মেহেন্দিগঞ্জে আকষ্মিক বন্যায় পানিবন্ধী লক্ষাক্ষিক মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মেহেন্দিগঞ্জ উপজেলায় আকষ্মিক বন্যায় পানিবন্ধী হয়ে পড়েছেন লক্ষাক্ষিক মানুষ। ক্ষতিগ্রস্থ হয়েছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি, পুকুর ও মৎস্য খামার প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার। কয়েক কিলোমিটার কাঁচাপাকা সড়ক বিধ্বস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন।

তবে স্থানীয় প্রশাসন বলছেন, ক্ষতিগ্রস্থদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের। ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষের ঘরবাড়ি, গবাদি পশু, কৃষি ফসল ও মৎস্য খামার। আস্তে আস্তে কমছে পানি। সাথে সাথে ভেসে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি, কৃষি, মৎস্য ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতচিহ্ন। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বেড়িবাঁধ এবং রাস্তাঘাট মেরামত করার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নদীর তীরবর্তী গ্রামের একাধিক সড়ক বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন বলেন, ভয়াল মেঘনার অস্বাভাবিক জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়ন ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। তার ইউনিয়নে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে, ১০ কিলোমিটার পাঁকা রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রায় ৫/৭শত পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে, শত শত হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে, মাছঘাটসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর উলানিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইয়াসিন রাজু বলেন, তার ইউনিয়নেও শত শত পুকুরের মাছ, রাস্তাঘাট ও ঘরবাড়ির, এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুষ চন্দ্র দে বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,’এ মুহূর্তে ক্ষতির সঠিক পরিমান বলা যাচ্ছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, হঠাৎ বন্যায় মেহেন্দিগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ, বসত ঘরবাড়ি, পাঁকা ও কাঁচা রাস্তাঘাট। এই মুহূর্তে যাদের ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে তাদের পুনর্বাসন না করা হয় তাহলে মানুষের আরও কষ্ট হবে।’

কলাপাড়ার পাখিমারা খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ায়, দুর্ভোগে ২০ হাজার মানুষ

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের উপর নির্মিত সেতুটি বুধবার রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে ভেঙ্গে খালে পড়ে যায়। এসময় সেতুর উপর থাকা শহিদুল হক ও রুহুল আমিন মৃধা খালে পড়ে আহত হয়। সাঁতরে তারা তীরে উঠায় কোন হতাহতের ঘটনা ঘটেনি,তবে কলাপাড়া উপজেলা সদরের সাথে আট গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে দুর্ভোগে পড়ে অন্তত ২০ হাজার মানুষ। কলাপাড়া উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৩-১৪ অর্থ বছরে পাখিমারা খালের উপর দুই দফায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় ১১৬ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়। কলাপাড়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে।

পুরনো সেতুর মালামাল খুলে এ সেতুটি নির্মাণ করার শুরু থেকেই সেতু পার হতে মানুষের মধ্যে ছিলো ভয় ও আতংক। কেননা সেতু নির্মানের সময় খালে ঠিকভাবে লোহার খুঁটিগুলো পোঁতা হয়নি। লাগানো হয়নি খুঁটির সাথে আড়াআড়ি লোহার এ্যাঙ্গেল।

একারনে সেতুতে মানুষ চলাচল করলেই দুলতো। কিন্তু বুধবার রাতে হঠাৎ মাত্র দুইজন মানুষ নিয়ে সেতুটির প্রায় ১১০ মিটার খালে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, এ সেতু পার হয়ে পাশ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মানুষ ছাড়া কুমির মারা, পূর্ব কুমির মারা, পাখিমারা, মজিদর্পু, এলেমপুর, বাইনতলা, ফরিদগঞ্জ ও সুলতানগঞ্জ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে।

এ ইউনিয়ন থেকে দেশের বিভিন্ন স্থানে সবজি কিনে বিক্রি করে। কিন্তু সেতু ভেঙ্গে পড়ায় এখন সবচেয়ে বিপাকে পড়েছে সবজি চাষী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্যবসায়ীরা জানান, তারা গ্রামে গ্রামে ঘুরে সবজি কিনতেন। এখন সেতু ভেঙ্গে পড়ায় ছোট ডিঙ্গি নৌকার উপর তাদের নির্ভর করতে হবে।

এসব নৌকায় চার-পাঁচজনের বেশি মানুষ ওঠানো যায়না। সেক্ষেত্রে মালামাল পরিবহনে তাঁদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। শিক্ষার্থীরা জানায়, হয়তো কিছুদিনের মধ্যেই তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে,তখন খেয়া পার হয়ে ঝড়,বৃষ্টির মধ্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। এতে দূর্ঘটনার আশংকা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান অ্যাড. নাসির মাহমুদ জানান, সেতু ভেঙ্গে পড়ায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, সেতু ভেঙ্গে পড়ায় খবর তিঁনি পেয়েছেন। এখন বিকল্প উপায়ে চলাচল অব্যাহত রাখতে ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। সেতুটি সংস্কারের বিষয়ে এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

কলাপাড়া এলজিইডির প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, পাখিমারা খালে আগে ছিলো কাঠের পুল। উপজেলা পরিষদের সিদ্ধান্তে ছয় বছর আগে একটি পুরনো আয়রণ সেতুর মালামাল দিয়ে ওই খালে সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে কলাপাড়া উপজেলায় ভেঙ্গে পড়া ও ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

কীর্তনখোলা এবং আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গনে ৬ এলাকার বাসিন্দারা

উজানে বন্যার পানির তীব্র স্রোতে বরিশাল সদরের ৬টি স্থানে নদী ভাঙন তীব্র হয়েছে। জিও ব্যাগ ফেলেও সাময়িক নদী ভাঙন প্রতিরোধ করতে পারছেন না কর্তৃপক্ষ। নদীতে সব হারিয়ে দিশেহারা বরিশাল সদরের বিভিন্ন এলাকার মানুষ।

তাদের অনেকেই বসবাস করছেন অন্যের জমিতে কিংবা সরকারি রাস্তার পাশে। এখনও নদী তীরবর্তী মানুষ রয়েছেন চরম আতংকে। বিশেষ করে সদরের চড়বাড়িয়া ইউনিয়নের লামছড়িতে কীর্তনখোলার ব্যাপক ভাঙনে বিলীন হয়ে গেছে এলজিইডি’র পাকা রাস্তার একাংশ। এখন চারন দার্শনিক আরজ আলী মাতুব্বরের বসত ভিটা ও লাইব্রেরী নদী গর্ভে যাওয়ার উপক্রম হয়েছে। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে এবং স্থায়ী ভিত্তিতে ভাঙন প্রতিরোধের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুযায়ী আপদকালীন এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা করার কথা বলেছেন পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ।

বরিশাল সদরের বেলতলা, চরবাড়িয়া, লামছড়ি, আটহাজার ও হবিনগর ৫টি পয়েন্টে কীর্তনখোলা এবং আড়িয়ালখাঁ নদী গর্ভে বিলীন হচ্ছে ইছাগুড়া কালীগঞ্জ বাজার। লামছড়িতে কীর্তনখোলার ভাঙনে এলজিইডি’র অন্তত দেড়শ’ ফুট পাকা রাস্তা বিলীন হয়েছে। এখন চারন দার্শনিক আরজ আলী মাতুব্বরের বসত ভিটা ও তার নামে প্রতিষ্ঠিত লাইব্রেরীসহ আশপাশের গ্রামের মানুষের বাড়িঘর-শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি হুমকিতে রয়েছে। এখানে এর আগে জিওব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করা হলেও একটি চরের কারণে ঢেউ আছড়ে পড়ে ভাঙনে লামছড়ি। এখন তারা ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। বেলতলা, চড়বাড়িয়া, আটহাজার এবং হবিনগর এলাকায়ও কীর্তনখোলার গর্ভে প্রতিদিন বিলীন হচ্ছে সহায় সম্পদ।

এদিকে আড়িয়ালখাঁ নদীর ভাঙনে বিপর্যস্ত সদরের ইছাগুড়া কালীগঞ্জ বাজার। সাম্প্রতিক সময়ে নদী ভাঙনে সর্বহারা হয়েছে শত শত পরিবার। এখন তারা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে-সরকারি রাস্তার পাশে। চরম মানবেতর জীবন যাপন করছেন তারা। এখনও নদী তীরবর্তী মানুষের দিনকাটে আতংকে। তারা ভাঙনে রোধে দ্রুত স্থায়ী কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

নদী ভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে দাড়িয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। ঈদের বন্ধে সদর আসনের ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত জনগণের সাথে কথা বলেন তিনি।

এ সময় নদী ভাঙন প্রতিরোধে প্রতিমন্ত্রী দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু।

পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ বলেন, বরিশাল সদরের ৬টি পয়েন্টে নদী ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। কয়েকটি জায়গায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে আপদকালীন ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু জায়গায় চর কেটে নদীর অপর পাশের ভাঙন প্রতিরোধ করতে হবে। ভাঙনের তীব্রতা থেকে রক্ষা পেতে কীর্তনখোলা নদীর অনেক জায়গায় বাঁক কেটে সোজা করতে হবে। একই সাথে ৬টি স্থানে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ।

সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ইটবাড়িয়ান সোসাইটি

কামাল হাসান রনি:
কলাপাড়া পৌরসভার পাশেই ইটবাড়িয়া গ্রাম। কলাপাড়র  সব থেকে কাছের গ্রাম ইটবাড়িয়ার কিছু তরুন উদ্যমী সমাজসেবী  মিলে গঠন করেছে ইটবাড়িয়ান সোসাইটি ।
 মাদক নির্মূল সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ, গাছ লাগানো,  সামাজিক সচেতনতা বৃদ্ধি ,তরুন সমাজকে খেলাধুলায় পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিনামুলে কম্পিউটার প্রশিক্ষণ , নৈশস্কুলে বয়স্কদের শিক্ষার ব্যবস্থা  , মেধাবী  ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, অসহায় মানুষ কে সহায়তা প্রদানসহ কিছু লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে ইটবাড়িয়ান সোসাইট। ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সামাজিক দূরত্ব  বজায় রেখে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
 স্কুল প্রাঙ্গনে  গাছ লাগানো হয়, ফুটবল বিতরন করা হয়, করোনা স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এবং বিনামূল্য মাস্ক বিতরন করা হয়।
সভাপতিত্ব করেন
ইটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
মনিরুল ইসলাম সুমন
সঞ্চালনা করেন রোকনুজ্জামান পান্নু।
ইটবাড়িয়ান সোসাইটির রোকনুজ্জামান পান্নু বলেন, সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে ইটবাড়িয়ান সোসাইটি ।

স্ত্রী ও কন্যা সন্তানসহ আগৈলঝাড়ার ইউএনও করোনায় আক্রান্ত

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী ও কন্যা সন্তানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত ২৪ঘন্টায় উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীর মেয়ে মুনতাকা আছিরাহ্ চৌধুরী (দীপ্র), তার স্টাফ আমিনু্লের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ইউএনও’র স্ত্রী, পরে ইউএনও রওশন ইসলাম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে আইস্যুলেশনে রয়েছেন।

উপজেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৫৭জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।

এব্যাপারে চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আমার স্ত্রী ঠান্ডা জ্বর অনুভব করলে তিনি নিজ উদ্যোগে করোনা টেস্ট করান। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। এরপর আমি ঠান্ডা জ্বর অনুভব করলে করোনা টেস্ট করাই। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। পরে মেয়ের একই অবস্থা দেখে করোনা টেস্ট করাই। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। এ অবস্থায় আমরা বাসায় আইসোলেশনে রয়েছি।”

মেঘনার জোয়ারে দৌলতখানের ৩২ গ্রাম প্লাবিত

পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর, ভবানীপুর ও চরপাতা ইউনিয়নের বেড়ি বাঁধের বাইরে চৌদ্দটি ওয়ার্ডের পাঁচ শতাধিক বসতঘর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আকস্মিক জোয়ারের পানিতে ডুবে মারা যাওয়াসহ ভাসিয়ে নিয়ে গেছে ছাগল ভেড়াসহ পাঁচ সহশ্রাধিক হাঁস মুরগী। পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, ভেসে গেছে ঘেরের মাছ। ঘর বিধ্বস্ত হয়ে স্বর্নালংকারসহ ব্যবসার মালামাল ও গৃহসামগ্রী হারিয়েছেন অনেক গৃহস্থ। প্লাবিত এলাকাগুলো হচ্ছে হাজিপুর ও মদনপুর ইউনিয়নের সবক’টি ওয়ার্ড, সৈয়দপুর ইউনিয়নের চারটি ওয়ার্ড, ভবানীপুর ইউনিয়নের সবক’টি ওয়ার্ডের (আংশিক) ও চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড।

ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু জানান, বেড়ি বাঁধের বাইরের সবক’টি ওয়ার্ড তলিয়ে গেছে। তা ছাড়া মধ্য মেঘনায় অবস্থিত চর হাজারীতে গুচ্ছগ্রামের সরকারি আবাসনসহ তিন শতাধিক বাড়িঘর পাঁচ-ছয় ফুট উচু জোয়ারের পানিতে তলিয়ে গেছে। চরের বাসিন্দাদের হাঁস, মুরগী, ছাগল, ভেড়া ও পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের নির্দেশে মেঘনায় অবস্থিত চর হাজারীর গুচ্ছগ্রামের সরকারি আবাসনে থাকা তিন শতাধিক লোকের জন্য শুকনা খাবার পাটিয়েছি।

মধ্য মেঘনার আরেক ইউনিয়ন হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু জানান, এবারের জোয়ারে হাজিপুর চরবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬/৭ ফুট উঁচু জোয়ারের স্রোতে আড়াইশ বসতঘর ভাসিয়ে নিয়ে গেছে। হাঁস, মুরগী, ভেড়া ও পুকুরের মাছ ভেসে গেছে। তিনি জানান, বুধবার চরবাসীর আহার জোটেনি। এ সংবাদ শুনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল হাজিপুর চরবাসীর জন্য বৃহস্পতিবার সকালে এক টন চিরা, প্রয়োজনীয় পরিমাণ গুড়, মোম বাতি, দিয়াশলাই ও অন্যান্য গৃহসামগ্রী পাঠিয়েছেন। এর আগে সংবাদ পেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বুধবার রাতে সৈয়দপুর ইউনিয়নের বেড়ির বাইরে বানভাসীদের দেখতে এসে দুর্গতদের পাসে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন আলী আজম মুকুল এমপি।

চরপাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, ওই ইউনয়নের কাজির হাটের বেড়ি বাঁধ থেকে নদীর পাড় পর্যন্ত ৬ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে।

মধ্য মেঘনার চর ইউনিয়ন মদনপুরের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু জানান, তার ইউনিয়নটি পুরোটাই পাঁচ-ছয় ফুট পানির নিচে তলিয়ে গেছে। অর্ধশতাধিক কাঁচা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অনেকের গৃহসামগ্রী ও তৈজসপত্র পানিতে ভেসে গেছে। ঘরে সংরক্ষিত ধান, গম ও সয়াবিন বীজসহ বিভিন্ন ফসল ও সবজীর বীজ পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পূর্ণিমার জো’র কারনে গত দুইদিন ধরে মেঘনায় অতি উচ্চতায় জোয়ার বইছে।

জোয়ারের পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় মধ্য মেঘনার তিনটি চর ও উপজেলার সৈয়দপুর, ভবানীপুর ও চরপাতা ইউনিয়নের বেড়ি বাঁধের বাইরে বসবাসকারী দশ সহশ্রাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ভাটায় পানি কমে যেতে না যেতেই পূণরায় জোয়ার এসে ফের বাড়িঘর তলিয়ে দিচ্ছে। ঘরের মালামাল সরিয়ে নেয়ার ফুরসতও পাচ্ছেনা। রান্না করার সুযোগ না থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে এসব মানুষ।

সরেজমিন এসব মানুষের মানবেতর জীবনযাপনের চিত্র দেখা যায়। সৈয়দপুর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সইজল ফিটার জানান, বুধবার বিকালে জোয়ার এসে চোখের পলকে সব তলিয়ে দেয়। স্ত্রীর দশ আনার গহণা ও ২৫ হাজার টাকা চৌকির ওপর রেখে অন্য মালামাল গোছাচ্ছিলাম। মুহুর্তের মধ্যে পাঁচ ছয় ফুট উচ্চতায় জোয়ার এলে সব তলিয়ে যায়। গহণা আর টাকার চিহ্নও পেলাম না। জুতার ব্যবসায়ী আবু বলেন, বসত ঘরেই সব মালামাল রাখতাম। জোয়ারের পানিতে ব্যবসায়ের পুরো মূলধনটাই ভাসিয়ে নিয়ে গেছে। বিধবা মাইনুর বেগমের বসতঘরটি সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে। মাথা গোঁজার ঠাঁইটুকু নি:শ্চিহ্ন হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। মৎস্য চাষী আলাউদ্দিন জানান, প্রায় মাস তিনেক আগে ঘেরে একলাখ টাকার মাছের পোনা চেরেছি। জোয়ারের পানিতে অনেক মাছ ভেসে গেছে।

সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার বলেন, বাণভাসী এসব মানুষের দুর্ভোগের সংবাদ শুনে এমপি আলী আজম মুকুল দ্রুত ওই এলাকায় ছুটে আসেন। বুধবার গভীর রাত পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে অবস্থান করে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেন। এ সময় এমপি মুকুল ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

পিরোজপুরে দোকানে অগ্নিকাণ্ড : প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

পিরোজপুরের পাঁচপাড়া বাজারে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে। বুধবার (৫ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জগদীশ মণ্ডল জানান, রাত সোয়া ১২টার দিকে তার মুদি দোকানে আগুন লাগে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা নগদ পৌনে ২ লাখ টাকা ও জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঁচপাড়া বাজার কমিটির সভাপতি মো. লিটন শিকদার বাংলানিউজকে বলেন, ওই রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে নাজিরপুর ও পিরোজপুর ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাবেক আইন সচিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক দুলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক শোক বার্তায় বিষয়টি জানা গেছে।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

আবু সালেহ শেখ মো. জহিরুল হক আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০১৭ সালের ৭ আগস্ট অবসরে গেলে সরকার তাঁর অবসর উত্তর ছুটি বাতিল করে তাঁকে দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। এরপর দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে ২০১৯ সালের ৭ আগস্ট তিনি পুরোপুরি অবসরে চলে যান।

আবু সালেহ শেখ মো. জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বরিশালে থেমে থেমে ঝড়বৃষ্টি

দেশের ১৭টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া,যশোর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস হতে পারে, যা অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১ দশমিক ৯ মিলিমিটার।

বরিশালে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে যখম

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় ২জনকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জাগুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এলাকা ভিত্তিক দল গঠন করে একটি প্রিতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফুটবল খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হলে খেলার মধ্যে রেফারির সিদ্ধান্তের বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। পরে খেলা শেষে সন্ধ্যার পরে উভয় পক্ষের মধ্যে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় ২নং ওয়ার্ডের মান্নাফ চাপরাসীর ছেলে শাহ কামাল (৩৫)এর নেতৃত্বে একই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৪৫) তার ছেলে রেজভী (২৭) এবং সবুজ (২১)কে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে। পরে স্থানীয়রা আহতদের উ্দ্ধার করে শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় শাহ কামালের সাথে আরো অংশগ্রহন করে,আজাহার ফকিরের ছেলে মিরাজ ফকির (২২),মুজাহার ফকিরের ছেলে মাসুদ ফকির (২২)ও সজল ফকির(২৩) ইউনুস হাওলাদারের ছেলে কামরুল (২২) এবং দেলোয়ার চাপরাসীর ছেলে সাব্বির (২২) সহ আরো অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন,মারামারির ঘটনার বিষয়ে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি । যদি কেউ এ সম্পর্কিত কোনো অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবো।