বরিশালে নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরিশাল উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামের বাবু সরদারের বাড়ি সংলগ্ন কচা নদী থেকে অজ্ঞাত নারীর (আনুমানিক ২০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার অভিযানে থাকা উজিরপুর থানা পুলিশের এএসআই মাহাতাব জানান, দুপুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে মরদেহটি ৪ থেকে ৫ দিন আগের। মরদেহটি ভাসতে ভাসতে সন্ধ্যা নদী থেকে কচা নদীতে প্রবেশ করে।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।

শিমুল সুলতানা a2I শিক্ষক বাতায়ন এর সেরা নেতৃত্বে

আরিফুর রহমান আরিফ:

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে দেশের শিক্ষাব্যবস্থা। বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।আর এই বন্ধের মধ্যে অনলাইনে ক্লাস নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি সদরের কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিমুল সুলতানা । তিনি বিভিন্ন অনলাইন স্কুলে নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছেন। তিনি বলেন কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ এই বন্ধে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে দূরে ঠেলে দিতে পারে। তাই অনলাইন ক্লাস সঠিক পথে রাখতে সহায়তা করতে পারে। স্কুল কবে খুলবে তার কোনো নিশ্চয়তা না থাকায় অনলাইনে পাঠদান করা হচ্ছে ।এর বাইরে মূলত সংসদ টিভিতে তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে।তিনি শিক্ষার্থীদের সংসদ টিভিতে প্রচারিত ক্লাসগুলো দেখার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন।তার অনলাইন ক্লাসগুলো ইতিমধ্যে ২০০০০ এর অধিক ভিউয়ারস হয়েছে।
সম্প্রতি তিনি বাংলাদেশের ৪.৫ লক্ষ শিক্ষক এর a2I প্লাটফর্ম শিক্ষক বাতায়ন এর সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালীতে নতুন ৬ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষার বরাত দিয়ে জেলা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদনগুলো বৃহস্পতিবার রাতে পটুয়াখালীতে পৌঁছায়। এতে করোনা ‘পজিটিভ’ হিসেবে নতুন শনাক্ত ছয়জনের মধ্যে পটুয়াখালী সদর উপজেলারই চারজন। এর বাইরে কলাপাড়ায় একজন ও বাউফল উপজেলায় একজন শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী।

এ নিয়ে পটুয়াখালীতে করোনা ‘পজিটিভ’ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৩৭ জনে। জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ২১ জন মারা গেছেন। এদের মধ্যে বাউফলের ৭ জন, দুমকির ২ জন, কলাপাড়ার ২ জন, সদর উপজেলার ৪ জন, গলাচিপার ৩ জন এবং দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৯৩ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৩০০ জন।

বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বরিশাল শহরের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের ব্রাক মোড় নামক স্থানের ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে ওই যুবক এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহত যুবকের নাম সোহেল রানা (২৭)। তিনি বরিশাল শহরের আমতলা সড়কের মো: হাফিজ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বলিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে যাত্রা করে সোহেল রানা। পথিমধ্যে ঝালকাঠির ব্রাকমোড় এলাকার স্টিল ব্রীজের এ্যাঙ্গেলর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সোহেল রানা। তার সাথে থাকা মোটরসাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন।

এদিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শঙ্কাজনক অবস্থায় বরিশাল নিয়ে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাগ্নে (বোনের ছেলে) নাহিদ হোসেন।’

ঝালকাঠিতে রুপচাঁদার নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর পিরানহা!

ঝালকাঠির নলছিটি উপজেলার মানপাশা বাজারে প্রকাশ্যে রুপচাঁদার নামে বিক্রয় হচ্ছে ক্ষতিকারক ও নিষিদ্ধ পিরানহা মাছ। এ মাছগুলো রাক্ষুসে স্বভাবের। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্য জন্যও এগুলো হুমকি স্বরূপ। এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর ও পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, বংশ বৃদ্ধিকরণ, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

নলছিটিতে এ মাছের ক্ষতিকর দিক ও নিষিদ্ধ থাকার প্রচারণা না থাকায় মানুষ প্রতিদিনই এসব মাছ খাচ্ছে। এ কারণেই রূপচাঁদা বলে পিরানহা মাছ বেচা কেনা হলেও মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন রয়েছে নীরব।

এ ব্যাপারে বাজার করতে আসা স্থানীয় যুবক জসিম উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকায় অনেক দিন যাবত প্রায়ই পিরানহা মাছ বিক্রিয় করা হচ্ছে। দাম কম বলে নিম্ন আয়ের মানুষ এসব মাছ কিনেছেন। পিরানহা মাছ খেলে বা বিক্রয় করলে কি হয় তা তাদের জানা নেই।

কয়েকজন মাছ বিক্রেতা জানান, এই মাছ বিক্রয়ে যে নিষেধ, তা তারা জানেন না।

এবিষয় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা শিকদার বলেন, ‘বিষয়টি আমি দেখছি’।

পিরোজপুরে ফাঁকা চেম্বারে ডেকে রিসিপশনিস্টকে ধর্ষণ, ডাক্তার গ্রেপ্তার

পিরোজপুরে চেম্বারের রিসিপশনিস্টকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৫৫) নামের এক ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতা গতকাল রাতে ওই ডাক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছর পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে ওই ছাত্রী। এর পর গত ১৮ জুন সে পিরোজপুর শহরের ডায়বেটিকস সমিতিতে কর্মরত ডাক্তার শাহ আলমের সদর রোডের (বড় মসজিদের পূর্ব পাশে) ব্যক্তিগত চেম্বারে রিসিপশনিস্ট পদে সাত হাজার টাকা বেতনে চাকরি নেয়। চাকুরি নেওয়ার পর থেকে ডাক্তার শাহ আলম মেয়েটিকে নানা ভাবে উত্যক্ত করে আসছিলো। গত ১ জুলাই চেম্বারে কেউ না থাকার সুযোগ নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই মেয়েটি শাহ আলমের বিবস্ত্র ছবি তোলার চেষ্টা করলে তিনি মেয়েটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।

এদিকে মেয়েটির মোবাইলের দাম বাবদ ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার তার ব্যক্তিগত চেকের (০০৯৬৫৫২) মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু মেয়েটির পরিবার ব্যাংকে গিয়ে জানতে পারে ওই চেকে ডাক্তার শাহ আলমের কোন গচ্ছিত টাকা নাই।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, গত রাতে মেয়েটির অভিযোগ পাওয়ার সাথে সাথেই ওই ডাক্তারকে গ্রেপ্তার করে আনি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ভোলায় যুবক আটক

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিভিন্ন আপত্তিকর লেখা পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা ০৬নং ওয়ার্ড এলাকায় নিজ বসতঘর থেকে ছোটন বিশ্বাস(৪৫) নামের ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ছোটন বিশ্বাস(৪৫) উপজেলার পদ্মামনসা গ্রামের মৃত অমূল্য বিশ্বাস ও মাতা- হেমলতা বিশ্বাসের ছেলে।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তাঁর নিজ বসতঘর থেকে আটক করা হয়।”

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনি ব্যবস্থাসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশাল বিভাগে আরও ৪৮ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৬৬

বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ৫৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ৪৬ জন। মৃত্যু হয়েছে ৬৬ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় ভোলা ব্যতীত বিভাগের পাঁচ জেলায় ৬৫ জন রোগী সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বোশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরগুনা জেলার বামনার গোলাম মোস্তফার (৬০) রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২২ হাজার ৩৯৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৯ হাজার ৬১৬ জনকে। এরমধ্যে ১৬ হাজার ৩৯৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে দুই হাজার ৭৭৯ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ৪৫৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ৩৯৬ জন। এরইমধ্যে ৮৭২ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যার মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় এক হাজার ৬০১ জন, পটুয়াখালীতে ৪৩৭ জন, ভোলায় ৩০৮ জন, পিরোজপুরে ২১৬ জন, বরগুনায় ২৬১ জন ও ঝালকাঠিতে ২৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে এক হাজার ৪৬ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ৬৬ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৪ জন, পটুয়াখালীতে ২১ জন, ঝালকাঠিতে আটজন, পিরোজপুরে পাঁচজন, ভোলায় চারজন ও বরগুনায় চারজন রয়েছেন।