দাবি আদায় না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুশিয়ারি ডিপ্লোমা চিকিৎসকদের

ইকরামুল ইসলাম আসিফ: ৭ কার্যদিবসের দাবি আদায় না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা চিকিৎসকরা
আজকে স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি প্রদানের পর এ কথা বলেন বেকার ডিপ্লোমা চিকিৎসক মুহাম্মদ মেহেদি হাসান। এদিকে আজ সকাল ১০ টা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি এই বিষয়ে আন্দোলনরতরা জনান গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার (১৯৭৩-১৯৭৮) অংশ হিসাবে চিকিৎসা বিজ্ঞানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা (শিক্ষা প্রতিষ্ঠানঃ MATS) সম্পন্ন করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক সনদপ্রাপ্ত ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি- ডিএমএফ’ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকগন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপ-স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োজিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছি।

এছাড়াও সরকারের ডেঙ্গু মেডিকেল টিম, রোহিঙ্গা রেসপন্স, হজ্জ ক্যাম্প সহ দেশের বিভিন্ন দূর্যোগে গঠিত মেডিকেল টিম সহ আধা-সরকারী এবং বেসরকারী খাতে গর্বের সাথে কাজ করে আসছি। উক্ত আন্দোলন টিমের নেতা মেহেদী হাসান সাংবাদিকদের বলেন বিশ্ব আজ কোভিড-১৯ এর ভয়াবহতায় জর্জরিত, বাংলাদেশও এর বাহিরে নয়। এমন পরিস্থিতিতে সরকার জনগনের জীবন রক্ষার্থে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের বিপুল জনগোষ্ঠীর মধ্যে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার রোধকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবা প্রদানের একমাত্র অবলম্বন ডিপ্লোমা চিকিৎসকগন।

প্রায় ৪৮০০ ইউনিয়নের জনগনের দৌড়গোড়াই স্বাস্থ্যসেবা সেবা প্রদানের নিমিত্ত অনেকগুলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মিত হয়েছে। এসব স্থাপনার বিপরীতে পদ সৃষ্টি না হওয়ার এবং সরকারী চাকরি থেকে অবসর গ্রহণ করার পর শূন্য পদে নিয়োগ প্রদান না করায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় ৫০০০ শূন্য পদ পড়ে আছে। উল্লেখ্য যে, স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিধির জটিলতার কারণে গত ৬ বছর নিয়োগ বন্ধ থাকায় প্রায় ৫০ হাজার ডিপ্লোমা চিকিৎসক বেকার বসে আছে,আমাদের আজ দেওয়ালে পিট ঠেকে গেছে তাই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে প্রান্তিক জনগোষ্ঠী পর্যাপ্ত জনবলের অভাবে তাদের স্বাস্থ্যসেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছে। কোভিড-১৯ এর ভয়াবহতার মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে আজ পর্যন্ত ৪০ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত, এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে প্রান্তিক জনগোষ্ঠী তার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। এমতাবস্থায় কোভিড-১৯ এর ভয়াবহতা রুখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এসব শূন্য পদে নিয়োগ এবং এডহক এর ভিত্তিতে ১০,০০০ হাজার ডিপ্লোমা চিকিৎসক নিয়োগ দেওয়া এখন সময়ের দাবীতে কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ কোভিড-১৯ মোকাবেলায় শূন্য পদের বিপরীতে এবং এডহক ভিত্তিতে নিয়োগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বেকার ডিএমএফ দের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের মাধ্যমে কাজে লাগানোর জোর দাবী জানাচ্ছি, না হয় কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিবে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও কর্মসংস্থান বাস্তবায়ন পরিষদ।

বরিশালে করোনা তহবিলে টিফিনের জমানো টাকা দিলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

প্রতিদিনের স্কুলের টিফিনের খরচ থেকে জমানো টাকা করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ সহায়তা তহবিলে দিয়েছে বরিশালের এক শিশু শিক্ষার্থী। রবিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে টাকাগুলো তুলে দেয় বরিশাল সরকারি জিলা স্কুলের প্রভাতী (ক) শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নবনীল নন্দী। মাটির ব্যাংকে জমানো ১৯৪৭ টাকা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নন্দীর মা শিউলি দাস।

নবনীল তার মা-বাবার একমাত্র সন্তান। তারা বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। নবনীলের বাবা আশীষ কুমার নন্দী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত আছেন।

নবনীলের পড়াশোনার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ। সে একাধিকবার বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হবার গৌরব অর্জন করে। তার এই টিফিনের টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের সোনালী ব্যাংকের হিসাব নম্বরে জমা দেয়া হবে এবং তা করোনাভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হবে।

টাকাগুলো দেয়ার সময় জেলা প্রশাসক বলেন, এই ছোট্ট শিশু শিক্ষার্থী যে মানবিকতা দেখালো তা একটি নজির হয়ে থাকবে। সরকারের পাশাপাশি সবাই এভাবে এগিয়ে এলে করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।

বরিশাল বিভাগে নতুন ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১২৫

বরিশাল বিভাগের ছয় জেলায় এখন পর্যন্ত ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববর আরও চারজন নতুন করে করোনা শনাক্ত হয়। শনিবার এ সংখ্যা ছিল ১২১ জনে। রোববার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ সংক্রমিত জেলা থেকে আসা ব্যক্তিদের কোয়ারান্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল নগরীসহ বিভাগের ছয় জেলায় নয় হাজার ৮১৮ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারান্টিনে পাঠানো হয় নয় হাজার ১৮৬ জনকে। এর মধ্যে ছয় হাজার ৫৫৩ জনকে হোম কোয়ারান্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে কোয়ারোন্টিনে রয়েছেন ৬৩২ জন এবং ৪৭১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এখন পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বরগুনায় ৩২, পটুয়াখালীতে ২৭, পিরোজপুরে নয়জন, ঝালকাঠিতে ১১ জন করে এবং ভোলায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

বরিশালে শিল্পকলা একাডেমির আয়োজনে শতাধিক কর্মহীন শিল্পীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে অনেকেই। আজ ৩ মে দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজনে।

সাউথ কিং এর দোতালায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয়ে সকাল-সন্ধ্যা অফসেট প্রিন্টিং প্রেস, মেসার্স খোকন চন্দ্র ঘোষ এবং সময় এন্টারপ্রাইজ এর সৌজন্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরিশালের কর্মহীন শতাধিক শিল্পীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদসহ আরও অনেক।

এসময় প্রত্যেককে নগদ টাকা, সুরক্ষা সামগ্রী, চাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, ডাল, সাবান খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। এসময় তাদেরকে আহবান জানান হয়, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না

বরিশাল নগরীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস এর প্রভাবে বিশ্ব আজ লকডাউন নামক অবাস্তব খাচায় বন্ধি।এমন পরিস্থিতিতে বাংলাদেশে লকডাউনের মেয়াদকাল ৬ষ্ঠ বারের মতো বৃদ্ধি পেলো।দেশের অর্থনৈতিক অবস্থা ও দ্রব্যমূল্যের উর্ধগতি জনমনে দিন আর দিন উদ্বেগের সৃষ্টি করছে।বাংলাদেশে কর্মহীন মানুষের কাছে লকডাউন যেন মহাবিপদ সংকেতের নাম।

এমন বাংলাদেশে সরকারি ত্রান ১০ শেরের হাড়িতে ৫০ গ্রাম চালের মতো।সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের নেতাকর্মীদের জনগনের পাশে থাকার নির্দেশ দিয়েছেন ইসমালী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাই। তারই ধারাবাহিকতায় জেলায় জেলায় কর্মসূচী দেয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ইশা ছাত্র আন্দোলন,বরিশাল মহানগরের আওতাধীন, মডেল থানা দক্ষিন এর বিসিসি ১১ নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় কর্মহীন অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

এ সময় উপস্তিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-নগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম,নগর সাধারন সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খান,নগরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমান,মডেল থানা দক্ষিন সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম,বিসিসি ১১ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন।

আমতলীতে ডাকাতের হামলায় মহিলাসহ আহত-৪

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
শনিবার গভীর রাতে আমতলী উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলতাফ হাওলাদারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে । ৭-৮ জনের ডাকাত দল সিদ কেটে ঘরে প্রবেশ করে চারজনকে কুপিয়ে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে।

ডাকাতের হামলার আহতরা হচ্ছেন আলতাফ হোসেন, কামাল হোসেন, লিনা আক্তার ও ফাতেমা। রবিবার সকালে স্বজনরা আহতদের উদ্ধার উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই বাড়ী থেকে একটি চাকু ও সাবল উদ্ধার করেছে। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হারুন অর রশিদ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী থানার অফিসার ইন চার্জ মোঃ শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এটা ডাকাতি নয় চুরি ।

 

ঝালকাঠিতে করোনা পরিস্থিতি নিয়ে কৃষি সচিবের সংবাদ সম্মেলন

আরিফুর রহমান আরিফ ॥ করোনা দুর্যোগ মেকাবেলায় জনসাধারনের করনীয়, ত্রান বন্টন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মযজ্ঞ বিষয়ে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছেন কৃষি সচিব নাসিরুজ্জামান। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব নাসিরুজ্জামান বলেন, ইতিমধ্যে জেলার জনপ্রতিনিধিদের সমন্নয়ে সভা করে কৃষি উৎপাদন ও বিপনন, আইন শৃঙ্খলা, ত্রান বিতরণ এবং করোনার সার্বিক বিষয়ে আলোচনা এবং বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। জেলায় খানা ওয়ারী ত্রান বিতরণ, বাহিরে চলাচলরত সকলকে বাধ্যতামুলক মাক্স ব্যবহার করা, ব্যক্তিগত ত্রান বিতরণের বিষয়ে জেলা প্রশাসনের সাথে সমন্নয় করাসহ ১৬টি গুরুত্তপুর্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ সম্মলেনে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, নেজারত ডেপুটি কালেক্টর আহম্মেদ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ অন্যান্য মিডিয়া কর্মীরা।

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে সাধারন ক্ষমায় ১ মহিলা সহ ১০ কয়েদী কয়েদীর মুক্তি

প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারী সংক্রমন ঝুকি এড়াতে সরকার কর্তৃক বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা দীর্ঘ মেয়াদী,স্বল্প মেয়াদী সহ বিভিন্ন মামলার আসামীদের স্বরাস্ট্র মন্ত্রালয় বরিশাল কারাগারের ১বছরের সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ৩ জন ও ৬ মাসের সাজাপ্রাপ্ত ৭ জন সহ সাধারন ক্ষমায় ১ মহিলা সহ ১০ কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে।

আজ রোববার (৩ই) মে মুক্তিপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে শরীফ উদ্দিন মোল্লা,পিং সামসুদ্দিন মোল্লা,সাং বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন বাসিন্দা।

দবির উদ্দিন,পিং সাজাহান,সাং পাংশা রাজবাড়ী ও সাইফুল ইসলাম,পিং জাকির হোসেন, সাং বরিশাল নগরীর কাউনিয়ার বাসিন্দা

এদের মধ্যে শরীফ উদ্দিন মোল্লা অন্যের জমিতে অনাধিকার প্রবেশ করে হত্যা চেষ্টার মামলার আসামী বাকি দু’জন ইয়াবা মামলার আসামী।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে অন্য একটি মামলা থাকার কারনে তিনি কারাগার থেকে বেড় হতে পারছেন না। বাকি দু’জন কয়েকমাস কারাগার হাজতে বাস করে সাধারন ক্ষমায় বেড় হয়েছে।

অন্যদিকে ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদীর ভিতর থেকে ৬৮ জনের তালিকা প্রেরন করা হলে সেখান থেকে ১ মহিলা সহ ৭ জনের মুক্তির আদেশের কপি আজ বরিশালে আসে।

এরা হচ্ছে কহিনুর বেগম,স্বমী আজিজ হাং, সাং চৌহুতপুর,কাশিপুর বরিশাল,সুজন কর্মকার,পিং, সুভাষ কর্মকার সাং বেতাগী, হালিম হাওলাদার,পিং,আইনুদ্দিন হাং, গুটিয়া উজিরপুর বরিশাল, শামিম খলিফা,পিং সালাউদ্দিন সাং কাউনিয়া বরিশাল, মাইনুল ইসলাম,পিং মতিউর রহমান,সাং কোতয়ালী বরিশাল,আসলাম ঘড়ামি,পিং-আনোয়ার ঘড়ামি কোতয়ালী বরিশাল, ও রাসেল প্যাদা,পিং বাছের প্যাদা, গৌরনদী বরিশাল।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক ও ডিপুটি জেলার মোঃ ইব্রাহিম।

সরকার কর্তৃক ঘোষনা আসার পর থেকে ২ই এপ্রিল বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ বছরের সাজাপ্রাপ্তদের ভিতর ইতি মধ্যে ২০ বছরের সাজা ভোগ করা হয়েছে এমন ৮৭ জন, সাজাপ্রাপ্ত ও হাজতী ৬ মহিলা আসামী সহ ২ শত ৪০ জনের নামের তালিকা স্বরাস্ট্র মন্ত্রালয়ে প্রেরন করা হয়েছিল।

দীর্ঘ বাছাই শেষে গতকাল ২ই মে ১ বছরের সাজাপ্রাপ্ত ১শত ১০ জনের তালিকা প্রেরনের মধ্যে ৩ পুরুষ কয়েদীকে মুক্তি দেয়ার আদেশ বরিশাল কারাগারে প্রেরন করে স্বরাস্ট মন্ত্রালয়।

উল্লেখ্য বরিশাল কেন্দ্রীয় কারাগারে ৬শত ৩৩ জনের ধারন ক্ষমতা সম্পূর্ণ ১হাজার ৩শত ৫০ জন বিভিন্ন মেয়াদের সাজাপাপ্ত কয়েদী ও হাজতী রয়েছে।

অন্যদিকে ডিআইজি প্রিজন,সিনিয়র জেল সুপার,জেলার ও ডিপুটি জেলার সহ হাবিলদার,গোয়েন্দা শাখা ও কারারক্ষি সহ ৩শত ৩৮ জনের স্থলে ২শত ২৫ জন কর্মরত রয়েছে।

ডিপুটি জেলার ইব্রাহিম জানান দেশব্যাপি করোনা ভাইরাসের প্রাদূভাূবের সৃষ্টি হওয়ার পর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভিতর ও বাহির সহ বিভিন্নস্থানে পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন মামলার হাজতী ও সাজাপ্রাপ্ত আসামীদের সাথে আত্বীয়-স্বজনদের সাথে অস্থায়ীভাবে দেখাশুনা বন্ধ রাখা হয়েছে।

বরগুনায় গৃহবধূ ধর্ষণকারীর মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সৈকত কর্মকার,বরগুনা:
র‍্যাবের বিশেষ আভিযানিক দল এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে আজ সন্ধ্যা ৭ টার দিকে বরগুনা জেলা সদরের দক্ষিণ বালিয়াতলি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। বরগুনা জেলার তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার আলমগীর আকনের ছেলে সে।

গত বুধবার সকাল ৯ টার দিকে গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে রওনা করে বরগুনার পাথরঘাটায় পৌঁছায়। সেখান থেকে নৌকা পার হয়ে তালতলী উপজেলার শুভসন্ধ্যা ঘাটে নামে। তারপর এক মোটরসাইকেল চালকের সঙ্গে নিশানবাড়ীয়া খেয়াঘাট যাওয়ার চুক্তি করে। মোটরসাইকেল চালক তাকে নিশানবাড়ীয়া খেয়াঘাট না নিয়ে গহীন অরণ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে তার সঙ্গীর আরেক মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা আরও চারজন লোক মোবাইলে ডাকে। তারপর গৃহবধূর মেয়েকে গাছের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে রাখে। মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলবদ্ধভাবে ধর্ষণ করে ধর্ষণকারীরা।

গৃহবধূ জানান, আমাকে তারা দলগতভাবে ধর্ষণ করে এবং আমাকে গভীর অরণ্যে ফেলে রেখে চলে যায়, যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বন থেকে লোকালয়ে আসি এবং সমুদ্র পাড়ের জেলেদের সহায়তায় আমি আমার গন্তব্যে পৌঁছাই কিন্তু টাকা পয়সা না থাকার কারণে আমি থানায় যেতে পারিনি এবং মামলা করতে পারিনি তবে বিষয়টি জানাজানি হলে আমি থানায় গিয়ে মামলা করি।

এ ঘটনায় স্থানীয় এক গ্রাম পুলিশ কর্মকর্তা সেলিম, দুলাল হোসেন, মোটরসাইকেল চালক হাবিব, চা দোকানদার কবির সাংবাদিকদের জানান, আমরা শুনেছি যে একজন মহিলা তার মেয়েকে নিয়ে শুভসন্ধ্যা থেকে নিশানবাড়িয়া খেয়াঘাট যাবে। কিন্তু মোটরসাইকেল চালক জহিরুল নিশানবাড়ীয়া না নিয়ে শুভসন্ধ্যার গভীর অরণ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। শুনেছি জহিরুলের সঙ্গে ছিলো এমাদুল, সোহাগ, নজরুল অনন্য।

দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০৬৩ জন

নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও এই ভাইরাসকে জয় করা মানুষের মিছিলও লম্বা হচ্ছে। এখন পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৬৩ জন। যদিও মারা গেছেন ১৭৭ জন।

রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমাদের নতুন যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট আছে, তারা নতুন একটি গাইডলাইন তৈরি করেছেন। আমরা কীভাবে রোগীদের সুস্থ বলতে পারব বা তারা হাসপাতাল ত্যাগ করতে পারবেন কী কী ক্রাইটেরিয়ায় (বৈশিষ্ট্য)। এই ক্রাইটেরিয়াতে আমরা বলব, আমাদের এ পর্যন্ত সুস্থ হয়েছেন যারা, তাদের সংখ্যা হয়েছে এক হাজার ৬৩ জন। তার মধ্যে ঢাকা মহানগরীর হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন এবং বিভাগীয় হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৪৩৯ জন।’

বিভাগগুলোর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের সংখ্যা উল্লেখ করে নাসিমা সুলতানা বলেন, ‘মহানগরীর হাসপাতালগুলো বাদে ঢাকা বিভাগের হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন, চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলো থেকে ৭২ জন, রাজশাহী থেকে দুইজন, খুলনা থেকে ছয়জন, বরিশাল থেকে ২৯ জন, সিলেট থেকে দুইজন, ময়মনসিংহ থেকে ৩১ জন এবং রংপুর বিভাগের হাসপাতালগুলো থেকে ২৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।’

ঢাকা মহানগরীর চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ২৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ২১৩ জন, ইনফেকশাস ডিজিজ হাসপাতাল থেকে আটজন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৩৮ জন, রিজেন্ট হাসপাতাল থেকে ১৫ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল থেকে ২২ জন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে ২৬ জন এবং মিরপুর লাল কুঠির হাসপাতাল থেকে চারজন সুস্থ হয়েছেন।’

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল শনিবার (২ মে) পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা ছিল ১৭৭ জন। রোববারের বুলেটিন অনুসারে, এ সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো এক হাজার ৬৩ জনে।