নলছিটি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অনিক সরদারকে সভাপতি, দিদারুল আলম রায়হানকে সাধারণ সম্পাদক ও তুহিন মিত্রকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গত ৫ মার্চ খসড়া কমিটি গঠন করে সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর কাছে জমা দেয়া হয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে তিনি ব্যস্ত থাকায় কমিটির অনুমোদন তাৎক্ষণিক হয়নি। বর্তমান পরিস্থিতিতে নলছিটি উপজেলা ছাত্রলীগের কর্মকান্ড অপরিহার্য হয়ে পড়ায় তার নির্দেশে নবগঠিত কমিটিকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও দীর্ঘদিন পর নলছিটি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাদের শুভেচ্ছা জানানো শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা।

বরিশালে করোনা থেকে মুক্ত পাবার দোয়া-মোনাজাতের মাধ্যমে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত

১ মাস পবিত্র রমজানের সিয়াম সাধনা ও রোজা পালন শেষে বিভাগীয় শহর বরিশালে পবিত্র-ঈদ-উল- ফেতর উপলক্ষে প্রাণঘাতী কভিড-১৯ ভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষে এবারেই প্রথম বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদ-গাহ্ ময়দানের বাহিরে নগরীর শতাধিক মসজিদে করোনা থেকে মুক্তি পাবার দোয়া কামনা করা সহ সামাজিক ও শারিরীক দুরুত্ব বজায় রেখে একাধিক ঈদুল ফেতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে হয়েছে।

আজ সোমবার (২৫ই) মে সকাল ৮টায় বরিশাল কালেক্টরেট মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এখানে নামাজের মোনাজাতের পূর্বে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইয়ামিন চৌধুরী বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে আজ মহামারী করোনা প্রতিটি মানুষের জীবনের উপর আঘাত আনতে শুরু করেছে।

আল্লাপাক রাব্বুল আল-আমিন এই রোগ সৃষ্টি করেছে তিনিই আবার এই মহামারী থেকে সকল মানুষকে রোগ মুক্ত করবে। তাই আমাদের এই রোগ থেকে বাঁচতে হলে সকল নিয়ম মেনে চলতে হবে।

এসময় তিনি আরো বলেন আপনার ইচ্ছাকৃতভাবে চলাফেরার মাধ্যমে নিজে করোনায় আক্রান্ত হতে পারেন এমনকি সকলের অজান্তে আপনি আরেকজনের ক্ষতি করে আসতে পারেন সেই জর‌্য এক্ষতির দায়-দায়ীত্ব জীবনে আপনাকেই বহন করতে হবে।

বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী আরো বলেন আজ আমাদের ভিন্ন প্রেক্ষাপটে ঈদ পালন করতে হচ্ছে আমরা সকলেই ঠিকমত একসাথে নামাজ আদায় করতে পারেনি।

তাই আমরা যেন সামাজিক দুরুত্ব বজায় রেখে সকল কাজের মাধ্যমে এই করোনা থেকে মুক্তি ে য়ে সকলে আবার হাসি মুখে চলাফেরা করতে পারি সেজন্য সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের জন্য আহবান জানান।

এখানে আরো ঈদ-উল- ফেতরের নামাজ আদায় করেন বরিশাল করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সহ অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা গণ।

কালেকক্টরেট মসজিদে প্রশাসনিক কর্মকর্তাদের ঈদের নামাজের ইমামতি করেন পেশ ইমাম হাফেজ আব্দুল্লাহ-আল-মামুন।

অন্যদিকে পুলিশ লাইনস্থ জামে মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম,পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, এএসপি আঃ রাকিব,এএসপি নাঈমুল হক সহ নগর পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তারা ঈদের নামাজে অংশ গ্রহন করে।

এছাড়া নগরীর চকবাজারস্থ জামে এবায়েদুল্লা মসজিদে ৪টি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অন্যদিকে জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররম মসজিদে ২টি করে নামাজ অনুষ্ঠিত হয়।

অপরদিকে নগরীর বিভিন্ন এলাকার শতাধিক মসজিদে সামাজিক দরুত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে সর্ববৃৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এর পূর্বে নামাজ আদায় করতে আসা মুসল্লিাদের মসজিদে প্রবেশ পথে মুসল্লিদের শরীরে জীবনুনাশক ¯েপ্র ছিটানো সহ হ্যান্ডস্যানিরাইজার দেওয়ার ভিন্নভাবে স্বেচ্ছাসেবক সদস্যদের উপস্থিত রাখা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে বিপুল পরিমানের মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

গতকাল ২৪শে মে মুলাদী থানাধীন ঘোষেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ১২৯ পিস ইয়াবা, ৪৮৫ গ্রাম গাঁজা এবং নগদ- ২,৪০৫/-(দুই হাজার চারশত পাঁচ) টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ঈদের সকালেই কীর্তনখোলায় ভেসে উঠল নিখোঁজ সেই শিশুর লাশ

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থী নিপু আক্তার (১০) এর অর্ধ গলিত মৃতদেহ ভেসে উঠেছে।

সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে ঘটনাস্থলের অদূরে দপদপিয়ার সাবেক ফেরিঘাট সংলগ্ন এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখে পরিবার ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

মৃতদেহ উদ্ধারের পর থেকেই ওই পরিবারটিতে ঈদ আনন্দের পরিবর্তে বইছে শোকের মাতম। সন্তান হারা মায়ের আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ।

সলিল সমাধি ঘটা শিশু নিপু নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডস্থ মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

তথ্য নিশ্চিত করে নিহত শিশুর মামা শহিদুল সিকদার জানান, ‘গত ২৩ মে বাড়ীর পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ডুব দেয় নিপু। এর পর আর উঠে আসেনি সে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা দু’দিন তার সন্ধ্যানে কীর্তনখোলা নদীর ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে মৃতদেহ উদ্ধারে ব্যর্থ হয়। তবে ঘটনার তিন দিনের মাথায় আজ সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অনেকটা দূরে দপদপিয়ার সাবেক ফেরিঘাট কাছে খাঁ বাড়ির নদীর ঘাটে নিপুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের অনুমতি সাপেক্ষে মৃতদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শহিদুল সিকদার।

শুভেচ্ছা বার্তায় যা বললেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশব্যাপী এক ভিন্ন রকমের ঈদুল ফিতর উদযাপনকালে বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির

রাষ্ট্রপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদ উদযাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

একইসঙ্গে তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।

পাশাপাশি, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদের সময়ে শ্রেণি-পেশা নির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যায় সম্প্রীতি, সখ্যতা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য। ঈদুল ফিতরের এ শিক্ষা সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।

তিনি বলেন, ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্ম-সংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।

দেশে একদিনে আক্রান্তের রেকর্ড: নতুন শনাক্ত ১৯৭৫, মৃত্যু ২১ জনের

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন এতে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়াল।

সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৪৫১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৫৩ হাজার ৩৪টি। এর মধ্যে নতুন করে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৫৮৫ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে আক্রান্ত ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
তিনি জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামের ৯ জন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন।  এদের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচজন নারী।

দেশে বিবর্ণ ঈদ পালন

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে কার্যত লকডাউনের মধ্যে প্রথম ঈদ উৎযাপিত হচ্ছে রাজধানীসহ সারা দেশে। অন্যান্য ঈদে ঢাকা ফাকা থাকলেও এবারের ফাকা থাকাটা একেবারেই অন্যরকম।

একে লকডাউন, তার ওপর করোনা রোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলায় রাজধানীর কোথাও কোনো উল্লেখযোগ্য গণজমায়েত নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে মহাসড়কগুলোতে কিছু মানুষের দেখা মিললে তা খুবই সীমিত। তবে, পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি ভেঙ্গে ঈদ উৎযাপনের চিত্রও নজরে এসেছে।


দেখা গেছে, স্বাস্থ্যবিধি না মেনে হেলমেট ছাড়া এক বাইকে তিনজনকে চড়তে দেখা গেছে। এমন চিত্র দেখা গেছে রিকশায়ও।

মোহাম্মদপুর, জিগাতলা, নিউমার্কেট, কলাবাগান ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, ঈদের নামাজ শেষে বেশ কিছু মানুষ জটলা করে ঈদের আমেজে খোশ গল্প করছেন। এসময় মোহাম্মদপুর এলাকায় র‍্যাব সদস্যরা তাদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়ে গণজামায়েত করতে নিরুৎসাহিত করে।

এদিকে বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন অনেকেই। এমনই একজন হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। দুপুরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে রিকশাচালকসহ প্রায় ৩০০ জন দুস্থকে খাবার দিতে দেখা যায়।


এসময় তিনি বলেন, আমরা সারা মাসই ছিন্নমূল ও রিকশাচালকদের খাবার দিয়েছি। আজ ঈদের দিন, সেজন্য আজও খাবারের ব্যবস্থা করেছি। খাবার মেন্যুতে রেখেছি সেমাই, ভাত আর গরুর মাংস। যদি করোনা পরিস্থিতি এমনই থাকে, তাহলে আগামী জুমা থেকে করোনা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক জুমা বারের দুপুরে ভাত ও গরুর মাংস দিয়ে তাদের খাওয়াব।

এদিকে করোনা ঝুঁকি থাকা সত্ত্বেও টিএসসি এলাকায় ঘুরতে বের হওয়ার কারণ জানতে চাইলে মিফতাজুর রহমান পিয়াস নামে এক যুবক বলেন, প্রায় দুই মাসেরও বেশি সময় ঘরবন্দী আছি। ঘরে থেকে থেকে একঘেয়েমি এসে গেছে। করোনার শঙ্কা থাকলেও আজ ঈদের আনন্দ উৎযাপন করতে একটু বের হয়েছি। ভয়ভিতি নিয়ে যথাসাধ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি। এমন ঈদ আমরা চাই না। দ্রুত দুনিয়া ও দেশ স্বাভাবিক হোক। আমরা আবার স্বাভাবিক সময়ে ফিরে যেতে চাই।


খোশবুল নামের আরেকজন বলেন, ঈদে বাড়ি যেতে পারিনি। আর অনেক দিন ঘরের বাইরে বের হতে পারিনি, তাই বের হলাম আরকি। ঝুঁকি আছে জানি, তবে আজ তো ঢাকা শহর অনেক ফাঁকা। আর আমিও সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছি।

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। আজ ২৪ মনে রবিবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মহীন ৯৮ জন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং ৪০ জন কর্মহীন খেটে খাওয়া ভ্যানচালকদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এসএম জাকির, ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরনসহ আরো অনেকে।

এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, চিনি, সেমাই, সাবান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না। এসময় তিনি বরিশাল বাসিকে ঈদের শুভেচ্ছা জানান।

বরিশালে করোনা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৩ জন, নতুন শনাক্ত ১৫

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ১৫৬ জনে। আক্রান্তদের মধ্যে মুলাদী উপজেলার বাসিন্দা নারী বয়স (৩৮), হিজলা উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৭), বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ (৪০), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন একজন নার্স বয়স (৪০) অন্যজন শেবাচিমের স্টোরকিপার পুরুষ বয়স (৫৫), বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য পুরুষ বয়স (৪৫, ২৮), বরিশাল সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড সাগরদি কুয়েত প্লাজা সংলগ্ন এলাকায় পুরুষ বয়স (২৩), সাগরদী ২৫ নং ছালাম চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় নারী বয়স (১১), নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় পুরুষ বয়স (৪০), সিএন্ডবি রোড এলাকায় নারী বয়স (৩০), জিয়া সড়ক এলাকায় পুরুষ বয়স (৪০), বরিশাল নগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪০), পলিটেকনিক ইন্সটিউট এলাকার নারী বয়স (৪৫) এবং বরিশাল সদর উপজেলাধীন জাগুয়া ইউনিয়নের কালিজিরা বাজার এলাকায় পুরুষ বয়স (৫০) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

আজ ২৪ মে রবিবার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ, ঢাকা থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী হিজলা এবং মুলাদী উপজেলার ২ জন ব্যক্তি এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই পনেরো জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ পর্যন্ত বরিশাল জেলায় ৪৫ জন নারী এবং ১১১ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৩ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ১১৮ জন, ৫০ থেকে তার উর্ধে ২৪ জন। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১০৭, সদর উপজেলা ৩জন (রায়পাশা কড়াপুর, জাগুয়া এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৮জন, হিজলা ৪জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ৩জন, বাকেরগঞ্জে ৫জন, মুলাদী ৪জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৪৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য আজ ২৪ মে দুইজন আক্রান্ত তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের নার্স হিসেবে কর্মরত রয়েছেন অন্য জন শেবাচিমের স্টোরকিপার।

বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ১ জন, শেবাচিমের স্টোরকিপার ১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১০ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৮ জন নার্স, ১ জন ব্রাদার, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বরিশাল জেলায় মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হয়ে ১ জন ব্যক্তি গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বরিশালে কখন কোথায় ঈদের জামাত

বরিশালে সরকারি নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব মেনে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে ঈদের জামাত। নগরীর একটি মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদে ৩টি ও ২টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল মহানগর ইমাম সমিতির প্রধান উপদেষ্টা ও জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ জানান, নগরীর চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয়, সাড়ে ৯টায় তৃতীয় এবং সকাল সাড়ে ১০টা চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।

হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে অনুষ্ঠিত হবে ৩টি জামাত। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সদর রোডের বাইতুল মোকাররম মসজিদে সকাল ৯টায় প্রথম এবং ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। স্টিমারঘাট জামে মসজিদ ও পোর্ট রোডের কেরামতিয়া মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।