ক্যাপ্টেন মোয়াজ্জেমের অর্থায়নে বানারীপাড়া-উজিরপুর দুস্থদের মাঝে বিরামহীন খাদ্য সহায়তা অব্যহত

নিজস্ব  প্রতিবেদক:
”মহামারীর দুর্যোগেতে সেই তো পূর্ণবান,নিজের গোলা শূণ্যে করে যে করেছে দান” এমন মহাবাক্যকে  বিশ্বাস করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও দানবীর জনবান্ধব নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন(বাবুল) নিজ অর্থায়নে মরনঘাতি করোনা ভাইরাস(কোভিড-১৯) দুর্যোগে বানারীপাড়া-উজিরপুরের গৃহবন্দী কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই  মোঃ মেহেদী হাসানের বাস্তবায়নে ও মোঃ শাহে আলম সিকদারের সহযোগীতায় ১৬ মে বানারীপাড়ার পশ্চিম জণপদের বাইশারী,ইলুহার ও উপজেলার শেষ প্রান্ত বিশারকান্দী ইউনিয়নের  অবহেলিত গৃহবন্দি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ওই এলাকার অসহায় মানুষ জীবন বাচানোর তাগিদে এতটুকু খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হয়ে ক্যাপ্টেন মোয়াজ্জেমের দীর্ঘায়ু কামনা করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ব্যাক্তিগত সহকারী মোঃ সাইফুল ইসলাম,সেচ্ছাসেবক হাফিজুর রহমান মিঠু,রাফাত মোল্লা,রাব্বি গোলান্দাজ,আসাদ হোসেন,রাহাদ মোল্লা ও সাগর হাওলাদার সহ আরো অনেকে। ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান পবিত্র রমজান মাসে ধারাবাহিক ভাবে বানারীপাড়া-উজিরপুরের অসহায় মানুষের ঘরে ঘরে  খাদ্য সামগ্রীর এ উপহার পৌছে দেয়া হবে।

ঝালকাঠিতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরমহল এলাকায় গলায় লিচু আটকে আবদুল্লাহ নামে ৩ বছরের এক শিশুর মৃত হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৯টায় এ ঘটনা ঘটে।

আবদুল্লাহ নলছিটি উপজেলার সরমহল গ্রামের নাসির উদ্দীনের পুত্র। লিচু খেতে গেলে একটি লিচুর বিচি অসাবধনাবসত তার গলার মধ্যে শ্বাস নালিতে আটকে যায়। পরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে মারা গেলন আরও এক পুলিশ সদস্য। উপসর্গ নিয়ে মারা যাওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কনস্টেবল নঈমুল হক কভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। শনিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নঈমুল হকের মৃত্যু হয়। এ নিয়ে পুলিশের আট সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরির্শক (এআইজি) সোহেল রানা জানান, সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন ৩৮ বছর বয়সী নঈমুল হক। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিশ্ব সাস্থ্য সংস্থার নিয়ম মেনে শুক্রবার দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

করোনায় কর্মহীন জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে নগদ সাতশ’ টাকা করে বিতরণ করা হয়েছে। শনিবার দিনভর আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার তার ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেন।

একইদিন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাঠালিয়া উপজেলার দুই হাজার কর্মহীন পরিবারের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে ঈদ-উল ফিতরকে সামনে রেখে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নিন্ম আয়ের পরিবারের মাঝে টিসিবির তৈল, চিনি ও ডাল বিক্রি শুরু করা হয়েছে। শনিবার সকালে নলচিড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকার নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধণ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার করাতী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম, ইউপি সদস্যা রাশিদা বেগম, নলচিড়া ক্রেডিট ইউনিয়নের সভাপতি রিয়াদ হোসেন স্বপন প্রমুখ।

ব‌রিশালে প্র‌তি‌দিন ত্রিশ‌টি স্পটে দেয়া হচ্ছে টি‌সি‌বি’র পণ্য

ব‌রিশালে প্র‌তি‌দিন ত্রিশ‌টি স্পটে দেয়া হচ্ছে টি‌সি‌বি’র পণ্য। এ কার‌ণে খু‌শি সাধারণ মানুষ। ‌প্রতি‌দিনের মতো আজও সকাল ১১ টার দিকে শুরু হয় টি‌সি‌বির পণ্য বি‌ক্রি কার্যক্রম।

নগরের ১১ টি স্প‌টে বি‌ক্রি করা হচ্ছে টি‌সিবির পণ্য। বাকী ১৯ টি স্পট ব‌রিশাল জেলার ৯ উপ‌জেলায়। প্রতি‌দিন এ ত্রিশ স্প‌টে ২৫ টন চি‌নি, ৬ টন মশু‌রের ডাল, ৬০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১৫ টন পেঁয়াজ বি‌ক্রি করা হচ্ছে।

এরম‌ধ্যে জনপ্র‌তি ৫০ টাকা কে‌জি দরে সর্বোচ্চ তিন‌ কে‌জি চি‌নি, ৫০ টাকা দ‌রে ১ কে‌জি মশুরের ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার তেল এবং ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কে‌জি পেয়াজ বি‌ক্রি করা হচ্ছে। এছাড়াা সোলা এবং খেজুর ১০ মে থে‌কে শেষ হয়ে গেছে। এ‌দি‌কে ন্যায্য মূল্যে পণ্য পে‌য়ে খু‌শি নিম্ন আয়ের মানুষ। এ‌দি‌কে টি‌সি‌বির পণ্য বি‌ক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জা‌নিয়েছেন জেলা প্রশাসক।

বরিশালে টিসিবির ন্যায্য মূল্যের পণ্যে খুশি ক্রেতারা

বরিশালে প্রতিদিন ৩০টি স্থানে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যের পণ্য।এতে খুশি সাধারণ মানুষ। সরকারের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

প্রতিদিনের ন্যায় শনিবার সকালে শুরু হয় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। নগরীর ১১টি স্থানে এবং জেলার ৯ উপজেলার ১৯টি স্থানে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের পণ্য। প্রতিদিন এই ৩০ স্থানে ২৫ টন চিনি, ৬ টন মসুর ডাল, ৬০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১৫ টন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ৫০ টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ ৩ কেজি চিনি,

৫০ টাকা দরে ১ কেজি মসুর ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন এবং ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি করে পেঁয়াজ কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আগে ছোলা এবং খেজুর বিক্রি হলেও মজুদ শেষ হয়েছে গত ১০ মে থেকে। ন্যায্য মূল্যে পন্য কিনতে পাড়ায় খুশি সাধারন ক্রেতারা।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল শেবাচিমের আইসোলেশন থেকে পালিয়েছে যুবক

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক পালিয়েছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার (১৫ মে) রাতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বিডি ক্রাইম কে জানান, শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ড থেকে কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে ওই রোগী পালিয়েছেন।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই যুবক শেবাচিমের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কি না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৩ মে মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট হাতে পাওয়ার আগেই কৌশলে ওই যুবক পালিয়ে যান।

বরিশাল বিভাগে দুইশ ছাড়ালো করোনায় আক্রান্ত

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২০৩ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪ জন।

নতুন শনাক্তের মধ্যে পিরোজপুরে তিনজন, বরগুনায় দুইজন।

শনিবার (১৬ মে) বিকালে বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পাঁচ আক্রান্ত সহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ৭১ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ৪২ জন ও ঝালকাঠিতে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া বরিশালের মুলাদীতে একজন, পটুয়াখালী জেলার সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন ও দুমকিকে একজন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে মোট ছয়জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল এসব তথ্য  নিশ্চিত করেছেন।

জনতার মা উপধি পেলেন কাউখালি উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
মা তার শন্তান কে হেফাজতে বা সুরক্ষিত রাখতে গিয়ে নিজের জীবন কে তুচ্ছ মনে করে হাসিমুখে সবকিছু করেন নিরবে নিভৃতে, কারও সাধুবাদ পাওয়া যেন তার কাম্য নয়, শুধুচান তার শন্তান যেন থাকে নিরাপদে, বঙ্গোপসাগরে কোল ঘেঁষা পিরোজপুর জেলার কাউখালি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসা. খালেদা খাতুন রেখা তিনি কাউখালীর উপজেলাকে ,নিজের শনতান মনে করে করোনার সংক্রমনের হাত থেকে রক্ষার জন্য, সকাল থেকে থেকে গভীর রাত পর্যন্ত! রাত পোহাতে যেন ডাক হরকরার ন্যায় একটানা ছুটে চলছে উপজেলার এ প্রান্ত থেকে অপর প্রান্ত।

বিনিদ্র সার্বক্ষণিক শুধু ছুটে চলা, লকডাউনকে টেকসই করতে যা তার করনীয়, অাবার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কোন সমস্যা হচ্ছে কিনা, অনাহারে কেহ দিনযাপন করছে নাকি? কে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন? কেউ বিদেশ থেকে বা জেলা উপজেলার বাহির হতে কেউ অাসলে তাদের কে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে হোম কোয়ারেন টাইনে রাখা, প্রয়জনে আইনি উদ্যোগ নেওয়া! মানুষের চলাচলে সামাজিক নিরাপত্তা ও দুরত্ব বজায় রাখতে জনগণ সার্বক্ষনিক অতন্দ্র পাহারায় রেখে জগগনের সার্বিক নিরাপত্তা বেষ্টনীর ভেতর রেখেছেন! তার পরিপেক্ষিতে বিছিন্ন ভাবে একজনকে মাএ করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে তিনি উপজেলার ভবঘুরে মানসিক ভারসাম্যহীন অনাহারী মানুষগুলোকে রাতে নিজে ঘুরে নিজ হাতে খাবার দেন, এমনকি নিজ হাতে এক মানুষিক ভারসাম্য হীন মহিলাকে খাওয়াইয়া দেবার ভিডিও ভাইরালও হয়েছিল এই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। লকডাউনের কারনে অনাহারী বাজারের কুকুরগুলোর জন্যও রুটিন মাফিক খাবার দিয়ে যাচ্ছেন।

কুকুর গুলো তার গাড়ী দেখা মাএ দেহরক্ষীর ন্যায় তাকে ঘিরে ধরে,যা সত্যি ই অদ্ভুত! সর্বএ ই তার বিচরণ, উপজেলা র প্রাণি সম্পদ রক্ষার জন্য এই অধিদপ্তরের চিকিৎসক ও কর্মিদের দিয়ে দিয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা নিশ্চিত করছেন! গত মার্চের শেষ সপ্তাহ থেকে করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা শুরুর আগে থেকে তিনি সরকারি নির্দেশনার পাশাপাশি করোনা সংক্রমন বিস্তার রোধে অসাধারণ অনিন্দ্য সুন্দর সময় উপযোগী কাজ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে জনতার কাছে মানবতার মা উপাধি লাভ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোসাঃ খালেদা খাতুন রেখা। তিনি সমস্ত হাট-বাজার বন্ধ করে দিয়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষে অর্ধশতাধিক রিকশা ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমান বাজারের ব্যবস্হা করে অবরুদ্ধ মানুষের স্বাভাবিক জীবন চলমান রাখতে চেষ্টা করেন! নিজস্ব সেচ্ছাসেবক দিয়ে দুর্গম এলাকায় পন্য সামগ্রি পাঠানোর ব্যবস্হা করেন তিনি।

কাউখালী পাইলট স্টেশন (অাভ্যন্তরীন পোতাশ্রয়) নদীতে নোঙর করা জাহাজের স্টাফদের প্রয়োজনীয় বাজারের জন্য, ঝুঁকি এড়ানোর ব্যবস্হা হিসেবে নদীতে ট্রলারের মাধ্যমে ভ্রম্যমান বাজার চালুকরেন। নিজের পরিবার পরিজনের কথা তিনি বেমালুম ভুলে তিনি সকাল সন্ধ্যা নিজ হাতে হ্যান্ড মাইক নিয়ে রাস্তা ঘাটে পথে-প্রান্তরে সতর্ক করেছেন মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে।

শত ব্যস্হতার মধ্যেও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রুটিন মাফিক ! নান্দনিক উপজেলা নির্বাহী অফিসার তিনি সকলের মুখে একজন সফল সরকারি কর্মকর্তা ও গণমানুষের অাস্হা ভাজন, মা, উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. রফিকুল হক ও করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে বিপ্লবী যোদ্ধা হিসেবে সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন।

ভোলায় করোনা ভাইরাস নমুনা সংগ্রহে বুথ ও জীবানু নাশক টালেন স্থাপন

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি তার নির্বাচনী দু’টি উপজেলার হাসপাতালে দুটি বুথ স্থাপন করেন। শনিবার বেলা ১১টায় এ দু’টি বুথ উদ্বোধন করেন এমপি আলী আজম মুকুল।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী, বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক প্রমূখ সহ হাসপাতালের ডাক্তার গণ উপস্থিত ছিলেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহযোগিতায় নমুনা সংগ্রহে দু’টি বুথ স্থাপন করেন। শুক্রবার সন্ধ্যায় দু’টি জীবানু নাশক টালেন বোরহানউদ্দিন হাসপাতাল ও বোরহানউদ্দিন থানায় স্থাপন করেন এমপি মুকুল।