বরিশালে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে মুসল্লি সমাগম

এবারের মাহে রমজানের শেষ জুমায় (জুমাতুল বিদা) মুসল্লিদের ব্যাপক সমাগম হয়েছে মসজিদে মসজিদে। শেষ জুমায় অংশগ্রহণ করে মুসল্লিরা পরম করুণাময়ের কাছে কৃপা চান এবং করোনাসহ মহামারি-দুর্যোগ থেকে মানব জাতীকে রক্ষায় বিশেষ প্রার্থনা করেন। প্রতিটি মসজিদে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি রক্ষায় মুসল্লিদের সতর্ক এবং তৎপর দেখা গেছে।

এবারের মাহে রমজানের শেষে জুমা আজ শুক্রবার। জুমার আজানের পরপরই মুসল্লিরা মসজিদে মসজিদে ভিড় করেন। প্রতিটি মসজিদ মুসল্লিতে ছিল পরিপূর্ণ। বেশিরভাগ মুসল্লি বাসা থেকে অজু করে মাস্ক পরে জায়নামাজ নিয়ে মসজিদে যান। তারা নামাজও আদায় করেন শারীরিক দূরত্ব বজায় রেখে।

জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে করোনাসহ মহামারি-দুর্যোগ থেকে মানব জাতীকে রক্ষায় মহান সৃস্টিকর্তার কাছে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে দোকান সিলগালা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যামান মোবাইল কোর্ট কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কল-কারখানা এবং শপিংমলসমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে।

এমতাবস্থায়, বরিশালের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় নিয়মিতভাবেই বিভিন্ন দোকান, শপিং মূল এবং কারখানা পরিদর্শন করছে। কিন্তু গত কয়েকদিনের শপিংমল সমূহে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোন প্রকার স্বাস্থ্যবিধি মানার লক্ষন পরিলক্ষিত না হওয়ার আবার পূনরায় বরিশাল জেলা প্রশাসন শপিংমল দোকানপাট ১৯ইমে থেকে বন্ধ ঘোষণা করেন।

বরিশাল জেলা প্রশাসনের ২ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করার ৬ টি প্রতিষ্ঠান এবং ১৪ জন ক্রেতাকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। তারি ধারাবাহিকতায় আজ ২২ মে শুক্রবার সকালে বরিশাল নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা, সদর রোড, নতুন বাজার, চৌমাথা বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং এর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা কালে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনামূলক মাইকিং করা হয়। বরিশাল নগরীর কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় ১৪ জন ক্রেতাকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫(২) ধারায় ৫০০ টাকা করে মোট ৭ হাজার টাকা অর্থদ- দেওয়া হয় হয়।

একাধিকবার সতর্ক করা স্বত্তেও স্বাস্থ্যবিধি না মানা এবং গির্জামহল্লা এলাকায় শাটার বন্ধ অবস্থায় ভেতরে ২৫-৩০ জন ক্রেতা সমাগম করায় বৈশাখি নামক একটি কাপড়ের দোকানে ৩০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। পাশাপাশি, দোকানটি সিলগালা করা হয়। মোবাইল কোর্টে দায়িত্বরত র‍্যাব-৮ এর একটি টিমের সহযোগিতায় বিভিন্ন দোকান ও গলির মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে, তা ভেঙ্গে দিয়ে পরবর্তিতে আইনানুগ শাস্তির বিষয়ে সতর্ক করে সবাইকে বাসায় চলে যাবার নির্দেশ দেয়া হয়।

অপর দিকে নগরীর বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী অভিযান পরিচালনা কালে গির্জামহল্লা, চকবাজার, পুলিশ লাইন ও ফলপট্টি এলাকায় ৫টি দোকানকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৫টি প্রতিষ্ঠান কে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি টিম। ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য,খুলছে দোকান চলছে খেয়া

বরিশাল উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খোলা হচ্ছে কাপড়ের দোকান, স্বাস্থ্যের বিধি অমান্য করে প্রতিটি দোকানে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়,বেশিরভাগ ক্রেতা মহিলা,তাদের সাথে রয়েছে শিশু,অধিক মুনাফার আশায় বাজারের কাপড় ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশ অমান্য করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে,মানছেন না

স্বাস্থ্যবিধি,জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী নদী পারাপারের সমস্ত খাওয়া বন্ধ হলেও শিকারপুর নদীর খাওয়া অদৃশ্য কারণে বন্ধ হয়নি।পুলিশ সাংবাদিক ও ম্যানেজার নামে প্রতিটি দোকান থেকে চাঁদা উঠিয়েছেন ব্যবসায়ী সমিতির প্রভাবশালী নেতা।খেয়া প্রতি নেয়া হছে নির্দিষ্ট পরিমাণ চাঁদা। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা ও স্বাস্থ্য বিধি না।

মেনে কাপড় দোকান খোলার বিষয়টি বিষয় ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো করিম খানের কাছে জানতে চাইলে তিনি কাপড়ের দোকান খোলার কথা স্বীকার করেন,এবং বলেন ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে সকল কাপড়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে,যারা কাপড়ের দোকান খুলেছেন তারা তাদের নিজ দায়িত্বে খুলেছেন এ ব্যাপারে ব্যবসায়ী কমিটির কোনো হাত নেই।স্থানীয় সচেতন মহল শিকারপুর বন্দর এর কাপড়ের দোকান বন্ধ উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।

ঝালকাঠিতে বিভিন্ন সংগঠন ও মহুরিদের ঈদ উপহার দিলো আ’লীগ নেতা রিজভী

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবি সংগঠন মানচিত্র, শ্রমিক সংগঠন ও মহুরিদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী ঈদের খাদ্য সামগ্রী উপহার দেন ।

শুক্রবার (২২ মে) তাঁর নিজ উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে মুরগি, পোলার চাল, তেল, আলু,দুধ, চিনি, সেমাই। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে ১৭৭ জন নানা শ্রেনিপেশার মানুষের মাঝে পুরো এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়াও পৌরসভার ৫৬৭ পরিবার ও সিটি ক্লাবের সকল সদস্যদের ঈদের খাদ্য সামগ্রী উপহার দেন।

এস. এম. রুহুল আমীন রিজভী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে আমার ব্যবসা বানিজ্য বন্ধ রয়েছে তা নাহলে জেলার প্রতিটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতাম। আমার সামর্থ্য অনুযায়ী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে সামান্য উপহার দিয়েছি। ঈদের উপহার পেয়ে নানা শ্রেনিপেশার মানুষেরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উজিরপুরে কাওসার মজুমদারের ঈদ উদযাপন সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপি নেতা কাওসার মজুমদার করোনা কালিন টানা ২ মাস ত্রান সহায়তার পর উজিরপুরের কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উদযাপন উপলক্ষে ঈদ উপহার বিতরন করেন। শুক্রবার সকাল থেকে বাড়ির অঙিনায় সামাজিক দুরত্ব বজায় রেখে সুগন্ধি চাল, ডাল,মুরগী, দুধ ও সেমাই বিতরন করেন।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার শোলক ও জল্লা ইউনিয়নের বিভিন্ন পরিবারের মাঝে তিনি চিড়া, গুড়, বুট, খেজুরসহ ইফতার বিভিন্ন সামগ্রী নিয়ে বাড়িতে গিয়ে মানুষের হাতে পৌঁছে দিয়েছিলেন। এছাড়াও সে বরিশাল বিভাগে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাক্তিগত ভাবে প্রথম ত্রাণ সামগ্রী বিতরন করা ব্যক্তি। সে ইতিপূর্বে প্রায় ৫ শত পরিবারকে ত্রাণ বিতরন করেছেন।
কাওসার মজুমদার এ বিষয়ে বলেন উজিরপুরের বিভিন্ন এলাকায় করোনায় কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে সহায়তা চলমান থাকবে পাশাপাশি ঈদ উপলক্ষে অসহায় দুস্থ ও কর্মহীনদের মাঝে ঈদ উদযাপনের সামগ্রী বিতরন করা হয়েছে তবে ঈদের পরেও সহায়তা অব্যাহত থাকবে।

বাসদের মানবতার ঈদ বাজার ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা স্ক্রিনিং কার্যক্রম শুরু

আজ ২২শে মে এক যুক্ত বিবৃতিতে বাসদ এর আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা ফেব্রুয়ারি মাস থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ৫৫ দিন ধরে করোনা মহামারিকালীন সময়ে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দু:স্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য বাসদ পালন করছে এক মুঠো চাল ও মানবতার বাজার কর্মসূচী, যার আওতায় এপর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে বাসদ আজ থেকে শুরু করছে মানবতার ঈদ বাজার যেখানে ২০০০ হতদরিদ্র পরিবারকে ঈদ উপলক্ষে সেমাই,দুধ,চিনিসহ খাদ্যসহায়তা দেয়া হবে এবং ঈদের দিন আরো ৪০০০ পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করা হবে।
নেতৃবৃন্দ আরো বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে বাসদ মার্চ মাস থেকে টেলিমেডিসিন পোর্টালের মাধ্যমে বরিশালের তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে, ফ্রি এম্বুলেন্স সার্ভিস পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় জনগনের স্বাস্থ্যসুরক্ষায় বাসদ চালু করছে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা স্ক্রিনিং কার্যক্রম। বাসদের স্বাস্থ্যসেবা স্ক্রিনিং টীম নগরীর ঘরে ঘরে গিয়ে মানুষের স্বাস্থ্যপরীক্ষা করবে, পরামর্শ দেবে, প্রয়োজনসাপেক্ষে ঔষধ সরবরাহ করবে। এ স্বাস্থ্যপরীক্ষার মধ্য দিয়ে করোনা ভাইরাসের ঝুঁকি আছে এমন রুগীদের আলাদা করা যাবে বলে নেতৃবৃন্দ আশা ব্যাক্ত করেন।

বরিশাল বিভাগে নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০৮ জনে। এর মধ্যে গত তিন দিনেই আক্রান্ত ৬১ জন, যা মোট সংখ্যার ২০ দশমিক ৩৩ ভাগ।

স্বাস্থ্য বিভাগ বলছে, গত বুধবার থেকে বরিশাল বিভাগের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২১ জন, বুধবার ২২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১২ জন ও তাদের পরিবারের আরও তিনজন মিলিয়ে মোট ১৫ জন রয়েছেন। এ ছাড়া ৩৩ জন রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী। আক্রান্ত ৩০৩ জনের মধ্যে ১১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে বুধবারের পর কোনো রোগী সুস্থ হননি।

গত ৯ এপ্রিল বরিশাল বিভাগের পটুয়াখালী ও বরগুনা জেলায় দুই করোনা রোগীর মৃত্যুর পর মধ্য দিয়ে বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২৪ এপ্রিল পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১৫ এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ১৯ এপ্রিল এই সংখ্যক বেড়ে হয় ১৯। এরপর এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা কিছুটা স্থিতিশীল থাকলেও মে মাসের শুরুতে তা আবার বাড়তে থাকে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এপ্রিলের শেষ সপ্তাহ সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও এরপর থেকে ক্রমেই বাড়ছে। ১ থেকে ১৮ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১৩ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত বুধবার থেকে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। এ জন্য স্বাস্থ্যবিধি না মানা এবং অসচেতনতাকে দায়ী করে তিনি বলেন, সংক্রমণের ক্ষেত্রে মে মাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু এই মাসে যতটা স্বাস্থ্যবিধি মানার কথা, তা মানা হচ্ছে না। ঈদ সামনে রেখে বিপণিবিতানে ভিড় ও সামাজিক দূরত্বকে অবহেলা করার জন্য সংক্রমণের হার বাড়ছে।

বরিশালে সাড়ে ৬ হাজার মসজিদে প্রধানমন্ত্রীর উপহার

করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরিশাল জেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে ) সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

পাশাপাশি গোটা জেলায় এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন তিনি।

জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে বরিশালের সব উপজেলার মসজিদ কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আগেই বরাদ্দকৃত অর্থ সংশিষ্ট উপজেলা থেকে গ্রহণ করবেন।

পরে সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের সহকারী পরিচালক আলম হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন সূ্ত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০টি উপজেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেন। যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

যেখানে বরিশাল সদর উপজেলার ১ হাজার ৫০টি মসজিদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার ১ হাজার ১১৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার ৭৮৪টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা, হিজলা উপজেলার ৪৩৬টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার ৮৩৮টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার ৪৭৭টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার ৬৫৫টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার ২৮৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা, উজিরপুর উপজেলার ৫৩৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা, বানারীপাড়া উপজেলার ৪৯৪টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা।

জনসমাগম ঠেকাতে বরিশালে মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত

বরিশালে একসঙ্গে অতিরিক্ত মুসল্লির জনসমাগম ঠেকাতে নগরী ও জেলার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক জানান, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত খোলা মাঠে করা যাবে না। এজন্য তিনি বৃহস্পতিবার ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা করেন। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত করা যাবে। মুসল্লিদের উপস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঈদ জামাতে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি ও জামে কশাই মসজিদের ইমাম কাজী আব্দুল মান্নান বলেন, জেলা প্রশাসনের নির্দেশ মেনে নগরীর সুপরিচিত মসজিদগুলোতে ২টি থেকে ৪টি পর্যন্ত ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। কশাই মসজিদে ৩টি এবং এবায়দুল্লাহ মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কাজী আব্দুল মান্নান বলেন, জেলা প্রশাসকের নির্দেশ তিনি বেশিরভাগ মসজিদের ইমামদের জানিয়ে দিয়েছেন। যাতে করে সংশ্লিষ্ট মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালে যাতায়াতে লাগবে মুভমেন্ট পাস

বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। কিন্তু জরুরী প্রয়োজনে মানুষকে অবশ্যই ঘরের বাইরে যেতে হয়। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার পারমিশন দিচ্ছে। আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করুন। সঠিকভাবে আবেদন করা হলে আপনি পেয়ে যাবেন বিভিন্নস্থানে যাতায়তের পাস। যাতায়তের জন্য পুলিশ চেকপোস্টে উক্ত পাসটি দেখাতে হবে। আপনার পরিবার ও আপনজন যেন করোনাভাইরাস এর ভয়াবহতা থেকে মুক্ত থাকে সে কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে আইন মেনে ভ্রমণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন বরিশাল মেট্রোপল্টনপুলিশ।

অনলাইনে আবেদনের ঠিকানা: https://movementpass.police.gov.bd উক্ত লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি OTP চলে যাবে। OTP প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।

★মুভমেন্ট পাস এর জন্য কি কি লাগবে?

১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আপনার নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কি
১১. আপনার ছবি

★যে সকল কারণে আপনি বাইরে যেতে পারবেন:

১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য

★পরিচয় পত্র হিসেবে কি কি ব্যবহার করা যাবে?

১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি