করোনায় বরিশাল সিটিতে ৪৩ শতাংশ কমেছে কুরবানী

গত বছরের তুলনায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এলাকায় এ বছর ৪৩ শতাংশ কম পশু কোরবানী হয়েছে। মূলত করোনা মহামারির প্রকোপে কুরবানীতে এই প্রভাব পড়েছে বলে মনে করেন নগর ভবনের কর্মকর্তারা।

বিসিসির ভেটেরিনারি সার্জন ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানিয়েছেন, আগের বছর প্রায় সাত হাজার পশু কুরবানী হয়েছে নগরীতে। আর এবছর চার হাজার।

ধারণা করা হচ্ছে, ইচ্ছা থাকলেও মূলত করোনার ভয়ে অনেকেই কুরবানী দেননি। আবার করোনার কারনে অর্থনৈতিক স্থবিরতা দেখা দেওয়ায় কুরবানী দেওয়া লোকের সংখ্যা কমে আসতে পারে। তাছাড়া, এ বছর কর্পোরেশন নির্ধারিত ১৪২টি কুরবানীর স্পট থেকে প্রায় দুইশ’ টন বর্জ্য অপসারণ করেছে পরিচ্ছন্ন কর্মীরা।

এতে নিযুক্ত ৯০০ শ্রমিক কাজ করেছে বলেও মুঠোফােনে নিশ্চিত করেছেন ডাঃ রবিউল ইসলাম। জানা গেছে, শনিবার দুপুর ২টায় নগরীর বগুড়া রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কুরবানীর বর্জ্য পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়।

সিটি করপোরেশনের ৯শ পরিচ্ছন্নতাকর্মী একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের কাজ শুরু করেন। সিটি করপোরেশনের ২৫টি ট্রাক ও পানির গাড়ি, ৩০০টি ভ্যান ও ২টি লোডার এ কাজে নিয়োজিত ছিল। পরিচ্ছন্নতা কর্মীরা কুরবানীর স্পট পরিস্কার করার পর জীবানুমুক্ত করতে সেখানে পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়।

প্রসঙ্গত, ৫৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বরিশাল সিটি কর্পোরেশন। ২০১১ সালের আদম শুমারী অনুসারে তিন লাখের বেশি ছিল জনসংখ্যা। যা বর্তমানে পাঁচ লাখ ছাড়িয়েছে।

ববি শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম সুপ্রিয়া দাস। তিনি গণিত বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী। শনিবার সন্ধ্যা ৬টায় ফারিদপুরের নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

জানা গেছে, গত ১৫ জুন সুপ্রিয়ার প্রেমিক তপু মজুমদার আত্মহত্যা করে। এর দেড় মাস পরে এই ঘটনা ঘটল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার বলেন, ‘খবর শুনে সন্ধ্যায় তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।

সুপ্রিয়া দাসের সহপাঠী ও কাছের এক বন্ধু জানান, কুয়েটের শিক্ষার্থী তপু মজুমদারের সঙ্গে উচ্চমাধ্যমিক থেকেই প্রেমের সম্পর্ক ছিল সুপ্রিয়ার। দুজনের বাসা একই এলাকায়। উভয় পরিবার মেনে নিয়েছিল দুজনের সম্পর্ক। করোনার মধ্যেও সুপ্রিয়ার বাসায় এসেছিল তপু মজুমদার।

তিনি বলেন, গত ১৪ জুন রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। কান্না করতে করতে সুপ্রিয়া ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখতে পায় অনেক এসএমএস। তাৎক্ষণিক ফোন করে জানতে পারে তপু আত্মহত্যা করেছে।

এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে সুপ্রিয়া। তপু আত্মহত্যার জন্য সামাজিকভাবে তাকে দোষারোপসহ নানান কটূক্তি করা হয়। সামাজিক ও মানসিক চাপেই সুপ্রিয়া আত্মহননের পথ বেছে নিয়েছে বলে মনে করেন তার কাছের বন্ধুরা।

এদিকে সুপ্রিয়ার এমন আত্মহননে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাসে। দাবি উঠেছে বিশ্ববিদ্যালয়ে মনস্তাত্ত্বিক পরামর্শ সেল গঠনের।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, অপ্রত্যাশিত মৃত্যু সত্যিই বেদনাদায়ক। এ ধরনের আত্মহত্যা রোধে মনস্তাত্ত্বিক পরামর্শ সেল অত্যন্ত জরুরি।

বরিশাল নগরীর নিউ সদরঘাট এলাকার লেপ-তোষকের দোকানে আগুন

বরিশাল নগরের ৬নং ওয়ার্ডস্থ নিউ সদরঘাট সড়কের হাওলাদার বেডিং স্টোর্স নামে লেপ-তোষক সহ সুতার তুলার দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসা পতিষ্ঠান ও মালামাল সহ প্রায় ৬লক্ষ টাকার ক্ষক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস,স্থানীয় জনতা যৌথ প্রচেষ্টায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনার পূর্বেই তুলার দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।

আজ রবিবার (২ই) আগষ্ট দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে জনৈক তুলা ব্যবসায়ী হাবীবুর রহমান তুষারের বন্ধ থাকা তুলার দোকানে আগুন ধাউ ধাউ জলে উঠায় ব্যস্ততম সড়ক ও ঘনবসতি এলাকার মানুষের তাৎক্ষনিক চোখে পড়ায় সাথে সাথে স্থানীয় জন সাধারন ফায়ার সার্ভিসে খরব দিয়ে আগুন নিভানোর কাজে লেগে পড়ে।

এসময় স্থানীয় কমিশনার খান মোঃ জামাল হোসাইন সহ এলাকাবাশী এক হয়ে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করার এক প্রর্যায়ে ফায়ার সার্ভিস ইউনিটের ২টি গাড়ী এসে ঘন্টাব্যপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে হওলাদার বেডিং স্টোর্স তুলার দোকানটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। আগুনে পাশ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।

এব্যাপারে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ ফারুক সিকদার বলেন, তুলার দোকানের পাশে একটি মোবাইল সাভিসের দোকান ছিল ধারনা করা হচ্ছে সেখান থেকে অথবা বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

তবে তুলার দোকানটি যেভাবে পুড়েছে তাতে মালামাল সহ আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বরিশালে পানির দামে পশুর চামড়া

বরিশালে ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া পানির দরে বিক্রি হচ্ছে। গরুর চামড়ার মান ও আকারভেদে বিক্রি হয়েছে ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

আর ছাগলের চামড়া বিক্রি হয়েছে ১০ থেকে ২০ টাকায়। শনিবার বিকেলে নগরীর চামড়া ক্রয়-বিক্রয়ের পাইকারি বাজার পদ্মবতীসহ বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।

বেশির ভাগ এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম একেবারে কম বলায় মানুষ মাদরাসা ও এতিমখানায় চামড়া দিয়েছে। বিক্রেতারা বরিশালে পানির দরে চামড়া বিক্রির কথা জানালেও ব্যবসায়ীরা বলেছেন, গত বছরের তুলানায় এবছর চামড়ার দাম বেশি দেওয়া হচ্ছে। পাশাপাশি পুঁজির স্বল্পতার কারণে চামড়ার দাম কমেছে।

বরিশালে পশুর চামড়ার পাইকারি বাজার পদ্মবতী এলাকায় ঘুরে দেখা যায়, এ বছরে মাত্র চারজন ব্যবসায়ী পশুর চামড়া কিনছেন।

পাইকারি বাজারে সোয়া লাখ টাকার ওপরে কেনা গরুর চামড়া বিক্রি হচ্ছে সাড়ে ৩৫০ টাকা ৫০০ টাকায়। ৭০ থেকে লাখ টাকার দামের গরুর চামড়া ২৫০ থেকে ৩৫০ টাকা এবং ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকায়। আর ১০ হাজার থেকে ২০ হাজার টাকার ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, অন্য বছর কোরবানির পশু জবাই করার পরপরই মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে চামড়া কিনতেন। চামড়া দাম দিত ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত।

আর ছাগলের চামড়া বিক্রি হতো ২০০ থেকে ৫০০ টাকা। আর এবছরে গরুর ও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে পানির দামে। বর্তমানে লাখ টাকার গরুর চামড়ার দাম বিগত বছরের ছাগলের চামড়া দামও পাওয়া যায় না। আর ছাগলের চামড়া তো ফ্রি, না হলে ফেলে দিতে হয়।

বাজারের চামড়ার দাম কম থাকায় বেশির ভাগ মানুষ বিনামূল্যে পাশুর চমড়া দান করেছে দরিদ্র প্রতিবেশী, এতিমখানা ও মাদরাসায়।

মাদরাসার শিক্ষক আবদুর রহমান সাববিদ বলেন, আমরা ২০টি গরুর চামড়া সংগ্রহ করেছিলাম। পাইকারি বাজারে এসে তা সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে।

এর মধ্যে বেশির ভাগ দানকৃত না হলে পুঁজিই ওঠানো যেত না। মৌসুমি চামড়া বিক্রেতা আনিস বলেন, চামড়া নিয়ে এসেছি নলছিটি থেকে। গরুর চামড়ার দাম পাওয়া গেলেও ছাগলের চামড়ার কোনো দাম দিল না। ছাগলের চামড়া দিলে ১০ টাকা ২০ টাকা দিয়ে বলে, পান-সিগারেট খাইস।

পদ্মবতী এলাকার পশুর চামড়া ব্যবসায়ী আবদুল জলিল জানান, প্রতিবছর ঢাকার আড়তদারা কোরবানির আগে পাইকারি ব্যবসায়ীদের বকেয়া পরিশোধ করতেন। পাশাপাশি কোরবানির পশুর চামড়া কেনার জন্য আগাম পুঁজিও দিতেন। এবছর আগাম পুঁজিতো দূরের কথা বকেয়ার কানাকড়িও পরিশোধ করেননি আড়তদার। তাই পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পুঁজি না পেয়ে এবার নিজের স্বল্পপুঁজিতে চামড়া কেনেন মৌসুমি ব্যবসায়ীরা।

পাইকারি চামড়া ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ২০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা দরে গরুর চামড়া কিনছি। এর চেয়ে বেশি দামে কেনা সম্ভব হচ্ছে না। গত বছরের চেয়ে এ বছর চামড়ার দাম একটু বেশি দেওয়া হচ্ছে। গত বছর প্রতিপিস চামড়ায় ১০০ থেকে ৩০০ টাকা দিয়েছিলাম। আর এবছরে ১৫০ থেকে ৫০০ টাকা দিচ্ছি।

বরিশাল চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহিন বলেন, গত বছরের চেয়ে এ চামড়ার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর কোরবানির পূর্বে কিছু টাকা ট্যানারি ব্যবসায়ীরা দিলেও এবারে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন।

তাই সামান্য পুঁজি নিয়ে পাঁচজন ব্যবসায়ী চামড়া সংগ্রহের কাজে যুক্ত হয়েছেন। পুঁজির স্বল্পতার কারণে স্থানীয়ভাবে চামড়ার দামের ওপরে প্রভাব পড়েছে। এতে করে স্থানীয় বাজার থেকে ৩০ ভাগ চামড়া সংগ্রহ কম হবে।

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কুলকাঠি ও নাচনমহল ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।

বোরবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাওতা মাদরাসা প্রাঙ্গনে ফলদ, বনজ এবং ঔষধি-এই তিন ধরনের গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। এরপর কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বর, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করা হয়।

পরে নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়, খাগড়াখানা রহম আলী প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় বাবলাতলা বাজারে বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. কাওসার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম আখতারুজ্জামান বাচ্চু, সমাজসেবক মো. মাসুম বিল্লাহ, পাওতা মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল মালেক খান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পলাশ, সোহেল রানা, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, সদস্য আরিফ গাজি, মো. আরিফুর রহমান, মো. সোহেল বিশ্বাস, কুলকাঠি ইউনিয়ন শাখার আহ্বায়ক রাজু হাওলাদার, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মোল্লা, সদস্য রাসেল মৃধা, মাহফুজুর রহমান, জুয়েল, নাচনমহল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সুমন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, মেহেদী হাসান সাদ্দাম, সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, সদস্য মেহেদী হাসান, শাহীন জিয়া, মাসুদ কাজি প্রমুখ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন জানান, কারো মুখাপেক্ষী না হয়ে সবুজ বাংলাদেশ গড়তে নিজেদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই। সিটিজেন ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ কুলকাঠি ও নাচনমহল ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে।

ঈদুল আযহায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আ.লীগ নেতা অ্যাডভোকেট রিজভী

পবিত্র ঈদুল আযহায় ঝালকাঠিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।

শহরের ১৮০ পরিবারের মাঝে ঈদের বাজার উপহার দেন। প্রত্যেককে গরুর মাংস, পোলাও চাল, তেল, আলু, পিঁয়াজ এর একটি প্যাকেট উপহার দেন। শহরের চারটি এতিমখানায় দুপুরের খাবার বিতরণ করেন এবং তিনি নিজেও এতিমদের সাথে খাবারে অংশগ্রহণ করেন। ঈদের দিন শুরু হয়েছে আগষ্ট মাস দিয়ে, এই মাস শোকের মাস তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করানো হয়। এছাড়াও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, ১৪ দলীয় জোটের মুখপাত্র ,শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির সুস্থতা কামনা করা হয়।

ঈদের আগের দিন শাড়ি, লুঙ্গি,থ্রিপিচ ৫৭৫ জনের মাঝে বিতরণ করেন তিনি।এর আগে রমজানের ১৭৭ পরিবারকে পুরো একমাসের বাজার উপহার দেন, ঈদুল ফিতরেও ৫৬৭ পরিবারকে ঈদ বাজার উপহার দেন।

অ্যাডভোকেট রিজভী বলেন, মানুষের কল্যাণে আমি সবসময় থাকতে চাই।করোনায় অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে আমি আনার ব্যক্তিগতভাবে সামান্য উপহার দিয়েছি। এর ফলে যদি তাদের ঈদের দিন একটু আনন্দ হয়ে এতেই আমার আত্মতৃপ্তি। আমি পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছিলাম সবার দোয়ায় আমরা সুস্থ হয়েছি। আমি চাই প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে।

এদিকে অনেকে ঈদের বাজার, ঈদ বস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করে বলেন, করোনায় আমরা অসহায় হয়ে পড়েছি তিনি এই সময়ে পাশে দাড়িয়েছেন আমাদের এবারের ঈদটা বেশ ভালোই হয়েছে। আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮৮৬, মৃত্যু ২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৮৬ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৫৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বরিশালে ইলিশ উৎপাদনে রেকর্ড

বরিশাল জেলায় গত বছরের তুলনায় প্রায় আট হাজার মেট্রিক টন ইলিশ বেশি আহরিত হয়েছে। এই রেকর্ড সংখ্যক ইলিশ আহরণের পিছনে জাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দেশের অন্যতম অর্থকরী মৎস্য সম্পদ চিংড়ি উৎপাদনে সাফল্য দেখিয়েছে এখানকার দুটি উপজেলা। সাধারণত এই অঞ্চলের মৎস্য চাষীদের কাছে চিংড়ি চাষ জনপ্রিয় নয়। বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তর থেকে কর্মকর্তারা বলেন মিঠা পানির চিংড়ি চাষে বরিশালে রয়েছে প্রচুর অপার সম্ভাবনা।

বরিশাল জেলার ১২ টি নদীর আয়তন এক লক্ষ তিন হাজার দুইশত উনপঞ্চাশ হেক্টর। এসব নদী থেকে গত ২০১৮-১৯ অর্থবছরে ৪২ হাজার ৩৮৮ মেট্রিক টন ইলিশ আহরোণ হয়েছিল। চলতি বছরে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিকটন। আর এই সাফল্যের পিছনে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমের সফলতাই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্রমতে গত অর্থবছরে বরিশাল জেলায় মা ইলিশ রক্ষা করা কাজে সরকার নির্ধারিত সময়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ৮৭৩ টি মামলায় ৫৭১ জেলেকে কারাদন্ড দিয়েছিলো ভ্রাম্যমান প্রশাসন। এছাড়া এসকল অপরাধে ২৪ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকা অর্থ জরিমানা করা হয়। যা ছিল গত বছরে দেশের সকল জেলার মধ্যে সর্বোচ্চ পরিমাণ অর্থ জরিমানার করার রেকর্ড।

একই সঙ্গে জাটকা নিধন প্রতিরোধে ৪২৪ টি মামলায় ৩২৫ জনকে কারাদন্ড দেয়া হয় গতবছর। একই সঙ্গে জাটকা রক্ষায় ৫ লক্ষ ৯০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এসব কারণে বরিশাল জেলায় এ বছর রেকর্ড সংখ্যক ইলিশ উৎপাদন সম্ভব হয়েছে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা।

অন্যদিকে, জেলার দশটি উপজেলায় সরকারি ২৭৮ টি ও বেসরকারি ৬৭ হাজার ৯৬৩ টি বদ্ধ জলাশয় রয়েছে। এগুলোর মোট আয়তন আট হাজার আটশো একান্ন দশমিক সাতাশি হেক্টর। এগুলোর মধ্যে আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে মিঠা পানির গলদা চিংড়ি পালনে প্রচুর সম্ভাবনার কথা জানিয়েছে জেলার মৎস্য বিভাগ। জেলার নিবন্ধিত ৪৪ হাজার ৪২৩ জন মৎস্য চাষী সহ অন্যান্যদের মাঝে চিংড়ি চাষ জনপ্রিয় করার ব্যাপারে সহযোগী মনোভাব প্রকাশ করেছেন বরিশাল জেলা মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মৎস্য চাষ উৎপাদনের ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাইদ বলেন, এই মৌসুমে জাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ রক্ষা করার জন্য কঠোর নজরদারি রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর। যে কারণে ইলিশের ব্যাপক উৎপাদন সম্ভব হয়েছে। অপরদিকে জেলার দুটি উপজেলায় (আগৈলঝাড়া ও উজিরপুর) বিগত কয়েক বছর যাবত চিংড়ি উৎপাদন বাড়ছে। জেলার নিবন্ধিত ও অনিবন্ধিত মৎস্য চাষীদের যদি চিংড়ি চাষের ব্যাপারে উৎসাহী করা যায় তবে ব্যাপক সম্ভাবনা ও সাফল্য ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে বলে মনে করেন এই কর্মকর্তা। আর এজন্য জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণের প্রতি জোর দেন তিনি।

এছাড়া এবছর বিভাগের মনপুরা, চরফ্যাশন সহ বরিশাল জেলার বানারীপাড়ার সন্ধা নদী সহ বেশ কয়েকটি নদী থেকে মৎস্য কিারীদের জালে ২ থেকে ৩কেজি ওজনের ইলিশ ধরা পড়ায় জেলেরা দামও পাচ্ছে ভালো বলে জানান বিভিন্ন মৎস্য খুচরা বিক্রিতারা

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে যথেষ্ট সোচ্চার ছিলেন তারা। এ কারণে ইলিশের বৃহৎ আহরণ সম্ভব হয়েছে। বর্তমানে সরকার ইলিশ উৎপাদন বৃদ্ধিতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে বরিশালের সংশ্লিষ্টরা যদি সেগুলো বাস্তবায়নে তৎপর হন তবে আরো বেশি ইলিশ এ জেলায় উৎপাদন সম্ভব।

এছাড়া তিনি বলেন,‘দেশে যেসকল অর্থকরী মৎস্য সম্পদ আছে তার মধ্যে চিংড়ি অন্যতম। বরিশালে জলাশয় এবং পানির কোন অভাব নেই। স্বাদু পানিতে যে চিংড়ি পালন করা যায় সেটা এখানে বৃহদাকারে উৎপাদন সম্ভব। এ ব্যাপারে এখানকার মৎস্য চাষীদের নজর দেয়া উচিত। চিংড়ি চাষে সংশ্লিষ্ট মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন সব রকম সহায়তা করবে বলেও জানান।

কো-ভ্যাকসিনে দারুণ সাফল্য, নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া

বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার প্রতিষেধক তৈরির চেষ্টা চলছে। এই লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছে দেড় শতাধিক ওষুধ সংস্থা। তারই অংশ হিসেবে ভারতে করোনা চিকিৎসায় কো-ভ্যাকসিন নিয়ে কাজ করছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (পিজিআইএমএস)। তারা জানিয়েছে, কো-ভ্যাকসিনে দারুণ সাফল্য পেয়েছে এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

নিউজ১৮ এর খবরে বলা হয়েছে, প্রথম ধাপের ট্রায়ালে কো-ভ্যাকসিনে দারুণ সাফল্য পেয়েছে পিজিআইএমএস। প্রথম ধাপের পরীক্ষায় তারা লেটার মার্ক পেয়েছে।

পিজিআইএমএস দাবি করেছে প্রথম ধাপে ৫০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে তাতে অত্যন্ত আশাব্যঞ্জক ফল পেয়েছে তারা। এতোটাই আশাব্যঞ্জক ফল পেয়েছে যে তারা এরই মধ্যে দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু করেছে।

পিজিআইএমএস আরও জানায়, কো-ভ্যাকসিনে অত্যন্ত আশাব্যঞ্জক ফল মিলেছে। যাদের যাদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং তাদের শরীরে দীর্ঘ মেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।

সুতরাং আমরা ধরেই নিতে পারি এটা অত্যন্ত একটা আশার খবর আমাদের জন্য। এখন যতো তাড়াতাড়ি আমরা পরীক্ষা শেষ করতে পারবো ততো তাড়াতাড়ি আমরা এই ভ্যাকসিন বাজারে পাবো।