জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ মে) এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত এবং তার শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ।

জাতির বিবেকসম এ মানুষটি ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। তার বাবা এ টি এম মোয়াজ্জেম ছিলেন বিখ্যাত হোমিও চিকিৎসক।

১৯৫৬ ও ১৯৫৭ সালে স্নাতক সম্মান এবং এমএ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন আনিসুজ্জামান। অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্বস্বরূপ ‘নীলকান্ত সরকার স্বর্ণপদক’ বৃত্তি লাভ করেন।

১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ভাষা আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদবিরোধী আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলনে তিনি সম্পৃক্ত ছিলেন।

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। এছাড়া শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণআদালতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

আনিসুজ্জামানের উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে ‘স্মৃতিপটে সিরাজুদ্দীন হোসেন’, ‘শহীদ ধীরেন্দ্রনাথ স্মারকগ্রন্থ’, ‘নারীর কথা’, ‘মধুদা, ফতোয়া’, ‘ওগুস্তে ওসাঁর বাংলা-ফারসি শব্দসংগ্রহ’ ও আইন-শব্দকোষ অন্যতম।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, অলক্ত পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হয়েছেন। অধ্যাপক আনিসুজ্জামান ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পেয়েছেন।

সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে তাকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

বরিশাল বিভাগে ১৭৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ৮৬

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ১৭৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া, এ রোগ সুস্থ হয়েছেন ৮৬ জন। আক্রান্ত ও সুস্থদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১১ হাজার ২১২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ১০ হাজার ৫০২ জনকে। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৭ হাজার ৯৭৫ জনকে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৭১০ জন এবং এ পর্যন্ত ৬৪৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১২০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং বিভাগের ৬ জেলায় ৫৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলায় ২১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায় ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ৩১৭ এবং তাদের মধ্যে ২০০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, এ পর্যন্ত বরিশাল জেলায় ৫৮, পটুয়াখালীতে ৩১, ভোলায় ৮, পিরোজপুরে ২৪, বরগুনায় ৩৯ ও ঝালকাঠিতে ১৬ জন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

পাশাপাশি বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩৪, পটুয়াখালীতে ১৬, ভোলায় ২, পিরোজপুরে ৪, বরগুনায় ২৫ ও ঝালকাঠিতে ৫ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। তাদের ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া, বরিশালের মুলাদী ও পটুয়াখালী জেলার সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে মোট ছয়জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান তিনি।

করোনা আক্রান্ত বরিশাল সদর হাসপাতালের টেকনোলজিস্ট

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের টেকনোলজিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেই সাথে বিভাগটি সংশ্লিষ্টদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

এই তথ্য বৃহস্পতিবার বেলা ২টার দিকে জেনারেল হাসপাতালের আরএমও দেলোয়ার হোসেন নিশ্চিত করেন।

বিস্তারিত আসছে….

বরিশালে আইনজীবীকে কারাদণ্ড, ম্যাজিস্ট্রেটসহ জড়িতদের বিচার চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে ভ্রাম্যমাণ আদালতে আইনজীবীকে দণ্ড দেয়ার ঘটনার বিষয়ে তদন্ত করার জন্যে একটি উচ্চতর কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে ক্ষমতার অপব্যবহারকারী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনার আর্জি জানানো হয়েছে।

জনস্বার্থে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ই-মেইলের মাধ্যমে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। পরে আইনজীবী নিজেই রিট করার বিষয়টি নিশ্চিত করেন।

রিটে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, সংস্থাপন ও জনপ্রশাসন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, টিসিভি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি),বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত গত ২ মে বরিশালে টিসিবির পণ্য বিক্রিতে বাধা দেয়া ও ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে এক আইনজীবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। দণ্ডপ্রাপ্তের নাম অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন। তিনি নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, টিসিবির এক ডিলার ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছিলেন। তখন রবিউল ইসলাম রিপন নামে এক ব্যক্তি টিসিবির বিরুদ্ধে অকারণে নানা অভিযোগ করেন। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিসিবির কর্মকর্তাকে জানাচ্ছিলেন। তখন তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন।

পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি কাজে বাধা দেয়া এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে রিপনকে ৭ দিনের কারাদণ্ড দেন।

রিটকারী আইনজীবী বলেন, দৈনিক সময়ের আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানতে পারি তিনি বরিশাল আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন। যাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের সাজা দেন। পরে প্রকাশ্যে হাতকড়া পড়িয়ে অসম্মানজনকভাবে একজন আইনজীবীকে জেলহাজতে প্রেরণ করা হয়।

তিনি বলেন- ভ্রাম্যমাণ আদালতে দেয়া সাজা মোবাইল কোর্ট আইন অনুয়ায়ী হয়নি। ওই আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে সাজা প্রদান করা হয়েছে; যা সংবিধান পরিপন্থী। যেখানে মামলা করার সুযোগ রয়েছে। মামলা না করে সাজা দিয়েছেন এটা অবৈধ।

ভান্ডারিয়ায় বেড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা

ভান্ডারিয়া (পিরোজপুর)সংবাদ দাতা:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার করোনা ভাইরাসে অদ্য পর্যন্ত অাক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জন, যদিও ইতি মধ্যে দুইজন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছেন! ইকরি ইউনিয়নে একঘরে তিন জন সংক্রমিত হওয়ায় খবর পাওয়া গেছে, গত দুইদিন আগে তেলিখালি ইউনিয়নে দুইজন সনাক্ত হয়েছে, ভান্ডারিয়া পৌর এলাকার জামির তলা থেকে প্রথম করোনার সুএপাত হলেও পরবর্তীতে গৌরিপুর, ইকরি, তেলিখালি সবর্এ ছড়িয় পরে, ,৬ টি ইউনিয়ন ও ১ পৌর সভা নিয়ে ভান্ডারিয়া উপজেলা গঠিত, তবে এখন পর্যন্ত, ভিটাবাড়ীয়া ও ধাওয়া ইউনিয়ন বাসী করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি উপজেলা সদস্য সচিব জনাব সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, সরকারি নির্দেশনার পাশাপাশি নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রতিরোধ মুলক ব্যবস্হা নেয়ার কারনে এ-ই ইউনিয়ন করোনা ভাইরাস মুক্ত রয়েছেন, নিজেই প্রতিনিয়ত অকারনে মানুষের যাতায়াত ও স্হানীয় গনপরিবহন কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণ করেন, এমন কি, ঢাকা বা অনর্এ থেকে নিজের বাড়িতে অাসলেও নির্ধারিত সময় সীমা অতিক্রম না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বেড় হতে কড়াকড়ি আরোপ করেন, এমন কি লকডাউন করে দেন! পিরোজপুর সদর উপজেলা অাক্রান্তের সংখ্যা ১২ এরপরই ভান্ডারিয়া উপজেলা দ্বিতীয় অবস্হানে রয়েছে করোনা ভাইরাস সংক্রমণে অাক্রান্তের সংখ্যায়। তানভীর অাহমেদ, ভান্ডারিয়া ও কাউখালী, (পিরোজপুর) ০১৭১১২১৯২৪০.

অসহায় দুস্থ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ দিলেন কলাপাড়া উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনির

কামাল হাসান রনি:
অনুজীব করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। চীনের উহান প্রদেশ থেকে করোনা আজ থমকে দিয়েছে পুরো পৃথিবীকে। অচল করে দিয়েছে ব্যস্ত শহরগুলো, স্বাস্থ্য ঝুঁকিতে  মানব সভ্যতা। বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের  হার, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে ধনী গরীব সবাই। করোনা প্রকোপে সাধারন ছুটি আর    লড ডাউনের মেয়াদ বেড়ে চলেছে।

করোনা মহামারীতে সবচেয়ে মানবেতর জীবনযাপন করছে দিন মজুর,প্রতিবন্ধী ,মধ্য বিত্ত,খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। রমজানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সামনে ঈদ তাই উপার্জনহীন মানুষদের জন্য বাড়তি চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। এসব অসহায়, দুস্থ পরিবারের  পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি’র সহ-সভাপতি,এবং কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির  ।  আজ সকালে  মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির  সহ-সাংগঠনিক সম্পাদক,  সাবেক এমপি ও  ডিডিসি আলহাজ্ব  মোয়াজ্জেম হোসেন এর পুত্র কামরুজ্জামান কামরুল ।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, মহিপুর থানা শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী  চাল, ডাল, তেল, আলু, পিয়াজ,ছোলা, চিনি, সাবান ঈদ উপহার হিসেবে দেয়া হয়। কামরুজ্জামান কামরুল জানান, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে  তারেক রহমানের নির্দেশে  করোনা মহামারীতে ১০০০ পরিবারের মাঝে মনিরুজ্জামান মনির এর “ঈদ উপহার” বিতরণ করা হয়।

তিনি আরও জানান সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম পরিচালনা করা হয় এবং সবাইকে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।  ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে মনিরুজ্জামান মনির দেশ ও মানুষের জন্য কাজ করে যাবে বলে তিনি কামরুজ্জামান কামরুল জানান।

তালতলীতে নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

আবু হানিফ নয়ন বরগুনার তালতলীতে নতুন প্রযুক্তির একটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে)দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান রেজবি- উল কবির একজন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন। জানাগেছে, কৃষি কাজকে এড়িয়ে নেয়ার জন্য সরকার জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন।

এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালতলী উপজেলার একজন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির কৃষক মোঃ মহিউদ্দিনের কাছে এ মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমুখ।

দেশে বেড়েই চলেছে সংক্রমন: একদিনে শনাক্ত ১০৪১, প্রাণহানি ১৪ জনের

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন  ১০৪১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ঈদের আগেই সব মসজিদ মাদ্রাসায় উপহার পাঠাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঈদের আগে দেশের সব মসজিদে উপহার হিসেবে আর্থিক সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়াদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রেরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে ইমাম-মোয়াজ্জেমসহ অন্যান্যরা আছেন। সাধারণত রমজান মাসে সবাই মসজিদে বেশি যায়। তারাবির নামাজ পড়েন, অনেকে দান করেন। এতে মসজিদের ভালো ইনকাম হয়। আমি খোঁজ নিচ্ছি, এখনও অনেক মসজিদ কমিটি ও বিত্তশালীরা দান করে যাচ্ছেন-এ খবর আমি জানি। তারপরও সরকারের একটা দায়িত্ব আছে। আমি ইতোমধ্যে একটি তালিকা করতে বলে দিয়েছি। সব মসজিদে রমজান-ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা দেব।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি এলাকার সব জায়গায় কষ্ট দূর করা। আমি সেটাই চাই। আমাদের এত মানুষ আমরা হয়তো বেশি দিতে পারবো না। কিন্তু কিঞ্চিত পরিমাণ দিতে পারি। কেউ যেন বঞ্চিত না হয় সে চিন্তা করেই আমরা এ পদক্ষেপগুলো নিচ্ছি।’

আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক মাদরাসা আছে যেখানে এতিমখানা রয়েছে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারা খুব কষ্টের মধ্যে ছিল। তাদের কথা চিন্ত করে ইতোমধ্যে ছয় হাজার ৮৬৫টি কওমি মাদরাসায় আর্থিক সহায়তা দিয়েছি। যার আর্থিক পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। দ্বিতীয় পর্যায় আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা প্রদান করা হবে-এ পদক্ষেপ নিয়েছি।’