরিয়া, লোকমান হোসেন, নূরে আলম সিদ্দিকী বাচ্চু, মরহুম লুৎফুর রহমানে, মাহতাব উদ্দিনের অবদান অপরিসীম। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি গোষ্ঠী তাদের হীন স্বার্থ হাসিলের জন্য জি, এম কিবরিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা ইতালী প্রবাসীরা এই অপপ্রচারকারী ও এর ইন্ধন দাতাদের খুঁজে বের করে এদের মুখোশ উম্মোচন করব।

বরিশালে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ আটক ৭

বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ চোর চক্রের ৪ সদস্য ও চুরির ঘটনায় জড়িত ৩ সহযোগীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, অপু শিকদার (২৫), মোহাম্মদ তুহিন রহমান (২৪), মোহাম্মদ নজরুল ইসলাম রাজন (২৯), সেলিম ওরফে শান্ত হাওলাদার (২৪), শফিকুল ইসলাম শাহিন, সমির দত্ত (৬০), জয় সাহা (২৪)।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বিষয়টি জানান।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, গত ২ ও ৩ জুলাই কাউনিয়া থানাধীন ভাটিখানা বাজারের চন্দ্রপারা প্রথম গলি এলাকায় একটি স্টেশনারি দোকান থেকে দুইটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং সাত হাজার টাকার মোবাইল রিচার্জের কার্ড চুরি হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা হলে উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নির্দেশে কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপু, তুহিন, রাজন, শান্তকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্য মতে বরিশাল ফায়ার সার্ভিস রোডস্থ ভোলা বডিং থেকে শাহিনকে আটক করে তার কাছ থেকে একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। পরে ফকিরবাড়ী রোডস্থ পপুলার ফার্মেসি থেকে সমিরকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৬৬৭০ টাকা মুল্যমানের মোবাইল রিচার্জ কার্ড এবং জয়কে স্ব-রোড নতুন বাকলার পিছনে, কাউনিয়া থেকে গ্রেফতার করে তার কাছে থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈদের শেষে গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে কর্মমুখী মানুষের ঢল

পটুয়াখালীর গলাচিপায় ঈদুল আযহার ছুটির শেষে কর্মমুখী মানুষ ছুটছেন ঢাকার পথে। পরিবারের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরার পথে জাহিদুল ইসলাম বাচ্চু বলেন, মঙ্গলবার থেকে পুরোদমে অফিস-আদালত শুরু হয়ে গেছে। হাতে ছুটি থাকায় তাই আজ শুক্রবার দুপুরে গলাচিপা লঞ্চঘাট থেকে ঢাকাগামী পুবালী-৫ লঞ্চে রওনা দিয়েছি। ঢাকার রাস্তাও মোটামুটি খালি পাওয়া যাবে।

লঞ্চের তৃতীয় শ্রেণীর মাস্টার কামাল হাওলাদার বলেন, গতকাল যাত্রীর চাপ অনেক বেশি ছিল। গত কয়েকদিন যাত্রীর চাপ কম থাকায় আমাদের লোকসান গুনতে হয়েছে। আজ ভাল যাত্রী পেয়েছি। পটুয়াখালী বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা সেলিম মিয়া বলেন, যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় বিআইডব্লিউটিএ ও প্রশাসন বেশি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ঢাকায় ফেরা যাত্রীদের কোনো প্রকার ভোগান্তিতে পড়তে না হয়। পথে ভোগান্তি নিয়ে তেমন আপত্তি না থাকলেও নৌ-পথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগ করেছেন অনেকেই।

এ ব্যাপারে গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়া মো. হেলাল উদ্দিন বলেন, জীবনে কখনও শুনছেন ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করেনি? সরকার যাই নির্ধারণ করে দিক না কেন? কেউই তা মানেন না। তবে কর্মক্ষেত্রে ফেরায় যাতে কোন ঝামেলা পোহাতে না হয় এটাই বড় কথা। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়াই নেয়া হচ্ছে দাবি করেন লঞ্চ ইন্সপেক্টর মো. বশার মিয়া।

তিনি বলেন, ঈদে সরকার যে ভাড়া নির্ধারণ করেছে তাই নেয়া হচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোন ভাড়া নেওয়া হচ্ছে না। এ বিষয় নিয়ে লঞ্চ সুপারভাইজার কামাল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, যাত্রীরা যাতে নিরাপদে কর্মক্ষেত্রে ঢাকা ফিরে যেতে পারেন সেজন্য প্রশাসনিকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাবের অভিযানে ৫০বোতল ফেন্সিডিলসহ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজাপুর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নয়ন (৪০) কে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব। নয়ন রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মোতাহের হোসেন খান’র পুত্র।

শুক্রবার সকাল ৯টায় কাউখালী উপজেলার রকেট ঘাট থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কাউখালী উপজেলার রকেট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ঘেরাও করে নয়ন নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। নয়নের স্বীকারোক্তি অনুযায়ী ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত নয়নকে কাউখালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

বরিশালে করোনায় মোট আক্রান্ত ২৫৮১ : সুস্থ ১৭৫৩

বরিশালে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন, সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ২৫৮১ জন।

মোট ১৭৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ পর্যন্ত বরিশাল মহানগরী ১৮৪১ ও সদর উপজেলা ৩৯ জন, বাকি ৯ টি উপজেলায় ৭০১ জনসহ সর্বমোট ২৫৮১ জন আক্রান্ত হয়েছে।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৬ জন।

জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত মোট ৩২৫ জন, এ পর্যন্ত জেলায় ৭৩৬ জন নারী এবং ১৮৪৫ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।

গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকে মিডিয়া সেল।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছ। এদের মধ্যে ঝালকাঠি সদরের লাভলী আক্তার (৩২), মাদারীপুরের কালকিনির আ. খালেক (৬৭), বরিশালের আগৈলঝাড়ার হাজী মো. ইউনুস (৫০), বরগুনা সদরের মোশারফ হোসেন (৭০) ও বরিশাল সদরের কুলসুম বেগম (৭৫)।

এ পর্যন্ত বরিশাল মেডিকেলে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ১৮৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৬৯ জন পজিটিভ, ১০২ জন নেগেটিভ এবং ১২ জন রিপোর্টের অপেক্ষায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল পরিচালক বাকির হোসেনের পক্ষ থেকে।

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ২০ জেলে উদ্ধার

সুন্দররবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পরে এফবি সিমা-২ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। প্রায় ১৮ ঘন্টা পর আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় ২০ জেলেকে উদ্ধার করা হয়। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ওই ট্রলারের মালিকের নাম আনছার খান। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামে। এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি বশির ট্রলারের মাঝি মো.ইব্রাহিম মাঝিসহ জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত ২০ জেলে সকলেই শারীরিক অসুস্থ থাকায় সাগরে বসেই তাদেরকে গরম পানি গরম কাপড় দিয়ে সেবাসুস্থতা করছেন উদ্ধারকৃত জেলেরা। উদ্ধারকৃত জেলেদের ফিরিয়ে আনতে দু’টি ট্রলার পাঠানো হয়েছে।

এদিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, সকালেই আমাদে উদ্ধারের জন্য টিম সাগরে গেছে।

বরিশালে টেম্পু-বাস শ্রমিকদের সংঘর্ষ, ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ

মহাসড়কে থ্রি-হুইলার চলতে বাধা দেয়াকে কেন্দ্র করে বরিশালে টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জের ধরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭ রুটে শুক্রবার সকাল ৭টা থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টায় বাস চলাচল শুরু হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাস ভাংচুর হয়েছে বলে নগরীর রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি দাবি করেছে। তবে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু এ সংঘর্ষের ব্যাপারে কিছু জানেন না বলে সমকালকে জানান। পরিমল চন্দ্র দাস বলেন, যারা সংঘর্ষে জড়িয়েছে তারা টেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য নন।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করছে। বাস-মালিক শ্রমিকদের একটি প্রতিনিধি দল অবৈধ থ্রি হুইলার বন্ধের চেষ্টা করে। এ সময় টেম্পু শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের উপর হামলা চালিয়ে কয়েকটি বাস ভাংচুর করে। এ খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষণিক রূপাতলী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মাসুদ রানা সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্ট বসিয়ে থ্রি-হুইলার চলতে বাধা দিচ্ছে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি। তাদের বিরুদ্ধে টেম্পু শ্রমিকদের মারধর, যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ নিত্যদিনের ঘটনা। এ নিয়ে টেম্পু মালিক-শ্রমিকদের সঙ্গে বাস মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যদিও বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কে থ্রি-হুইলার যানবহন চলাচলের বৈধতা আছে। বাস মালিকরা অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্টের নামে টেম্পু চলাচলে বাধা দিচ্ছে।

লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড়, নেই স্বাস্থ্যবিধির বালাই

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেশের দক্ষিণাঞ্চল থেকে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখে বোঝার উপায় নেই, বাংলাদেশসহ সারা বিশ্বে চলছে নভেল করোনাভাইরাসের প্রকোপ। যেকোনোভাবে কর্মক্ষেত্রে ফেরাই যেখানে মুখ্য, সেখানে স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই ছিল না। রাজধানীতে ফেরা লঞ্চের যাত্রীরা বলছেন, করোনা পরিস্থিতিতে কোথাও কোনো কড়াকড়ি চোখে পড়েনি তাঁদের।

সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর সদরঘাটে আসা লঞ্চগুলো থেকে একের পর এক মানুষ নামছেন। দেখে মনে হচ্ছে, সব মানুষ যেন আজই ফিরলেন ঢাকায়। একেকটা লঞ্চে কত মানুষের জায়গা মেলে, আজ সকালের লঞ্চগুলোর চিত্র দেখে তা বলা বেশ কঠিন। ঘাটে ভেড়ার আধা ঘণ্টা পরও লঞ্চ থেকে মানুষ শুধু নামছেই। মানুষে মানুষে একাকার তখন পুরো এলাকা।

যাত্রীরা বলছেন, লঞ্চের ছাদ ও সিঁড়িতে কোনো জায়গা খালি ছিল না। এমন পরিস্থিতিতে লঞ্চের মধ্যে হাঁটাচলারও কোনো উপায় ছিল না। এক যাত্রী আরেক যাত্রীর সঙ্গে গাদাগাদি করে ছিলেন। কর্মক্ষেত্রে যোগ দিতে মানুষের ভিড় আর করোনাভাইরাসের ভয় নিয়েই ঢাকায় ফিরতে বাধ্য হচ্ছেন অনেকে।

এসব চিত্র দেখে বোঝার উপায় নেই, বিশ্বজুড়ে চলছে করোনা মহামারি। আর বাংলাদেশেও এখনো আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। করোনার ভয়ের চেয়ে যেন ঢাকায় ফেরাই মানুষের কাছে মুখ্য হয়ে উঠেছে।

বাজারে প্রচুর ইলিশ, কমেছে দামও

গত কয়েকদিন ধরে রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। দামও আগের চেয়ে কমেছে। বিক্রেতারা বলছেন, ঈদের পর মাছের বাজারে এখন ইলিশের ক্রেতা বেশি।

মিরপুর ১ নম্বর সেকশনের মাছবাজারে এক কেজির ইলিশ গতকাল সকালে বিক্রি হচ্ছিল সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। আর মাঝারি আকারের ৮০০ গ্রাম ওজনের একেকটি ইলিশের দাম ছিল ৫০০ টাকা। ছোট ইলিশ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৩৫০ টাকায়। মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রচুর ইলিশ আসছে। সে কারণে দাম কমেছে। ইলিশের বাড়তি সরবরাহের কারণে অন্য মাছের দাম বেশি চাইলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

মিরপুর ৬ নম্বর বাজার ও কারওয়ান বাজারেও ইলিশের দাম মোটামুটি একই রকম। ভ্রাম্যমাণ বিক্রেতারাও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রচুর ইলিশ বিক্রি করছেন। তাদের কাছে দাম আরেকটু কম। পীরেরবাগ এলাকায় বিক্রেতা রফিকুল ইসলাম ইলিশ প্রতিটি ৬০০ টাকা চাইলেন, যার ওজন এক কেজি বলে দাবি তার।

আগস্টের শুরুতে এত ইলিশ পাওয়ার কারণ কী, ইলিশের মৌসুম কি শুরু হয়ে গেছে, এই প্রশ্নে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ইলিশের মূল মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর মাস। তবে অনেক সময় নদীতে পানিপ্রবাহ ভালো হলে আগেই ইলিশের মৌসুম শুরু হয়ে যায়। এবারও তাই হচ্ছে। তিনি জানান, আগামী অক্টোবরে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। আগস্ট থেকেই ইলিশ বেশি পরিমাণে পাওয়া ভালো লক্ষণ।

সাধারণত মৌসুমের শুরুর দিকে বাজারে বড় ইলিশের কেজি হাজার টাকার বেশি থাকে। সংকটকালে সেটা দেড় হাজার টাকা পর্যন্ত হয়। এখন এক কেজির ইলিশ ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে, যাকে মোটামুটি সহনীয় দামই বলছেন ক্রেতারা। অবশ্য কারওয়ান বাজারের বিক্রেতা মো. সুমন জানালেন, ঈদুল আজহার আগের কয়েক দিন দাম আরেকটু কম ছিল। কারণ, তখন চাহিদা আরও কম ছিল। এখন বেড়েছে।

দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫১ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছে। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩৩ জন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৬০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।