বিল গেটস অভিনন্দন জানিয়েছেন ড. সমীর ও ড. সেজুঁতিকে

বিল গেটস তার ব্লগপোস্টে লিখেছেন বাংলাদেশের কৃতি সন্তান প্রখ্যাত অণুজীব বিজ্ঞানী ড. সমীর কুমার সাহা ও তার মেয়ে ড. সেজুঁতি সাহাকে নিয়ে। করোনা ভাইরাস কিভাবে জিন পরিবর্তন করে তা তারা আবিস্কার করেছেন।

আমরা সবাই জানি করোনা ভাইরাস তার জিন পাল্টায়, এবং এ পর্যন্ত ৯ বার জিন পাল্টেছে এমনটা দাবী বিজ্ঞানীদের । এই জিন পরিবর্তনের ফলে গবেষকরা হিমশিম খাচ্ছে ভ্যাক্সিন আবিস্কার করতে। করোনা কিভাবে জিন পাল্টায় ,কি ধরন, বাংলাদেশের করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স (জিন রহস্য) আবিষ্কার করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। বিজ্ঞানী ড. সমীর কুমার সাহা ও তার মেয়ে ড. সেজুঁতি এই জিন রহস্য আবিষ্কারের গবেষণায় নেতৃত্ব দেন। বিল গেটস তাদের স্বাগতম জানিয়েছেন।

বরিশালে ভার্চুয়াল আদালত চায় না জেলা আইনজীবী সমিতির সদস্যরা

আইনজীবীদের ভার্চুয়াল আদালতের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে বিকল্প উপায়ে আদালত চালুর দাবী জানিয়েছেন তারা।

বুধবার বেলা সাড়ে ১২ টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় ভার্চুয়াল আদালতের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন আইনজীবী সমিতির সদস্যরা। সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারন আইনজীবীরা ভার্চুয়াল আদালত চালুর বিপক্ষে মতামত প্রদান করেন।

তারা বলেন, বেশীরভাগ আইনজীবী তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রস্তুত নন। ভার্চুয়াল আদালতে মামলার নথিপত্র স্ক্যান করে তা আদালত এবং অপরপক্ষের আইনজীবীকে পাঠাতে হবে। তাই আইনজীবীদের ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ নিতে তথ্য প্রযুক্তিগত অনেক ঝামেলায় পড়তে হবে।

এজন্য ভার্চুয়াল পদ্ধতি বাদ দিয়ে বিকল্প উপায়ে আদালত পরিচালনার পক্ষে মতামত দেন অধিকাংশ আইনজীবী। সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার বলেন, সমিতির ৯৫ ভাগ আইনজীবীর ল্যাপটপ ও স্ক্যানার নেই। বরিশালে ইন্টারনেটের গতিও কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীন হওয়ায় তারা ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শি নন। এ কারনে বেশীরভাগ আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না।

পিরোজপুরে আরো ছয়জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫

পিরোজপুরে একদিনে আরো ছয়জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি, মরিচাল ও শারিকতলা ইউনিয়নের এবং অপরজন জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নে। এ নিয়ে পিরোজপুর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

মঙ্গলবার রাতে নতুন করে ছয়জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার কথা নিশ্চিত করেন পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।

এদিকে গভীর রাতেই আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউনের ব্যবস্থা করে প্রশাসন। এ ছাড়াও আক্রান্ত ব্যক্তি ও তার প্রতিবেশীদের এই অবস্থায় করণীয় সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের মানবিক খাদ্য সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়।

বউ বাজি রেখে মোবাইলে লুডুর জুয়া, সংঘর্ষে আহত ২

নাটোর সদর উপজেলার হালসা এলাকায় মোবাইল অনলাইনে বউ বাজি রেখে লুডুর জুয়া খেলতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফিরোজা (৪৫) এবং রেখা (৫০) নামে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে পার হালসা আশ্রায়ন গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে শাজাহানের ছেলে আশিক (২৭) শুকুরের ছেলে মহসিন (২৫) শফি মন্ডলের ছেলে শহিদ (৩৫) মিলে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলছিলেন। এই জুয়ায় তারা নিজেদের স্ত্রীদের বাজি রাখেন। বিষয়টি তাদের পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে তাদের স্ত্রীরা এসে সেখানে ঝগড়া ঝাটি শুরু করেন। এসময় সেখানে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তারা যে যার বাড়ি চলে যান। পরে রেখার ছেলে রাকিব ও রেখার ভাই রঞ্জু আশিকের বাড়িতে গিয়ে তার শাশুড়ি ফিরোজাকে মারপিট করে গুরুতর আহত করেন। এতে মহিউদ্দিনের স্ত্রী রেখা খাতুনও আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভিকটিমদের পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

অনলাইন জুয়া খেলার ব্যাপারে তিনি জানান, বিষয়টি তিনি জানতেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আড়াই হাজার টাকা করে পাবে ৫০ লাখ পরিবার, বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সারাদেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হত দরিদ্র পরিবারের মাঝে এককালীন আড়াই হাজার টাকা করে ১ হাজার ২৫০ কোটি টাকা নগদ সহায়তা বিতরণ উদ্বোধন করবেন।

বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আর্থিক সেবার মাধ্যমে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারের মধ্যে ২ হাজার ৫শ টাকা করে বিতরণ উদ্বোধন করবেন। বিকাশ, রকেট, নগদ ও সিওর ক্যাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’ কোটি টাকার তহবিল বিতরণ করা হবে। প্রতি পরিবারে ধরা হয়েছে চারজন সদস্য, সেই হিসাবে এই নগদ সহায়তায় উপকার ভোগী হবে ২ কোটি মানুষ। খবর: বাসস

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি এই তালিকা তৈরি করেছেন। ভাতা পাওয়ার তালিকায় আছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক ও হকারসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষ।

তালিকাভুক্তদের মধ্যে নগদ, বিকাশ, রকেট, এবং শিউরক্যাশ এর মাধ্যমে সরাসরি চলে যাবে এই টাকা, ফলে বাড়তি কোন ঝামেলা পোহাতে হবে না তাদের। টাকা পাঠানোর খরচ সরকার বহন করবে। এই টাকা উত্তোলন করতে ভাতাভোগীদের কোন খরচ দিতে হবে না। এই ৫০ লাখ পরিবারের বাইরে আরও ৫০ লক্ষ পরিবারের প্রায় ২ কোটি সদস্য আগে থেকেই রয়েছে ভিজিএফ কার্ডের আওতায়। এছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা ও প্রতিবন্ধী ভাতা।

ডাঃ মোঃ এনামুর রহমান বলেন, প্রতিদিন ১০ লাখ মানুষ নগদ সহায়তা পাবেন এবং পুরো তহবিল ১৪ থেকে ১৮ মের মধ্যে বিতরণ করা হবে।

পরিবার নির্বাচনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের ত্রাণ সহায়তা পাচ্ছে এমন ১ কোটি ২৫ লাখ পরিবারের মধ্যে দরিদ্র ৫০ লাখ পরিবারের সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।

এর আগে, সোমবার, সরকারের অর্থ বিভাগ ৫০ লাখ মানুষকে নগদ সহায়তার জন্য এক হাজার ২৫৭ কোটি টাকার তহবিল ছাড় করে।

অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য বাজেট-১ শাখা থেকে ৬২৭ কোটি টাকা এবং বাজেট-৩ শাখা থেকে ৬৩০ কোটি টাকা ছাড় করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিতরণ কার্যক্রম তদারকি করছে।

প্রধানমন্ত্রীর উপহার পেল দশমিনার শিশুরা

নিজস্ব প্রতিনিধি:
মহামারি করোনার প্রভাবে অর্থনৈতিক ভাবে বির্পযস্ত পটুয়াখালী উপজেলার দশমিনা উপজেলার প্রতিবন্ধী শিশুদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বুধবার উপজেলার প্রতিবন্ধী শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশুখাদ্য বিতরণ করা হয়।

বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল সরেজিমনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, আলিপুর মীরমদন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেন ও প্রধান শিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার প্রাথমিক পর্যায়ে ২৫ জন প্রতিবন্ধী শিশুকে এ উপহার প্রদান করা হয়।

প্রতিবন্ধী প্রত্যেক শিশুকে সুজি, দুধ, চিনি, সয়াবিন তেল, ডাল, বিস্কুট, শুকনা খাবার ইত্যাদি উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিবন্ধী শিশু ছাড়া উপজেলার আরও বেশ কিছু অসহায় শিশুকে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হবে।

ঝালকাঠি অ্যাডিশনাল এসপি মাহমুদ হাসানের সহায়তায় ঘরে ফিরলো ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক: লকডাউনে ১২ বছরের ইব্রাহিমের কাজ বন্ধ হয়ে গেছে। ফলে বাড়িও ফিরেও যায়, কিন্তু বাবার অভাবের সংসার, তাই আবারো ফিরে আসে বরিশাল নদী বন্দর এলাকায়। এরপর সেখানে সে ভাসমান পথ শিশুদের সাথে দিন কাটাতে শুরু করে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের সংগঠন উদ্যোগের দেওয়া খাবার খেয়ে জীবন ধারণ করতে থাকে।যদিও এরইমধ্যে পাশের একটি মুরগির দোকানে কাজও নেয় সে। মানুষের কাছ থেকে চেয়ে ১৬০ টাকা জমিয়েছে। তা জমা রেখেছেন লঞ্চঘাট এলাকার একজন পত্রিকা বিক্রেতার কাছে।

তবে গত ৪ মে রাতে নদীবন্দরে অসহায় ভাসমান মানুষদের খাবার দিতে এসে বিষয়টি নজরে আসে উদ্যোগ কর্মী সৈয়দ মেহেদী হাসানের। তিনি পুরো বিষয়টি যেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওসহ স্ট্যাটাস দেন। যে বিষয়টি দ্রুতই দৃষ্টিগোচর হয় ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান-পিপিএম (বার) এর।

তিনি ওই গণমাধ্যমকর্মী ও উদ্যোগের আরো এক কর্মীর সহায়তায় ১২ বছরের ইব্রাহিম ওরফে সুজনের তথ্য নেন। পরবর্তীতে সার্বিক খোঁজ খবর নিয়ে সুজনকে বাড়িতে ফিরিয়ে দেয়া এবং খাদ্য সহায়তা প্রদানের বিষয়টি গণমাধ্যমকর্মীকে জানান। পুলিশের ওই কর্তার অনুরোধে ইব্রাহিমকে সাথে নিয়ে বরিশাল নদী বন্দর থেকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠি গ্রামে যান গণমাধ্যমকর্মী সৈয়দ মেহেদী হাসান ও খান মাইনউদ্দিন।

মেহেদী হাসান জানান, সেখানে যাওয়ার পর ইব্রাহিমের বাবা মাসুদ সিকদারের হাতে ছেলেকে তুলে দেয়া হয়, পাশাপাশি তার সাথে মুঠোফোনে কথা হয় পুলিশ কর্মকর্তা এম এম মাহমুদ হাসানের। এরপর পুলিশ কর্মকর্তা ওই পরিবারকে নিজ উদ্যোগে মাসিক খাদ্যপণ্য প্রদান করেন এবং বর্তমান পরিস্থিতিতে প্রতিমাসে কিছু ব্যয়ভার বহনের কথাও জানান।

স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেনিতে পড়ুয়া ইব্রাহিম জানান, বাবার অভাবের সংসার। সেখান থেকে পালিয়ে প্রায় ২ মাস পূর্বে বরিশাল-ঢাকা রুটের একটি লঞ্চে চাকুরি নেয়, তবে সে লঞ্চে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সে অন্য একটি লঞ্চে চাকুরি নেয়। কিন্তু লকডাউনের কারণে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সে বিপাকে পড়ে। ইব্রাহিমের বাবা মাসুদ সিকদার জানান, দেনাগ্রস্থ হয়েও পরিবারের ৫ সদস্যকে নিয়ে দিনমজুরি করে কোনভাবে সংসার চালান সে।

স্ত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানে ৫ শত টাকা বেতনে চাকুরি করেন। তবে করোনার কারেন তিনি বেহাল দশায় পরে যান। ইব্রাহিম বর্তমানে বাড়িতে রয়েছে জানিয়ে বাবা আরো জানান, বকাঝকা করায় প্রায় ২ মাস পূর্বে ইব্রাহিম বাড়ি থেকে চলে যান, এরপর কয়েকদিন পরে জিডিও করা হয় এবং ১৬ দিন পরে তার সন্ধানও পাওয়া যায়। বাড়িতে নিয়ে আসা হলেও আবার সে চলে যায়।

দ্বিতীয় দফায় ইব্রাহিমকে বাড়ি ফেরানোর চেষ্টা অভাবের কারনেই আর করা হয়নি। এরপর পুলিশের ওই স্যার ইব্রাহিমকে লোকদিয়ে বাড়ি পাঠায় এবং কিছু খাদ্য সহায়তা দেয়। যা দিয়ে এখনও কোনভাবে টিকে রয়েছেন বলে দাবি মাসুদ সিকদারের।

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফের দাবীতে বিক্ষোভ

সকল শিক্ষা প্রতিষ্ঠনে শিক্ষার্থীদের ১ বছরের বেতন-ফি মওকুফ সহ তিন দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা। আজ (১৩ই মে) বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে সমাবেশ সমাবেশ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে ও সভাপতি সাগর দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বাসদ জেলা সদস্য ডা. মনীষা চক্রবর্তী বলেন, মহামারি করোনার সময়ের সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি।

এসব শিক্ষার্থীরা টিউসনি করতে পারছেনা অথচ ম্যাচ ভাড়া দিতে হচ্ছে। এই ম্যাচ ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসাথে এ বছরের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে। শিক্ষার্থীদের উপর বোঝা চাপানো যাবে না এবং পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন লিমা আক্তার,সাজেদ ইসলাম,ফারাবি, রেজোয়ান রায়,এমদাদুল হক,ইমন, সাইফুল ইসলাম প্রমুখ।

বরিশালে সামাজিক দূরত্ব না মেনেই চলছে ব্যাংকে লেনদেন

করোনা ঝুঁকি থাকলেও বরিশাল নগরীর সরকারি-বেসরকারি অধিকাংশ ব্যাংকের শাখায় সামাজিক দূরত্ব না মেনেই দাড়িয়ে রয়েছে গ্রাহকরা করছে লেনদেন। মাস্ক কিংবা গ্লাভসও ব্যবহার করছেন না অনেকে গ্রাহকরা। জায়গা সংকটের পাশাপাশি গ্রাহকদের অসচেতনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষ গুলোর।

বরিশাল জেলা প্রশাসন বলছে, ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোকেই নিশ্চিত করতে হবে নিরাপদ দূরত্ব। প্রায়ই আমাদের মোবাইল কোর্টের একটি টিম ব্যাংকের সামনে গিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা চালায়। দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি ছুটির মধ্যে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংক সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে।

ফলে বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা কিংবা প্রতিবন্ধী ভাতা, ব্যাবসায়ী লেনদেন, বেতন উত্তোলনসহ বিভিন্ন কারণে সরকারি-বেসরকারি অধিকাংশ ব্যাংকের শাখায় প্রতিদিনই ভিড় করছেন গ্রাহকরা। ব্যাংকের ভেতরে জায়গা না হওয়ায় গা ঘেঁষে বাহিরেও রোধের মধ্যে লাইনে দাঁড়াচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা। মাস্ক বা গ্লাভস ব্যবহারতো দূরের কথা মানা হচ্ছে না সামাজিক দূরত্বটুকুও। এতে বাড়ছে করোনা ঝুঁকি। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকগুলোতে করোনা প্রতিরোধে নেয়া হয়নি তেমন কোনো কার্যকর ব্যবস্থা।

তবে জায়গা ও জনবল সংকটের পাশাপাশি গ্রাহকদের সচেতনতার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যাংক কর্মকর্তাদের। বরিশাল নগরীরর রূপালী বাংকের ম্যানেজার বলেন, ভয় এখন মানুষের মধ্যে কাজ করছে না। স্থান সংকুলানের কারণে এরকম হচ্ছে। বরিশাল জেলা প্রশাসক এস,এম , অজিয়র রহমান বলছেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যাংকগুলোকে দিতে হবে গ্রাহক সেবা। বরিশাল নগরীতে প্রায় অর্ধশতাধিক সরকারি-বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে। অন্যদিকে বরিশাল জেলার উপজেলা গুলোতেও একই চিত্র।

দুস্থ,অসহায় পাশে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম

বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, (বার) পিপিএম, বলেছেন, প্রাণঘাতী কোভিড-১৯ দেশব্যপি করোনা প্রাদুর্ভাব দূর্যোগের সময় আমাদের সরকারের প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের ঘড়ে ঘড়ে খাবার পৌছে যাক তিনি সর্বক্ষণ সেই চেষ্টা করে যাচ্ছেন।

তবে এসময় ত্রাণ বিতরনে একটু সমস্যা হচ্ছে কিছু কিছুু ক্ষেত্রে চিহ্নিত করতে গিয়ে সরকারের সময় লাগছে তবে আমাদের এই সময়ে দেশের কোন ব্যক্তি না খেয়ে মারা যাবে না।

তিনি এসময় আরো বলেন সরকারের বাহিরে বিত্তবান ব্যক্তি প্রর্যায়ের যারা আছেন তারা এই দূর্যোগের সময় সাধারন অসহায় মানুষের সেবায় এগিয়ে আসেন তাহলে কোন মানুষের কষ্টের মধ্যে থাকতে হবে না।

এবার আমাদের দেশের কৃষি জমিতে আল্লাহ’র রহমতে বাম্পার ফলন হয়েছে তাই কোন খাদ্য সংকট হবে না। সেই জন্য আমাদের মনোবল হারালে চলবে না আমরা এই মহা সংকট কাটিয়ে উঠতে পারব।

এসময় ডিআউজি শফিকুল ইসলাম আরো বলেন দেশের পুলিশ শুধু আইন শৃঙ্খলা কাজেই জড়িত থাকার মাঝে আটকে থাকে না ।

পুলিশ বাহিনী সদস্যরা এই দূর্যোগ করোনার মধ্যে দুস্থ,অসহায় ও কর্মহীন সাধারন মানুষের পাশে থাকার সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে।

আমি নিজ থেকে দেখেছি বরিশালে প্রতিদিন ভোরের সূর্যের আলো জলে উঠার পূর্বেই সংবাদ পত্র নিয়ে পাঠকদের দুয়ারে হাজির হত।

এই করোনার দূর্যোগের ছোবলের হকাররা আজ অসহায়ভাবে দিন কাটাচ্ছে সে কারনেই তাদের পাশে এসে একটু দাড়াবার চেষ্টা করেছি।

আজ বুধবার (১৩ই মে) বেলা ১২টার সময় বরিশাল সরকারী জিলা স্কুলের মাঠে বরিশাল সংবাদ-পত্র বিলি হকার সমিতির সদস্যদের মাঝে ডিআইজি’র পক্ষ থেকে ১০ কেজি চাল,৫ কেজি আলু,১ কেজি ডাল ও কেজি তেল সহ খাদ্য সামগ্রী বিতরন করার পূর্বে তিনি একথা বলেন।

এসময় আরো হকারদের উর্দেশে বক্তব্য রাখেন বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন ও বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ অতিরিক্ত ডিআইজি একে এম এহসান উল্লাহ, পুলিশ সুপার হাবীবুর রহমান,জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার আঃ রাকিব, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক বাখেরগঞ্জ সার্কেল অফিসার আনোয়ার সাঈদ,এ.এস.পি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।

 

খাদ্য সামগ্রী বিতরনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ পত্র এজেন্ট এসোসিয়েশনের,কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল এম রহমান এজেন্সি পরিচালক হারুনর রসিদ, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল আলম বুক স্টলের কর্ণধার আলম সিকদার সহ কেন্দ্রীয় সদস্য ও রকি নিউজ এজেন্সির কর্ণধার মোস্তাফিজুর রহমান দুলাল।

এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বরিশাল নগরীর ৩টি সংবাদ পত্র এজেন্সির ৭০ জন সঙবাদ পত্র বিলি করা হকারদের মাঝে খাদ্য সামগ্রী নিজ হাতে সামাজিক শারিরীক দুরুত্ব বজায় রেখে তুলে দেন।

Sharing is caring!