কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন করলো কোয়ান্টাম সদস্যরা

কামাল হাসান রনি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আলীপুরে গোড়াআমখোলায় অতুল চন্দ্র রায়ের ছেলে অমল চন্দ্র রায় (৬০) করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গতকাল সন্ধায় মৃত্যু বরন  করেন। অমল চন্দ্র পিরোজপুরের মঠবাড়িয়া একজন করোনা রোগীর সংস্পর্শে ছিলেন। মঠবাড়িয়া থেকে আলীপুরের গোড়াআমখোলায় আসলে  লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থায় ১০ম  দিনে করোনা উপসর্গ নিয়ে মৃতুবরন করেন।কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক-এর নির্দেশে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকর্মীরা আজ সকালে তার নমুনা সংগ্রহ করে। কলাপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান পরিষদ সৎকারের দায়িত্ব  নেয়ার  পরে তারা অপারগতা প্রকাশ করে।  সৎকার্য করার জন্য মহিপুর থানার ইনচার্জ অফিসার মনিরুজ্জামান  যোগাযোগ করেন মহিপুর থানার কোয়ান্টাম সদস্য এস আলম হাওলাদারের সাথে । মহিপুর থানা ইনচার্জ  অফিসার মনিরুজ্জামান এবং এস আলম হাওলাদার  সৎকার্য করার জন্য বরিশাল থেকে ৬ সদস্যদের  একটি টিমকে ডাকেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক কোয়ান্টাম সদস্যরা নিয়ম মেনে মহিপুর থানা ইনচার্জ অফিসার মনিরুজ্জামান, ডিউটি অফিসার এস আই মনিরুজ্জামানসহ মহিপুর থানা পুলিশ এবং স্থানীয় প্রতিনিধি আনছার উদ্দিন মোল্লার  সহযোগিতায় শেষকৃত্য  সম্পন্ন করেন।  বরিশাল কোয়ান্টাম টিম কলাপাড়া উপজেলা প্রশাসন, মহিপুর থানা এবং স্থানীয় প্রতিনিধিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মহিপুর কোয়ান্টাম সদস্য এস আলম হাওলাদার জানান, ভবিষ্যতেও করোনা রোগীর দাফন,সৎকার করার জন্য কোয়ান্টাম সদস্যরা প্রস্তুত রয়েছে।

দীর্ঘ‌দি‌নের জমিজমা সংক্রান্ত বি‌রোধের শান্তিপূর্ণ সমাধান করলেন অ্যাডিশনাল এসপি মাহমুদ

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠিতে প্রভাবশালী দুই গ্রুপ জ‌মি নি‌য়ে বি‌রোধ মিমাংসার জন্য দীর্ঘ‌‌দিন পর্যন্ত স্থানীয় সা‌লিশ, রাজ‌নৈ‌তিক নেতা, থানা, জেলা লিগ্যাল এইড অফিসসহ বি‌ভিন্ন জায়গায় বারবার গি‌য়েও হ‌‌য়েছেন ব্যর্থ।‌ অবশেষে মিমাংসিত হ‌য়ে‌ছে জমিজমা সংক্রান্তে দীর্ঘদিনের বি‌রোধ।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া এলাকার শাহজাহান মোল্লার সা‌থে একই এলাকার মিজান মাস্টার গংদের সাথে দীর্ঘ‌দিন যাবৎ জ‌মি সংক্রান্ত বি‌রোধ চ‌লে আস‌ছিল।

জ‌মি নি‌য়ে বি‌রোধ মিমাংসার জন্য দীর্ঘ‌দিন পর্যন্ত বি‌ভিন্ন মানু‌ষের সহ‌যো‌গিতা চে‌য়ে ব্যর্থ হ‌য়ে সমস্যার কোন সমাধান পান‌নি তারা। অবশেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে সরেজমিনে এসে উভয়পক্ষের উপস্থিতিতে দীর্ঘদিনের জ‌মি নি‌য়ে বি‌রোধ মিমাংসা করলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

রবিবার (১৭ মে) অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাহমুদ হাসানের সু‌কৌশ‌লী ভূমিকায় সম‌ঝোতার দ্বারপ্রা‌‌ন্তে পৌঁছানো সম্ভব হয়। এতে মিমাংসা হ‌য় দীর্ঘ‌দি‌নের জমিজমা বি‌রোধ। এতে স্থানীয় জনগণ এবং উভয়পক্ষই জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

বি‌রোধ মিমাংসার বিষ‌য়ে স্থানীয় সা‌লিশদারগণ ব‌লেন, দীর্ঘ‌দিন থে‌কেই এই জমি নি‌য়ে সমস্যা বিদ্যমান ছিল। আমরা একাধিকবার চেষ্টা ক‌রেও এ সমস্যার কোন সমাধান কর‌তে পা‌রি‌নি। আজ পুলিশের আন্তরিক চেষ্টায় সেটার শান্তিপূর্ণ সমাধান হয়‌েছে। ত‌বে এবার আর কোন বি‌রোধ থাক‌বে না ব‌লে আশা ক‌রছি।

দীর্ঘ‌দি‌নের সমস্যা নিরস‌নের বিষ‌য়ে মাহমুদ হাসান বলেন বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সরেজমিনে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয়পক্ষের সাথে আলোচনাসাপেক্ষে দীর্ঘদিনের চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে।

বরিশালে ১৮২ প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা

করোনা পরিস্থিতিতে বরিশাল জেলার ১৮২ জন প্রতিবন্ধীকে ১ লাখ ৮২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন এলাকার ১০২ জনসহ জেলার ১০ উপজেলার ৮০ জন প্রতিবন্ধীর প্রত্যেকে এক হাজার টাকা করে দেওয়া হয়।

রোববার (১৭ মে) রাতে আর্থিক সহায়তার বিষয়টি নিশিত করেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

তিনি জানান, বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সহযোগিতায় প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা করা হয়েছে।

ছুটি উদযাপনে গ্রামের বাড়ি যেতে দেওয়া হবে না: আইজিপি

ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনভাবে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেন যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

রোববার (১৭ মে) মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যেসব নির্দেশনা দিয়েছেন তা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আইজিপি।

শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটিও নিশ্চিত করতে নির্দেশনা দেন বেনজীর আহমেদ। পাশাপাশি সব ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।

করোনা মোকাবিলায় সাফল্য দেখিয়েছে এমন সব দেশের পদক্ষেপ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কৌশলসহ বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে পুলিশ সদস্যের জন্য একটি অত্যন্ত আধুনিক এসওপি (স্ট্যান্ডিং অপারেটিং প্রসেডিউর) তৈরি করে তা সব ইউনিটে দেয়া হয়েছে। সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান জানান আইজিপি।

বেড়েছে বাতাসের গতি, দ্রুত বাঁক নিয়ে আঘাত হানবে আম্ফান

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের গতি সামান্য। এ পর্যন্ত বাংলাদেশের দিকে ৪৫ কিলোমিটার এগিয়েছে। তবে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে। আরও শক্তিশালী হয়ে কোলকাতা ঘেঁষে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। আগামী বুধবারের মধ্যে এটি আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বাংলাদেশ-ভারত আবহাওয়া অধিদফতর, ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক আবহাওয়া সংস্থা (ইসিএমডব্লিউএফ) ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আবহাওয়া সংস্থার (এনওএএ) তথ্যানুসারে- ঘূর্ণিঝড় আম্ফান আগামী দুদিনের মধ্যে প্রলয়ঙ্করী রূপ ধারণ করতে পারে। উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে দ্রুতগতিতে পশ্চিমবঙ্গ-দক্ষিণপশ্চিম বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে আগামী বুধবার (২০ মে) সন্ধ্যায় অতিক্রম করতে পারে। এ সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ুর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার থাকতে পারে।

রোববার (১৭ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘ঘূর্ণিঝড় ৬-১০ কিলোমিটার বেগে এগোচ্ছে। তবে এটি আরও শক্তি সঞ্চার করে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আগামী বুধবারের দিকে এটি আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে সরাসরি আঘাত হানবে কিনা এখনো ওইভাবে বলা যাচ্ছে না। এখনো অনেক দূরে আছে।’

তিনি আরও বলেন, ‘সমুদ্রবন্দর ঘূর্ণিঝড় কবলিত। একইসঙ্গে বাতাসের সম্ভাব্য গতিবেগ বেড়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। অবস্থা বুঝে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি।

এ আবহাওয়াবিদ বলেন, ‘এ সময় দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ভ্যাপসা গরম থাকতে পারে।’

ঘূর্ণিঝড় আম্ফানের অবস্থান


ঘূর্ণিঝড় পূর্বাভাস সংক্রান্ত আন্তর্জাতিক কয়েকটি ওয়েবসাইটের সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্ফান আরও শক্তিশালী হয়ে উঠছে। এর আশপাশের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার। তবে স্থলভাগের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে এর গতিবেগ পরিবর্তন হতে পারে। আগামী বুধবারের মধ্যে (২০ মে) কলকাতা ঘেঁষে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এ সময় এর গতিবেগ ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার হতে পারে। সাতক্ষীরা ও যশোরের দিকে এর প্রভাব পড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আম্ফান রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ভারতের আবহাওয়া দফতরে মতে, ঘূর্ণিঝড় আম্ফান বর্তমানে বঙ্গোপসাগরে ওডিশ্যা প্রদেশের প্যারাদ্বীপের ৯৮০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের দীঘার ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে এক হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ের প্রভাবে আন্দামান ও নিকোবোর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বরিশালের ঈদ বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসাপ্রতিষ্ঠান ও ৬ ক্রেতাকে জরিমানা

বরিশাল প্রতিনিধি:
দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কারখানা ও মার্কেট সমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে। এমতাবস্থায় বরিশালের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় নিয়মিতভাবেই বিভিন্ন দোকান, শপিং মূল এবং কারখানা পরিদর্শন করছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম। এসময় তারা ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি অমান্য করার ১ টি প্রতিষ্ঠান এবং ৬ জন ক্রেতাকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা, সদর রোড এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেন জলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা কালে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনামূলক মাইকিং করা হয়। নগরীর কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। এসময় স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটা করতে আসায় মোঃ জাকারিয়া, মোছাঃ নাজমা ও ডলি নামে তিনজন ৫০০ টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়। একাধিকবার সতর্ক করা স্বত্তেও স্বাস্থ্যবিধি না মানায় কোহিনূর সু হাউসসহ ৩ টি জুতোর দোকানকে সাময়িকভাবে বন্ধ করা হয়।

অপরদিকে নগরীর চকবাজার, গির্জা মহল্লা ও বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় নগরীর চকবাজার এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনজন ব্যক্তিকে মোট ৪৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ও র‌্যাব-৮ দুটি টিম।

ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

 

বরিশালে ফান্ড তৈরি করে অসহায়দের ত্রাণ দিচ্ছে শিক্ষার্থীরা

করোনাভাইরাস মহামারিতে অসহায় দরিদ্রদের পাশে এগিয়ে আসতে পিছিয়ে নেই নারীরা। প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিশালের প্রাক্তন কিছু শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে অসহায়-কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে উদীচী। লকডাউনে সামাজিদ দূরত্ব বজায় রেখে কাজ করছে সহচরীর সদস্যরা।

তাদের উদ্দেশ্য লোকচক্ষুর অগোচরে ভাব প্রকাশহীন মধ্যবিত্ত, হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ানো। তাদের এই কাজে স্বচ্ছতা রেখেই চলছে ফান্ড সংগ্রহ। তাছাড়া কার্যক্রমে স্বচ্ছতার জন্য কখন কোথায় কত টাকা ব্যয় হলো তা শেয়ার করা হচ্ছে তাদের ফেইজবুক পেইজ, গ্র“প ও পারসোনাল আইডিতেও। গত রবিবার ৫ এপ্রিল প্রথম যাত্রা শুরু করে এবং ব্যক্তিগত উদ্যোগে টাকা সংগহ করে ১ম ধাপে ৩৭ টি,২য় ধাপে ২০টি ,৩য় ধাপে ২৫ টি, ৪র্থ ধাপে ৪৪টি পরিবার সহ মোট ১২৫ টি পরিবারের কাছে কিছুদিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছে সহচরী।

এরা ফান্ড সংগ্রহ আসছেন কাছের বন্ধু ও পাড়া-প্রতিবেশীদের মাধ্যমে। যার কারনে অসহায়দের সন্ধান থাকা সত্ত্বেও গরিবদের পাশে দাড়ানোর মত পর্যাপ্ত ফান্ড সংগ্রহ হচ্ছে না। তাই আপনি চাইলে তাদের উদ্দ্যেশ্য সফল করতে আপনার অবশিষ্টাংশ নিয়ে এগিয়ে আসতে পারেন।আপনার সাহায্য অসহায়দের মাঝে পৌঁছে দেয়ার সহচরী একটি মাধ্যম মাত্র।

কর্মহীন মানুষের মাঝে উদীচীর ত্রাণ সামগ্রী বিতরণে আপনিও পাশে থেকে অসহায়-কর্মহীন মানুষদের মাঝে সাহায্যর হাত বাড়িয়েদিন। সাহায্য পাঠানোর ঠিকানা কাজী সুচনা -০১৭৩৫৮৭৯০৪৬ (বিকাশ), ফারজানা ফেরদৌস -০১৭০১৭৩৬১২৫ (বিকাশ), পুজা সাহা- ০১৬৮৫৬৭৯৭২৩ (বিকাশ বা নগদ), তাহরিম মিম- ০১৭৩৬৩৬৬৬৬৭৪ (রকেট)।

 

বরিশাল নগরীতে সরোয়ারের নিজস্ব অর্থায়নে থেকে ত্রান বিতরন

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীর প্রায় অর্ধালক্ষাধিক অসহায় ,দারিদ্র ও অস্বচ্ছল কর্মহীন সাধারন মানুষের মাঝে জাতীয় দূর্যোগকালী সময়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সময় কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড,মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ত্রান বিতরনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে নগরীর ৯ নং ওয়ার্ডের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

আজ রবিবার বেলা বারটায় গ্রিজ্জা মহল্লা একে স্কুল প্রাঙ্গনে ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এসকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ত্রান বিতরনকালে এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন,জেলা যুবদল যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম,জেলা সেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি,,৯নং ওয়াড বিএনপি সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারন সম্পাদক আনিসুর রহমান মিলন,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাপ্পি প্রমুখ।

এসময় মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বলেন, আমরা প্রতিদিনই নগরীর বিভিন্ন ওয়ার্ডে দলীয় ভিত্তিক ভাগ হয়ে এই করোনা দূর্যোগকালীণ সময়ে মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নের ত্রান বিতরন করে যাচ্ছি।

আমাদের এই কর্মসূচি শুধু মহানগরের ভিতর আটকে থাকবে না। প্রর্যায়েক্রমে বরিশাল সদর উপজেলার ইউনিয়নগুলোতে ত্রান দেয়া হবে।

 

বরিশাল বিভাগে করোনা শনাক্ত ২১৬ জনের, সুস্থ-১০৫

বরিশাল প্রতিনিধি:
বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ১০৫ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১১ হাজার ৮৬৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১১ হাজার ১৩৭ জনকে, আর এরমধ্যে ৯ হাজার ২৯০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৭২৯ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৬৬৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ২৩১ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় বিভগের মধ্যে বরিশাল ও পিরোজপুর ব্যতিত ৪ জেলায় ১২০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র ঝালকাঠি জেলায় গত ২৪ ঘন্টায় ২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে কোন জেলায় কাউকে ছাড়পত্র দেয়া হয় নি। এরবাহিরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬৮ জন এবং এরইমধ্যে ২১৮ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭৩ জন, পটুয়াখালীতে ৩২, ভোলায় ১৬, পিরোজপুরে ৩৪, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে ১৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ১০৫ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন।

যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিকে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশে মঙ্গল-বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আম্ফান

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্ফান সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন একজন আবহাওয়াবিদ।

শনিবার (১৬ মে) রাতে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছিলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব বাংলাদেশে পড়তে তিন (মঙ্গলবার, ১৯ মে) থেকে চারদিন (বুধবার, ২০ মে) সময় লাগবে।’

বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত করবে কিনা, সে বিষয়েও সুনির্দিষ্টভাবেও কিছু বলছে না আবহাওয়া অধিদফতর। এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশে সরাসরি আঘাত হানবে, আমাদের বুলেটিনে ওইভাবে বলি নাই। এখনও ওইভাবে বলার সময় আসে নাই। অনেক দূরে আছে।’

যদিও ইতোমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এর অর্থ হলো সমুদ্রবন্দর ঘূর্ণিঝড়কবলিত। সেই সঙ্গে বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

অন্যদিকে সকালে আবহাওয়া অধিদফতর তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে, দেশের চারটি সমুদ্রবন্দরের মধ্যে ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি পটুয়াখালী জেলায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দরের কাছাকাছি অবস্থান করছে। তারপর ঘূর্ণিঝড়ের কাছাকাছি অবস্থান করা সমুদ্রবন্দর হচ্ছে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর। অর্থাৎ বাংলাদেশে ঘূর্ণিঝড়টি আঘাত করলে দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অফিস বলেছে, আম্পান আজ সকাল ৬টায় (১৭ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সাথে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সকালের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।