মানবতার কাজে এগিয়ে আসলেন অ্যাডভোকেট রিজভী

নিজস্ব প্রতিবেদক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।
প্রাণঘাতী করোনা ভাইরাসকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। সুস্থ হয়ে ফিরে তিনি এবার করোনা ভাইরাসে আক্রান্ত নুরুল আমীন (৬৪) এক বৃদ্ধকে নিজের প্লাজমা দিলেন।
বুধবার (১ জুলাই ) বাংলাদেশ থ্যালসোমিয়া সমিতি হাসপাতালে ওই বৃদ্ধের জন্য প্লাজমা দেন তিনি। আক্রান্ত বৃদ্ধ আনোয়ার খান মর্ডান মেডিকেলে ভর্তি রয়েছেন।
ওই বৃদ্ধের ছেলে দিলদার হোসন জানান, তাদের বাড়ি ঢাকার নিউ ডিএইচ.এস । আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার (O+) গ্রুপের রক্তের প্লাজমা প্রয়োজন।সেজন্য টিম খোরশেদ প্লাজমা ডোনারের ব্যবস্থা করে দেয় রুহুল আমীন রিজভী ভাইকে । এরপর তার সঙ্গে যোগাযোগ করলে তিনি চলে আসেন প্লাজমা দিতে। তার কাছ থেকে ২০০ মিলি প্লাজমা নেয়া হয়েছে।

উল্লেখ্য অ্যাডভোকেট এস.এম.রুহুল আমীন রিজভী গত( ২৭ মে) করোনা ভাইরাসে আক্রান্ত হন, ভেঙে না পড়ে, মনোবল ধরে রেখে, সাহসীকতার সাথে লড়ে আল্লাহর রহমতে গত( ১৫ জুন) তিনি করোনা জয় করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

প্রাণঘাতি করোনায় আক্রান্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর বরিশাল-৫ আসনের এ সংসদ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আসিফ বলেন, ‘করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বারিধারার নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। গতকাল সিএমএইচে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে। স্যারের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

বরগুনায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫২

বরগুনায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৫২ জন। এদের মধ্য সুস্থ হয়েছেন ১৩৭ জন। চিকিৎসাধীন আছেন ১১৫ জন। মারা গেছেন ৩ জন।

নতুন ৬ জন আক্রান্তের মধ্য বরগুনায় করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে অংশ গ্রহণকারী নৌ- কন্টিনজেন্টের ২ সদস্য এবং পুলিশের একজন পিএস আই, একজন এএস আই রয়েছেন।

অপর দুজনের একজনের বাড়ি বরগুনার গৌরিচন্না ইউনিয়নের মনসাতলী গ্রামে। অপর জনের বাড়ী তালতলী উপজেলা সদরে।

করোনা: বরিশাল বিভাগে শনাক্ত ৩০০৮, মৃত্যু ৬৫

বরিশাল বিভাগের ছয় জেলায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮১ জন এবং মারা গেছেন ৬৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিরোজপুর ছাড়া বরিশাল বিভাগের ৫ জেলায় ৯৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে ৬ জেলায় ৮৬ জন সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রতি মারা যাওয়া বরগুনা জেলার আমতলী উপজেলার এসআই মেজবাহউদ্দিন (৫৪) ও পটুয়াখালী সদরের হাফিজ হাওলাদার (৪০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে এ রোগে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৬৫।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২২ হাজার ১৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ১৯ হাজার ৪৩৬ জনকে এবং ইতোমধ্যে ১৬ হাজার ১২৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয় ২ হাজার ৭৩৭ জনকে এবং এর মধ্যে ১ হাজার ৪১০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮০ এবং এর মধ্যে ৮১৭ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৫৭৭ জন, পটুয়াখালীতে ৪৩১, ভোলায় ৩০২, পিরোজপুরে ২১৪, বরগুনায় ২৫৩ ও ঝালকাঠিতে ২৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৮১ জন সুস্থ হয়েছেন।

তাছাড়া মারা যাওয়া করোনা পজিটিভ ৬৫ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৪ জন, পটুয়াখালীতে ২১, ঝালকাঠিতে ৮, পিরোজপুরে ৫, ভোলায় ৪ ও বরগুনায় ৩ জন রয়েছেন।

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীন ১ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন।

করোনা ভাইরাসের শুরু থেক বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে তারি ধারাবাহিকতায় আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বরিশাল নগরীর ৬০০ জন রিক্সা, ভ্যান, ঢেলাগাড়ি চালক শ্রমিক, ২০০ জন অন্ধ দরিদ্র মানুষ এবং ২০০ জন কর্মহীন দরজী দের মাঝে মোট ১ হাজার জন কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম,

উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমানসহ আরো অনেকে। এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, সাবান ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় পাশাপাশি পর্যায়ক্রমে আরও অনেকের মাঝে বিতরণ করা হবে। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না। এসময় তিনি বরিশাল নিরাপদে ঘরে অবস্থা করার অনুরোধ জানিয়ে ছেন।

বরিশালের হিজলায় ১১ যাত্রীসহ ইঞ্জিনচালিত ট্রলারডুবি-নিখোজ ২

বরিশালের হিজলার মেঘনায় ১১ জন যাত্রী সহ যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এত এখন পর্যন্ত ২ যাত্রী নিখোজ রয়েছে। ঘটনাটি ঘটেছে গত রাত বুধবার ৮টার দিকে তলিয়ে যায়।

জানা গেছে উপজেলার হরিনাথপুর ইউনিয়ন থেকে নিজস্ব ইঞ্জিনবাহী ট্রলারে করে ছয়গাও থেকে বিশকাঠালী যাওয়ার সময় মেঘনার নাছকাঠি নামক স্থানে প্রবলস্রোত ঢেউয়ের মুখে পড়ে তলিয়ে যায়।

এসময় যাত্রীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদী থেকে ৯ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অপর যাত্রী শাহিদা বেগম (৫০) ও শিশু যাত্রী সাইমুন (৪) নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হিজলা নিখোঁজ যাত্রীদের স্বজন,নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য নদীতে সন্ধান চালিয়ে যাচ্ছে।

এব্যাপারে হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে নৌপুলিশের এস আই তাপস ও এএস আই মামুন সহ ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী চালিয়ে দুপুর পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান পায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে।

আমতলীতে করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

আমতলীর নাচনা পাড়া গ্রামের কুদ্দুস মোল্লা (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক করোনার উপসর্গ নিয়ে বুধবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে মহিষ ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

জানা গেছে, কুদ্দুস মোল্লার কয়েকদিন ধরে জ্বর, কাশি এবং শ্বাস কষ্ট থাকায় বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকালে তার ডায়রিয়া দেখা দেয় সাথে প্রচন্ড আকারে শ্বাস কষ্ট বেড়ে যায়।

এ অবস্থায় স্বজনরা তাকে আমতলী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা ওমডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার সময় মৃত্যু বরন করেন। বিষয়টি আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. মংকর প্রসাদ অধিকারী নিশ্চিত করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাধ অধিকারী বলেন, আমতলী হাসপাতালে যখন নিয়ে আসে রোগীর অবস্থা খুব খারাপ ছিল। অক্সিজেনের মাত্রা ছিল ৩০। তার শরীরে করোনার উপসর্গ ছিল।

তাই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তিনি আরো বলেন তার শরীরে করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করা হবে।

পাঠকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন

পাঠকল বন্ধের সরকারী সিন্ধান্ত প্রত্যাহার করে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, পেশাভিত্তিক ডিজিটাল ডাটাবেজ তৈরী, সকল দরিদ্র,নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, সকল শ্রমজীবী মানুষের জন্য গ্র“প ও

স্বাস্থ্য বিমা সুবিদা প্রদান, বরিশালে পিসিআর ল্যাব সংক্ষা বৃদ্ধি করা, পরিক্ষা ও চিকিৎসা ব্যয়ভার সরকারীভাবে বহন করা এবং শ্রমীক ছাটাই ও হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শ্রমীক ফেডারেন বরিশাল জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার (২ই) জুলাই সকাল ১১ টায় নগরের প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে সদররোডে পালিত হয়।

জাতীয় শ্রমীক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল ওয়াকার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড,

শেখ মোঃ টিপু সুলতান,টিইউসির বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন,জাতীয় শ্রমীক ফেডারেশন জেলা সহ-সভাপতি আনোয়ার হোসেন মাস্টার,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী,জাতীয় কৃষক কমিটি নেতা মোঃ মোজাম্মেল হক ফিরোজ,কেন্দ্রীয় ছাত্র মৈত্রী কেন্দ্রীয় নেতা সুজন আহমেদ,বরিশাল মহানগর আহবায়ক শামিল শাহরুখ তমাল ও জেলা কমিটি সভাপতি মিন্টু দে প্রমুখ।

বরিশালে অসহায় নিলুফার পাশে জেলা প্রশাসক

বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে মানবেতর দিন কাটছে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগম। প্রায় ৬০ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি জানতে পেরে মাত্র ১২ ঘন্টার মধ্যে জেলা প্রশাসক বরিশাল

এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান নিলুফার বাড়ি গিয়ে তাকে বিভিন্ন ফলমূল, ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি এবং নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেম। এসময় উপস্থিত ছিলেন

চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসা বরিশাল সদর শ্যামল সেন গুপ্ত, ইউপি সদস্য মামুন উপস্থিত ছিলেন। প্রায় ১৫ বছর আগে স্বামী আজাহার আলী মারা যান।

হতদরিদ্র স্বামী নিলুফার জন্য শুধুমাত্র বসত ভিটেটুকু ছাড়া অন্য কোনো সহায়-সম্পদ রেখে যাননি। বৃদ্ধ নিলুফা এখন ভিক্ষা ছাড়া আর কোনো কাজই করতে পারছে না। তাই কোনো উপায় না দেখে বর্তমানে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবন চালাচ্ছেন।

তার দুই মে ঢাকায় বসবাস করেন তারাও খুব কষ্টে জীবন যাপন করছে বিধায় মায়ের কোন খোঁজ খবর নিচ্ছেনা। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক বরিশাল দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে একটি ঘূর্ণিঝড় সহনশীল ঘর নির্মাণের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তার খোঁজ খবর নেয়।

দেশে দেড় লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে ১ হাজার ৯২৬ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৯ জন প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৯২৬ জনে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়াল।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ৪ হাজার ৩৩৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।