বানারীপাড়ায় যুবনেতা নিক্সনের ঈদ উপহার বিতরণ

জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এস.এম. সামছুল আলম নিক্সনের উদ্যোগে আজ বরিশালের বানারীপাড়ায় করোনাকালে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বরিশালের বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মহীন দুস্থ ও মধ্যবিত্ত মানুষের বাড়ি উপহার সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

বরিশাল জেলা যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক যুবনেতা সালাম শরীফের তত্বাবধানে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, আটা, পোলাওর চাল, গরম মশলা ও সাবান । আগামী কাল ২৮ রমজান ঢাকার মিরপুরে খাদ্য সহায়তা ও ২৯ রমজান বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে যুব পরিষদ নেতৃবৃন্দদের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী দিনেও যে কোন সংকটে যুব পরিষদ মানুষের পাশে থাকবে বলে জানান এস এম সামছুল আলম নিক্সন।

 

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ব্যাপক ক্ষতি, পানিবন্দী, আশ্রয় কেন্দ্র ছাড়ছে মানুষ

ঝালকাঠি:
ঘুর্ণিঝড় আমফানের আঘাতেব উপকূলীয় জেলা ঝালকাঠিতে কাচাঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিচু নদী তীরের এলাকা প্লাবিত হয়েছে এবং নিচু এলাকার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। বুধবার রাতে কয়েক ঘণ্টাব্যাপি ঝড়ো তান্ডব চালায় ঘুর্ণিঝড় আমফান। এতে জেলার বিষখালি ও সুগন্ধা নদী তীরের নিচু এলাকায় গাছপালা, কাচাঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ঘেরে মাছ, সবজি ও ধান এবং কয়েক স্থানের বেরিবাধ ও রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক এলাকা তলিয়ে মানুষ পানিবন্ধী হয়ে থাকতে দেখা গেছে। এসব এলাকায় প্রশাসন পক্ষ থেকে এখনও কাউকে দেখা হয়নি। তবে প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ শুরু করেছে বলে জানা গেছে। নতীর পানি ভোররাত থেকে কিছুটা কমলেও সাড়ে ১০ টার দিকে তা আবার বাড়তে শুরু করেছে। বুধবার বিকেল থেকে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও খুটি ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইন্টারনেট ও মোবাইলে ফোনের নেটওয়ার্কও বন্ধ রয়েছে। তবে এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মোঃ আঃ রহিম রেজা

ঘুর্ণিঝড় আম্ফান: উপকুলের দুই উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর ক্ষতিগ্রস্থ

আমতলী প্রতিনিধি:
সুপার সাইক্লোণ আম্ফান বুধবার রাতে উপকুলীয় উপজেলা আমতলী ও তালতলীর উপর আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় আতঙ্কে ও উৎকন্ঠে উপকুলের মানুষের নিঘুম রাত কাটিয়েছে। ঘূর্ণিঝড়ের তান্ডবে উপকুলের দুই উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর সম্পর্ণ ও আশিংক বিধস্থ হয়েছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের অন্তত এক হাজার মাছের ঘের তলিয়ে গেছে ্ওবং নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির ফসল। উপড়ে পরেছে অন্তত দশ হাজার গাছপালা।

জানাগেছে, সুপার সাইক্লোণ আম্ফান বুধবার রাতে উপকুলীয় উপজেলা আমতলী ও তালতলীর উপর আঘাত হানে। উপকুলবাসীর আতঙ্ক ও উৎকন্ঠায় নিঘূম রাত কেটেছে। দমকা হাওয়া ও হালকা বৃষ্টির মধ্য দিয়েই শেষ হয় ঘুর্ণিঝড় আম্ফান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মানুষ ও পশুর প্রাণহানী ঘটেছে। তবে দুই উপজেলার দুই হাজার পাঁচ’শ ঘর সম্পূন্ন ও আশিংক বিধ্বস্থ’ হয়েছে।

এর মধ্যে আমতলীতে এক হাজার আট’শ ৯৩ টি এবং তালতলীতে ছয়’শ ৭ টি। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে অন্তত এক হাজার মাছের ঘের তলিয়ে গেছে। নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির ফসল। উপড়ে পরেছে অন্তত দশ হাজার গাছপালা। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দুই উপজেলা অন্ধকারে নিমজ্জিত ছিল। আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের বসির বেপারী, মনির মৃধা ও নান্নু তালুকদার বলেন, তাদের ঘর সর্ম্পন্ন বিধ্বস্থ হয়ে গেছে। তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা গ্রামের আলীম ও নলবুনিয়া গ্রামের ইজু মিয়া বলেন, তাদের ঘর বন্যায় ভেঙ্গে গেছে।

আমতলী উপজেলার গুলিশাখালী ই্উনিয়নে পাঁচ’শ ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম, আমতলী সদর ইউনিয়নে এক’শ ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে এক’শ পঞ্চাশ টি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার, কুকুয়া ইউনিয়নে পঞ্চাশ টি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউনিয়নে আশিটি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এক’শ পঞ্চাশটি ঘর এবং পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে সাত’শ মাছের ঘের তলিয়ে গেছে বলে জানান চেয়ারম্যান দুলাল ফরাজী, ছোটবগী ইউনিয়নে পঞ্চাশটি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু, কড়াইবাড়িয়া ইউনিয়নে এক’শ পঞ্চাশটি ঘর ভেঙ্গে গেছে বলে জানান চেয়ারম্যান আলতাফ আকন। এদিতে উত্তর টিয়াখালী কালামিয়া দাখিল মাদ্রসা ও ড. মোঃ শহীদুল ইসলাম কলেজের টিন শেড ঘর ভেঙ্গে গেছে।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেয়া তথ্যমতে আমতলী উপজেলায় এক হাজার আট’শ ৯৩ টি ঘর সম্পুন্ন ও আশিংক বিধ্বস্ত হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতি পুনাঙ্গ তালিকা পাইনি। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিার পারভীন বলেন, ঘর বাড়ী, ফসল ও গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে আম্ফানের প্রভাবে ১৯ হাজার মাছের ঘের ক্ষতিগ্রস্থ

নিজস্ব প্রতেবদক: প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯ হাজার ২৪ টি মাছের খামার, ঘের ও পুকুর ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহষ্পতিবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস অফিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজিজুল হক। তিনি জানান, ক্ষয়ক্ষতির সঠিত হিসেব নিরুপনে আরো সময় লাগবে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী ঘূর্ণিঝড় আম্ফানে বরিশাল বিভাগে ১৯ হাজার ২৪ টি মাছের খামার, ঘের ও পুকুর আংশিক এবং পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ১৮ কোটি টাকার মতো ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এছাড়া কিছু, নৌকা ও জালও ক্ষতিগ্রস্থ হয়েছে।

আম্ফানের তাণ্ডবে বরিশালে সাড়ে ২৪ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বরিশাল জেলায় ২৪ হাজার ৪৮০ টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে ১৬ হাজার ৩২০ টি আংশিক ও ৮ হাজার ১৬০ টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ বাড়িঘর রয়েছে।

বুধবার রাতের দীর্ঘস্থায়ী এই ঝড়ে দমকা বাতাসের প্রভাবে কোন কোন স্থানে গাছপালাও উপরে পড়েছে।

তবে মাঠে থাকা বেশির ভাগ ধান আগাম কেটে ফেলায় এর ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে জানালেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত

মনজু সরদার, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি:
সুপার সাইক্লোন আম্পানে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজার সংলগ্ন অত্র অঞ্চলের খ্যাতি সম্পন্ন টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করায় তিনি জানান সাইক্লোন আম্পানে আমাদের নবম-দশম শ্রেণির ক্লাস রুমের একাংশ উড়িয়ে নিয়ে গেছে ও শিক্ষকদের লাইব্রেরি ক্ষতিগ্রস্থ হয়েছে আমরা দ্রুত গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরাতে পেরেছি।

১৯৯২ সালে টুঙ্গিবাড়ীয়া বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে স্বীকৃতি লাভ করে। এখন ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির পর্যন্ত ৪৫০ জন ছাত্র ছাত্রী অধ্যায়নরত। দীর্ঘ ২৮ বছরে আমরা ভবন পাইনি। প্রতিবছর ঘূনিঝর আসলেই আমরা চিন্তায় থাকি কখন উড়িয়ে নিয়ে যাবে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান পিয়েল এর সাথে যোগাযোগ করায় তিনি বলেন বিষয়টি সরেজমিনে আমি সকালে গিয়ে দেখেছি। বিদ্যালয়ে ক্লাস রুম গুলো টিনের ও অবকাঠামো দুর্বল হওয়ায় ০২টি ক্লাসরুমের ব্যাপক ক্ষতি হয়েছে।।

দেশে করোনা আক্রান্তের রেকর্ড: নতুন শনাক্ত ১৭৭৩, মৃত্যু ২২ জনের

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৭৭৩ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪০৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২৮৫১১জন।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ১৭৪টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪ টি। ৪৪ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে রয়েছেন- ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, সিলেট বিভাগে একজন এবং রংপুরে তিনজন। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন,৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দশজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০  বছরের মধ্যে এক জন। মৃতদের মধ্যে পুরুষ ১৯   জন,   নারী ৩ জন।

ঢাকা বিভাগের মারা গেছেন ১০ জন,  চট্টগ্রামে ৮ জন, সিলেটে ৩ জন, ময়মনসিংহের একজন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৩৯৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পটুয়াখালীতে আম্পানের তাণ্ডবে ২ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) জেলার পৃথক পৃথক উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

জানা যায়, সকালে কলাপাড়ায় প্রচারণা চালাতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার শাহ আলম (৬০) নৌকা ডুবে নিখোঁজ হলে পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অপরদিকে গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামে শাহাজাদার ছেলে রাশাদ (০৫) আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বিকেলে গাছের ডাল পড়ে মারা যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে বরিশাল থেকে ডুবুরি দলের একটি দল এসে শাহ আলমের মরদেহ উদ্ধার করে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ রফিকুল ইসলাম বলেন, মৃত শিশুর পরিবারকে সরকারি সব সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।

ঘূর্ণিঝড় আম্পান: বরিশালে শিশুসহ নিহত ৫

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বরিশাল বিভাগের ৩ জেলায় গাছ চাপা পড়ে, নৌকা-ট্রলার উল্টে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ৪ জনের মৃত্যুর কথা জানালেও রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে মঙ্গলবার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বরগুনার পরিরখাল এলাকায় হৃদরোগে আক্রান্ত শহিদুল ইসালম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি স্থানীয় বালিয়াতলী ইউনিয়ন পরিরখাল এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়ার লোন্দাগ্রামের একটি খালে ঝড়ের প্রভাবে ট্রলার উল্টে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উদ্ধারকর্মী সৈয়দ শাহে আলমের (৫৫) লাশ সন্ধ্যা ৬টায় উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

অপরদিকে মঙ্গলবার রাতে পরিবারের অন্যদের সঙ্গে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়ে পটুয়াখালীর গলাচিপার পানপট্টির খরিদাবাজার এলাকায় রাশেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, ভোলা ও মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে ট্রলার উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রফিকুল বুধবার সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে ভোলার ইলিশা যাওয়ার পথে ট্রলার উল্টে নিখোঁজ হয়। দুপুরে তার লাশ উদ্ধারের পর বিকালে বোরহানউদ্দিনের বাড়িতে নেওয়ার পর স্থানীয় পুলিশ বিষয়টি জানতে পারে। নিহত রফিকুল বোরহানউদ্দিনের হাসান নগরের বাসিন্দা ছিলেন।

ভোলার চরফ্যাশনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে বুধবার সকালে মো. সিদ্দিক (৭০) নামে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আম্পানের তান্ডবের মধ্যে গভীর রাতে নগরীতে ছুটে বেড়িয়েছেন মেয়র সাদিক

বুধবার রাতে উপকূলীয় অঞ্চল হয়ে বরিশাল বিভাগ অতিক্রম করে সাইক্লোন আম্ফান।উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

আম্পান চলাকালীন সময়ে বরিশাল নগরীতে ঘুরে বেড়িয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জীবনের ঝুঁকি নিয়ে মটরসাইকেল চালিয়ে তিনি নগরীর অলিগলি ঘুরে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং নগরবাসীর খোঁজ খবর নিয়েছেন।

পুরো বিষয়টি বরিশাল সিটি কর্পোরেশনের ফেইসবুক পেইজে লাইভ করা হয়।

লাইভের শেষের দিকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাদের বন্ধু-ভাই অথবা সন্তান হয়ে আপনাদের সব সময় সেবা করতে চাই। বিগত সময়ে আমাকে যেভাবে পাশে পেয়েছেন ইনশআল্লাহ সব সময় আপনাদের সেবায় আমাকে পাশে পাবেন।’