বরগুনায় চিকিৎসক ও নার্সদের ঈদ এবার আইসোলেশন ওয়ার্ডে

এবার ঈদ কাটানোর সুযোগ পাচ্ছেন না বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সরা।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ মুহূর্তে চিকিৎসাধীন ৩৮ জন। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের সংস্পর্শে থেকে সাতদিন চিকিৎসা সেবা প্রদান করার পর চিকিৎসক ও নার্সদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। এ মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবায় তিনজন চিকিৎসকসহ ছয়জন নার্স দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সাতদিন দায়িত্ব পালন শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ছয়জন চিকিৎসকসহ আরও ১২ জন নার্স।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালনরত সিনিয়র স্টাফ নার্স রাবেয়া আক্তার মালা বলেন, এবারের ইদে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। বাসায় আমার একটি সন্তান আছে, তাকেও সময় দিতে পারছি না। একজন মা হিসেবে এ খারাপ লাগাটা কখনও বলে বোঝানো যাবে না।

jagonews24

তিনি আরও বলেন, এতসব খারাপ লাগার মধ্যেও ভালো লাগছে এই ভেবে- আমি দেশের মানুষের সেবায় একটু হলেও অবদান রাখতে পারছি। আমাদের এ ত্যাগের মাধ্যমে হলেও একের পর এক করোনাভাইরাসে সংক্রমিত মানুষ ও তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি। এবারের ঈদে আমার কাছে এটাই সব থেকে বড় প্রাপ্তি।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান ডা. মো. কামরুল আজাদ বলেন, আমরা শুধু চাকরির সুবাদে দায়িত্ব পালন করছি না। দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেও আমরা এখানে নিয়োজিত রয়েছি।

তিনি বলেন, ঈদের দিন আমাদের স্বজন এবং বন্ধুরা যখন তাদের আনন্দঘন মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করবেন, সেই সব ছবি দেখে আমার একমাত্র সন্তানের কথা ভেবে হলেও মনটা খারাপ হবে। তারপরও এসব মেনে নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাব।

বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে স্বজনদের মাঝে ফিরেছেন ৩১ জন। আর মৃত্যুবরণ করেছেন দুজন। এছাড়া চিকিৎসাধীন ১৬ জনও রয়েছেন সুস্থ হওয়ার পথে।

ঈদের আগের দিন এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ঈদুল ফিতরের আগের দিন এক রশিতে ঝুলে আত্মহত্যা করলেন স্বামী ও স্ত্রী। রোববার (২৪ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নিজ ঘরে তারা আত্মহত্যা করেন।

তারা হলেন, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুরের সফিকুল ইলামের ছেলে সুমন (২৩) ও তার স্ত্রী তাজরিন (১৯)। সুমন পেশায় নির্মাণ শ্রমিক। গত ৫ মাস আগে তাদের বিয়ে হয়।

ইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুফানি আলী জানান, সুমন ও তাজরিন বিকেল থেকেই তাদের নিজ ঘরে অবস্থান করছিল।সন্ধ্যায় তারা ঘর থেকে বের না হলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। কিন্তু তাদের কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর এক রশিতে দু’জনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

বিষয়টি পুলিশকে জানালে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই তারা আত্মহত্যা করেছে।

দেশবাসীকে বরিশাল অবজারভার এর ঈদের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট:
ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল অবজারভার এর পক্ষ থেকে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘বরিশাল অবজারভার’ সম্পাদক মোকলেসুর রাহমান মনি সহ বরিশাল অবজারভার পরিবারবর্গ । শুভেচ্ছা বার্তায় ঈদে বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তারা।

মনি রহমান তার শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এবছর এমন সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আপনারা জানেন দেশে বিদেশে অনেকেই আক্রান্ত অনেকেই। ফলে জীবন হয়ে উঠেছে দুর্বিসহ।  ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। । মহামারী এই করোনা ভাইরাসে আমরা অনেকেই আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।  এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।

সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

করোনাকে জয় করলেন এমপি শহিদুজ্জামান সরকার

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার (২৩ মে) নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার এর করোনার তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসে। এরমধ্য দিয়ে তিনি পুরোপুরি করোনামুক্ত হলেন। এর আগে গত ১৬ মে প্রথম রিপোর্ট নেগেটিভ আসে তার।

শহিদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ৩০ এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন শুক্রবার ১ মে তাকে জানিয়ে দেওয়া হয় তিনি করোনা পজিটিভ। এতদিন তিনি ন্যাম ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন। বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি চিকিৎসা নিয়েছেন।

করোনা নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন তার একান্ত সচিব (পিএস) নুরুল আবছার কাজল। তিনি বলেন, আজ স্যার এর তৃতীয় রিপোর্টটিও নেগেটিভ আসছে। স্যার এখন পুরোপুরি সুস্থ। এই আইন প্রণেতার বয়স ৬৫ বছর।

নলছিটি পরিবারের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার

নলছিটি প্রতিনিধি
ফেসবুক গ্রুপ ’নলছিটি পরিবার’ এর উদ্যোগে অসহায় ও মধ্যবিত্তদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে। গত দুই দিন গ্রুপের ভলানটিয়াররা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ ব্যাপারে নলছিটি পরিবারের এডমিন প্যানেল সদস্য মেহেদী হাসান জানান, করোনা দুর্যোগের মধ্যে উপজেলার অনেক মানুষ অসহায় দিন কাটাচ্ছে। সবকিছু বন্ধ থাকায় অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। তাই অসহায় মানুষগুলো স্বজনদের নিয়ে যাতে একটু ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে গ্রুপের সদস্যদের আর্থিক সহযোগীতায় সে ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে আমরা প্রায় দুইশতাধিক ঈদ সামগ্রী প্যাকেট ভলানটিয়ারদের মাধ্যমে পৌছে দিয়েছি । এখানো বেশ কিছু প্যাকেট প্রক্রিয়াধীন রয়েছে। প্রত্যেককে চিনি, সেমাই, গুড়া দুধ, ট্যাংকসহ একটি খাদ্য সামগ্রীর প্যাকেট সরবারহ করা হয়েছে। ঈদের আগে ’নলছিটি পরিবারের’ খাদ্যসামগ্রী পেয়ে খুশি এসব মানুষ।

ঝালকাঠি বেদে পল্লীতে ছাত্রলীগ নেতার ঈদ শুভেচ্ছা প্রদান

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি কলেজ মোড়ের অস্থায়ী বেদে পল্লীতে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেছে শহর ছাত্রলীগ সভাপতি জোবায়ের হোসেন। রোববার বেদে পল্লীতে বসবাসকারী প্রতিটি পরিবারের কর্তার কাছে বেদে সর্দার আনোয়ার হোসেন’র মাধ্যমে ঈদ শুভেচ্ছা পৌছে দেন।
জানাগেছে, করোনা দুর্যোগের সময়ে কর্মহীন হয়ে পড়া বেদে পল্লীর সদস্যরা অর্ধাহারে/অনাহারে মানবেতর জীবন যাপন করছিলেন। এমন সংবাদ পেয়ে রমজানের শুরুতে বেদে পল্লীতে বসবাসকারী ১৪ টি পরিবারের জন্য ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। বেদেপল্লীর আবাল-বৃদ্ধ-বনিতারা খাদ্য সামগ্রী পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছিলো। সেই হাসির ধারা অব্যাহত রাখতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে রোববার সকালে বেদে পল্লীর পরিবারগুলোতে ঈদ শুভেচ্ছা দেন ছাত্রলীগ সভাপতি জোবায়ের হোসেন। সেমাই, দুধ, চিনি, তেল, পিয়াজ, পোলাও চাল এবং মুরগী বেদে সর্দার আনোয়ার হোসেনের মাধ্যমে বেদে পল্লীতে বসবাসকারী ১৪ পরিবারের মাঝে বণ্টন করে দেয়া হয়। বেদে পল্লীর সদস্যরা ছাত্রলীগ নেতার মানবিক আচরণে মুগ্ধ হয়ে আশিবার্দ ও দোয়া করেন। এছাড়া আড়াইশরও বেশি দলীয় নেতাকমর্ী এবং দুস্থ লোকের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শহর ছাত্রলীগ সভাপতি জোবায়ের হোসেন।

ঘূর্নিঝড় আম্পানে নিহত শাহলমের ছেলে সিয়াম এর পড়াশোনার দ্বায়িত্ব নিলো কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব

কামাল হাসান রনি:
সিপিপি সদস্য নিহত শাহ আলমের পরিবারের পাশে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব। ঘূর্ণিঝড় আম্পানে সচেতনতামূলক প্রচারণা চালাতে গিয়ে নৌকাডুবিতে নিহত সিপিপি সদস্য শাহ আলমের ছেলে সিয়াম এর পড়াশোনার খরচ বহন করা এবং নগত আর্থিক সহায়তা দিয়েছে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব।শুক্রবার দুপুরে ধানখালী ইউনিয়নের শাহ আলমের স্ত্রী সাবরিন জাহা আখি ও তার ছোট ছেলে সিয়ামের হাতে নগদ অর্থ তুলে দেয় কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের প্রতিনিধি ও সাংবাদিক নেছারউদ্দিন টিপু এবং ধানখালী ইউনিয়নের প্রতিনিধি গাজী রাইসুল ইসলাম রাজীব।

এসময় ঘূর্ণিঝড় আম্পানে নিহত শাহ আলমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তারা। কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের প্রধান সমন্বয়ক, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মুহিব্বুল্লাহ মুহিব জানান, নিহত শাহ আলমের নবম শ্রেণি পড়ুয়া সন্তান সিয়ামের লেখাপড়া খরচ চালিয়ে যাবে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব-কেপিজিসি। আগামী ২বছর তাকে পড়াশুনার খরচ হিসেবে প্রতিমাসে এক হাজার টাকা বৃত্তির ঘোষণা দিয়েছেন কেপিজিসি’র সম্মানিত সদস্য রেজাউল করীম বাবলা। ভবিষ্যতে উচ্চ শিক্ষাসহ লেখাপড়া শেষ করা পর্যন্ত সিয়ামের পাশে থাকার কথা জানান মুহিব্বুল্লাহ মুহিব। এছাড়া শাহ আলমকে স্মরণীয় করে রাখতে ধানখালী ইউনিয়নের কোন সড়ক অথবা সেতুর নামকরণ তার নামে কারারও দাবি জানায় কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব।

শেবাচিম হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে ভোলা থেকে উদ্ধার

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে ভৌলার দৌলতখান পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার কলাপোপা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দুপুরের দিকে ওই রোগী করোনা ওয়ার্ড থেকে পালিয়ে ভৌলার দৗলতখানে নিজ বাড়িতে চলে যান। ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর থেকেই করোনা ওয়ার্ডে ওই রোগীকে পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধান চালিয়ে কলাপোপা গ্রামে নিজের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এখন ওই বাড়িতেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে গত ২১ মে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই বৃদ্ধ। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ২২ মে রাতে পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে ওই বৃদ্ধের রিপোর্ট পজেটিভ আসে। রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি তাকে অবহিত করেন।

পরের দিন গতকাল শনিবার দুপুরের দিকে ওই রোগীকে করোনা ওয়ার্ডে তার ওষুধ নিয়ে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বরিশালে ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের বাড়িতে ডিসি খাইরুল আলম

পরিবারের ঈদ শপিংয়ের টাকা দিয়ে রাতের আঁধারে অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম।

শনিবার (২৩ মে) দিনগত রাত ৯ টার দিকে ব্যক্তিগত উদ্যোগে নিজের ঈদ শপিংয়ের টাকা দিয়ে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন রোড, সাগরদী দরগাহবাড়ী, বটতলা, কাউনিয়া ও পলাশপুর এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঈদ উপহার বিতরণ করেছেন তিনি।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেন, দেশের এই দুর্যোগময় ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

তিনি আরও বলেন, দেশের মানুষের সেবক হিসেবে নিজের জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ। আপনাদের যেকোনো প্রয়োজনে সবসময় আমার দরজা খোলা থাকবে। দেশের এই দুর্যোগময় সময় সবাই নিজ নিজ ঘরে থেকে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। সবাই নিজ নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করে যান। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা এ যুদ্ধে জয়ী হয়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবো। বর্তমান প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে আমরা উজ্জীবিত হয়ে করোনামুক্ত বাংলাদেশ গড়তে সমর্থ হবো।

শুধু বরিশালেই নয় ইতোমধ্যে যেসব জায়গায় কর্মরত ছিলেন মৌলভীবাজারসহ অন্যান্য জায়গায় পরিচিত অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়াও খাইরুল আলম তার প্রাপ্ত রেশন নিজ এলাকার দরিদ্র পরিবারের মধ্যে বিলিয়ে দিয়েছেন।

সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে হাজারো মানুষের ঈদ পালন

বরিশালের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপন করছে। তারা সবাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরিফের অনুসারী। এবার করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সুরক্ষা ও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা ঈদ উদযাপন করছেন।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ ও ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজিবাড়ি জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা দেলোয়ার হোসেন নামাজে ইমামতি করেন।

এছাড়াও বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব মসজিদে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খানপুরার জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাও আজ ঈদ উদযাপন করছেন।

একই এলাকার প্রকৌশলী নজরুল ইসলাম জানান, তারা ২৪ মে থেকে রোজা রাখছেন। সে হিসাবে গতকাল শনিবার ৩০ রোজা পূর্ণ করেছেন।

এছাড়া বরিশাল নগরীর সাগরদী এলাকার দাসকাঠী, টিয়াখালীর চৌধুরী বাড়ি, সদর উপজেলার চরকিউট্টা গ্রামে-হাফেজ লোকমানের বাড়ি, মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে শাহ্সুফি বাড়ি, মেহেন্দিগঞ্জের তালুকদারচর গ্রামের কয়েকটি বাড়ি, বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের সুন্দরকাঠি এলাকার কয়েকটি বাড়ি, হিজলা উপজলোর কয়েকটি বাড়িসহ জেলার আরও কয়েকটি স্থানে রোববার ঈদুল ফিতর উদযাপনের খবর পাওয়া গেছে। এই সব এলাকায় নামাজ শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এক অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ফলে ওই এলাকাগুলোতে ঈদের আমেজ বিরাজ করছে।