বরিশালের মার্কেট গুলোতে উপচেপড়া ভিড়

বরিশালে প্রাণঘাতী কোভিড-১৯ কোরানা ভাইরাসকে উপেক্ষা দীর্ঘদেড় মাস পর মহিলা ক্রেতারা গৃহবন্ধি থাকার পর শ্বাষ ছেড়ে ঘড় থেকে বেড়িয়ে আসতে পেরে মহা খুশি তারা। মহা আনন্দে নগরীর বাণিজ্যিক এলাকা চক বাজারে শপিংমল ও ফুটপাতের দোকান গুলোতে কেনা কাটার জন্য শারিরীক সু-রক্ষার কথা ভুলে গিয়ে এক অপরের গায় গেসে কেনা কাটায় এমনভাবে মগ্ন হয়ে পড়েছে দেখে মনে হয় যেন চলছে ঈদ বেচা কেনার উৎসব চলছে জেলা প্রশাসনের লকডাউন আইন কেহ মানছেন না।

চকবাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি সদস্যরা বিসিসি মেয়রের আহবানে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সাড়া দিয়ে দোকান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসার পরও সেই মালিক সমিতি অধিকাংশ সদস্যরা তাদের নেয়া সিদ্ধান্ত ভংঙ্গ করে প্রতিষ্ঠানের অর্ধেক সাটার খুলে চালিয়ে যাচ্ছেন বেচা বিক্রি।

বরিশাল শহরের কতিপয় খেটে খাওয়া দৈনিক আয়ের অটোচালকদের বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশ দিয়ে তাদের চলাচল বদ্ধ করতে সক্ষম হলেও অপরদিকে ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা চক বাজার,কাটপট্রি,গ্রীজ্জা মহল্লা এলাকা সহ নগরীর বিভিন্ন সড়কে এত পরিমানের লোক-জন বাসা বাড়ি থেকে বেড় হয়ে রাস্তায় চলাচল বৃদ্ধি পেয়েছে তা দেখলে মনে হয় না বরিশাল নগরীতে প্রশাসনের জারী করা রয়েছে লকডাউন।

 

সরেজমিন নগরীর চকবাজার এলাকায় গেলে দেখা যায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের সাটার অর্ধেক খোলা ভিতরে মহিলা ও পুরুষ ক্রেতাদের নিকট চলছে বেচা বিক্রি সামনে দোকানের কর্মচারীরা রয়েছে দাড়িয়ে এসময় তারা গলমাধ্যম কর্মীদের দেখলে ভিতরে ক্রেতা রেখে বাহির থেকে পুনরায় সাটার টেনে লাগিয়ে দিচ্ছেন তালা।

এসময় বেশ কয়েকটি শপিংমল ও রেডিমেট পোষাকের দোকানে ঢুকে ছবি তুলার সময়ে মহিলা ও পুরুষ ক্রেতা সহ প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা মনে করছেন এযেন ঈদ মার্কেটের ছবি তোলা হচ্ছে এনিয়ে তাদের মাএঝ কোন প্রতিক্রিয়া অনুভব করতে দেখা যায়নি।

 

অপরদিকে রেডিমেড দোকানের পাশাপাশি সড়কের ফুটপাতে বসেছে বসেছে অজস্্র দোকান সেখানে মহিলা ক্রেতাদের সাথে সাথে রয়েছে পুরুষ ক্রেতাদের ভীড়।

ছবি তোলার সময়ে কতিপয় দোকান মালিক পক্ষ কিছু না বলেলেও একাধিক দোকান-কর্মচারীরা বলেন ভাই, আর না খেয়ে থাকতে পারছি না আমি না হয় বর্তমান সমস্যাটা বুজি কিন্তু ঘড়ের মহিলা ও সন্তানরা বুজতে চায় না।

দোকান বন্ধ থাকার অজুহাত দেখিয়ে মালিক পক্ষ গত দুই মাসের বেতন দিতে পারছে না। সেই সাথে আমাদের মত পরিবারকে কেহ কোন কিছু দিয়ে সহযোগীতা করেন নাই।

গত দেড় মাস পর শুনেছি প্রশাসন থেকে নামের তালিকা চেয়েছে তারা কি দেবে কিছু চাল,ডাল তেল,আলু অর পেয়াজ তা দিয়ে কি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসার চলে।

আমরা আমাদের দুঃখের কথা কারো কাছে না বলতে পারার কারনে কেহ আমাদের একবারের জন্য খোঁজ নেয়নি। এছাড়া আমাদের বরিশালের প্রভাবশালী জন প্রতিনিধি সিটি মেয়র কয়দিন রাস্তায় নেমে আমাদের মত লোকদের খোঁজ নিয়েছে আজ তিনি করোনার অজুহাত দেখিয়ে কতিপয় মালিকদের নিয়ে রাতে তার বসায় বসে বৈঠক করে দোকান বন্ধ রাখার আহবান জানান।

এতে মেয়রকে খুশি রাখতে কতিপয় মালিক পক্ষ তাদের স্বার্থ রক্ষার্থে সায় দিয়ে আসলেও আমরা কর্মচারীরা কি খাব সেকথাতো একবার ভাবেনি বলেনি আমাদের কথা।

ভাই আমরা সাধারন কর্মচারীরা চাকুরী থাকলে দু’মুঠো ভাত খাই। আর এখন চাকুরী থাকতে না খেয়ে আছি তাই ভাবলাম দু’মুঠো ভাত খেয়েই মরি।

এসময় বেশ কিছু সচেতন ক্রেতাদের সাথে আলাপ করলে দেখা যায় তারা বর্তমান সময়টা কোন কিছুই মনে করছেন না। তারা হাশি খুশিভাবে পরিবার-পরিজনদের নিয়ে মার্কেট করতে রাস্তায় নেমে পড়ছেন এসকল সচেতন ক্রেতা সাধারনরা নিজেরাই মানছেন স্বাস্থ্য বিধি সু-রক্ষা নিয়ম।

এব্যাপারে নগরীর চকবাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শেখ আঃ রহিমের মুঠো ফোনে বক্তব্য নেয়ার জন্য একাধিক বার কল করা হলেও তিনি কল রিসিভ করেনি।

নগরীর চকবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত বলেন, বর্তমান করোনা সমস্য সরকারের একার সমস্যা নয় এটা সকলের সমস্যা।

তাই আমি সকল সচেতন ক্রেতাদেরকে অনুরোধ করব তারা যেন নিজেরা শারিরীক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্য সু-রক্ষা নিয়ম মেনে কেনা কাটা ও চলা ফেরার আহবান জানান।

সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও আমার কর্মচারী ইউনিয়নের সদস্যদের বলব তারা নিজেরা স্বাস্থ বিধি অনুযায়ী ক্রেতাদের দুরুত্ব বজায় রাখার চেষ্টাার করার মাধ্যমেই ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখবেন।

মনে রাখতে হবে মালিক-কর্মচারী ও ক্রেতাদের আমাদের করোনার বিপদ এখনো কাটেনি আমাদের সকলের সচেতনতার মাধ্যমে এই মহামারীকে প্রতিরোধ করতে হবে।

এবিষয়ে বরিশাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা জোড় করে কারো দোকান বন্ধ করতে পারবো না। আমরা চাই সবাই যেন স্বাস্থ্য সচেতনভাবে চলাফেরার মাধ্য মার্কেট করেন।

এসময় তিনি আরো বলেন আমি শুনেছি শহরে বেশ মানুষের সমাগমের সৃষ্ঠি হয়েছে । এব্যাপারে মানুষকে পুনরায় সচেতন করার জন্য আমি সেনা বাহিনীর সাথে কথা বলে দেখি কিরা যায়।

উল্লেখ্য ৯ইমে রাতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর চকবাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সদস্যদের তার বাসায় আমন্ত্রন জানিয়ে বর্তমান করোনার সার্বিক সমস্যা নিয়ে আলোচনার এক পর্যায়ে ঈদের আগে দোকান-পাঠ না খোলার আহবান জানান।

এতে মেয়রের আহবানে মালিক সমিতি মেয়রের আহবান মেনে নিয়ে ১০ই মে রবিবার সাধারন সম্পাদক শেখ আঃ রহিমের বাস ভবনের সামনে বসে মালিক সমিতি যৌথভাবে এক আলোচনার মাধ্যমে দোকান খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল।

ভোলা থেকে ঈদে চলাচল করবেনা লঞ্চ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় ভোলা থেকেও পবিত্র ঈদুল ফিতরের আগ পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, সরকারি আদেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিব জানান, লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বরিশালে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসন

বরিশালের শিল্প প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে কর্ম পরিচালনা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের একটি টিম।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশায় অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস এর ফ্যাক্টরি পরিদর্শন করে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি টিম পুরো ফ্যাক্টরি ঘুরে দেখেন। এসময় স্বাস্থ্য বিধি মেনে ফ্যাক্টরি পরিচালনা করায় সাধুবাদ জানান তিনি।

জিয়াউর রহমান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছি। অমৃত কনজুমার ফুড প্রডাক্টস এর ফ্যাক্টরীতে স্বাস্থ্য বিধি মেনেই স্টাফরা কাজ করছে দেখেছি। এই ধারা অব্যাহত রাখার জন্যও কোম্পানীটিকে তাগিদ দেয়া হয়েছে।

এসময় উপস্থিত কোম্পানীটির ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান চালু রেখেছি। ফ্যাক্টরিতে প্রবেশের সময় সকল স্টাফকে জীবানুনাশক স্প্রে এবং তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এছাড়াও ফ্যাক্টরিতে কাজের সময় সকলকেই মাস্ক পরতে হয় এবং একজন থেকে অপরজনের দুরত্বও চারফুটের বেশি রাখা হয়েছে।

ফ্যাক্টরি পরিদর্শনের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিমও ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।

এদিকে এর আগে বরিশালের বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফরচুন সুজ লিমিটেডের কারখানা পরিদর্শন করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

মানবতার ফেরিওয়ালা কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক

কামাল হাসান রনি:
বঙ্গোপসাগরে তীর ঘেষে বাংলাদেশের সর্ব দক্ষিনে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা অবস্থিত। দুুটি পৌরসভা আর ১২টি ইউনিয়নের  আয়তন ৪৯২.১০২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২,৩৭,৮৩১ জন। পায়রা সমুদ্র বন্দর,তাপবিদুৎ কেন্দ্র,সাগরকন্যা কুয়াকাটাসহ গুরুত্বপূর্ণ  এই কলাপাড়া উপজেলা।

গত ২৩ মার্চ কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক।দ্বায়িত্ব গ্রহন করার পর থেকে অন্যায় অনিয়মসহ যেকোন অভিযোগে তিনি সরাসরি সেখানে ছুটে যান, আর সেখানেই সমাধান দেয়ার চেষ্টা করেন  এই কর্মকর্তা।

অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা দখল করে,সবজির বাজার উচ্ছেদ, মেয়াদউত্তীর্ণ ওষুধ, নিত্য প্রয়োোজনীয় দ্রব্য গুদামজাত এবং উচ্চ মূল্যে বিক্রয়, চাউল আত্মসাতের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তিনি তদন্ত করেন এবং সাধারণ মানুষের কথা শোনেন। সারাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দিনরাত স্বাস্থ্যমন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বাস্থ্যবিধি  মেনে চলার জন্য কাজ করে যাচ্ছেন।

সচেতনা মূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করে মানুষকে সতর্ক করে যাচ্ছেন। যেখানে সাপ্তাহিক হাট বসে সেখানে সামাজিক দূরত্ব  নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।  প্রতিটা ইউনিয়নের প্রতিনিধির সাথে সমন্বয় করে অস্থায়ী আইসোলেশন সেন্টার তৈরি রাখেন। ঢাকা থেকে আগত সম্ভাব্য করোনা রোগীদের হোমকোয়ারান্টাইনে রাখা এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

করোনা কালীন মহামারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ত্রাণ সামগ্রী মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এই কর্মকর্তা। করোনা মহামারীতে  অসহায় দুুুস্থ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, সংখ্যালঘু পরিবার এবং জেলে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  কার্যক্রম অব্যাহত রেখেছেন। ন্যায্য দামে টিসিবির পণ্য বিক্রয় নিশ্চিত করেন।  বয়স্ক ভাতা,বিধবা ভাতা দেয়ার পাশাপাশি নগদ অর্থ তুলে দেন অসহায় মানুষের হাতে ।

 বিভিন্ন এনজিওর ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। গৃহহীন পরিবারের মাঝে আর্থিক অনুদান বরাদ্দ করে তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন। কলাপাড়ার সর্বস্তরের মানুষ তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে।

মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত, ভুয়া ক্রেতার তালিকায় সানি লিওন!

বড় সমস্যা যে হচ্ছে সেটা মূলত বোঝা গিয়েছিল যখন মুশফিকের ব্যাটের নিলামের মূল্য প্রায় অস্বাভাবিক পর্যায়ে পৌঁছায়। দেখা গেল নিলামে এর মূল্য গিয়ে ঠেকেছে ৪১ লাখ টাকায়! আর ওয়েবসাইটে প্রকাশ্যে এই নিলামে অংশ নিতে কারো কোনো বাধা ছিল না। যে কেউ যা ইচ্ছে দাম হাঁকাতে পারছিল! দেখা গেল সানি লিওন নামের এক ক্রেতাও এসে হাজির মুশফিকের ব্যাট নিলাম থেকে কিনতে। সানি লিওন দামও হেঁকে বসেন বেশ মোটা অঙ্কের। ৭ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট কেনার জন্য আগ্রহ দেখান সানি লিওন। আসলে নিলামে ভুয়া ক্রেতাদের কারসাজিতে মুশফিকের এই ব্যাটের দাম আকাশচুম্বী পর্যায়ে পৌঁছায়। সার্বিক পরিস্থিতি দেখে এই ব্যাটের নিলাম কর্তারা শেষে নিলাম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে দেন।

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সহায়তায় মুশফিক মহৎ উদ্দেশ্য নিয়ে তার প্রথম ডাবল সেঞ্চুরির প্রিয় ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই নিলাম কার্যক্রম পরিচালনার জন্য মুশফিকের ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো ই-কর্মাস সাইট পিকাবু’র সঙ্গে চুক্তি করে। গত ৯ মে, শনিবার রাতে এই নিলাম কার্যক্রম শুরু হয়। জানানো হয়েছিল নিলাম কার্যক্রম চলবে ১৪ মে পর্যন্ত। কিন্তু মঙ্গলবার নিবকো ও পিকাবু’র কর্মকর্তারা জানিয়েছেন- ‘সন্দেহজনক কিছু প্রক্রিয়ার কারণে এই নিলাম আপাতত স্থগিত করা হয়েছে। ভুয়া ক্রেতা সেজে বেশ কয়েকজন এই নিলামে ব্যাটের মূল্য অস্বাভাবিক প্রক্রিয়ায় অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমরা নিলামে থাকা ব্যাটের মূল্য ধাপে ধাপে বাড়ানোর অনুমতি দিয়েছিলাম। একবারে ১০ হাজার টাকার বেশি যাতে না বাড়ে সেটাই স্থির করেছিলাম। কিন্তু কিছু ক্রেতা একেকবারে এই মূল্য ৮০ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছে। আমরা আশঙ্কা করছি এতে সত্যিকারের ক্রেতারা নিরুৎসাহিত হবেন। তাই আপাতত নিলাম প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’

পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মৌরিন তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন-সত্যিকারের ক্রেতা খোঁজার জন্য তারা নিলাম প্রক্রিয়ায় শুদ্ধতা আনছেন। তিনি বলেন- ‘নিলামে অংশগ্রহণকারীদের কাছ থেকে আমরা কোনো টোকেন বা গ্যারান্টি মানি নেইনি। এটা ছিল উন্মুক্ত নিলাম প্রক্রিয়া। এই মুহূর্তে পুরো নিলাম প্রক্রিয়া আমরা স্থগিত করেছি। সত্যিকারের ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে এই নিলাম প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশ নিতে পারে সেজন্য নিলাম কার্যক্রমে কিছুটা পরিশোধন ও পরিমার্জন আনা হচ্ছে।’

মহৎ উদ্দেশ্য নিয়ে নিজের প্রিয় ব্যাট নিলামে চড়িয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু অসাধু যে এই বাজারেও আছে!

বরিশালে ত্রাণ তহবিলে তিন হাজার টাকা দান করলেন ভ্যানচালক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের করোনার ত্রাণ তহবিলে তিন হাজার টাকা দান করলেন সিদ্দিকুর রহমান নামে স্থানীয় এক ভ্যানচালক।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের কার্যালয়ে এসে তার হাতে এ অনুদানের টাকা তুলেন ওই ভ্যানচালক।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসচ্ছল মানুষদের সহায়তা করার লক্ষে উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে নিজ কষ্টের উপার্জিত তিন হাজার টাকা দান করেন ভ্যানচালক সিদ্দিক।

টাকার জমা দানের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, কিছু কিছু কাজ বা অনুদান আছে যাতে অন্যান্য কাজে অনুপ্রেরণা যোগায়। করোনার ত্রাণ তহবিলে নিজ কষ্টে উপার্জিত টাকা জমা দিয়ে এমনই একটি কাজ করলেন ভ্যানচালক সিদ্দিক। টাকা বড় কথা নয়, তার দেয়ার মানসিকতাই বড় হিসেবে দেখছি।

সিদ্দিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে করোনার এই পরিস্থিতিতে সকল বিত্তবানদের এগিয়ে আসারও অনুরোধ জানান এই ইউএনও।

করোনার সঙ্গে বসবাসের অভ্যাস করার পরামর্শ দিলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

এখন পর্যন্ত বিশ্বের ২১২ টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। এরমধ্যে বাংলাদেশের অবস্থান ৩৪ তম বলে উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তানসহ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থান ভালো হলেও পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। ভাইরাসের সংক্রমণ বাড়ছে যা স্পষ্টত প্রতীয়মান হচ্ছে। এ রোগ বা সংক্রমণ থেকে রেহাই পেতে প্রতিকারের চেয়ে প্রতিরোধই কার্যকরী পন্থা। এ অবস্থায় আমাদের সকলকে করোনার সঙ্গে বসবাসের অভ্যেস রপ্ত করতে হবে।

মঙ্গলবার (১২ মে) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি উল্লেখ করেন, এ সংকটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করার পর বাণিজ্য কেন্দ্র, ফেরিঘাট, তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য কারখানায় স্বাস্থ্যবিধি ও শরীরিক দূরত্ব কঠোর ভাবে মেনে চলার আহ্বান উপেক্ষিত করছে। আমাদের ভুলে গেলে চলবে না সামান্য উপেক্ষা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাই এখন থেকেই সতর্ক থাকার জন্য আবারও সকলকে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের সকলকে করোনার সঙ্গে বসবাসের অভ্যেস রপ্ত করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত জনগণকে সচেতন থাকতে সংক্রমণ রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তিনি চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি গভীরভাবে মনিটর করছেন। আমরাও সীমাবদ্ধতা কাটিয়ে সক্ষমতা অর্জন করছি। এ অবস্থায় মনোবল রাখতে হবে, সাহস রাখতে হবে। দেশবাসীর উদ্দেশে বলেন, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। শেখ হাসিনার সৎ ও সাহসী নেতৃত্বে আমার ঘুরে দাঁড়াবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শপিং মলে যারা সরাসরি কেনাকাটা করছেন সেখানে সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। তাই সরাসরি না গিয়ে প্রযুক্তির সহায়তায় অনলাইনে কেনাকাটার অনুরোধ করছি। এতে সংক্রমণের ঝুঁকি কমে যাবে।

তিনি বলেন, পরিস্থিতির কারণে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে (ক্লিনিক) রোগী দেখা ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা সীমিত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ ও অন্যান্য রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা সামগ্রী পরিধান করে প্রতিদিন কিছু সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের অনুরোধ করছি।

ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অনিয়মের বিরুদ্ধে আইনগত, প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ সেটাই প্রমাণ করে। সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অনিয়ম ধরা পড়লেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অথচ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে একটি মহল কল্পিত অভিযোগ করছে, সেটা কিছুতেই সমর্থনযোগ্য না।

বাউফলে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

বাউফল:

পটুয়াখালীর বাউফলে রবি/ ২০১৯-২০ খ্রি: মৌসুমে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মশলা বীজ সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ব্লক বীজ উৎপাদন (প্রদর্শনীর) “মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন” সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দাশপাড়া গ্রামে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা বীজ বাতায়ন অফিসার মোহাম্মাদ আলী।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান হিমু। সভার সভাপতিত্ব করেন – দাশপাড়া ইপি চেয়ারম্যান এ.এন.এম জাহাঙ্গীর হোসেন।
সভায় প্রধান অতিথি হৃদয়েশ্বর দত্ত বলেন- করোনা মোকাবেলায় কৃষি বিভাগ গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে। মাঠে থেকে কৃষকের জন্য কাজ করছে। দেশের খাদ্য চাহিদা পূরণ করতে কৃষি ও কৃষকের বিকল্প নেই। আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে জোরালো ভাবে কাজ করতে হবে।
উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, ‘ বাউফলে উৎপাদিত ডাল তেল ও মশলার বীজের মান অত্যন্ত ভালো। প্রায় ৯০ভাগ বীজ অঙ্কুরোদগম হয়।
তিনি বলেন- উৎপাদিত বীজ ইতি মধ্যে বাউফলে সাড়া জাগিয়েছে। আগামীতে এ বীজ বাহিরেও বিক্রি করা হবে।
সফল বীজ উৎপাদক মো. আলী আকবর বলেন,’ আমরা একটি গ্রুপ বীজ উৎপাদনে কাজ করছি। কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক কাজ করায় উৎপাদিত  বীজের মান ভালো। আমাদের বীজ বাজারজাত করার জন্য সরকারি লাইসেন্স / অনুমোদন দরকার।
একই দিনে উপজেলা বাউফল সদর ইউনিয়নেও মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন সভা অনুষ্ঠিতত হয়।
সভায় উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাসত বাড়ির প্রতিটি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনতে সবজি বীজ বিতরণ করা হয়।

দেশে ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬৯

নিজস্ব প্রতিবেদক:

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯৬৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৫০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৬৬৬০ জন।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৪৫টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি। দেশে এখন ৩৮টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

৬ জুন থেকে একাদশে ভর্তি শুরু

চলতি মাসের শেষের দিকে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফল। সে লক্ষ্যে সাধারণ ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের ঠিক আগে বা পরে এ ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। ফলাফল প্রকাশের পর ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না। এতে ফলাফল প্রকাশের কাজ আটকে ছিল। তবে পোস্ট অফিসগুলো খোলার পর ১০ মে’র মধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা প্রদান করা হয়। ৯০ শতাংশ ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করতে করতে বাকিগুলোও চলে আসবে।’

তিনি বলেন, আমরা চলতি মাসেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এসএসসির ফল প্রকাশের পরপরই দ্রুততার সঙ্গে আগামী মাসেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করব আমরা।’

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবার ফল প্রকাশে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে গিয়ে ফল জানার সুযোগ থাকবে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে ঘটা করে যে সংবাদ সম্মেলন করে তা-ও করা হবে না। শিক্ষার্থীদের ফল জানতে হবে মূলত এসএমএস এবং শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে। ফল প্রকাশের আগেই শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করারও সুযোগ থাকবে। এই রেজিস্ট্রেশন যারা করে রাখবে, তাদের মোবাইলে ফল প্রকাশের পরপর স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।

সূত্র আরও জানায়, আগামী ৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। ২৪ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম। ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।

২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনঃনিরীক্ষায় এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনকারীদের প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেয়া হবে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত। একই দিন রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত। ২৪ জুলাই রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ মঙ্গলবার বলেন, ‘চলতি মাসে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত অনলাইনে একদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এ বছর মোবাইল এমএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুধু অনলাইনে করা হবে।’

তিনি বলেন, ‘যেহেতু করোনা পরিস্থিতির কারণে সেপ্টেম্বরের আগে ক্লাস শুরু করা সম্ভব নয় বলে ধারণ করা হচ্ছে, সেহেতু ১৬ আগস্ট ক্লাস শুরুর সময় নির্ণয় করে আগামী ৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে। আগের মতো ১ মাস ২০ দিন পর্যন্ত কলেজ ভর্তি কার্যক্রম চালানো হবে। তবে এবার পুনঃনিরীক্ষার ফলাফল ৩০ দিনের বদলে পাঁচদিন আগে প্রকাশ করা হবে।’