‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর আর নেই

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর আর নেই। আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বড় বোনের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এন্ড্রু কিশোরের দেখাশোনার দায়িত্বে থাকা শফিকুল আলম বাবু এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এন্ড্রু কিশোরের বোন জামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানান, সিঙ্গাপুরে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিলেও ক্যানসার দূর হয়নি। চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিলেন। তাই এন্ড্রু কিশোরের ইচ্ছায় তাকে দেশে আনা হয়। এরপর থেকে বোনের বাসায় ছিলেন। এটি ক্লিনিকও। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে তিনি গ্রামের বাড়ি রাজশাহী চলে যান।

গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর।

এন্ড্রু কিশোরকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। ১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মাধ্যমে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু। যদিও ১৯৭৯ সালে মুক্তি পাওয়া প্রতীজ্ঞা সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছে প্লেব্যাক করে। পেয়েছেন ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মধ্যরাতে মানামী লঞ্চে সন্তান প্রসব

যাত্রাপথে হৃদরোগে কিংবা অন্য কোনো শারীরিক সমস্যায় মৃত্যু শয্যায় চলে যাওয়া এবং কিছু মানুষের মানবিক দৃষ্টিভঙ্গি ও সহায়তায় সেখান থেকে সুস্থ হয়ে আবার নতুনভাবে জীবন শুরু করার ঘটনা ‌‘The Good Doctor’ সহ বিভিন্ন সিনেমাতে দেখা গেছে। বাস্তবে এমন ঘটনা ঘটলেও খুব কমই শোনা যায়।

সম্প্রতি ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি মানামীতে এমনই মানবিক একটি ঘটনা ঘটেছে। এক গর্ভধারিনী মা নিরাপদে তার সন্তান প্রসব করেছেন এবং কিছু মানবিক মানুষের হাত ধরে পৃথিবীর আলো দেখাতে পেরেছেন।

ঘটনার বর্ণনা এমভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ গত রোববার (৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরলে কুড়াতে থাকেন বাহ বাহ। তাদের জন্য অনেকেই যেমন দোয়া করেছেন, তেমনি ঘটে যাওয়া কাজটিকে নিয়ে প্রশংসাও করেছেন।

ঘটনার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা হয় বিলাসবহুল এমভি মানামী লঞ্চ। মধ্যরাতে কেবিনের এক নারী যাত্রী বাথরুমে যাওয়ার সময় প্রসব বেদনায় প্রথম শ্রেণির করিডোরে বসে পড়েন। বিষয়টি তাৎক্ষণিক কেবিন ক্রুদের চোখে পড়ে। তারা কাছে গিয়ে ওই নারীকে সহায়তা করেন এবং জানতে চান তার কী সমস্যা হয়েছে। ওই নারী তখন কেবিন ক্রদের জানান তার প্রসব বেদনা শুরু হয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ররা তাৎক্ষণিক তাকে কেবিনে নিয়ে যান। তবে ওই নারীর সঙ্গে আর কোনো সহযাত্রী না থাকায় এবং কেবিন ক্রুরা পুরুষ হওয়া পাশের কেবিনের অপর এক নারীকে সহায়তার আবেদনে ঘুম থেকে ওঠান। এরপর ওই নারী বিষয়টি বুঝতে পেরে লঞ্চ কর্তৃপক্ষকে একজন চিকিৎসক ও ধাত্রীর প্রয়োজনের কথা জানান।

কিন্তু মধ্যরাতে বৃহত্তর মেঘনার মাঝ নদীতে চিকিৎসক কিংবা প্রশিক্ষিত ধাত্রী কীভাবে পাবেন। এরপর লঞ্চের সিনিয়র সুপারভাইজার শাহাদাত হোসেন শুভর নির্দেশে পুরো লঞ্চে চিকিৎসক কিংবা প্রশিক্ষিত ধাত্রী খোঁজা শুরু হয়। এজন্য যাত্রীদের কেবিনের রেজিস্টার খাতা দেখার পাশাপাশি মাইকেও ঘোষণা দেওয়া হয়। যেখানে একজন চিকিৎসক ও ধাত্রীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সৌভাগ্যক্রমে ওই লঞ্চের যাত্রী ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালের মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ রেজাউল কবির ও মিডওয়াইফ (ধাত্রী) মিসেস শিরিন। যারা লঞ্চ কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে মধ্যরাতেই প্রসূতি মায়ের পাশে গিয়ে দাঁড়ান। যদিও এরইমধ্যে মাত্র সাত মাসের প্রি-ম্যাচিউর নবজাতকের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

তারপরও চিকিৎসক ও ধাত্রীর চেষ্টায় লঞ্চের কেবিনেই নিরাপদে ছেলে সন্তানের জন্ম দেয় সেই গর্ভধারিনী। আর এ কাজকে নিরবচ্ছিন্ন ও নিরাপদে সম্পাদন করার জন্য লঞ্চের ডেক এবং কেবিন ক্রুসহ ৪০ জনের স্টাফ যথাসাধ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর ছিলেন ঘটনার সময়।

খোঁজ নিয়ে জানা গেছে, কোনো প্রকার জনসাধারণের ভিড় বা ফটোগ্রাফি নেওয়া থেকে বিরত রাখতে কেবিন এরিয়ায় নিরাপত্তা বেষ্টনী গঠন করে তাদের প্রাইভেসি ও সুরক্ষা নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (৬ জুলাই) সকালে এমভি মানামী লঞ্চের সিনিয়র সুপারভাইজার শাহাদাত হোসেন শুভ বলেন, যাত্রাপথে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, যা মানামী লঞ্চ কর্তৃপক্ষের নির্দেশে আমরা সবসময় সমাধান করার চেষ্টাও করে থাকি। তবে এ ধরনের পরিস্থিতির শিকার কখনো হবো তা ভাবিনি। বিশেষ করে প্রি-ম্যাচিউর নবজাতকের জন্য আমাদের অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। চিকিৎসক-ধাত্রীসহ আমাদের সব স্টাফদের একটাই চেষ্টা ও সৃষ্টিকর্তার কাছে কামনা ছিল যেন, মা ও সন্তান সুস্থভাবে বেঁচে থাকেন। দীর্ঘ অপেক্ষার পর যখন গর্ভধারিণী ওই নারী নিরাপদে বাচ্চা প্রসব করলেন তখন একটা আলাদা অনুভূতি কাজ করছিল সবার।

তিনি বলেন, আমরা ওই নারীর নিরাপত্তার খাতিরেই রাতে সর্বোচ্চ গতিতে লঞ্চ চালনার নির্দেশ দিয়েছিলাম। যে কারণে নির্ধারিত সময়ের বহু আগে গত ৩ জুলাই ভোররাত ৩টা ১৭ মিনিটে বরিশাল ঘাটে পৌঁছাতে সক্ষম হই। এদিকে ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করে আগেই ঘাটে অ্যাম্বুলেন্স আনিয়ে রাখা হয়েছিল।

লঞ্চ ঘাটে নোঙর করার পরপরই উদ্বেগ-উৎকণ্ঠার দীর্ঘ সময় পার করে ঘাটে অপেক্ষমান পরিবারের কাছে নিরাপদে মা ও নবজাতককে হস্তান্তর করা হয়। পাশাপাশি ওই নারী ও তার ছেলে সন্তানকে তাদের স্বজনদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। মা ও সন্তান উভয়ই ভালো রয়েছেন। তারা বাড়িতে চলে গেছেন।

পটুয়াখালীতে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, সেবিকা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী রয়েছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫২৮।

ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল রোববার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২৬, গলাচিপায় ১০, মির্জাগঞ্জে ৬, কলাপাড়ায় ৫ ও বাউফল উপজেলায় ৪ জন রয়েছেন।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২২ জন। বাউফলে ৭, দুমকিতে ৩, কলাপাড়ায় ২, সদর উপজেলায় ৪, গলাচিপায় ৩ এবং দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সুমন বালা জানান, জেলায় গতকাল রোববার পর্যন্ত মোট ৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে ৫২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গতকাল ২০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এ পর্যন্ত ১২৮ জন সুস্থ হওয়ার পর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

ভোলায় বিকাশে প্রতারণা করে সাড়ে ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে আটক ১

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় বিকাশে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৬জুলাই) ভোর রাত ৩টায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে এস আই (নিঃ) মোহাইমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বোরহানউদ্দিনের ফুলকাচিয়ার মৃত মজর আলীর ছেলে মোঃ জাকির মাল (৩৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির মাল (৩৫) সহ পলাতক আসামীরা প্রতারনার মাধ্যমে ৮,৬৬,০০০ (আট লক্ষ ছেষট্টি হাজার) টাকা বিকাশের মাধ্যমে আত্মসাৎ করে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করায় অভিযোগ দায়ের করা হয়।

এ সংক্রান্তে বোরহানউদ্দিন থানার মামলা নং-০৯, তারিখ ০৫-০৭-২০২০; ধারা- ৪০৬/৪২০/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়েছে।

বরগুনায় ২৪ ঘন্টায় ৮ জনের করোনা শনাক্ত

বরগুনায় ২৪ ঘণ্টায় ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। শনাক্তদের মধ্যে বরগুনা সদরে ৪ জন, বেতাগীতে দুজন, আমতলীতে একজন ও বামনায় একজন আছেন।

জেলা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরগুনা জেলায় ৩০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪৭ জন, আমতলীতে ৪৪ জন, বামনায় ৩৩ জন, বেতাগীতে ৩৪ জন, পাথরঘাটায় ২৬ জন ও তালতলীতে ১৬ জন আছেন। এর মধ্যে ১৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ৫ জন।

সাংবাদিক আফসার উদ্দিনের স্ত্রীর মৃত্যু, বরিশাল কারাগারের জেলার এর শোক

কেন্দ্রীয় কারাগারে জেলার নুরমোহাম্মদ মৃধার চাচা সাংবাদিক মোঃ আফসার উদ্দিন মৃধা এর স্ত্রী আজ সোমবার রাত ১২ টা ১০ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে মৃত্যু বরণ করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আফসার মৃধা বরিশাল জেলার স্বনামধন্য পত্রিকা দৈনিক শাহনামার সিনিয়র সাংবাদিক। আফসার উদ্দিন মৃধার স্ত্রীর ৩ জুলাই শুক্রবারে সিজারের মাধ্যমে একটি সন্তান জন্মগ্রহণ করলেও বাচ্চাটি শুক্রবারে হাসপাতালেই মারা যায়।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ দেশবাসির কাছে জেলার নুর মোহাম্মদ মৃধা তার চাচীর জন্য দোয়া চেয়ে বিনীত অনুরোধ জানান।

করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩২০১, মৃত্যু ৪৪

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৪জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

সোমবার ( ৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৮টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৩৫২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বরিশালে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর সলিল সমাধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটির শাখা নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে দুই শিশুর সলিল সমাধী ঘটেছে।

নিহতরা হচ্ছে- জুবায়ের(৪) ও আ: রহমান (৭) রোববার সন্ধ্যা ৬টায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। চরমামদ্দি পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাকেরগঞ্জের চরাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোপালপুর গ্রামের রাঙ্গামাটি নদীতে দাদা জয়নাল আবেদিনের সাথে গোসল করতে যায় দুই নাতী জুবায়ের ও আ: রহমান। দুপুর দেড়টায় দাদা নাতীদের নদীর পাড়ে রেখে ছাগলের জন্য কাঠাল পাতা সংগ্রহে গাছে ওঠেন। কিছুক্ষন পর দাদা এসে দেখেন নাতীরা নেই। কিন্তু জুতা পড়ে আছে।

ওই ঘটনার পর স্বজনরা খোজাখোজির এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় শিশু জুবায়ের ও আ: রহমানের লাশ রাঙ্গামাটি নদীতে ভেসে ওঠে। জানা গেছে, নিহত দুই শিশু চাচাত ভাই। জুবায়ের এর বাবা মামুন পাহোলান ও রহমানের পিতা সোহেল পাহোলান ঢাকায় রঙমিস্ত্রীর কাজ করেন। মামুন ও সোহেল আপন ভাই।