বিমানবন্দর থানার ওসিসহ ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী, পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ কাজীসহ আট পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (বিমানবন্দর জোন) রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

উত্তরা বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা অন্য পুলিশ সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ডিসি নাবিদ কামাল শৈবাল জানান, ওসি আক্রান্ত হওয়ায় এ মুহূর্তে পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে থানার কার্যক্রম চলছে। ওসির চিকিৎসা বাসায় দেয়া হচ্ছে। অবস্থা বুঝে হাসপাতালে নেয়া হবে।

প্লাবিত হচ্ছে পটুয়াখালীর চরাঞ্চল

তীব্রতা কমলেও আম্ফানের আঘাত ভয়াবহ হবে বলছেন আবহাওয়াবিদরা। আর বর্তমানে সবচেয়ে বেশি কাছে রয়েছে পটুয়াখালী জেলার খেপুপাড়া উপজেলার কাছে।

পটুয়াখালী জেলার এই উপজেলা থেকে মাত্র ৪১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আম্ফান। ইতিমধ্যে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব শুরু হয়ে গেছে।

সকাল থেকে থেমে থেমে দমকা হাওয়া বইছে। ধীরে ধীরে বাড়ছে এর গতিবেগ। একই সঙ্গে উপকূলীয় এলাকায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।

বৃষ্টি হচ্ছে তুমুল। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে ২-৩ ফুট উচ্চতার জলচ্ছাসে।

আম্পানের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের উপকূল থেকে ৩৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। বুধবার (২০ মে) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এটি আঘাত হানতে পারে।

আকাশে কখনো কালো মেঘ, কখনো কাঠ ফাটা রোদ। আবার কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মুষলধারে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত মঙ্গলবার (১৯ মে) থেকে বরিশালের আবহাওয়া এমনটাই বিরাজ করছে।

বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ৫৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় বেড়ে ৪০-৪৫ কিলোমিটার হচ্ছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এসময় বাতাসের গতিবেগ বাড়ে আবার কমে।

এদিকে, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত থাকলেও বরিশাল নদীবন্দরের জন্য তা ৩ নম্বর বলবত আছে।

বরিশাল নৌ-সংরক্ষণ ও ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা এসএম আজগর আলী জানান, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া, পন্টুনে থাকা কর্মীদের সতর্কাবস্থায় রাখার পাশাপাশি উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ১১ লাখ মানুষের আশ্রয়ের জন্য ৬ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার পাশাপাশি উপকূলীয় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় ৪১৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস।

দেশের উপকূলে আঘাত হেনেছে আম্ফান, রাত ৮টার মধ্যে অতিক্রম

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। বুধবার (২০ মে) বিকেল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে। রাত ৮টার মধ্যে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।

অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে।

এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে উকূলসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অবস্থায় মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

অন্যদিকে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৯ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ঈদের খাদ্য সামগ্রী উপহার দিলো রিজভী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে নেতাকর্মী এবং বিত্তবানদের দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঝালকাঠির পৌরসভার বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।

বুধবার (২০ মে) সকালে বাড়ি বাড়ি গিয়ে ৫৬৭ জন মানুষের মাঝে ওই উপহার বিতরণ করা হয় । প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে মুরগি, পোলার চাল, তেল, আলু,দুধ, চিনি, সেমাই।

উল্লেখ্য,এর আগে তিনি করোনায় কর্মহীন ১৭৭ পরিবারের মাঝে পুরো একমাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন নানা পেশার মানুষের মাঝে আবারো উপহার তুলে দিচ্ছেন।

এস. এম. রুহুল আমীন রিজভী বলেন,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী
করোনায় কর্মহীন ১৭৭ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আরও ৫৬৭ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছি । অসহায় মানুষের পাশে ছিলাম সব সময় থাকবো।

ঘূর্ণিঝড় আম্পান থেকে ক্ষয়ক্ষতি কমাতে ইয়ুথ এ্যাকশন সোসাইটির প্রচারাভিযান

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পানের কবল থেকে মানুষকে সচেতন করতে ও ক্ষয়ক্ষতির পরিমান কমাতে সমাজের সামগ্রিক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটির সদস্যরা রাতে বৃষ্টিতে ভিজে ঝালকাঠির নদীর পার্শ্ববর্তী এলাকায় জনসচেতনতা মূলক প্রচারাভিযান চালায়।

যাতে করে মানুষ আগে থেকেই নিরাপদ আশ্রয়কেন্দ্র থাকতে পারে, সচেতন হতে পারে, পাশাপাশি আসবাবপত্র, শুকনা খাবার, দরকারী কাগজপত্র সংরক্ষন করতে পারে।

সংগঠনটির সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি জানান যে, সকল দুর্যোগে সংগঠনের সেচ্ছাসেবীরা সব সময় প্রস্তুত থাকবে। যতটা সম্ভব সেবা দিয়ে মানুষের পাশে থাকবে। এই দুর্যোগ মোকাবেলা করতে আমাদের সকলকে সচেতন হতে হবে। সবাই আশ্রয় কেন্দ্র যাওয়ার পর সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মহান আল্লাহর রহমতে সকলের সমন্বয়ে করোনা ভাইরাসের পাশাপাশি এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখি।