নলছিটিতে ছাত্রলীগ নেতা সিরাজের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি সিরাজুল ইসলাম (সিরাজ) মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপপ্রচারের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।

ছাত্রলীগ নেতাকর্মীর বলেন, ‘ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক একটি কুচক্রিমহল বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ ছাত্রলীগ নেতা সিরাজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট উক্তিতে ঘৃণ্য মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। ক্লীন ইমেজের এই ছাত্রলীগ নেতাকে বিতর্কিত করতে ওই মহলটি সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে কয়েকটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে সংবাদও পরিবেশন করিয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম (সিরাজ) মোল্লা বলেন, নাশকতার মামলার আসামি সাবেক এক ছাত্রদল নেতা স্থানীয় একটি কুচক্রিমহলের সহযোগিতায় বিভিন্নভাবে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগকে দুর্বল করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে ওই মহলটি। এরআগেও তারা এ ধরণের প্রচারণা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বরিশালে নতুন করে সাংবাদিকসহ ৭ জনের করোনা শনাক্ত

বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৮০ জনে।

আক্রান্তরা হলেন- নগরীর গোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা মোশারফ হোসেন বয়স (৫২)। তিনি দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। নগরীর সাগরদী এলাকার বাসিন্দা নারী বয়স (৩০), নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৬), মুলাদী উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৫০), বানারীপাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৬৫), উজিরপুর উপজেলার বাসিন্দা দুইজন পুরুষ বয়স ৩০ এবং ৩৬।

রবিবার (১৭ মে ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ ৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ পর্যন্ত বরিশাল জেলায় ২৭ জন নারী এবং ৫৩ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫৮ জন, ৫০ থেকে তার উর্ধে ১৫ জন।

বরিশাল জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নগরী ৪০, বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৭জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ৩জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলা ১জন, মুলাদী ২জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ করা হল সব মার্কেট

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে স্বাস্থ্যবিধি না মানায় ভোলার সব বিপনী কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

সোমবার সকালে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের শর্তে সীমিত পরিসরে জেলার মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্ত গত সাতদিনের পর্যবেক্ষণে দেখা গেছে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ ক্রেতা-বিক্রেতা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানছেন না।

“তাই করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ ও জনস্বার্থ বিবেচনায় সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।”

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি পরিসেবা প্রতিষ্ঠান পূর্বের নির্দেশ অনুযায়ী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পটুয়াখালীতে এইচএসসি পাস করেই বিশেষজ্ঞ ডাক্তার তিনি

পটুয়াখালীর গলাচিপায় নুরুজ্জামান তালুকদার (৩৬)নামের এক ভূয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৮।

সোমবার উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে আটক করা হয়।

আটককৃত নুরুজ্জামান পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর টাউন এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে।

জানা গেছে, র‌্যাব-৮ পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম পাতাবুনিয়া বাজারে “মেসার্স তালুকদার মেডিসিন হাউসে” অভিযান পরিচালনা করে। নুরুজ্জামান মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে পেশাগত কোনো ডিগ্রি অর্জন না করেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত রোগীদের সাথে প্রতারনা করেছে।

আটকের পর তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

বরিশালে ১ হাজার ৫১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

বরিশাল জেলার ১০ উপজেলায় ১ হাজার ৫১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আর হাজারের ওপর থাকা এই আশ্রয়কেন্দ্রগুলোতে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, ইতিমধ্যে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বেশ কয়েকটি সভা করেছেন।

যে সব সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ওইসব সিদ্ধান্ত বাস্তবায়নেও মাঠপর্যায়ে কাজ চলমান রয়েছে। যারমধ্যে সাইক্লোন শেল্টার সেন্টারের বাহিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণ করা, সকল ধরনের সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, জেলার সকল স্থানে মাইকিং

ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা, মাঠে থাকা বোরো ধান দ্রুত কেটে ফেলার ব্যবস্থাকরণ করতে কৃষক কে পরামর্শ দেয়া এবং প্রয়োজন হলে তাদের ধান কাটতে সহযোগিতা করা, প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করা, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দূর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুত রাখা, জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলার কাজ চলমান রয়েছে।

আম্ফান: বরিশালসহ উপকূলীয় এলাকায় মাইকিং শুরু

ঘূর্ণিঝড় “আম্পান”মোকাবেলায় বরিশালসহ উপকূলীয় এলাকায় মাইকিং শুরু করেছে “ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি”(সিপিপি)। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি’র সকল সদস্যদের। সোমবার (১৮ মে) আজ সকাল থেকে বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড় সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মাইকিং শুরু করা হয়।

এদিকে ঘূর্ণিঝড়ে যে কোন ধরণের সহায়তার জন্য বরিশাল জেলায় ৬ হাজার ১৫০ জন, বরিশাল বিভাগে ২৫ হাজার ৫ জন এবং উপকূলীয় এলাকার ১৩ জেলায় ৫৫ হাজার ২৬০ জন সিপিসি কর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর উপ-পরিচালক মোঃ আব্দুর রশীদ । মাইকিং এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাংকেতিক পতাকা উত্তোলন করা হয়েছে বলেও জানান তিনি। এবার ঝড়ের সময় সাইক্লোন শেল্টার সেন্টারে আশ্রয়গ্রহনের সময় সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এরআগে বরিশালে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় একাধিক প্রস্তুতি সভা করেছে। বরিশাল জেলায় ১ হাজার ৫১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে আজ দুপুর দেড়টা পর্যন্ত বরিশালে ঘূর্ণিঝড় আম্পানের কোন প্রভাব দেখা যায়নি। গত দুদিন যাবৎ প্রচন্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, রোদের তীব্রতা রয়েছে।

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় সকল মার্কেট বন্ধ ঘোষনা

বরিশাল নগরী ও জেলাে বিভিন্ন উপজেলার মার্কেটগুলোতে বিত্তবান ও সাধারন মানুষ ঈদের কেনাকাটা সহ তাদের চলাচলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সু-রক্ষা না মানার কারনে পুনরায় পরবতর্’ ঘোষনা নে দেয়া পর্যন্ত সকল প্রকার মার্কেট বন্ধ ঘোষনা করেছে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। দেশে যখন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে অন্যদিকে বিত্তবান ব্যাক্তিরা সহ সাধারন মানুষের নগরীর মার্কেটগুলোতে ভয়ভীতি তোয়াক্কা না করে তাদের উপস্থিতি ঈদ মার্কেটের নামে গণ সমাগমের সৃষ্টি করেছে।

আজ সোমবার (১৮ই মে) দুপুরের পর থেকে জেলা প্রশাসকের নির্দেশক্রমে তথ্য অধিদপ্তর সহ বিভিন্ন যান-বাহনে মাইক দিয়ে নগরীতে সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনার প্রচার-প্রচারনা করা হচ্ছে।

উল্লেখ্য গত ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট ও সব দোকানপাট খোলার অনুমতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে ক্রেতা-বিক্রেতা উভয়েই নগরীর দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে করছে কেনা-বেচা।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় প্রতিদিনই নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ জরিমানা করা হয়। একই সময় ভ্রাম্যমান মোবাইল কোর্টে বিক্রিতার পাশাপাশি ক্রেতা সাধারনদেরকেও জরিমানার আওতায় আনার পরও তাদের মার্কেটগুলোতে জনসমাগম নিয়ন্ত্রন করার লাগাম টেনে ধরতে পারছিলেন না জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় গত রোববার জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য চালু কিংবা বন্ধ করার বিষয়ে এক মতবিনিময় সভা জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়- স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালুর নির্দেশনা থাকলেও অধিকাংশ দোকান-পাট ও শপিংমলগুলোতে ক্রেতা-বিক্রেতাগণ সেটি প্রতিপালন করেননি। যার কারণে বরিশাল জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির ঝুঁকি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সভার সম্মিলিত সিদ্ধান্তে প্রশাসন ব্যবসা-বাণিজ্য পুনরায় বন্ধের সিদ্ধান্তনেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, জেলা বাজার কর্মকর্তা হাসান সারওয়ার, উপ-মহা পরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হিমন কুমার সাহা, ওসি কোতোয়ালি মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এদিকে ব্যবসায়ীরা জানান আমরা প্রশাসনের নির্দেশক্রমে প্রতিষ্ঠানে স্বাস্থ্য সু-রক্ষার সকল কিছু নিয়ে দোকান খুলি কিন্তু ক্রেতা সাধারনের উপস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা চক বাজার,গ্রিজ্জামহল্লা,কাটপট্রি এলাকায় বিত্তবানদের ঈদ মার্কেটে ছোট ছোট শিশুদের মাক্স ছাড়াই বাজারে মার্কেট করতে এসেছে।

এসকল ক্রেতাদের ঈদ মার্কেটে কেনা-কাটা ও চলাচল দেখলে মনে হয় না এদেশে অচেনা আতঙ্ক করোনা রোগটি সারাদেশটাকে তোলপাড় করে তুলেছে।

অন্যদিকে এই করোনা কালে নিম্ন ও সাধারন মানুষ অর্থের অভাবে ত্রানের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে দৌড় ঝাপ করছে। আরেক দিকে ঈদ মার্কেট করতে আসা বিত্তবানরা ঈদের মার্কেট করার জন্য ব্যাধিব্যাস্থ হয়ে উঠেছে।

দুঃস্থ কল্যানের উদ্যোগে কাউখালীতে ইফতার সামগ্রী বিতরণ

কাউখালী (পিরোজপুর) সংবাদ দাতা:
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার করোনা প্রদুর্ভাবের কারনে নিম্নবিত্ত ও কর্ম হীনদের কষ্ট ও বেদনার সময় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! সাবেক মন্ত্রী ও পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য জনাব অানোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুঃস্থ্য কল্যান সংস্থা, কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে পৌছে দেওয়া হয়েছে মানবিক সহায়তা সামগ্রী! শাড়ী, লুঙ্গি ও চাল, আজ কাউখালী উপজেলার তিনদিকে নদী বেষ্টিত উপজেলা সদর থেকে স্হল ভাগে বিচ্ছিন্ন রিমোট এরিয়া ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসেস এলিজা সাঈদ এর উপস্থিতিতে বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বসে থাকা অনাগ্রসর ও কর্মহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে উল্লেখিত সহয়তা সামগ্রী এ সময় অন্যান্য দের মধ্যে উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি শাহ অালম নসু,ইউনিয়ন পর্যায়ের স্হানীয় নেতাকর্মী, পরিষদের সদস্য,এবং গন্যমান্য স্হাপন ব্যক্তিবর্গ। তানভীর অাহমেদ, ভান্ডারিয়া ও কাউখালী (পিরোজপুর ) সংবাদ দাতা।

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় ঝালকাঠি জেলা প্রশাসনের জরুরীসভা

ঝালকাঠি প্রতিনিধি ॥ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আমফান’ সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি যেহেতু আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সে কারনেই আগাম প্রস্তুতি নিতে জরুরী সভা করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত সভায় দিক নির্দেশনামুলক আলোচনা এবং সাইক্লোন সংক্রান্ত আগাম প্রস্তুতির কথা জানালেন, জেলা প্রসাশক মো. জোহর আলী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান, জেলা ্আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলমসহ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

বরিশালে করোনায় আক্রান্ত আরও ৭

বরিশালে নতুন করে আরও ৭ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই সুস্থ হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরীর গোড়া চাঁদ দাস রোডের বাসিন্দা তিনি দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, নগরীর সাগরদী-নাজির মহল্লায় ২, মুলাদী ও বানারীপাড়া উপজেলায় ২ এবং উজিরপুরে দুইজন।

আজ সোমবার পর্যন্ত বরিশাল জেলায় ২৭ জন নারী এবং ৫৩ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।

এর মধ্যে স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মেডিকেল টেকনোলজিস্টসহ করোনার শিকার হয়েছেন ১৭ জন।