বরিশালে কৃষকের পাশে ছাত্রলীগ

মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী,উজিরপুরে অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন সরকারি সেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন,সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মোঃসবুজ হাওলাদার,মো মনির

হোসেন,মোঃশামীম,শাওন শিকদার,মোঃআলামিন মোঃ বাচ্চু,মোঃপরশ,মোঃরিপন,মোঃকাউসার,আলামিন,মোঃনয়ন,মোঃআশিক,মোঃজহিরুল ইসলাম প্রমূখ।

এই সময দারিদ্র কৃষক পরিবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও ছাত্রলীগ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশালে শিশু, প্রতিবন্ধী ও হিজড়াদের মাঝে এক করোনা যোদ্ধা সাজ্জাদ পারভেজ

যে মুহূর্তে নিম্নআয়ের মানুষের পাশে দাড়াতে সরকার থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কাজ করে যাচ্ছে তখন নিম্নআয়ের পরিবারের শিশুদের পাশে দাড়িয়েছেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবারে গিয়ে শিশুদের খাদ্য বিতরণ করছেন। এদের সাথে নগরীতে হিজড়া এবং প্রতিবন্ধীদের মাঝেও নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করছেন এ প্রবেশন কর্মকর্তা।

প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, করোনা ভাইরাসের আগ্রাসনে সমাজের নানা অর্থনৈতিক অবস্থার মানুষ আজ দিশেহারা। নিম্নমধ্যবিত্ত মানুষগুলোর রোজগার নেই বললেই চলে। এতে করে বিপাকে এ সমস্ত পরিবারের শিশুরা। তাদের অসহায় অবুঝ মুখগুলো ভাইরাসের সংক্রমণ বোঝে না, তাদের খাবার দরকার, পুষ্টি দরকার, দরকার বয়সোচিত পরিচর্যা।

এ সমস্ত অবুঝদের কথা বিবেচনা করে বরিশালের শিশু বান্ধব জেলা প্রশাসক অজিয়র রহমানের নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয় শিশু খাদ্য। এমনকি রাত-বিরাতেও তিনি খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ছুটে যান। যে কোন মাধ্যমে অভূক্ত মানুষের ঠিকানা নিশ্চিত হয়েই এই কর্মকর্তা ছোটেন খাদ্যসামগ্রী নিয়ে৷ এছাড়াও সাজ্জাদ পারভেজ জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীসহ স্নেহ বঞ্চিত শিশুদের সুরক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশে করোনার কার্যকরি ওষুধ তৈরি: বাজারে আসার প্রস্ততি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় কার্যকরী রেমডেসিভির ইনজেকশন উৎপাদন করল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শুক্রবার (৮ মে) থেকে ওষুধটি বাজারজাত করার প্রস্তুতি শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস-এর প্রধান মোহাম্মদ মুজাইহিদুল ইসলাম।

তিনি বলেন, ওষুধটির প্রতিটি ধাপের প্রস্তুতি আমরা শেষ করেছি। আগামী ১০ মে আমরা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ইনজেকশনটির স্যাম্পল পাঠাবো। আশা করি খুব দ্রুত আমরা বাজারজাত করার অনুমতি পাবো। আরও কিছু ধাপ আছে, সেগুলো সম্পূর্ণ করে কয়েকদিনের মধ্যেই আমরা বাজারজাত করতে পারবো।

‘ওষুধের বাজারমূল্য পাঁচ হাজার পাঁচশ টাকা। যেসব হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হবে, শুধু সেখানেই এই ওষুধ পাওয়া যাবে। এক্ষেত্রে রোগীর অবস্থা বিবেচনায় সংশ্লিষ্ট চিকিৎসক ৫ থেকে ১০টি ডোজ দেবেন।’

তিনি আরও বলেন, বিশ্বে করোনার একমাত্র কার্যকর ওষুধ বলে স্বীকৃত জেনেরিক রেমডেসিভির উৎপাদনের সব ধাপ এসকেএফ সম্পন্ন করেছে। এসকেএফের উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম দেওয়া হয়েছে— ‘রেমিভির’। এসকেএফই বিশ্বে প্রথম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যারা জেনেরিক (মূল/গোত্র) রেমডেসিভির উৎপাদন করতে সক্ষম হয়েছে।

১ মে করোনা চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। আক্রান্ত রোগী যারা হাসপাতালে চিকিৎসা নেবেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হবে বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্থনি এস ফাউসি বলেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যায় যে, রেমিডেসিভির প্রয়োগের ফলে করোনা আক্রান্ত রোগী দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে রেমডেসিভির ওষুধ তৈরির জন্য ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের কেমিক্যাল ও ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে গিলিয়াড। ৭ মে গিলিয়াড সায়েন্সেসর প্রধান ড্যানিয়েল ও’ডে এক বিবৃতিতে বলেন, ভারত-পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। গিলিয়াড স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোতে ওষুধ সরবরাহের লক্ষে ইউনিসেফের সাথে আলোচনা করছে।

বিবৃতিতে ড্যানিয়েল ও’ডে বলেন, গিলিয়াড এসব দেশে উৎপাদনের সুবিধার্থে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। অবশেষে রেমডেসিভির উৎপাদনের লাইসেন্স দেওয়ার জন্য উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে দীর্ঘ চুক্তিতে যাচ্ছে গিলিয়াড। আমাদের লক্ষ্য ২০২২ সালের মধ্যে এশিয়া ও বিশ্বের উয়ন্নশীল দেশগুলোতে ওষুধ তৈরি শুরু করা ও সরবরাহ নিশ্চিত করা।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০৬৩ মানুষের ওপর এ ওষুধ প্রয়োগ করা হয়। রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে ১১ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার প্রমাণ পাওয়া যায়। করোনায় গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে ৫ থেকে ১০ দিনের ডোজের প্রয়োজন হতে পারে। পরীক্ষামূলক অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির ওষুধটি মূলত ইবোলার চিকিৎসায় তৈরি হয়।

রাজাপুরে মশার উপদ্রব থেকে বাঁচতে সেচ্ছায় নালা-নর্দমা পরিষ্কারের উদ্যোগ এলাকাবাসীর

রহিম রেজা:
ঝালকাঠির রাজাপুরে মশার উপদ্রব থেকে বাঁচতে শুক্রবার সকালে সদরের টিঅ্যান্ডটি সড়কের বাসিন্দারা সেচ্ছাশ্রমে নালা-নর্দমা পরিষ্কারের শুরু করেছেন। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি অতিবৃষ্টির কারণে প্রচুর মশার বংশবৃদ্ধি ঘটে। ফলে মশার যন্ত্রণায় স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েন।

কিন্তু স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা কোন প্রয়োজনীয় ব্যবস্থা না করায় নিরুপায় হয়ে ওই এলাকার বাসিন্দা সুমন সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের প্রত্যেকের ঘর থেকে একজন করে স্বেচ্ছাসেবক অথবা একজন শ্রমিকের টাকা দিতে আহ্বান জানান।

এতে এলাকাবাসী ব্যাপকভাবে সাড়া দেয়। পরে এলাকার সমস্তনালা-নর্দমা ও জলাশয় পরিষ্কার কার্যক্রম শুরু হয়। ওই এলাকার স্কুল শিক্ষক রেজোয়ান হোসেন জানান, স্থানীয় বাসিন্দারা সুমন সিকদারের ডাকে সাড়া দিয়ে এ কার্যক্রমে যুক্ত হয়েছি। বর্তমানে করোনার প্রাদুর্ভাবের মধ্যে আবার যদি ডেঙ্গুর আবির্ভাব ঘটে তাহলে এলাকাবাসী সবাই ভীষণ বিপদের সম্মুখীন হব। তাই সবাই মিলেমিশে এলাকার নালা-নর্দমা ও জলাশয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে হাত লাগিয়েছি।

উদ্যোক্তা সুমন সিকদার জানান, উপজেলা পর্যায়ে যেহেতু মশক নিধনের কোনো প্রতিষ্ঠান নেই তাই নিজেরাই নিজেদের স্বার্থে মশার উপদ্রব থেকে আমাদের বাঁচতে এই কাজ করছি। সবার নিজ নিজ এলাকা স্থানীয়দের উদ্যোগে এভাবেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত।

রাজাপুরে অর্থাভাবে অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসাসেবা ব্যাহত

রহিম রেজা:
ঝালকাঠির রাজাপুরের কৈবর্তখালি গ্রামের পেয়াদা বাড়ির ৪ বছর বয়সী শিশু মিলি আক্তার অগ্নি দগ্ধ হয়ে বীনা চিকিৎসায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিছানায় কাতরাচ্ছেন। সম্প্রতি শিশুটির নিজবাড়ির চুলায় রান্না শেষ হওয়ার পরে সবার অজান্তে মিলি একটি চিপস এর খোসা চুলায় দেয়।

তাতে আগুন উপরে জ্বলে উঠলে মিলির শরীরে সামনের দিকে আগুন লেগে যায়। এতে দাড়ির নিচ থেকে নাভির নিচপর্যন্ত পুড়ে যায়। মিলির শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তার শরীরে সার্জারী করতে হবে। সার্জারীতে প্রায় ৭০ হাজার টাকার প্রয়োজন বলে জানান তার পরিবার। শিশু মিলি বিল্ডিং নির্মানে সেন্টারিং মিস্ত্রি কর্মহীন অসহায় আবুল হোসেনর মেয়ে। রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে মিলির মা রিনা বেগম আকুতি করে জানান, নলছিটির মালুহার গ্রামের আবুল হোসেনের সাথে বিয়ের পর থেকেইে স্বামী সংসার নিয়ে বাবা দিন মজুর আঃ ছালামের বাড়িতে চলে আসেন।

করোনা ভাইরাসের সমস্যায় তাদের কর্ম বন্ধ থাকায় অর্ধাহারে অনাহারে দিন চলছে, এর মধ্যে ১৫ মার্চ দুপুরে শিশু মিলির শরীর আগুনে পুড়ে যায়। দিনই মিলিকে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করেন। বার্ণ ইউনিটের ডা. প্রফেসর এমএ আজাদ সজল তখন বলেছিলেন, শিশুটির শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। শরীরে সার্জারী করতে হবে।

তাতে ডাক্তারকে দিতে হবে ৪৫ হাজার টাকা এবং ঔষধপত্র নিয়ে প্রায় ৭০ হাজার টাকা লাগতে পারে। কিন্তু কয়েকদিন পরে ডা. প্রফেসর এম এ আজাদ সজল মারা গেলেন। পরে অন্য ডাক্তাররা বরিশালের মমতা ক্লিনিকে নিয়ে সার্জারী করানোর জন্য পরামর্শ দিয়েছেন। মমতা ক্লিনিকের ডাক্তার হাবিবুর রহমান জানান, মিলির সার্জারী করতে সর্বসাকুল্যে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার প্রয়োজন হবে।

রিনা বেগম আরো জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিগত দিনে কিছু ঔষধ দিয়ে আসছেন। বাকি অনেক ঔষধ আমাদের বাহির থেকে কিনতে হয়েছে। প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে ধারদেনা করে প্রায় ৬০ হাজার টাকার খরচ হয়েছে। বর্তমানে মিলির চিকিৎসার জন্য টাকা জোগারের কোন পথ নেই। তাই তিনি সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন (রিনা বেগম-০১৭৭৬৬৭৪৪১৮ (বিকাশ)।

আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নে করোনা প্রতিরোধে ২শ’ পরিবারকে হাইজিন কিট বিতরণ

আমতলী প্রতিনিধি:
শক্রবার সকালে আমতলীতে করোনা ভাইরাস প্রতিরোধে দাতা সংস্থা অক্সফ্যাম ও কোডেকের সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ-এনএসএস আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক সুরক্ষা বজায় রেখে হাইজিন কিট বিতরণ করা হয় । ইউপি দ কমপ্লেক্সে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার ।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনএসএসএর পরিচালক এমএম জাহাঙ্গীর হোসেন, মো. জহিরুল ইসলাম, আশুতোষ রায় প্রমুখ। হাইজিন কিট প্যাকেজে প্রত্যেক পরিবারকে ১১ টি সাবান, ৬শ’ গ্রাম ডিটারজেন পাউডার, ১০টি খাবার স্যালাইন ,২০টি সার্জিক্যাল মাস্ক ও ৮পিচ ডিসপোজাবেল স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়।

বাড়ি-বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন পুলিশ সদস্য রাজিব হোসেন

নিজস্ব প্রতিবেদক:
করোনার ভয়াল আগ্রাসনে কর্মহীন মানুষগুলো ঘরবন্দী হয়ে চরম অনিশ্চয়তার
মধ্যে জীবন-যাপন করছেন। এরই মধ্যে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা বুকে চেপে
সংসার নামক ঘানিকে টেনে নিচ্ছে অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার।
অসহায় ও বিপন্ন এ জনগোষ্ঠির প্রায় শতাধিক পরিবারের পাশে বিশ্বস্ত বন্ধুর
মতো দাড়িয়েছেন মানবিক পুলিশ সদস্য রাজিব হোসেন।

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত এ পুলিশ সদস্য তার হাতে গড়া
সামাজিক ও স্বেচ্ছসেবী সংগঠন “মনিরাম সেবা ইউনিটি গ্রুপ” এর সদস্যদের
নিয়ে ঘরবন্দী মানুষগুলোর বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।

সংগঠনের কর্মীদের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের
অসহায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয়
খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে তাদের বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) বিকেল থেকে তার এই মানবিক সহায়তার কার্যক্রম চলছে।
আজ শুক্রবার (৮ এপ্রিল) স্থানীয় মনিরাম বাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে নিজ
হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এসময় রাশেদ বাবু, ইব্রাহিম, নয়ন,
তাছিন কামাল, রুহিন, তারিম, অহিদসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য উপস্থিত
ছিলেন।

এদিকে পুলিশ সদস্য রাজিব হোসেন এমন মানবিক কাজ করে এলাকাবাসীর হৃদয় জিতে
নিয়েছে। তারা পুলিশ সদস্য ও তার সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

পুলিশ সদস্য রাজিব হোসেন বলেন, ঘরে থাকা কর্মহীন অসহায় অনেক পরিবারেই
একদিন কাজ না করলে রান্না হয় না। এটি নিয়ে চিন্তা করতে গিয়েই কিছু করার
ইচ্ছে জাগলো। এক্ষেত্রে “মনিরাম সেবা ইউনিটি গ্রুপ” এর সকল সদস্যরা
অক্লান্ত পরিশ্রম করে আমাকে বেশ সহযোগিতা করেছে। ভবিষ্যতেও আমাদের
সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষগুলোর জন্য এ সহযোগিতা অব্যাহত থাকবে।

ক্যাপ্টেন মোয়াজ্জেমের অর্থায়নে বানারীপাড়া-উজিরপুরে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু

বানারীপাড়া প্রতিনিধি:
বিশ্বের প্রায় দুই শতাধিকের অধিক রাষ্ট্র সহ বাংলাদেশে যখন মরনঘাতি করোনা ভাইরাস(কোভিড-১৯) ছড়িয়ে পড়ছে তখন শ্রমজীবী অসহায় মানুষ করোনা আতংকে গৃহবন্দি কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছেন,ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও দানবীর জনবান্ধব নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন(বাবুল) বরিশালের বানারীপাড়া-উজিরপুরে অসহায় কর্মহীন পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেন।

তিনি এই সংকটাপন্ন মুহুর্তে ও পবিত্র রমজান উপলক্ষে খাদ্য ও ইফতার সামগ্রী উপহার নিয়ে দাড়িয়েছেন সাধারণ মানুষের মাঝে। পবিত্র রমজান ও লকডাউনে অসহায় কর্মহীন দুস্থ পরিবারের মাঝে বানারিপাড়া ও উজিরপুরে চলমান কার্যক্রমে পুরো রমজান মাস জুড়ে তারা খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করবেন। কার্যক্রমের প্রথম দিনে  বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ও উদয়কাঠীতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী তারা বিতরণ করেছেন যা চলমান রয়েছে। পরবর্তী তারা এই খাদ্য ও ইফতার সামগ্রী বানারীপাড়ার অন্যান্য ইউনিয়ন সহ পার্শ্ববর্তী উজিরপুর উপজেলায় বিতরণ করবেন। তবে তাদের এই খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলমান থাকার অঙ্গীকার হিসেবে যদি সহায়তা বাড়াতে হয় তারা তা বাড়িয়ে রমজান মাস জুড়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

সহায়তা কার্যক্রমে ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মোঃ মেহেদী হাসানের বাস্তবায়নে ও মোঃ শাহে আলম সিকদার,ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ব্যাক্তিগত সহকারী মোঃ সাইফুল ইসলাম,সেচ্ছাসেবক হাফিজুর রহমান মিঠু,রাফাত মোল্লা,রাব্বি গোলান্দাজ,আসাদ হোসেন,রাহাদ মোল্লা ও সাগর হাওলাদারের সার্বিক সহযোগিতায়  শুক্রবার দিনভর অসহায় মানুষের পরিবারের মাঝে চাল,ডাল,আলু,চিনি,পিয়াজ,ছোলাবুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর উপহার পৌছে দেন।

ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান পবিত্র রমজান মাসে ধারাবাহিক ভাবে বানারীপাড়া-উজিরপুরের অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর এ উপহার পৌছে দেয়া হবে। তিনি আরো বলেন প্রয়োজনে আরো বাড়ানোর সম্ববনা রয়েছে।

ইফতার সামগ্রী নিয়ে কর্মহীন হতদরিদ্রদের বাড়িতে স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠন

ডেস্ক রিপোর্ট:
করোনা দুর্যোগে কর্মহীন মানুষের ক্ষুধা মেটাতে একের পর এক উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন বাকেরগঞ্জের স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠন। সংগঠনটি ইতিমধ্যে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নকে করোনামুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানো থেকে শুরু করে সংক্রামণ এড়াতে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাথার ক্যাপ ও মাক্স বিতরণ করেন। পবিত্র রমজান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বজ শুক্রবার বিকেলে ২০ টি বাড়িতে গিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন।

ইফতার সামগ্রী বিতরণের ক্ষেত্রে প্রচারবিমুখ এই সংগঠনটি নিজেরাই সকল উদ্যোগ বাস্তবায়ন করেন। করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে কর্মহীন হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোঁটাতে সংগঠনটির এই উদ্যোগ বিভিন্ন মহলে প্রসংশিত হচ্ছে। শুক্রবার সংগঠনটি মানুষের ঘরে আলু, পেঁয়াজ, ছোলা বুট, চিড়া, চিনি, খেজুর, মশলা, সেমাই, লবন, সয়াবিন তেল ও সাবানসহ যাবতীয় ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন।

এসব ইফতার সামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষ সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম মামুন, ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ আবুল বাসার, সাংবাদিক নজরুল ইসলাম খান আলীম, সংগঠনের ভাইস-চেয়ারম্যান মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিমা আক্তার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাব্বি হাওলাদার, ক্রীড়া সম্পাদক সাগর হাওলাদার প্রমূখ।

স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম মামুন জানান, ইফতার সামগ্রী সহায়তা দেয়া নিয়ে কোন আনুষ্ঠানিকতা করা হয়নি। বরং খোঁজ নিয়ে হতদরিদ্রদের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।’

বাউফলে সরকারি খাল থেকে অবৈধ মেশিন দিয়ে বালু উত্তলোন

এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী): বাবা উপজেলা চেয়ারম্যান,ভাই ইউপি চেয়ারম্যান ও মা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাই সরকারি খাল থেকে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা করলে কে কি বলবে। কথাগুলো বল্লেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারে ছোট ছেলে হাসিব হাওলাদার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। তাদের এমন অবৈধ কাজ দেখার মতো কেউ নেই। নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় আর এক কৃষক জানান-অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসক,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় চেয়ারম্যানকে একাদিক বার জানালেও তাঁরা অদৃশ্য কারনে নীরব ভূমিকায় দন্ডায়মান। সরকারের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পুকুর খাল ও নদীতে থেকে বালু উত্তোলন এবং বিক্রি করা যাবে না। মাটির নিচের সকল সম্পাদের মালিক রাষ্ট্র।

কোন ব্যক্তি না। অথচ বগা ইউনিয়নের বালিয়া চাদপাল খালে ৫০ থেকৈ ৬০ গজের মধ্যে বগা-আধাবাড়িয়ার মিল মহাসড়কের পাশ থেকে অবৈধভাবে ‘বোমা’ (ড্রেজার) মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান ছেলে হাসিব হাওলাদার ওই খাল থেকে বালু উত্তোলন করে। বর্তমানে একই খাল দিয়ে অবৈধ বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন মালিকানাধীণ পুকুর ও জলাস্বয় অর্থের বিনিময় ভরাট করছেন। ঘনফুট বালু বিক্রি করা হচ্ছে ৭ থেকে ১২ টাকা মূল্যে। নাম প্রকাশে অনিচ্ছুক বোমা মেশিন মালিক জানান, নিচু জমি ভরাট, বাসা-বাড়ি ও নির্মাণ কাজসহ বিভিন্ন কাজের জন্য স্বল্প খরচে বালু উত্তোলন করে তা বিক্রি করেন। দাম নির্ধারন করে দূরত্বের ওপর। গ্রাম-গঞ্জের রাস্তা ও বিভিন্ন স্থাপনা তৈরির কাজে ঠিকাদারেরা তাদের মেশিন দিয়ে বালু উত্তোলন করেন। সেটা প্রশাসনের বড় স্যারেরা দেখেন।

কিন্তু কোনোদিন বলেননি বোমা মেশিন অবৈধ। এই ধরনের মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। পরিবেশ বিষয়ক আইনি সংস্থা ‘বেলা’ বরিশাল অফিসের কর্মকর্তা লিংকন বায়েন জানান, বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর বা ডোবা থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। চেয়ারম্যান পূত্র মো. হাসিব হাওলাদার প্রতিবেদকের কাছে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার ম্যানেজার মাসুদের সাথে যোগাযোগ করেন। ম্যানেজার মাসুদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, অবৈধ বোমা (ড্রেজার) মেশিন দিয়ে যদি কেউ বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।