বরিশাল কীর্তনখোলা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩০ বছরের অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১০ মে) বিকেল সোয়া ৫ টার দিকে নদীতে মাছধরারত জেলেরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।

কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকা পরার কারনে সেটি ভেসে ওঠে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্যান্ট ও টি শার্ট পরিহিতো ৩০ বছরের এক যুবকের মরদেহ হলেও তার কোন পরিচয় জানাযায়নি।

বরিশাল কারাগার থেকে ১৪ বন্দির মুক্তি

করোনার প্রাদুর্ভাবের প্রভাবের কারণে সরকারের সাধারণ ক্ষমায় তৃতীয় দফায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে রোববার দুপুরে মুক্তি পেয়েছেন ১৪ জন আরো বন্দি। মন্ত্রণালয়ের নির্দেশনার পরও অপর ১২ জন জরিমানার অর্থ পরিশোধ করার পরপরই তারা মুক্তি পাবে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ৩ ক্যাটাগরিতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ২৪২ জন বন্দিকে মুক্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রতিবেদন পাঠানো হয়েছিলো। এর মধ্যে ছিল ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি যার‍া অন্তত ইতি মধ্যে ২০ বছর সাজা ভোগ করেছে। অপর দুই ক্যাটাগরিভূক্তরা হলো হাজতি এবং লঘু দণ্ডপ্রাপ্ত বন্দি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রথম দফায় গত ২ই মে ৩ জন এবং ৩ ই মে ৭ জনকে বিশেষ ক্ষমতায় তাদের মুক্তি দেয়া হয়। দ্বিতীয় দফায় শুক্রবার আরও নতুন করে ৩৮ জনের মুক্তির আদেশ আসে।

এর মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পূবেই ১০ জন জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে যায়। ২৮ জনের মধ্যে শনিবার ২ জন আজ রোববার জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পেয়েছেন আরও ১৪ জন। বাকি ১২ জন জরিমানার অর্থ পরিশোধ করা হলেই তারা মুক্তি পেয়ে যাবে।।

বরিশাল নগরীতে ইজিবাইক চালক হত্যা মামলায় আটক ১

বরিশাল নগরীতে ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিক্সা) চালক হত্যা মামলা আসামি জামাল মাজিকে (৩০) গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। জামাল কাশিপুর ইছাকাঠী এলাকার লতিফ মাঝির ছেলে।

শনিবার (৯ মে) রাত দশটার দিকে কাশিপুর ইছাকাঠী ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। কাশিপুর ইছাকাঠী প্রধান সড়কে পরিবারসহ ২৯ নং ওয়ার্ডের কর্নেল নুর হোসেন বাবুর বাড়ির কেয়ারটেকার জামাল। সে ভোলা জেলার শশীভুষন থানার করিমপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।

আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় জামাল মাঝি । বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান।

ঘটনার পরের দিন নিহত জাকির গাজীর ভাই আমির হোসেন শুক্রবার ( ৯ মে) এয়ারপোর্ট থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৫।

উল্লেখ, যাত্রী তোলাকে কেন্দ্র করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিক্সা) চালক জামাল হামলা চালায় জাকির গাজীর উপরে । শুক্রবার (০৮ মে) দুই দফায় এই হামলার ঘটনায় আহত ইজিবাইক চালক মো. জাকির গাজী (৩২) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত জাকির গাজী এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকার বাসিন্দা সোমেদ গাজীর ছেলে।

বরিশালে ৮ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা

বরিশালে ৮ হাজার ২০০ পরিবারের মাঝে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউসে এই ত্রাণসামগ্রী জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে হস্তান্তর করে আশার বিভাগীয় কর্মকর্তারা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও পরিস্থিতি মোকাবেলার জন্য এই ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আশার অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু।

তিনি জানান, আশা-বরিশাল বিভাগের ৪টি জেলার ৩১টি উপজেলার ৮ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করা হচ্ছে। উক্ত খাদ্য সহায়তার ক্রয়মূল্য ৬৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্যতেল প্রদান করা হচ্ছে।

লালমোহনে ২২ বছর বয়সী এক নারীর করোনা ভাইরাস শনাক্ত

 

আওলাদ খান ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার লালমোহনে এই প্রথমবারের মত মোসা. আসমা আক্তার (২২) নামের এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় লালমোহন হাসপাতাল কর্তৃপক্ষকে মেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। আক্রান্ত ওই রোগী উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ মে করোনা উপসর্গ জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে লালমোহন হাসপাতালে আসে ওই রোগী। এরপর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

এব্যাপারে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান জানান, করোনা সনাক্তের বিষয়টি সন্ধ্যার দিকে জানতে পেরেছি। রাতেই ওই রোগীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, রাতেই ওই রোগীর বাড়িতে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হবে। এসময় ওই রোগীর আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।।

বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে বিএনপি নেতা বিপ্লব লাহিড়ীর অবৈধভাবে বালু উত্তোলন

ডেস্ক রিপোর্ট:
রাজনৈতিক মতাদর্শ পার্থক্য থাকলেও অবৈধ ব্যবসায় এক তারা। বাকেরগঞ্জে দুই ছাত্রলীগ নেতার সহযোগীতায় পৌর বিএনপি নেতা বিপ্লব লাহিড়ীর তুলাতলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকাবাসী ও চাষীরা। উর্বরা শক্তি হারাচ্ছে নদীর দুই তীরের কৃষি জমি। প্রশাসন নীরব।

সরেজমিনে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠী গ্রামে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমানের বাড়ীর পূর্ব পাশের তুলাতলা নদী থেকে বিপ্লব লাহিড়ী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তাদের বালু উত্তোলনের জন্য বরিশাল, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে ড্রেজারসহ শ্রমিকদের আসার কারনে ওই এলাকায় এখন সাধারণ জনগনের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়িয়ে পরেছে। অপরদিকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী, তবিরকাঠী ও ইমামকাঠী গ্রামের নদী তীরবর্তী অধিকাংশ বাড়িঘর ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

বিএনপি ও ছাত্রলীগ নেতার যৌথ অবৈধ বালু ব্যবসার কারনে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষকের নদী তীরের ফসলী জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হলেও ভয়ে কোন কৃষক মুখ খুলতে সাহস পাচ্ছে না। নাম না প্রকাশের শর্তে স্থানীয় ক্ষতিগ্রস্থরা জানান, বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকের দাবিদার বিপ্লব লাহিড়ী বর্তমানে নিজেকে পৌর মেয়রের নিকটাত্নীয় পরিচয় দিয়ে তুলাতলা নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসলেও ক্ষতিগ্রস্থরা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। স্থানীয়রা জানান, প্রতিদিন রাত সাড়ে ৩টা থেকে শুরু করে সিন্ডিকেটটি সকাল ৬ টা পর্যন্ত ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে।

বালু দস্যুদের এহেন জনবিরোধী কর্মকান্ড বাকেরগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ সেখানে গিয়ে কাজ বন্ধ না করে উল্টো ওই সিন্ডিকেট তাদের ম্যানেজ করে পুরোদমে চালাচ্ছে অবৈধ বালুর ব্যবসা। লকডাউন বাস্তবায়নে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ প্রশাসনসহ দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এরমধ্যে উপজেলা ও পুলিশ প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে কিভাবে চলছে তাদের অবৈধ বালু বানিজ্য তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ ও সাধারন জনগনের প্রশ্ন? প্রশাসনের কর্তা ব্যক্তিদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে বিএনপি নেতা বিপ্লব লাহিড়ী দুই ছাত্রলীগ নেতার সহযোগিতায় তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে ? এ ব্যাপারে বালু ব্যবসায়ী বিপ্লব লাহিড়ী জানান, তারা কোন অবৈধ ব্যবসা করছেন না। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে তুলাতলা নদী থেকে বালু উত্তোলন করছেন।

জেলা প্রশাসকের অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি কাগজ দেখাতে অপারগতা প্রকাশ করেন। বাকেরগঞ্জ উপজেলার এ্যাসিল্যান্ড মোঃ তরিকুল ইসলাম বলেন, করোণা সংক্রামন শুরু হওয়ায় উপজেলার কোথাও কাউকে বালুমহালের ইজারা প্রদান করা হয়নি। এক সপ্তাহ আগে তিনি ওই স্থানে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে এসেছিলেন। তারপরেও কিভাবে রাতের আঁধারে তারা বালু কাটছে তা তার জানা ছিল না। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি সহসাই আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালীর অসহায় জেলেদের পটুয়াখালী জেলা পুলিশের মানবিক সহায়তা

গত ২৮ এপ্রিল ও ০৭ মে ২০২০ তারিখে ” বরিশাল অবজারভার দৈনিক শাহনামা, বাংলার বানী 24.com ” সহ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত “ত্রাণ না পেয়ে জেলেদের বিক্ষোভ” শিরোনামে একটি সংবাদ পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর নজরে আসে।

প্রকাশিত সংবাদে ত্রাণ না পাওয়ায় পটুয়াখালী জেলাধীন আগুনমুখা ও তেঁতুলিয়া নদী পার হয়ে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী (সদর থেকে প্রায় ৭০কিমি দূর) থেকে শতাধিক জেলে পটুয়াখালী শহরে এসে মানব বন্ধন করেন। বিষয়টি নজরে আসার সাথে সাথে পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উক্ত জেলেদের সাথে যোগাযোগ করেন এবং জেলা পুলিশের নিজস্ব আয়োজনে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

আজ জেলেদের পুলিশের সহায়তায় ট্রলার যোগে রাঙ্গাবালী থেকে গলাচিপা থানাধীন গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে (সদর থেকে প্রায় ৪০ কিমি দূরে) আনা হয়। অতঃপর সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ সুপার মহোদয় তাদের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ও দুই প্রকার সাবান। এ দুঃসময়ে পুলিশ সুপার মহোদয়ের হাত থেকে এ মানবিক সহায়তা সামগ্রী পেয়ে তারা অনাবিল আনন্দ প্রকাশ করেন। জেলে আবু জাফর গাজী জানান, করোনা ভাইরাসের কারণে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এখন অন্তত কয়েকদিন দুমুঠো খেতে পারবেন।

জেলেদের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত সকল জেলে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তবে রাঙ্গাবালি উপজেলা সরকারি তালিকাভুক্ত জেলের সংখ্যা ১৩ হাজার ৮ শত ১৫ জন কিন্তু সরকারি সহায়তা পায় ৮ হাজার ৫ শত ৯ জন বাকি ৫ হাজারেরও বেশী জেলের বিগত ৫ বছর যাবত সরকারি সহায়তা থেকে বঞ্চিত।

এসব জেলেরা দীর্ঘদিন যাবত সাহায্যের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে আসছে। স্হানীয় জনপ্রতিনিধিদের দূর্নীতি ও স্বজনপ্রীতির কারনে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

লালমোহনে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পরিবারের সাথে অভিমান করে জান্নাত বিবি (১২) নামের এক সপ্তম শ্রেণির  স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।
গত (৯ মে) শনিবার রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের  ৭নং ওয়ার্ডের শিমুল তলা এলাকায় এ ঘটনা ঘটে। লালমোহন থানা পুলিশ খবর পেয়ে  ওই ছাত্রীর ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন পুলিশ । জান্নাত বিবি  ওই এলাকার শামছুল হকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আমতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যবসায়ী দম্পতি করোনা মুক্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যবসায়ী দম্পতি করোনা মুক্ত হয়েছেন। করোনা মুক্ত হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। করোনা আক্রান্ত দম্পতি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তবে তাদের আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।
জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামের জাকির হোসেন গত ১০ বছর ধরে নারায়ণগঞ্জ থেকে কাপড়ের ব্যবসা করে আসছে। নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে
তিনি ও তার পরিবারের লোকজন ওইখান থেকে গত ১২ এপ্রিল পালিয়ে গ্রামের বাড়ী আমতলীতে আসেন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যবসায়ী বাড়ীতেই লুকিয়ে ছিল। তার শরীরের অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন গত ১৫ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়। ১৮ এপ্রিল তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তার প্রতিবেদনে উল্লেখ আছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৯ এপ্রিল ওই ব্যবসায়ীর পরিবারের নমুনা সংগ্রহ করে আমতলী হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় পাঠায়। গত ২৩ এপ্রিল তার স্ত্রী সেলিনা আক্তার করোনা ভাইরাস আক্রান্ত বলে প্রতিবেদন আসে। একই পরিবারে স্বামী-স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্তের খবরে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ওই সময় থেকেই স্বামী-স্ত্রী হোম-আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ পরপর দু’দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। গত শনিবার রাত সাড়ে ১০ টায় ওই দম্পতির নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে ওই দম্পতির করোনা ভাইরাস নেগেটিভ। রবিবার সকালে ওই দম্পতির করোনা মুক্ত ছাড়পত্র দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তবে ওই দম্পতিকে আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেন জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। দম্পতি করোনা মুক্ত হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় মেহেদী জামান রাকিব বলেন, ব্যবসায়ী জাকির ও তার স্ত্রী সেলিনা আক্তার করোনা মুক্ত হওয়ার খবরে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ব্যবসায়ী দম্পতি করোনা ভাইরাস নেগেটিভ আসায় এখন তারা করোনা মুক্ত। তাদের হাসপাতালের ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি আরো বলেন,ওই দম্পতির আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা জয়ী তরুন চিকিৎসক মনিরুজ্জামান খাঁন আবার করোনা যুদ্ধের অপেক্ষায়!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাস জয়ী তরুন চিকিৎসক আমতলীর কৃতি সন্তান ডাঃ মোঃ মনিরুজ্জামান খাঁন আবার করোনা যুদ্ধের অপেক্ষায় হাসপাতালের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে আছেন। গত শুক্রবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থেকে করোনা ভাইরাস মুক্ত ছাড়পত্র পেয়েছেন তিনি। শনিবার তার কর্মস্থল বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে আবারো ফিরবেন করোনা যুদ্ধে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোনা ভাইরাসের রোগীতে সুস্থ্য করে তুলবেন।
জানাগেছে, আমতলী উপজেলার কৃতি সন্তান শিক্ষানুরাগী একেএম ইউনুস আলী খানের ছেলে তরুন চিকিৎসক মোঃ মনিরুজ্জামান খাঁন গত ৩৯ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ডিসেম্বর মাসে যোগদান করেন। ওই হাসপাতালে যোগদানের তিন মাস পরেই সারা বিশ্বে দেখা দেয় প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দূভাব। ডাক পেয়ে বসেন করোনা যুদ্ধের। তরুন চিকিৎসক উদ্দ্যাম ও সাহসীকায় করোনা ভাইরাসকে পাত্তা না দিয়েই জীবনের ঝুঁকি করোনা যুদ্ধে অংশগ্রহনে রাজি হন। বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর সংযুক্তির আদেশে গত ২৪ মার্চ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে যোগদান করেন। ওই হাসপাতালে ডাঃ মনিরুজ্জামান খাঁন করোনা যোদ্ধা হিসেবে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দেন। সেবার পাশাপাশি জাতীয় স্বাস্থ্য বাতায়ন- ৩৩৩ নম্বরেও তিনি সার্ভিস প্রদান করেন। গত ২০ এপ্রিল তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। ২৪ এপ্রিল বরিশাল শেবাচিম হাসপাতালের জঞ চঈজ ভড়ৎ ঈঙঠওউ-১৯ ঃবংঃ করালে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। ঐদিন রাতেই তাকে ওই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখেন। তার অবস্থা সঙ্কটজনক হলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ২৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসায় তিনি সুস্থতা অনুভব করেন। ওই হাসপাতালের চিকিৎসকরা পরপর দু’বার নমুনা পরীক্ষা করেন। দ্বিতীয় ও তৃতীয় দফায় তার নমুনা প্রতিবেদন নেগেটিভ আসে। ১৪ দিন প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে করোনা ভাইরাসকে জয় করেন তিনি। পরে গত শুক্রবার ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুস্থতার ছাড়পত্র দেন। ছাড়পত্র পেয়ে তিনি আবারো করোনা যুদ্ধে ফেরার অপেক্ষায় কর্মস্থল বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আসেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।
করোনা যোদ্ধা ডাঃ মনিরুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে বর্তমানে সুস্থ আছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাখেরগঞ্জ হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছি। ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে আবারো করোনা যুদ্ধে নেমে যাব। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কষ্টটা কতোটা কঠিন তা হারে হারে টের পেয়েছি। নিজের অভিজ্ঞতা থেকে যা শিখেছি তা দিয়ে করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবো।