পাটকল বন্ধের গনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বরিশালে বাসদের বিক্ষোভ

আজ  সকাল ১১.৩০ এ রাষ্ট্রীয় পাটকল বন্ধের গনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে অশ্বিনী কুমার হলচত্বরে বাসদ বরিশাল  জেলার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বরিশালের বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান প্রমুখ।


বক্তারা বলেন, রাষ্ট্রীয় ২৫টি পাটকলে প্রায় ২৬ হাজার শ্রমিক কর্মরত ছিল। করোনার এই মহামারির সময় সরকারিভাবে এই ২৬ হাজার শ্রমিকের পেটে লাথি মেরে তাদের পরিবারকে পথে বসিয়ে দেয়া হল। নেতৃবৃন্দ বলেন, পাটকল আধুনিকায়নের কথা বলে এগুলিকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়ার চক্রান্ত করা হয়েছে৷ যেখানে মাত্র ১২০০ কোটি টাকা খরচ করে সরকারিভাবেই পাটকলগুলির আধুনিকায়ন সম্ভব, সেখানে পাটকল বন্ধ করার জন্য ৫০০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় পাটকল বন্ধের এই গনবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

শেবাচিমের করোনা ওয়ার্ডে একদিনে আরও ৫ জনের মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মৃত্যুর আগেই করোনা ‘পজিটিভ’ শনাক্ত ছিলেন, দুজনের পরীক্ষার রিপোর্ট করোনা ‘নেগেটিভ’ এলেও করোনার উপসর্গ বিদ্যমান ছিল, আর বাকি দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

তাঁদের মধ্যে আজ শনিবার মারা গেছেন দুজন। এই দুজনের মধ্যে একজন কোভিড পজিটিভ ছিলেন। অপরজন প্রথমবার পজিটিভ হওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন। আজ ভোররাত সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁরা দুজন মারা যান। এর আগে গত বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে গতকাল শুক্রবার রাত তিনটার মধ্যে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও তিনজন মারা যান। তাঁদের একজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। বাকি দুজনের ফল অপেক্ষমাণ।

হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে গত ২৮ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৫ জন।

হাসপাতাল সূত্র জানায়, আজ ভোররাত সাড়ে পাঁচটায় হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়। একজনের নাম সুনীল কুমার (৫০)। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এই বাসিন্দা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৫ জুন দুপুর ১২টায় উপসর্গ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষায় ১৩ জুন তাঁর করোনা পজিটিভ আসে। তবে ২৬ জুন ফলোআপ পরীক্ষার অংশ হিসেবে তাঁর দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও তীব্র শ্বাসকষ্ট থাকায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

অপর দিকে, আজ ভোররাত সাড়ে পাঁচটায় মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তির বাড়ি পিরোজপুর সদরের সেনাখালী এলাকা। সফিকুল ইসলাম (৫০) নামের ওই ব্যক্তিও করোনা ওয়ার্ডের আইসিইউতে মারা যান। তিনি ২৮ জুন দুপুর ১২টার দিকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার আগে নমুনা পরীক্ষা করার পর ১৩ জুন তাঁর রিপোর্ট করোনা পজিটিভ আসে।

এ ছাড়া গতকাল বেলা সোয়া তিনটার দিকে মারা যান আবুল হোসেন (৫৮) নামের অপর এক রোগী। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওই ব্যক্তি ৩০ জুন দুপুরে উপসর্গ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। আগেই নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ ফল এসেছিল।

গতকাল রাত তিনটার দিকে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান আবদুর রব হাওলাদার (৭৩) নামের আরও এক রোগী। ঝালকাঠির সলিমপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি বৃহস্পতিবার রাত দুইটার দিকে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গতকাল বিকেল সোয়া চারটার দিতে মারা যান বরিশাল নগরের ভাটিখানা এলাকার বাসিন্দা কবির হোসেন (৫৫) নামের একজন। বিকেল চারটার দিকে এই হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যেই মারা যান। মারা যাওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বরিশালে হত্যার বিচারের দাবীতে স্থানীয়দের ঝাড়ু মিছিল

বরিশাল জেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামে গত ৩ জুলাই রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় মেইন রাস্তার উপরে নিহত সৌরভের মা সুরমা বেগমের নেতৃত্বে পশ্চিম রতনপুর গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে ঝাড়ু মিছিল করেন বলে জানাগেছে ।

নিহতের মা জানায়, হত্যা মামলার আসামীদের এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনী। বর্তমানে মামলাটি কাজীরহাট থানা পুলিশ বরিশাল ডিবি তে হস্তান্তর করেন।

উল্লেখ্য গত ২৪ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ৬.৩০ মিনিটে মনির খানেঁর ছেলে সৌরভ খানঁ বিলে (মাঠে) গাভী নিয়ে যাওয়ার পথিমধ্যে ক্ষেতের পাট গাভীতে খাওয়া কে কেন্দ্র করে পাশের বাড়ির কালু সিকদার ওরফে কাশেমের সাথে বিরোধ হয়।

এক পর্যায় সৌরভের মামা জলিল সিকদারের বাড়িতে ঢুকে কালু সিকাদর গংরা বাড়িতে লুটপাট চালায় ঘটনা স্থলে মফছের সিকদার, আফছের সিকদার, সুজন সিকদার, সুরমা বেগম, সজিব সিকদার ও সৌরভ খানঁ কে পিটিয়ে কুপিয়ে আহত করে এর মধ্যে সৌরভের অবস্থা আশংঙ্খা জনক হলেও ঐ দিনেই আহতদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসলে।

গত ২৫ এপ্রিল সনিবার কাজীরহাট থানায় সৌরভের মামা জলিল সিকদার বাদী হয়ে একটি মামলা করেন যাহার নং ৫ তাং ২৫/৪/২০২০ইং।

সনিবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে নানা আফছের সিকদারের বসত ঘরে সৌরভ মারা গেছে বলে নিহতের পরিবার সূএে জানায়। মামা আরিফ ও মহসিন জানায়, গত ১ বছর পূর্বে সৌরভের ছোট ভাই বয়স প্রায় ৯ বছর আম কুড়াতে গেলে আফজাল সিকদারের বাবা কালু সিকদার ওরফে কাশেস পুকুড়ে চুবিয়ে হত্যা করে ।

বাদী জলিল সিকদারের সাথে আলাপ করলে তিনি জানায়, ভাগিনা সৌরভ মৃত্যুর পূর্বে মামলা করেছি এধান আসামী আফজাল সিকদার, কালু ওরফে কাশেম সিকদার, মজিবুর হাওলাদার, পিয়াস,

ছোটন সিকদার, তোফায়েল মীর, সাইফুল হাওলাদার সহ ১১ জন কে আসামী করে মামলা করেন। মামলার বাদী জলিল সিকদার জানায়, আসামীরা যে কোন সময় এলাকায় প্রবেশ করে নিহতের পরিবারদের উপর বড় ধরনের ঘটনা ঘটাতে পারে।

আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি সকল আসামীদের দৃষ্টান্ত মূলক ফাঁসির দাবী করছি।

করোনা টেস্ট ফ্রি করার দাবীতে বরিশালে মানববন্ধন

বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম বিশ দেশের তালিকায় প্রবেশ করেছে। করোনা মহামারীর ১০০ দিন পেরিয়ে গেলেও সনাক্তকরণ পরীক্ষা একেবারেই অপ্রতুল। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষ মহাআতঙ্কে দিনাতিপাত করছে। কিন্তু সরকার ইতোমধ্যে করোনা টেস্ট ফি নির্ধারণ করেছে ২০০ থেকে ৫০০ টাকা। আমরা এমন সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে দেশে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

আজ ৪ ই জুলাই ২০২০ শনিবার নগরীর টাউন হল চত্বরে ” করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা”র প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সংগঠনের নগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম ।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলনা আব্দুল্লাহ আল মামুন ( টিটু),
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আজকে সরকার করোনা পরিক্ষার জন্য ২০০ থেকে ৫০০ টাকা ফ্রি ধরছেন, যেখানে মানুষ ধীরে ধীরে দারিদ্র্য থেকে দারিদ্র্য সীমার নিচে অবগাহন করছে । তারপর এমন আত্মঘাতী সিদ্ধান্ত দেশের সাধারণ খেটে খাওয়া, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা অধিকার হরণ করার নামান্তর। এই সিদ্ধান্তে দেশ আরো গভীর থেকে গভীরতর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে । এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। তাই অনতিবিলম্বে এই সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করে বিনা মূল্যে করোনা টেস্ট উন্মুক্ত করার দাবি জানাচ্ছি এবং আমরা আজকে দেখতে পাই স্বাস্থ্য খাতে চিকিৎসার পরিবর্তে দুর্নীতির উৎসব চলছে। তাই আমরা আজকের মানববন্ধন থেকে এই অযোগ্য স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

এছাড়াও এহেন সংকটাপন্ন অবস্থায় সাধারণ মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনও স্বাস্থ্যখাতে আয়েশী ঢংয়ে চলছে সীমাহীন লুটপাট । ঢাকা মেডিকেলের চিকিৎসকদের এক মাসের খাবার বিল ২০ কোটি টাকার রিপোর্ট ই বলে দেয় লুটেরাদের লুটপাট থেমে নেই। আমরা দাবি করছি নাগরিকের চিকিৎসা সেবা বিনা শর্তে রাষ্ট্রকেই বহন করতে হবে ।

নগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদ্দীন, বলেন আজকে আমরা দেখতে পাই সীমান্তে ভারতের বি এস এফ কতৃক প্রায় প্রতিদিন আমাদের দেশের নাগরিকদের গুলি করে পাখির মত হত্যা করে। অতএব আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলতে চাই আপনি দ্রুত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে এই হত্যার সুষ্ঠু বিচার দাবি জানান।

সংগঠনের নগর সাধারন সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খান এর সঞ্চালনায় মানববন্ধনে আর বক্তব্য রাখেন , ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী, ছাত্র আন্দোলন প্রশিক্ষন সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম,
বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ তানভীর হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম সহ থানা নেতৃবৃন্দ।

বরিশালে গলায় ফাঁস ও বিষপানে ৩ জনের আত্মহত্যা

বরিশালে গলায় ফাঁস ও বিষাক্ত দ্রব্য সেবন করে তিনজন আত্মহত্যা করেছে। এদের মধ্যে শুক্রবার (৩ জুলাই) পলাশ হাজরা (৪০) ও মহিমা আক্তার (১৭) এবং শনিবার (৪ জুলাই) মো. রাব্বি (১৭) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শনিবার দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজনের মধ্যে বরিশাল নগরের ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনী এলাকার পলাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

অপরদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জহিরের মেয়ে মহিমা ও বরিশাল সদরের নবগ্রাম রোড সরদারপাড়ার দুলাল হাওলাদারের ছেলে রাব্বির বিষাক্ত দ্রব্য সেবন করে আত্মহত্যা করেছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদ জানান, এ ঘটনায় তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কাউখালীতে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে খালু গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে খালু মো. আল-আমীন হাওলাদর (২১) নামের এক যুবকে গ্রেফতার কার হয়েছে। গ্রেফতারকৃত আল-আমীন উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের কেউন্দিুয়া কুমিয়ান এলাকার মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র। শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনার অভিযোগে মামলা দায়ের হলে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছেন। ওই শিশুটি (৮)স্থাণীয় একটি মাদরাসার শিশু শ্রেণীর ছাত্রী।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ওই শিশুটির (৮) আপন খালু। শিশুটির খালা অসুস্থ হলে সে তার খালাকে সেবা করতে ওই বাড়িতে যায়। গত ১৮ জুন দুপুর আড়াইটার দিকে ওই শিশুটির খালা(অভিযুক্তের স্ত্রী) ঘরের বাহিরে থাকার সুযোগে কাউখালী থানার কুমিয়ান গ্রামের খালু আল-আমীনের ভাড়া করা ইমাম কসাইর ঘরের খাটের উপর শোয়াইয়া ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির মা এসে দেখতে পেলে আসামী ওই শিশুকে ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি স্থাণীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে তা সম্ভব হয় নি বলে মামলায় উল্লেখ করা হয়।
থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ওই শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও অভিযোগকারী পরস্পর আপন ভায়রা ভাই। তাই বিষয়টি স্থাণীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে মামলা দায়ের করেছেন।

বরিশালে সেনা সদস্যের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা উদয়পুর গ্রামের ছালাম মল্লিকের ছেলে সেনাবাহিনীর ল্যন্স কর্পোলাল হারুন-অর রশিদ ঢাকা সেনানিবাস কর্মস্থল হতে বদলি হয়ে গত রবিবার সৌয়দপুর সেনানিবাস যাবার উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় পৌছালে পিছন থেকে মালবাহী ট্রাকে সেনাবাহিনীর গাড়ী কে চাপা গুরুত্বর আহত হয় হারুন-অর রশিদ। ঐ দিনেই ঢাকা সি এইচ এম হাসপাতালে ভর্তি করা হলে গত বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে শেষ নিশ্বাষ ত্যাগ করেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না লিল্লাহী রাজিউন মৃত কালে বয়স ছিল ৪০ বছর। মৃত কালে স্ত্রী ১ কন্যা মুনতাহা, ১ ছেলে নিহাদ সহ আতিœয় স্বজন রেখে গেছেন। নিহতের লাশ গত শুক্রবার সেনাবাহিনীর লাশবাহী হেলিকাপ্টার যোগে একতা ডিগ্রী কলেজ মাঠে এসে পৌছায় ১২.৫ মিনিটে। অবশেষে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীদের সকল প্রস্তুতি শেষ হেলিকাপ্টার মাঠের উপর দিয়ে একাধিক বার পাইলট চেষ্টা চালিয়ে অবতরনে ব্যর্থ হয়। পরিশেষে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট লেবুখালী তে অববতরন করেন ১২.৫০ মিনিটে। ১৪১ বীর মোঃ শফি ক্যাপটেন জানায়, মাঠে অবতরনে র্দূঘটনা ঘটতে পারে মাঠের ৩ দিকে বিল্ডিং একাধিক গাছ অপর দিকে বিদ্যূতের লাইন থাকায়। পরিশেষে লেবুখালী ক্যান্টনম্যান্টে অবতরন করা হয়েছে গাড়ী যোগে লাশ আসছে। রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হবে। আছর বাদ উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইমাম খতিব কাজীরহাট থানা জামে মসজিদের হাফেজ মাওলানা জামাল উদ্দিন নিহতের জানাযা নামাজ সর্ম্পন করেন। পারিবাবিক কবরস্থানে দাফন করে সেনাবাহিনীর সদস্যরা কবরে পূর্স্প অর্পন করে আকাশে ফায়ার্রি করে বিদায় নেয় বলে বিভিন্ন সূএ হতে নিশ্চিত হওয়া গেছে।

বরিশালে বাল্য বিয়ের অপরাধে ৩ জনের কারাদণ্ড

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের শুক্রবার রাতে এক স্কুলছাত্রীর বিয়ে হচ্ছিল। আগৈলঝাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে বরসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে বরসহ তিন জনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা ও এসআই সুশান্ত কুমার সাংবাদিকদের জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত মৃত্যুঞ্জয় মল্লিকের ছেলে মৃদুল মল্লিক (২৫) এর সাথে শুক্রবার রাতে কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল ছেলের বাড়িতে। স্থানীয়দের সংবাদে থানা পুলিশের এসআই সুশান্ত কুমার বর মৃদুল মল্লিক, তাঁর মা স্বরষতী মল্লিক ও স্থানীয় মধুসুদন মল্লিকের ছেলে সুব্রত মল্লিককে বাল্যবিয়ে আসর থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের ওই রাতেই আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে শনিবার সকালে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, বাল্য বিয়ে করার অপরাধে বর মৃদুল মল্লিকসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশে একদিনে নতুন শনাক্ত ৩২৮৮, মৃত্যু ২৯

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৯ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯৯৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

শনিবার (৪ জুলাই) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭২৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ২ হাজার ৬৭৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।