চরফ্যাসনে ইমামকে মারধরের অভিযোগে আটক ১

চরফ্যাসন উপজেলার দুলারহাটে ঈদের নামাজ না পাওয়াতে ইমামকে মারধরের অভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফিরোজকে সোমবার দুপুর সাড়ে ১২টায় আটক করেছে দুলারহাট থানা পুলিশ।

শনিবার উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ সামছল হক কমান্ডার বাড়ীর দরজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমামকে মারধরের ঘটনায় রোববার বিকালে দুলারহাট বাজারে প্রতিবাদ ও মানব বন্ধন করেছেন ইমাম সমিতির সদস্যরা।

ইমাম মোঃ নুর হোসেন লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে।
এবং নুারাবাদ ইউনিয়নের ইসমাইল ডাক্তারের বাড়ির দরজার কাওমি মাদ্রাসার সহকারী শিক্ষক।

জানাযায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদের সভাপতি ও সম্পাদক কর্তৃক সকল মুসল্লিদের আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আযহা’র নামাজের সময় সকাল ৮.৩০ নির্ধারন করা হয়েছিল। সে অনুযায়ী ঈদের জামাত শুরু হয় সকাল ৮.৪৫ মিনিটে। জামাত শেষ হওয়ার পর হাজী ফিরোজ কিবরিয়া ৯টার দিকে মসজিদে প্রবেশ করে ইমামকে বলে সকল জায়গায় জামাত শুরু হয় ৯টায় আপুনি কেনো জামাত করলেন ৮.৪৫ মিনিটে এ নিয়ে প্রথমে ইমামকে গালমন্দ করে এক পর্যায়ে ফিরোজ কিবরিয়া মসজিদের ভিতরে সকল মুসল্লিদের সামনে ইমামকে মারধর করে।

দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন বলেন, ইমামকে মারধরের অভিযোগে ফিরোজকে আটক করা হয়েছে মামলার প্রস্ততি চলছে।

শুধু মেধার স্বাক্ষর রাখলেই হবে না, রাষ্ট্রের উপকারে আসতে হবে -বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, ‘শুধু মেধার স্বাক্ষর রাখলেই হবে না, রাষ্ট্রের উপকারে আসতে হবে।’

আজ (০৩ আগস্ট) বরিশাল নগরীর পুলিশ লাইন্সে বিএমপি কর্তৃক আয়োজিত ৩৮ তম বিসিএস এ সুপারিশকৃত বরিশাল জেলা অফিসারগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান শেষে উপস্থিত অফিসারবৃন্দ’র উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নিয়ত শুরুতেই যদি ভাল হয়, জনকল্যাণের হয়, তাহলে পুরোটা জীবন ইবাদতের শামিল হবে। আমরা পুলিশ, ক্রাইম নিয়ে কাজ করে দেখেছি, দুষ্কৃতিকারী, চোর বাটপারদেরও প্রচুর মেধা, যা সমাজ বা রাষ্ট্রের জন্য কোন কল্যাণ বয়ে আনে না। সততা, দেশপ্রেম, দক্ষতা সবকিছু প্রয়োগ করে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সত্যিকারের সোনার বাংলা গড়তে হবে।’

বিএমপি কমিশনার আরো বলেন, ‘আপনাদের এই সফলতার পিছনে শুধু মা বাবার অবদান নয়, অবদান রয়েছে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ঘামের টাকায় পুষ্ট রাজ কোষাগার থেকে প্রত্যেকের জন্য ব্যয়; তাই মা-বাবার প্রতি যেমন কর্তব্য রয়েছে, তেমনি দেশের মানুষের প্রতিও ঋণ কম নয়, পেশাদারিত্বের সাথে আন্তরিক হয়ে জনগণের ট্যাক্সের পয়সায় অর্জিত বেতন এর দায় শোধ করতে হবে। আর্থিক যশ-খ্যাতি কোন চূড়ান্ত সাফল্য নয়, দেশের স্বার্থে কর্মময় জীবন অনেক মূল্যবান ও সম্মানের।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশ ঘুরে দাঁড়িয়েছে এখন পিছনে তাকানোর সময় নেই। আমরা যেন কাঙ্খিত পরিবর্তন পারি সেই লক্ষে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, কিছু লোকদের শায়েস্তা করতেই হবে নয়তো তারা পরিবর্তিত হবে না বরং সমুন্নত দেশ গড়ার নেপথ্যে তারা বাধা হয়ে দাঁড়াবে। আপনাদের প্রতি শুভাশিষ রইল যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো, পুলিশের যদি কোন অসঙ্গতি থাকে, চুপ করে থাকবেন না প্রকাশ করবেন, আমরা সবসময় সর্বোচ্চ আন্তরিক হয়ে পাশে থাকবো।’

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ যুবলীগ সম্পাদকসহ আহত ৫

উজিরপুরের বড়াকোঠায় মসজিদের কমিটিকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রিন্সসহ ৩জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

এ সময় অপর পক্ষেরও ২জন আহত হয়। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াকোঠা ভিটাবাড়ি জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি আব্দুর রব মল্লিক ও আফজাল হোসেন হাওলাদার ওরফে আফজাল কেরাণীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে রবিবার দুপুর ২টার সময় তাজুল ইসলামের বাড়ির সামনের ব্রীজের উপরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একই এলাকার আফজাল হোসেন হাওলাদার(৬০), ইমরান হাওলাদার(২৫), রিয়াজ বেপারী(২৫), সোহাগ হাওলাদার (৩২), রফিক হাওলাদার(৩৭)সহ ১০/১৫ জন।

এতে গুরুতর আহত হয় বড়াকোঠা ইউনিয়ন যুবলীগের সম্পাদক তাজুল ইসলাম প্রিন্স(৩৫), কলেজ ছাত্র জুবায়ের ইসলাম জয়(২৩), পারভেজ মল্লিক(২৪)।

অপর পক্ষের রফিকুল ইসলাম(৪০) ও মিনারা বেগম(৬০)। জানা যায়, ৩ আগষ্ট সোমবার ওই মসজিদের নতুন কমিটি হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে তাইজুল ইসলাম প্রিন্স জানান, সাবেক এক ছাত্রলীগ নেতার ইন্দনে আফজাল কেরাণীর নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় তাজুল ইসলাম প্রিন্স বাদী হয়ে ৫জনকে আসামী করে মামলা দায়ের করে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, উভয় পক্ষ মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে যাত্রীবাহী ৫ লঞ্চকে জরিমানা

ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জীবনরক্ষাকারী যন্ত্রপাতি না থাকায় বরিশাল-ভোলাসহ অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবহনকারী পাঁচ লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মুখে মাস্ক না থাকায় ১৭ যাত্রীকেও জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল নদী বন্দর এলাকায় নৌপরিবহন অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সহায়তা করেন বরিশাল নৌবন্দর থানা পুলিশ, কোতোয়ালি মডেল থানা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

বরিশাল সদর নৌথানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফাহাদ জানান, বরিশাল থেকে ভোলাসহ বিভিন্ন নৌপথে চলাচলকারী লঞ্চের ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্রাংশ ঠিক আছে কিনা, তা খতিয়ে দেখতে এ অভিযান চালনো হয়। এ সময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জীবনরক্ষাকারী প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা এবং ফিটনেস সনদ, চালকের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকাসহ বিভিন্ন কারণে পাঁচটি যাত্রীবাহী লঞ্চকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। এমভি গ্রীন ওয়াটারকে ১৭ হাজার, এমভি উপকূল-২ লঞ্চকে ১০ হাজার, সুপার সৈনিক-৬ লঞ্চকে ২০ হাজার, এমএল আফসার লঞ্চকে ২০ হাজার এবং এমভি রাতুল লঞ্চকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মুখে মাস্ক না থাকায় ১৭ যাত্রীকেও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

কলাপাড়ায় টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ১৮ ঘরবাড়ী

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নের বৈদ্ধপাড়া চৌরাস্তা এলাকায় টর্নেডোর তান্ডবে ১৮ পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে।

এর মধ্যে দেলোয়ার মৃধা, শাকিল মৃধা, ছত্তার মোল্লা, শাহজাহান মোল্লা ও মন্টু পাহলোয়ানের ঘর সম্পুর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে ঘরের চাল-বেড়াসহ আসবাবপত্র। অর্ধশত গাছপালা ভেঙ্গে গেছে।

ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির আরও জানান, গতকাল রবিবার শেষে বিকেলে, আনুমানিক সারে চারটার দিকে ৩০-৪০ সেকেন্ড টর্নেডো তান্ডব চালায়।

মানুষ কোন কিছু বুঝে ওঠার আগেই সব লন্ডভন্ড করে দেয়। সেখানকার ছোট বালিয়াতলী মুসল্লীয়াবাদ এম এ দাখিল মাদ্রাসাঘর ব্যাপক ক্ষতির শিকার হয়েছে টর্নেডোর তান্ডবে। কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ক্ষতির শিকার পরিবারকে দ্রুত সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুরে বরিশাল মুসলিম কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে ফাতেহা পাঠ করে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

এ সময় শেখ ইনান সাংগাঠনিক সম্পাদক,আল ইমরান(শুভ)উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ।রাশেদ ফেরদৌস আকাশ সহ-সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, আহসান হাবিব হাসান সহ-সভাপতি,ঢাকা মহানগর দক্ষিন,শিহাব উদ্দিন অন্তর সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মোঃ নিক্সন সজিব কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তার বড় ছেলে সুকান্ত আব্দুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়।

সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা।

তিনি ওই রাতের যেমন প্রত্যক্ষদর্শী ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হয়েছিলেন। রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও সাহান আরা আব্দুল্লাহর পরিচিত ছিল, তিনি বরিশাল জেলা মহিলা লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন।

বিএম কলেজ ছাত্রের বিশ্ব রেকর্ড

গিনেস বুকে নাম লেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের। এবার এক মিনিটে সবচেয়ে বেশিবার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইলের স্বীকৃতি পেয়েছেন ২২ বছর বয়সী এই যুবক। (৩০ জুলাই) রবিবার তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি।

এক মিনিটে ৬৫ বার ফুটবল ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে জুবায়ের নতুন রেকর্ড গড়েন। জুবায়ের বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগে অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।

শুরুতে পরিবার থেকে সমর্থন না পেলেও এখন ফয়সালের কৃতিত্বে খুশি বাবা-মাসহ পরিবারের সবাই। বাবা জালাল আহম্মদ বলেন, খেলাধুলা থেকে দেশে খুব বেশি সাফল্য পাওয়া যায় না। এমন ধারণা থেকেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলি। কিন্তু সে লুকিয়ে লুকিয়ে এ সব প্রাকটিস চালিয়েছে। এখন সে একটি বিশ্ব রেকর্ড করেছে। এ থেকে কী হবে জানি না। তবে চাই সে করুক। পড়াশুনার পাশাপাশি চালিয়ে যাক।

গিনেস রেকর্ডের বিষয়ে মো. আশিকুর রহমান জুবায়ের বলেন, নিজের খেয়াল থেকেই এগুলো করেছি। ছোটবেলাতে ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও বেশিদূর এগোতে পারিনি। তবে ইচ্ছা ছিল আলাদা কিছু করার। বাড়িতে লেখাপড়ার জন্য বাবা-মায়ের কড়া শাসন থাকলেও ঘরের দরজা বন্ধ করেই নিয়মিত চালিয়ে যেতাম প্রাকটিস। এ ক্ষেত্রে পেছনে কোনো প্রশিক্ষক ছিল না। তবে পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে আরও অনেকেই এর প্রতি ঝুঁকবে আশা করি।

দেশে এক দিনে করোনায় মৃত্যু ৩০, নতুন শনাক্ত ১৩৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৮৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১০২ জন।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জেলা প্রশাসকের ঈদ উদযাপন

বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ঈদের দিন (১ আগস্ট) দুপুরে শিশু সংগঠন ‘শিশু পরিবারে’র এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খান ও শিশুদের নিজ হাতে খাবার তুলে দেন। ঈদ ঘিরে ‘শিশু পরিবার’ এবং ‘ছোট মণি নিবাস’র শিশুদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে দুটি ছাগল উপহার দেওয়া হয়। পাশাপাশি তার সহযোগিতায় শিশু পরিবারের জন্য একটি গরু কোরবানিরও ব্যবস্থা করা হয়। একই সময় বরিশাল বিভাগীয় বেবি হোমে আশ্রিত অনাথ শিশুদের জন্য জেলা প্রশাসকের দেওয়া ঈদের বিশেষ খাবার পরিবেশন করে সমাজসেবা অধিদপ্তর। বরিশাল জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

একইদিন ঈদ উপলক্ষে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ফলমূলসহ উপহারসামগ্রী দেওয়া হয়। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হূদা হাসপাতালের করোনা ওয়ার্ডের ইনচার্জ মো. আবুল কালাম আজাদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এক প্রতিক্রিয়ায় বলেন- কোরবানি আমাদের ত্যাগ, শান্তি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ফলে সৃষ্ট মহামারিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন যে রোগীরা রয়েছেন, তারা এবার ঈদের আনন্দ উদযাপন করতে পারছেন না। মূলত এই কারণে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাহস যোগানোসহ মানসিক শক্তি বৃদ্ধি ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

বরিশাল জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, শিশু সংগঠন ‘শিশু পরিবার’র এতিম শিশুদের নিয়ে ঈদ উদযাপনের আয়োজন করা হয়। ঈদের দিন দুপুরে জেলা প্রশাসক নিজে শিশুদের সাথে খাবার খেয়েছেন এবং তাদের হাতে খাবার তুলে দিয়েছেন। এতে শিশুরা বেশ আনন্দ পেয়েছে।’

বাবুগঞ্জে দিনেদুপুরে দুইজনকে কুপিয়ে জখম

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত একই পরিবারের দুই ভাই। রোববার (২ অাগষ্ট )দুপুরে
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লা খালি পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন জানান, তাদের বসবাস করার বাড়ির পাশে তার নিজ জমিতে কিছু গাছ লাগায় সেই কিন্তু কিছু না বলেই তার চাচা জয়নাল গাছ উঠিয়ে ফেলায়। এসময় আানিচুর রহমান বাধা প্রদান করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আনিসুর রহমান এর চিৎকার শুনে তার ভাই আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাকেও এ সময় হামলা চালায় চাচা জয়নাল , রেজবি ,শাহিনুর বেগম ,লিজা ও আউয়াল এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে তার ভাই আনিচুর রহমান বিমান বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন-আলম বলেন, বায়লাখালীর মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে ।