বরিশাল বন্দর থানার ওসি আনোয়ার করোনায় আক্রান্ত, ঢাকায় প্রেরণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবের হাট) থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারের করোনা শনাক্ত হয়েছে। এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টাফ অফিসার (সহকারী পুলিশ কমিশনার) আব্দুল হালিম।
তিনি জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ওসি আনোয়ার তালুকদার করোনা আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানিয়েছেন, বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে বন্দর থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওসির করোনা শনাক্ত হওয়ার পর তার সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা ঘনিষ্ঠভাবে কাজ করতেন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বরিশাল নগরীতে ৩০০ পিস ইয়াবাসহ আটক ২

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম শহরের নবগ্রাম রোড এলাকায় এই অভিযান চালিয়েছে।

আটককৃতরা হল- নগরীর ৩০ নম্বর ওয়ার্ডস্থ চহঠা এলাকার মৃত: আ. মালেক হাওলাদার ওরফে মালেক ডাক্তারের ছেলে রাসেল হাওলাদার (৩৫) ও অপরজন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের মো. হারুন অন রশিদ মেয়ে সানজিদা আক্তার নিপা (২৬)।

ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশ দাবী হয়ে তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

বরিশাল বিভাগে নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৬৩

বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৮৯৫ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এসময়ের মধ্যে ৬ জেলায় ৮০ জন রোগী সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা তিন জনসহ এ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৬৩ জনে গিয়ে দাঁড়িয়েছে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২১ হাজার ৯২০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যারমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৯ হাজার ২৭৩ জনকে, আর এরমধ্যে ১৬ হাজার ১৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ২ হাজার ৬৪৭ জন রয়েছেন এবং এ পর্যন্ত ১ হাজার ৩৫৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৬২ জন এবং এরইমধ্যে ৮০২ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ৩৭ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৫৩০ জন, পটুয়াখালীতে ৪২১, ভোলায় ২৮৭, পিরোজপুরে ২১৪, বরগুনায় ২৪৭ ও ঝালকাঠিতে ২১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৮৯৫ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ৬৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৪ জন, পটুয়াখালীতে ২০ জন, ঝালকাঠিতে ৮ জন, পিরোজপুরে ৫ জন, ভোলায় ৪ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।

দেশে একদিনে নতুন শনাক্ত ৩৭৭৫, মৃত্যু ৪১

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৩৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

বুধবার (১ জুলাই) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।