আওয়ামী লীগ নেতার মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শোক

খবর বিজ্ঞপ্তি॥ বাকেরগঞ্জের সাবেক পৌর চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম আর নাই (ইন্না-লিল্লাহ অ ইন্না আলাইহি রাজিউন) মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম।

এক শোক বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানায়।

রাজাপুরে কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদ: জন দুভোর্গ চরমে!

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের এলজিইডি’র আওতাধীন উপজেলা কর্তৃক বাস্তবায়িত কার্পেটিং পশ্চিম ফুলহার-বারবাকপুর সড়কের একটি কালভার্ট ভেঙ্গে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ কারনে প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটেই চলছে। তবুও দেখার যেন কেউ নেই! কর্তৃপক্ষের নজদারির অভাবে চলাচলের বিকল্প কোন ব্যবস্থা হয়নি। ফলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবত কালভার্টটি ভেঙ্গে পরে থাকায় ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে সাধারণ পথচারীদের, চলাচল বন্ধ রয়েছে সকল প্রকার যান বাহন। এলাকাবাসীর অভিযোগ, প্রায় বছর ধরে কালভার্টটি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। কিন্তু কর্তৃপক্ষ পুনঃ নির্মানের উদ্যোগ নিচ্ছে না। এতে করে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত সমস্যা সমাধান ও নতুন কালভার্ট নির্মাণে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানান এলাকাবাসী।

জানা গেছে, প্রায় এক বছর আগে পুনঃ খননকৃত সেনের খালের তীব্র স্রোতের কারনে কালভার্টটি ভেঙে যায়। তারপর হতেই জীবনের ঝুঁকি নিয়ে এই কালভার্ট দিয়ে পার হতে হয় শত শত শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষদের। এ কারনে বারবাকপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ২৬ নং বারবাকপুর সরকারি প্রথমিক বিদ্যালয় ও ২৯ নং পূর্ব ফুলহার সরকারি প্রাইমারী স্কুলের শত শত শিক্ষার্থীসহ পথচারীদের মধ্যে আতংক বিরাজ করছে। স্কুলগুলোর মাঝামাঝি এ কালভার্টটি ভেঙ্গে এমন দশায় পরিণত হয়েছে যে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার প্রায় ৫ হাজার লোকের যাতায়াত বন্ধ রয়েছে। এছাড়াও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শতশত মটর সাইকেল, রিকাশা, ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন, সিএনজি ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল বন্ধ রয়েছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক লোক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা। কিন্তু খোঁজ নেই স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশিষ্টদের। এ ব্যাপারে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলে, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করার পরও কালভার্টটি সংস্কারে কোনো উদ্যোগ আজো নেয়া হয়নি।

স্থানীয় শিক্ষার্থী সুমাইয়া, শাকিল ও আলিম জানায়, কালভার্টটি ভেঙে যাওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের অনেকে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। এক বছর আগে চলাচলের অনুপযোগী হয়ে গেলেও কালভার্টটির পুনঃ নির্মান করা হয়নি। ফলে পণ্য পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এলাকাবাসী হাজার হাজার লোক ও বিভিন্ন প্রকার যানবাহন যাতায়াতের সমস্যা সমাধানে সংশিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কালভার্ট পুনঃ নির্মানের দাবি জানিয়েছেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে কালভার্টটি নির্মাণ ও পুনঃ খননকৃত খালের তীব্র স্রোতের কারনেই কালভার্টটি ভেঙ্গে গেছে। তাই দ্রুত এই কালভার্টটির সংস্কার করা না হলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই বিষয়ে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মৃধা মজিবর জানান, কালভার্টটি সংস্কারের জন্য এরই মধ্যে উপজেলা প্রকৌশলীর কার্যালয়কে অবহিত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রানালয়ের বরাদ্দ পেলেই দ্রুত কালভার্ট পুনঃ নির্মান করা হবে।

বরিশাল প্লাবিত জোয়ারের পানিতে

বরিশাল মহানগরের নিম্নঅঞ্চল সহ জেলার মেহেন্দিগঞ্জ,হিজলা,মুলাদী সহ বিভিন্ন উপজেলায় পূর্ণিমার প্রভাব,পূবালী বাতাসের কারনে নদী ও মেঘনায় জোয়ারের পাণি বৃদ্ধি পাওয়ার সাথে এসকল অঞ্চলের বাসা-বাড়ি, রাস্তা ঘাট পানিতে তলিয়ে যাবার কারনে সাধারন মানুষ ঘড়বন্দি হয়ে পড়েছে।

আজ বুধবার (৫ই) আগস্ট সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্নভাবের পাশাপাশি থেমে থেমে দমকা বাতাসে বইতে থাকে। বিকাল ৪টার পরপরই বাতাসের গতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বরিশালের কির্তনখোলা নদী সহ জেলার মেহেন্দিগঞ্জ,হিজলার মেঘনা নদীতে জোয়ারের পানি বাড়ার পাশাপাশি প্রচন্ড স্রোত বইছে। সেই সাথে বাড়তে থাকে পাণি।

কির্তনখোলা নদীতে স্বাভাবিক পানির চেয়ে তিন থেকে ৪ফুট পাণি বিপদ সিমার উপর বৃদ্ধি পাওয়ায় কির্তনখোলা নদী সংলগ্ন নগরীর পলাশপুর,রসুলপুর,চরের বাড়ি কেডিসি, হাটখোলা,কলাপট্রি,সহ শহরের প্রাণকেন্দ্র সদররোড, প্রেস ক্লাব গলি, ব্যাপ্টিস মিশন, আমানতগঞ্জ সহ নগরীর বেশ কিছু নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার কারনে এক প্রকার নিম্ন অঞ্চলের মানুষ পাণি বন্দি হয়ে পড়েছে। সেই সাথে বাসাবাড়িতে পানি উঠে যাওয়ার কারনে তাদের আসভাব পত্র মালামাল সরাতে না পারার কারনে তা নষ্ট হচ্ছে।

অপরদিকে জেলার মেহেন্দিগঞ্জ,হিজলা এলাকায় মেঘনায় জোয়ারের পানি বিপদ সিমার দিয়ে বইছে। স্বাভাবিক পাণির চেয়ে ৪ থেকে ৫ফুট জোয়ারে বৃদ্ধি পাওয়া সেখানে প্রচন্ড স্রোতে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের ১৬টি ইউনিয়ন পাণিতে প্লাবিত হয়েছে।

জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার উপজেলার কয়েকটি ইউনিয়নের পাণি বান্দ হয়ে পড়ার পাশাপাশি রাস্তা-ঘাট,অভ্যন্তরীন সড়ক ভেঙ্গে গেছে।

সেই সাথে পুকুর ও ঘেড়ের মাছ সহ কয়েকশ হেক্টর ফসলি জমির বীজ তলা তলিয়ে গেছে। এদিকে বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিস্ট কর্তৃপক্ষ জানান, সমুদ্র বন্দরে ৩ সংকেত থাকলেও অভ্যন্তরীন নদী পথে ১ নং সিগনাল রয়েছে। অপরদিকে পূর্ণিমার প্রভাব থাকার কারনে নদীতে জোয়ারের পাণির চাপ থাকায় পানি বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া জেলার বানারীপাড়া,উজিরপুর,আগৈলঝাড়া উপজেলার বেশকয়েকটি ইউনিয়নের গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার সংবাদ জানা গেছে।

এরিপোর্ট লেখা পযন্ত জোয়ারের পানিতে বরিশাল নগরের বিশকিছু এলাকায় কোমড় সমান পানি উঠে যাওয়ায় বসতবাড়ির মানুষগুলো যে যার মত করে উচু স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।

সুত্র: বিডি ক্রাইম

বরিশালে বিপৎসীমার ওপর নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বরিশালের কীর্তনখোলাসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার দুপুর থেকে আকস্মিক পানি বৃদ্ধি ও বরিশাল শহরের নিম্নাঞ্চল তলিয়ে যেতে দেখা যায়। বিশেষ করে শহরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর, ২৪ নম্বর ওয়ার্ডের ধানগবেষণা ও ২৬ নম্বর ওয়ার্ডের একাংশসহ জেলা-উপজেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। অতিরিক্ত পানি ও প্রবল স্রোতের মুখে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাব অনুযায়ী বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জে নদীর পানি ২ সেন্টিমিটার, ভোলার দৌলতখানে সুরমা-মেঘনা নদীর পানি ৪৯ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালি নদীর পানি ৭ সেন্টিমিটার, বেতাগীর বিষখালী নদীর পানি ৫ সেন্টিমিটার ও বামনার বিষখালী নদীর পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও বাদবাকি বেশিরভাগ নদ-নদীর পানিই বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায় প্রকৌশলী আবু মো. শফি জানিয়েছেন, উজানের পানির চাপের কারণে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। তবে ২/১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভবনা রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।’

বরিশালে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের মহিরা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোহ হেলেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সবাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ।

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর জখম-৫, মামলা দায়ের

পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবারিয়া ইউনিয়নের শারিকখালী গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন অনেকে । এদেরকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।  এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়   গত ৩ আগষ্ট বেলা ১১ টায়  জলিল মেম্বরের বাড়ীর সামনে।  পটুয়াখালীর শারিকখালী গ্রামের জমিজমার বিরোধ কে কেন্দ্র করে এলাকার সন্ত্রাসী মোহাম্মদ দুলাল মৃধা, পিতা হাচন আলী মৃধা, হুমায়ূন মৃধা, পিতা- মজিবুর মৃধা, মোঃ হেলাল মৃধা, মোঃ জয়নাল মৃধা, উভয় পিতা, হাচন আলী মৃধা, হাচন আলী মৃধা, পিতা- মৃত-ইমান আালী মৃধা, মজিবার মৃধা, মোঃ আঃ রব মৃধা, উভয় পিতা – ইয়াকুব আলী মৃধা,  রাইজুল মৃধা, পিতা- আঃ রব মৃধা, জাফর মৃধা, আলাউদ্দিন মৃধা সর্বসাং- শারিকখালী, ইটবাড়িয়া পটুয়াখালী এরা দেশূয় অস্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করেন  একই এলাকার গনি হাওলাদার, পিতা -মৃত এসিন হাওলাদার, মুছা হাওলে, পিতা- এসুন হাওলাদার,  শফিক হাওলাদার,  পিতা- এসিন হাওলদার, শাহিদা বেগম, স্বামী-আউয়াল হাওলাদার, মিরাজ হাওলাদার, পিতা- আউয়াল হাওলাদার, মনির হাওলাতি,  পিতা- আউয়াল হাওলাদারসহ ৮/১০ জন গুরুতর আহত  হয়। এ সময় তাদের সাথে থাকা দোকানের টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। এর মধ্যে গুরুতর জখমী ৫ জনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয় মনির হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামা  দায়ের করেন। এখন ও হামলা কারীরা আহতদের পরিবারের লোকজনদের বিভিন্ন ভাবে হত্যাসহ নানা ধরনের হুমকি প্রদর্শন করে আসছেন এবং আতঙ্কে দিনাতিপাত করছে।  এ বিষয় পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ বলেন  আসামি গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ফলদ, বনজ এবং ঔষধি-এই তিন ধরনের গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। এরপর সরকারি নলছিটি ডিগ্রী কলেজ, থানা ও উপজেলা পরিষদ চত্বর ও জনগুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. কাওসার হোসাইন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ.এম আখতারুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম সেলিম, সরকারি নলছিটি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম কবির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা. ইউসুফ আলী তালুকদার, প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সাধারণ সম্পাদক জনার্ধন দাস,নলছিটি থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির, এসআই নাইমুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি ফিরোজ আলম, ছাত্রলীগ সভাপতি অনিক সরদার, সিটিজেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, যুগ্ম আহ্বায়ক মো. জহির চৌধুরী, মো. সাইদুল ইসলাম, এস.আর সোহেল, সোহেল রানা, জাহিদুল ইসলাম, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, সদস্য ফেরদৌসি ইভা, গাজী আরিফুর রহমান, সংগঠনের মগড় ও ভৈরবপাশা ইউনিয়ন শাখা কমিটির সমন্বয়ক মো. শাহদাত আলম, পৌর শাখার আহ্বায়ক মো. মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেন, সদস্য সচিব শামীম হোসেন সাগর, নাচনমহল ইউনিয়ন শাখার সদস্য সচিব কামরুল ইসলাম মাস্টার, জ্যেষ্ঠ সাংবাদিক এম. আর কামরুল প্রমুখ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন জানান, কারো মুখাপেক্ষী না হয়ে সবুজ বাংলাদেশ গড়তে নিজেদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই। সিটিজেন ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ নলছিটি উপজেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হবে।

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে আশ্রাদুল নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা গ্রামের মিলিটারি বাড়ির পুকুরে এঘটনা ঘটে। নিহত আশ্রাদুল ওই ওয়ার্ডের একই বাড়ির আক্তারের ছেলে।

স্বজনরা জানান, সকালে শিশু আশ্রাদুলের মা আখিঁ বেগম ঘরের রান্নার কাজ করছিলো। এসময় শিশু আশ্রাদুল খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে সকলের অগোচরে ঘরের পাঁশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেলে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পিয়াস কান্তি সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু আশ্রাদুলের মৃত্যু হয়েছে।’

বরিশালে নদীতে নিখোঁজ পেয়ারা ব্যবসায়ীর লাশ উদ্ধার

বরিশালের হিজলা মুলাদী উপজেলার মধ্যবর্তী নয়াভাঙ্গলী নদীতে বজ্রপাতের ঘটনায় শামীম (৩৪) নামের এক পেয়ারা ব্যবসায়ী নদীতে পড়ে নিখোঁজ হয় ।

স্থানীয়রা ও পুলিশ দিনব্যাপি তল্লাশী চালিয়ে ব্যার্থ হয়। পরবর্তীতে ৯ ঘণ্টা পর লঞ্চ যাত্রীরা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় অবহিত করা হলে পুলিশ রাত্র পোনে ৮ টারদিকে তার মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে ঝালকাঠীর স্বরূপকাঠি থেকে পেয়ারা নিয়ে এসে মুলাদী হয়ে হিজলার হরিনাথপুর ইউনিয়নের দিকে নৌকায় করে পেয়ারা নিয়ে চার জনে বিক্রি করার জন্য যাচ্ছিল।

এসময় লিটন মল্লিক,খালেক মল্লিক,সুজন মল্লিক ও শামীম পেয়ারার নৌকায় ছিল এদের মধ্যে একমাত্র শামীম বাদে তিনজনই নৌকার ভিতরে থাকার কারনে অক্ষত ও সুস্থ আছেন।

সকাল ৯টারদিকে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোসেরচর সুইজগেট নামকস্থানে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রাঘাতে শামীম নৌকা থেকে নয়াভাঙ্গনী নদী পড়ে নিখোঁজ হয়।

মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মৃধা জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি লাশ নদীতে ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা লাশ উদ্ধার করি কিন্তু এটা বজ্রপাতে নিকষ মেলা স্কিন এখনো শনাক্ত করা হয়নি

বরিশালে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল বরগুনার জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে জনৈক এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আব্দুল হালিম ওরফে নাকবোচা আলিম (৪৩) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি বুধবার সকালে র‌্যাব রুপাতলী সদর দপ্তর থেকে প্রেরিত এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব বরিশাল অফিস সূত্র জানায়, বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় আলতাব হোসেন চৌকিদার ছেলে আব্দুল হালিম ওরফে নাকবোচা আলিম একজন শীর্ষ সন্ত্রাসী। নানান ঘটনাবলীতে তার বিরুদ্ধে ধর্ষণ, মানবপাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজিসহ অন্তত একডজন মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে বরগুনার জাকিরতবক এলাকার শীর্ষ সন্ত্রাসী আব্দুল হালিম ওরফে নাকবোচা আলিম অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করার একটি গোপন খবর আসে।

পরবর্তীতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে নাকবোচা আলিমকে গ্রেপ্তার করে। এবং তার কারোক্তি মতে বাসায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ০১ টি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে।’