ফোন পাবার সাথে সাথে ১৫ পরিবারের খাবার পৌছে দিলেন বরিশাল জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা:
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। বরিশালে প্রতিদিন হাজারো কর্মহীন খেটে-খাওয়া মানুষের আহার্যের ব্যবস্থা করছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর মুঠোফোনে একটি ফোন আসলো বলাহলো নগরীর বিবির পুকুরের পূর্ব পাড়ে আদালত পাড়ায় ১৫ টি পরিবারের ঘরে কালকে রান্না করার মতন চাল নেই। কথাটা শোনা মাত্রই কাল খেপন না করে সাথে সাথেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতিনিধির মাধ্যমে ১৫ টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ১০ কজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল এবং একটি সাবান পৌঁছে দিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

ত্রাণ সামগ্রী পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরে ১৫ টি পরিবার। এসময় ষাটোর্ধ্ব নুরজাহান বেগম এভাবে বলেন, আজ যদি চাইল না পাইতাম তবে কাইল না খাইয়া থাকতে হইতো ডিসি সারে কইছে শেখহাসিনা চাইল ডাইল পাঠাইছে আমি তার জন্য দোয়া করি।

কখন করাবেন করোনা পরিক্ষা?

লাইফস্টাইল ডেস্ক: 
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এর অন্যতম কারণ হলো অনেকে এর উপসর্গগুলো বুঝতে পারেন না। আর হাসপাতালে যেতে ও পরীক্ষা করতে সময়ক্ষেপণ করছেন।

তাই করোনা প্রতিরোধের জন্য এই রোগের উসর্গগুলো জানতে হবে ও সর্তক থাকতে হবে। কারণ এই রোগ অনেকের শরীরে প্রবেশের পর উপসর্গ দেখা দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে তেমন কোনো উপসর্গ থাকছে না।

এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী। তিনি জানান, এই ভাইরাসের প্রধান ও অন্যতম উপসর্গ হলো জ্বর। তবে সব ক্ষেত্রে জ্বর আসবে এমনও বলা যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় দেখা গেছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে জ্বর এলেও জ্বর আসছে না ১২ শতাংশের। সে ক্ষেত্রে কেবল শ্বাসকষ্ট বা কাশির উপসর্গ থাকবে।

আসুন জেনে নিই করোনাভাইরাসের উপসর্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

১.সর্দির সমস্যা হলে বুঝতে হবে কেমন সর্দি। নাক দিয়ে যদি পানি পড়ে ভয়ের কারণ নেই। তবে কফ নেই, কিন্তু সর্দির জন্য অস্বস্তি, গলা জ্বালা ও গলা ব্যথা হলে সর্তক হোন। আর হাঁচি থাকলেও ভয়ের কারণ নেই।

২. খুশখুশে ঘন ঘন শুকনো কাশি থাকলেও ভয়ের কারণ রয়েছে। দিনে দু’এক বার কাশলে তাকে স্বাভাবিক ধরে নেয়া যাবে। তবে এমন যদি হয় আপনি কাশি দিতে আছেন তবে সমস্যা। তখন দেখতে হবে শ্বাসকষ্ট বা জ্বর আসছে কি না। আর সর্দির জন্য গলা ব্যথা বা কাশি হলেও নিজের জিনিসপত্র আলাদা করে আলাদা থাকুন।

৩. বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গলা ব্যথা-কাশির উপসর্গ দিয়ে শুরু হলেও এই ধরনের ভাইরাসের কারণে তা দ্রুত বাড়ে ও প্রবল জ্বর ডেকে আনে,সঙ্গে শ্বাসকষ্টও থাকে। অনেক সময় নিউমোনিয়ায় আক্রান্ত করে। আবার হঠাৎই শুরু হয়ে যাচ্ছে ডায়রিয়া। তবে সাধারণ ডায়রিয়া কি না তা বুঝতে পরের দু’দিন খেয়াল রাখুন।

৪. করোনার আরেকটি উপসর্গ হলো সাত-আট দিনের মাথায় প্রবল শ্বাসকষ্ট শুরু হয়।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সেরা নিউজ/আকিব

লাপাত্তা তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদ

অনলাইন ডেস্ক:
মহামারী আইনে মামলার পর পর লাপাত্তা হয়ে গেছেন ভারতের তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদ।

তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। খবর আনন্দবাজারের।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত ২৮ মার্চ-এর পর থেকেই মাওলানা সাদ নিজামুদ্দিন ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। তবে তিনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন তা আমরা নিশ্চিত নই। তিনি আত্মগোপনে রয়েছেন।’

আনন্দবাজার জানিয়েছে, গত ২৮ মার্চ শেষবারের মতো দেখা গিয়েছিল মাওলানা সাদকে। তার পর থেকে লাপাত্তা হয়ে যান। ইতিমধ্যেই দিল্লি ক্রাইম ব্রাঞ্চ লখনউ, মুজফফরনগরের বিভিন্ন এলাকায় সাদের খোঁজে পুলিশ পাঠিয়েছে।

প্রসঙ্গত, ভারতে চলমান করোনা সংক্রমণের মধ্যে কয়েক সপ্তাহ ধরে দিল্লির মারকাজ নিজামুদ্দিন মসজিদে ধর্মীয় সমাবেশ করা হয়। যেখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। ওই সমাবেশের নেতৃত্ব দেন মাওলানা সাদ কান্দলভি। সমাবেশে অংশ নেয়াদের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। তিন শতাধিক মানুষকে গত ৩০ এপ্রিল হাসপাতালে নেয়া হয়।

পরদিনই মসজিদটি সিল করে দেয়া হয়। আর সেখান থেকে ৭০০-এর বেশি মানুষকে বের করে শহরের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টিনে রাখা হয়।

বর্তমানে জমায়েতে যোগ দেয়া রাজ্যের বাকি লোকদের খোঁজে নেমেছে দিল্লি প্রশাসন।

নলছিটি সিটিজেন ফাউন্ডেনের উদ্যোগে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান

অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে,এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা,এর পূর্বেও একাধিকবার একই কার্যক্রম চালিয়েছে সংগঠনটি এবং পরিস্থতি অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে মর্মে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ও সুপ্রিমকোর্টের আইনজীবি এডভোকেট কাওসার হোসাইন। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ডাল, আলু,সাবান,লবন ইত্যাদী।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাড. মো. কাওসার হোসেনের তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ও চ্যানেল এস ও দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক মোঃ ইব্রাহীম খান সাকিল, সিটিজেন ফাউন্ডেশনের কুলকাঠি শাখার আহবায়ক মোঃ আলামিন হোসেন রাজু, সিটিজেন ফাউন্ডেশনের কুলকাঠি শাখার সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম মোল্লা, সিটিজেন ফাউন্ডেশনের কুলকাঠি শাখার সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রাসেল মৃধা, মোঃ সজীব হাওলাদার, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইদুল গাজী , মোঃ মাহফুজ হাওলাদার, মোঃ হান্নান হাওলাদার, মোঃ ফিরোজ শরীফ, মোঃ রেজাউল শরীফ, মোঃ মাসুদ কাজী মোঃ রেজাউল হাওলাদার ও কুলকাঠি ইউনিয়নের ছাত্রলীগ বিপ্লবী সভাপতি মোঃ শামিম রেজা।
দরিদ্রের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের এ উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বানারিপাড়ায় জাসদ নেতা এ্যাড. আনিচুজজামানের দ্বিতীয় দিনের মত অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান বিতরন অব্যহত

বানারীপাড়া প্রতিনিধি:
নভেল করোনা ভাইরাস হতে রক্ষা পেতে, সামজিক দুরত্ব বজায় রাখতে ঘোষিত লক ডাউনের মধ্যে অসহায় ও দুস্থ মানুষ খাদ্য পন্য সংকটে পরে যাওয়ায়, এই মুমুর্ষ সময়ে বানারীপাড়ায় তাদের পাশে দাড়িয়েছেন জাসদ নেতা আনিচ। বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাএলীগের(জাসদ)সাবেক সহ সভাপতি এ্যাড আনিচুজজামানের ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দিনের মত গরীব অসহায় দুঃস্থদের মাঝে এান বিতরন অব্যাহত রেখেছেন।

গত বৃহস্পতিবার ২এপ্রিল সকাল থেকে ২য় বাবের মত (চাল,ডাল,লবন,পিঁয়াজ. আলু.তৈল)সম্বলিত প্যাকেট উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নে উপজেলা জাসদ সভাপতি শ্যামল মাস্টার.যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সমিরন ঘরামী.কৃষি বিষয়ক সম্পাদক গৌরংগ মন্ডল.বানারীপাড়া পৌরসভায় সাধারণ সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাকির হোসেন, তোফাজ্জল হোসেন.বাইশারীতে জাসদ নেতা মহিউদ্দিন. সৈয়দকাঠীতে জনসংযোগ সম্পাদক ঝিলন ঘরামী  জাসদ কর্মীদের নিয়ে নির্ধারিত তালিকা অনুযায়ী তাদের ঘরে পৌছে দেন।

এছাড়াও আনিচুজজামান নগদ অর্থ ও বিতরন করেন।উল্লেখ্য গত মংগলবার থেকে তার ব্যক্তিগত তহবিল থেকে এান বিতরন শুরু করেন।

আমতলী থানার ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আমতলী প্রতিনিধি:
আমতলী থানায় পুলিশ হেফাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাময়ীক বরখাস্তকৃত ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে বুধবার রাতে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবি ইশরাত হাসান বরগুনা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)’র কাছে দেয়া অভিযোগ আমতলী থানা আমলে নিয়ে তদন্তের জন্য বরগুনা ডিবি (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদারকে দায়িত্ব দেন ।

গত ২৬ মার্চ সকালে আমতলী থানা হেফাজতে সন্দেহভাজন আসামী শানু হাওলাদারের রহস্যচনক মৃত্যু হয় এবং ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় । পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে । অন্যদিকে পুলিশে দাবী শনিু আত্মহত্যা করেছে। এ ঘটনা তদন্তে বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার-ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএমএর ও বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইন চার্জ মোঃ শাহ আলম বলেন , বরগুনা পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানার সাবেক ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ১৫ ধারায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য বরগুনার ডিবি (ওসি) মোঃ হারুন অর রশিদকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলো যুবকরা

আরিফুর রহমান আরিফ:: বিশ্বব্যাপী হানা দেওয়া নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বারবার হাত ধোয়া ও জীবাণুমুক্ত করার কথা বলা হচ্ছে। হাতকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য বহুলভাবে ব্যবহৃত হয় হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু বাংলাদেশে করোনা ভাইরাস হানা দেওয়ার পর থেকেই বাজারে সংকট দেখা দিয়েছে হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজারের। তাই নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নর স্থানীয় যুবকরা নিজস্ব ফর্মুলায় বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) স্যানিটাইজার তৈরি শুরু করেন তাঁরা । এসময় প্রতিটি ১০০ মিলিমিটার পরিমানের পাঁচ শতাধিক বোতল স্যানিটাইজার তৈরি করেন তারা।

লোকমান হোসেনের নেতৃত্বে তূর্য, শুভ, কাওসার হোসেন মোহন, রিয়াজ সরদার, সাকিব তালুকদার মিলে একটি দল এগুলো তৈরি করেন।

লোকমান হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের হাত পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাত পরিষ্কার রাখার ব্যাপারে ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও তাদের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা অতীব জরুরি। এ কথা মাথায় রেখে স্বেচ্ছাশ্রমে আমরা স্যানিটাইজার তৈরি শুরু করেছি।

তিনি আরও জানান, স্যানিটাইজারের কাঁচামাল প্রাপ্তিতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। কাঁচামালের আরও বেশি সরবরাহ যদি নিশ্চিত করা যায় তবে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

বাউফলে ত্রান বিতরণ

বাউফল প্রতিনিধি:বাউফলে ত্রান বিতরণ
পটুয়াখালীর বাউফলে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নিদের্শনায় উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেশাবপুর ইউনিয়ন পরিষদে ওই ত্রান বিতরণ করেন অত্র ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু।
সংশ্লিষ্ট সূত্র মতে, ইউনিয়নের ৯০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল ও একটি সাবান বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম তাদারকি করেন বাউফল উপজেলা বিআরডিপি অফিসার ও কেশাবপুর ইউপি ট্যাগ অফিসার তুলার পরামানিক।
এব্যাপরে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক ক্রান সামগ্রী কেশাবপুর ইউনিয়নে করোনা সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকায় কর্মহীন গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন এছাড়াও স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের পক্ষ থেকে ১হাজার মাস্ক এবং ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসনে বলেন,‘ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাচাই করে প্রকৃত অসহায় কর্মহীন মানুষের মাঝে সরকারের ত্রান সহায়তা ইউনিয়নে ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলছে।

বাকেরগঞ্জে পথে-প্রান্তরে আদালত, তিনজনকে সাজা

বাকেরগঞ্জ প্রতিনিধি: ওয়াসিম রানা, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবি রায় সহকারি কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম উপজেলার কালীগঞ্জে বাজার, প্রাদীশিবপুর বাজার ও মহেশপুর বাজারে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬, ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এ ২৪ ধারা মোতাবেক তিন জনকে মোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।একিসাথে বাজার মনিটরিং এর পাশাপাশি জনগণকে এ সময়ে ঘরে অবস্থান নিশ্চিত করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার অভিযান এ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন

‘হোম কোয়ারেন্টিন’ নৌকায়

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এমতাবস্থায় বিপাকে পড়েছেন দেশটির ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে শহরের ফুটপাতের বাসিন্দারা এখন কোথায় গিয়ে দাঁড়াবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা কীর্তনিয়া নিরঞ্জন হালদারের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হোম কোয়ারেন্টিনে থাকতে নৌকায় আবাস গেড়েছেন নিরঞ্জন হালদার। আগামী ১৪ দিন তাকে নৌকাতেই দিন কাটাতে হবে।

জানা গেছে, গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে অর্থ উপার্জন করেন নিরঞ্জন হালদার। মার্চের শেষ দিকে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে বোনের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। অন্য এলাকা থেকে আসায় তার স্বাস্থ্য পরীক্ষার দাবি তোলেন গ্রামবাসী। তা না করলে এ গ্রামে থাকতে দেয়া হবে না নিরঞ্জনকে। উপায় না দেখে স্বাস্থ্য পরীক্ষা করাতে স্থানীয় স্বাস্থ্যকর্মীর দারস্থ হন তিনি। স্বাস্থ্যকর্মীরা তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। কিন্তু আত্মীয়ের বাড়িতে বাড়তি ঘর না থাকায় নৌকায় থাকতে শুরু করেন নিরঞ্জন।

বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের ডুবাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙন নদীর ঘাটে বাঁধা একটি নৌকাকে নিজের ঘর বানিয়েছেন নিরঞ্জন।

নিরঞ্জন জানান, ‘ভাগ্নির বাড়িতে থাকার জায়গা নেই। আমার জ্বর, সর্দিও নেই। তবু একাকী একটি ঘরে থাকতে বলেছেন স্বাস্থ্যকর্মীরা। তাই নৌকায় বসবাস শুরু করেছি।’

নিরঞ্জনের নাতি রঞ্জিত হালদার বলেন, ‘ছোট্ট একটি ঘরে কোনোমতে থাকি আমরা। দাদাকে কীভাবে আলাদা রাখব! তাই এই বুদ্ধি বের করতে হয়েছে।’

এ বিষয়ে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সিংহ বলেন, ‘বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। হোম কোয়ারেন্টিনের জন্য বিভিন্ন স্কুল বেছে নেয়া হচ্ছে। কোনো একটি স্কুলকক্ষে নিরঞ্জনের ঠাঁই হবে বলে আশা করছি।’