নদীতে ‘দিনব্যাপী’ অভিযান

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কালাইয়া নৌ পুলিশ দিনব্যাপী যৌথ অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ বাধা ও চরঘেরা জাল জব্দ করেছে।  এসময় ১৫ মণ জাটকা ইলিশও জব্দ করা হয়। সোমবার (১১ মে) সকাল থেকে রাত সন্ধ্যা পযন্ত তেতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টের ৩৫ টি স্পটে এই অভিযান চালানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায় জব্দকৃত জালের মধ্যে ৩৫টি বাদা ও ৫০টি চরঘেরা জাল ছিল। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান জানান, জব্দকৃত জালের মূল্য ২০ লাখ টাকা হবে।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির  এসআই মো. সোহাগ ফকির জানান, বাউফলের ধুলিয়া ও পার্শ্ববর্তি বাখেরগঞ্জ উপজেলার কিছু লোভি জেলে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাধা ও চরঘেরা  জাল দিয়ে ছোট ছোট মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, নৌ পুৈলিশ সদস্য মো.  মো. শামিম সিকদার ও মিঠুন মজুদমদার প্রমূখ।

 

করোনা পরিস্থিতিতে মানবিক কর্মকান্ডে প্রশংসিত সুমন তালুকদার

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ব্যবসায়ী সুমন তালুকদার চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন রকমের মানবিক কর্মকান্ড করে প্রশংসিত হয়েছেন। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যা সামগ্রী প্রদান করেছেন শুরু থেকে এখন পর্যন্ত । রমজানের শুরু থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নিয়মিত। এমনকি ভ্যান গাড়ীতে করে ইফতারের প্যাকেট নিয়ে শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন। করোনা ভাইরাস সম্পর্কে জানাতে লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন রকমের সচেতনতা মুলক কাজ করেছেন। এছাড়া হাত ধোয়ার জন্য বেসিন ও সাবানের ব্যবস্থা করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ব্যবসায়ী সুমন তালুকদার। এর আগেও ডেঙ্গু মহামারির সময় অনেক সচেতনামূলক কাজ করেছেন সুমন তালুকদার। এছারাও নিয়মিত বিভিন্ন রকমের সামাজিক কর্মকান্ড করে আসছেন তিনি। এ ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ব্যবসায়ী সুমন তালুকদার বলেন,‘ বর্তমান এই করোনা পরিস্থিতিতে সকলের উচিত সাধ্যমত মানুষের পাশে দাড়ান। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কঠোর ভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের অভিভাবক জননেতা আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের খোঁজ খবর নিচ্ছেন নিয়মিত, করছেন খাদ্য সামগ্রী বিতরণ। জাতীয় শ্রমিকলীগ ঢাকা উত্তরের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ঝালকাঠির কৃতি সন্তান গণ মানুষেরনেতা শামীম আহমেদ ঝালকাঠিতে ব্যাক্তিগত পর্যায়ে সর্বোচ্চ খাদ্য সহায়তা প্রদান করেছেন। আমিও আমার সাধ্যমত সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।

বরিশালে এক শাটার খোলা রেখে চলছে ব্যবসা

করোনা সংক্রমণ এড়াতে সিটি মেয়রের আহবানে ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বরিশালের বেশির ভাগ দোকানপাঠ বন্ধ রয়েছে। তৈরি পোষাক, কাপড়, পাদুকা ও প্রসাধনীসহ ঈদ বাজার কেন্দ্রীক বড় বড় এবং প্রতিষ্ঠিত দোকানগুলো বন্ধ থাকলেও কিছু দোকান এক শাটার খোলা রাখা পদ্ধতিতে চালিয়ে যাচ্ছে ব্যবসা। তবে ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার কথা বলেছেন নেতৃবৃন্দ।

সরকারের ঘোষনায় বরিশালের ব্যবসায়ীরাও ১০ মে থেকে দোকান খোলার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু করোনা সংক্রমণ এড়াতে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে মার্কেট-দোকান বন্ধ রাখার ঘোষনায় শেষ মুহূর্তে সিদ্ধান্তহীনতায় পড়েন বরিশালের ব্যবসায়ীরা। বর্তমান পরিস্থিতিতে দোকানপাঠ খোলা রাখা না রাখার বিষয়ে মতামত নিতে গত ৯ মে গভীর রাত পর্যন্ত সিটি মেয়রের সাথে বৈঠক করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। ওই বৈঠকে জীবিকার চেয়ে জীবনকে বেছে নিয়ে করোনার প্রকোপ না কমা পর্যন্ত দোকান-মার্কেট বন্ধ রাখার ঘোষনা দেন বরিশালের চকবাজার-লাইনরোড-কাঠপট্টি-পদ্মাবতি ব্যবসায়ীক কল্যান সমিতি।
নেতৃবৃন্দের ঘোষনা অনুযায়ী বেশীরভাগ বড় বড় ও প্রতিষ্ঠিত দোকান-মার্কেট বন্ধ রয়েছে। তবে নগরীর চকবাজার, গীর্জা মহল্লা, বাজার রোড সহ বিভিন্ন এলাকায় কিছু ব্যবসায়ী এক শাটার খোলা রেখে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব দোকানে শারীরিক দূরত্ব রক্ষা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন লক্ষন দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশিরভাগ দোকানপাঠ বন্ধ থাকলেও কিছু ব্যবসায়ী শাটার একটু ফাঁকা রেখে আবার কেউ দোকানের সামনে লোক দাঁড় করিয়ে ক্রেতা এলে তাদের ভেতরে ঢুকিয়ে আবার শাটার আটকে দিচ্ছেন। এসব দোকানে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে।

বরিশালে আরও ৪ জন করোনায় আক্রান্ত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

নতুন করে আক্রান্ত হওয়া ৪ জনসহ এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৬০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৩শ’ ৪৩ জনের। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। এ পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৩ জন। যার মধ্যে সব শেষ গত ২৪ ঘন্টায় বাড়ি ফিরেছেন ৬ জন।
আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলো করোনা আক্রান্ত ৭১ জন রোগী। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১০জন রোগী। যার মধ্যে ইতিমধ্যে ৫ জনের করোনা সনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং শের-ই বাংলা মেডিকেলের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুরে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় জয়শ্রী নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে পথচারীরা থানায় খবর দেন। পরে উজিরপুর থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে ষাটোর্ধ্ব ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি।

পুলিশ জানায়, সোমবার বেলা ১টার দিকে শাড়ি পরিহিত বৃদ্ধার মরদেহটি দেখে পথচারীরা থানায় খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সঙ্গীয় ফোর্সদের নিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি জানান, মরদেহটি উদ্ধারকালে বৃদ্ধার শরীরের কোথাও কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তারপরেও বিষয়টিকে পুলিশ খুন বলে অনুমান করছে।

চলতি মাসেই অনলাইনে এসএসসির ফল

চলমান করোনা পরিস্থিতির মধ্যেই চলতি মাসে অনলাইনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফলে ঘরে বসেই ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (১১ মে) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসএসসির ফলাফল প্রকাশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। চলতি মাসেই আমরা ফলাফল প্রকাশ করব। যেহেতু করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই আমরা অনলাইনেই ফলাফল প্রকাশ করব। শিক্ষার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারবে।

প্রসঙ্গত এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে (পরীক্ষার পর ৬০ দিন) ফল প্রকাশ করা সম্ভব হয়নি। গত ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয় মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে।

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের

বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনী সংস্থা ‘নেচার’ কর্তৃক পরিচালিত ‘নেচার ইন্ডেক্স ২০২০’ এ স্থান করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ইলিয়াস মাহমুদের গবেষণা প্রবন্ধ নেচার ইনডেক্সে প্রকাশের মাধ্যমে গবেষণায় বিশ্বমানের স্বীকৃতি অর্জন করলো ববি। গত ৩০ এপ্রিল নেচার ইনডেক্স তাদের এ বছরের প্রকাশনী উন্মুক্ত করে।

নেচার ইন্ডেক্স হচ্ছে গবেষক ও তার প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক গঠনের মাধ্যম।

যুক্তরাজ্য ভিত্তিক একাডেমিক ও প্রযুক্তিগত গবেষণা প্রকাশনী সংস্থা ‘নেচার’ প্রতিবছর প্রকৃতিগতভাবে মানুষ কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অথবা রোগ বালাইয়ের বিরুদ্ধে লড়াই করে তা নিয়ে মানসম্পন্ন গবেষণাপত্র প্রকাশ করে থাকে। প্রতিবছর বিশ্বমানের ৮২টি গবেষণাপত্রের লেখক ও তাদের প্রতিষ্ঠানকে ন্যাচার ইন্ডেক্স অন্তর্ভূক্ত করে থাকে এবং তাদের কাজ সেই বছরের উচ্চ মানসম্পন্ন গবেষণা কাজের নির্দেশক হিসেবে ধরা হয়।

ঢাকার মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকার বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় ববি শিক্ষক ইলিয়াস মাহমুদের ‘পিট লেট্রিন (আধাপাকা টয়লেট) থেকে ভূগর্ভস্থ পানি দূষণ কমানো’ বিষয়ক একটি গবেষণাপত্র আমেরিকান ক্যামিকেল সোসাইটি (এসিএস) থেকে প্রকাশিত গবেষণা পত্রিকা ইনভায়রনমেন্টাল সাইন্স এন্ড টেকনোলজিতে প্রকাশিত হয় গত বছর। সেই গবেষণাপত্রের প্রেক্ষিতে শিক্ষক ইলিয়াস মাহমুদের কর্মক্ষেত্র বরিশাল বিশ্ববিদ্যালয় এ বছর নেচার ইন্ডেক্সের অন্তর্ভূক্ত হয়। যা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দিয়েছে বিশেষ সম্মাননা।

২০১৮ সালের পহেলা ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ‘নেচার’ ইনডেক্স পরিচালিত জরিপে বাংলাদেশি গবেষকদের ৩৭টি গবেষণাপত্র স্থান পেয়েছে। যা প্রকাশ হয়েছে ২০২০ সালে। যারমধ্যে সবচেয়ে বেশী ১৪টি গবেষণাপত্র রয়েছে আইসিডিডিআরবি’র। এরপর ৮টি গবেষণাপত্র নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৩টি। এ ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ১ টি করে গবেষণাপত্র অন্তর্ভূক্ত হয়েছে ‘নেচার’ ইনডেক্সে- ২০২০ এ।

নিজের গবেষণাপত্র আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষনা সংস্থায় স্থান পাওয়ার বিষয়ে ববি শিক্ষক ইলিয়াস মাহমুদ বলেন, একজন শিক্ষক ও গবেষক হিসেবে হিসেবে এমন স্বীকৃতি অনেক বড় পাওয়া। এ অর্জন আগামী দিনের কাজে তাকে আরও উৎসাহিত করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গবেষণাকর্ম আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী সংস্থায় স্থান পাওয়ায় উৎফুল্ল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

তিনি বলেন, করোনার এই দুর্যোগেও এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। আন্তর্জাতিক এমন স্বীকৃতি বয়ে আনার জন্য শিক্ষক ইলিয়াস মাহমুদকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন তিনি। তার এই অর্জন ববির শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন উপাচার্য।

ভোলা হাসপাতালের ল্যাব সহকারীসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

ভোলায় হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ নতুন করে আরও ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮। রবিবার দিবাগত রাত ১০ টার দিকে নতুন আক্রান্তদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে দৌলতখান হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট তার বয়স ৪২ বছর, লালমোহন উপজেলার ২২ বছরের এক নারী ও চরফ্যাশন উপজেলার ২২ বছরের এক যুবক। এদের মধ্যে দু’জনই ভোলা সদরে অবস্থান করছেন। ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে এবং বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। রবিবার রাতে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর নেতৃত্বে সদর উপজেলার চরনোয়াবাদ ও কালীবাড়ি রোডে ২টি বাড়ি লকডাউন করে দিয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, গত ৭ মে চরফ্যাশনের ওই যুবক জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ ঘটনায় চরফ্যাশনে একটি বাড়ি লকডাউন করা হয়েছে।

অপরদিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, লালমোহনের আক্রান্ত নারী গত মাসে ঢাকা থেকে আসায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৮ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। এতে করে ওই নারীর ঘরসহ আরও ছয়টি ঘর লকডাউন করা হয়েছে। তবে এখনও তার শরীরে করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি।

উল্লেখ্য, ভোলায় এর আগে পাঁচজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। এরা হলেন সদর উপজেলায় তিন জন, বোরহানউদ্দিন উপজেলায় এক জন ও মনপুরা উপজেলায় এক জন। ইতোমধ্যে এরা সবাই সুস্থ হয়েছেন।

বরিশালে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

বরিশালের উজিরপুরে ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার অপরাহ্নে স্থানীয় জয়শ্রী নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে পথচারীা থানায় খবর দেন। পরে উজিরপুর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ষাটোর্ধ্ব ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি।

পুলিশ জানায়, সোমবার বেলা একটার দিকে শাড়ি পরিহিত বৃদ্ধার লাশটি রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সঙ্গীয় ফোর্সদের নিয়ে গিয়ে লাশটি উদ্ধার করেন। এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি জানান, লাশটি উদ্ধারকালে বৃদ্ধার শরীরের কোথাও কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তারপরেও বিষয়টিকে পুলিশ খুন বলে অনুমান করছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

বরিশাল বিভাগে ১৬০ জনের করোনা শনাক্ত, সুস্থ ৮৩

বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৮৩ জন। আর শনাক্ত থেকে সুস্থ হওয়াদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১০ হাজার ৭৮৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যারমধ্যে, হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১০ হাজার ১০৬ জনকে, আর এরমধ্যে ৮ হাজার ৪৭৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৭৮ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৬১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ১৩১ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় বিভগের ৬ জেলায় ১৪৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, এছাড়া শুধুমাত্র পটুয়াখালী জেলায় ১৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এরবাহিরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ২৭৯ জন এবং এরইমধ্যে ১৮২ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৫১ জন, পটুয়াখালীতে ৩০, ভোলায় ৮, পিরোজপুরে ১৯, বরগুনায় ৩৮ ও ঝালকাঠিতে ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

পাশাপাশি বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩৪ জন, পটুয়াখালীতে ১৬, ভোলায় ২, পিরোজপুরে ৪, বরগুনায় ২২ ও ঝালকাঠিতে ৫ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিকে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।