ডাক্তার ও রোগী শুন্য ঝালকাঠি সদর হাসপাতাল

আরিফুর রহমান আরিফ ॥ কোভিট ১৯ নভেল করোনা ভাইরার সংক্রামন আতঙ্কে রোগী শুন্য হয়ে পরেছে ঝালকাঠি সদর হাসপাতাল। আর রোগী না থাকা এবং নিজ নিরাপত্তার অভাবে চিকিৎসকরাও আসছেন না হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের সচেতনা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল রোগী শুন্য হয়ে পরেছে। সরকারি এ হাসপাতালটিতে রোগী ও ডাক্তার শুন্য থাকায় বন্ধ রয়েছে বহিঃ বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাবরটারী এবং অভ্যার্থনা কেন্দ্র। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে কোন রোগীর আনাগোনা নেই। সেখানকার চিকিৎসকদের রুম গুলিও তালা বদ্ধ। বন্ধ রয়েছে টিকিট কাউন্টার। স্বাভাবিক সময়ে যেখানে ৩০০ হতে ৪০০ রোগীর ভিড় থাকতো, সেখানে করোনা প্রকোপের কারণে পুরোটাই রোগীশুণ্য। বর্তমানে গোটা হাসপাতালটিতে বিরাজ করছে ভুতুরে পরিবেশ। তবে নীচ তলায় জরুরী বিভাগে মাঝে মধ্যে কাটা ছেরা কিছু রোগী আসছেন যাদের ব্যান্ডেজ ও সেলাই না কররেই নয়। এই জরুরী বিভগে হাসপাতালের ষ্টাফ রা সেলাই ও ব্যান্ডেজ এর কাজ সম্পন্ন করছেন। দ্বিতীয় তলায় ওয়ার্ড গুলো ফাকা হয়ে আছে। তবে ২/৩ জন ডিউটি নার্সকে সেখানে অলস সময় পার করতে দেখা গেছে। এখানকার দায়িত্বরত এক নার্স বলেন, রোগী নেই তাই এখন বাসা থেকে আসি আর যাই। এক কথায় রোগীর সেবার সময়টুকু এখন আসবাব পাহাড়া দিচ্ছি। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আবুয়াল হাসানের কক্ষটিও তালাবদ্ধ অবস্থায় দেখাগেছে।

বরিশালে করোনা গুজব ছড়ানোর অভিযোগে ইমাম-শিক্ষকসহ আটক ৬

করোনা সম্পর্কে ভুল তথ্য দিয়ে মাইকিং ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ। তাদের মধ্যে দুই ইমাম এবং অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে এবং অপর তিনজনকে ফেসবুকে করোনা সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, আটকরা মানুষের মধ্যে করোনা সম্পর্কে নেতিবাচক খবর ছড়াচ্ছিলো। এ অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে কোয়ারেন্টিন শেষে ২০৪৩ জনকে ছাড়পত্র

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টিনে থাকা ২ হাজার ৪০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৪ দিন শেষে তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ না পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বরগুনা জেলায় হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে অধিকাংশেই বিদেশফেরত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২ হাজার ৯৩৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ২ হাজার ৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বরগুনা জেলায় হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে এ পর্যন্ত বিভাগে কোয়ারেন্টিন থেকে মোট ২ হাজার ৪৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল ও বরগুনা জেলায় কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি। বাকি ৪ জেলায় ৫০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং বিভাগের ৬ জেলায় মোটা ৩৪০ জনকে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা সন্দেহে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি করা হলেও এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এছাড়া শেবাচিম হাসপাতালে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এছাড়া বিভাগের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিন এসে পৌছেছে। যেটি স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানান বাসুদেব কুমার দাস।

বরিশালে পিসিআর মেশিনের কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ নির্দেশ দেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, খারাপভাবে কোনো কাজ হোক সেটা আমি চাই না, তবে ৮ ঘণ্টার জায়গায় যদি ১২ ঘণ্টা কাজ করে ৭ দিনের কাজ যদি মান বজায় রেখে ৫ দিনে করা সম্ভব হয় সেটা আমাদের জন্য ভালো। এজন্য তিনি হাসপাতালের পরিচালককে প্রকৌশল বিভাগ ও আইইডিসিআর এর সঙ্গে কথা বলতে বলেন। পাশাপাশি পিসিআর মেশিনের কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় সব মালামাল সঠিকভাবে রয়েছে কিনা তা বারবার চেক করার কথা বলেন, যাতে মেশিন স্থাপনের পর আর কোনকিছুর জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।

এসময় চিকিৎসক-সেবিকাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংখ্যক পিপিই সংগ্রহ করার জন্য হাসপাতাল পরিচালককে তাগিদ দেন তিনি। পাশাপাশি যেকোন সমস্যা-ঘাটতি ও সুবিধা-অসুবিধা যথাসময়ে জানানোর জন্য বলেন।

সভায় মন্ত্রী জেলা সিভিল সার্জনকে বরিশাল সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের বিষয়ে এবং করোনা ভাইরাস সংক্রমণরোধে আরো বেশি বেশি প্রচার করার জন্য বলেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেচবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রতিমন্ত্রী এসময় জেলা কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া ত্রাণ ও ১০ টাকা কেজি দরের চাল সাধারণ হতদরিদ্র ও দুস্থরা যাতে সঠিকভাবে পায় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

স্থগিত পহেলা বৈশাখের সব অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার আসন্ন পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করেছে।
বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এ চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ বা এ সময়ে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার ‘বৈসাবি’সহ) স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়ে বলেন, এবার পহেলা বৈশাখের প্রোগ্রাম হবে না। পরিস্থিতির কারণে আমাদের বড় বড় জমায়েত এড়িয়ে চলতে হবে।

সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৪ জন, মারা গেছেন ছয়জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

ভোলায় সাংবাঁদিক পেটানো চেয়ারম্যান পুত্র ছাত্রলীগ নেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি:
ভোলার  বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যানের ত্রানের চাউল চুরির প্রতিবান করায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় চেয়ারম্যান জসিম হায়দারের পুত্র ঢাবি ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। বোরহানউদ্দিন  থানার ওসি মো. এনামুল হক জানান, সাংবাদিক সাগর চৌধুরী মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় নাবিলকে প্রধান আসামি ও আরও ৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।

আহত সাগর চৌধুরী জানান, ‘বড় মানিকা ইউনিয়নের সরকারি নিবন্ধিত জেলেদের নামে বরাদ্দকৃত চাল ৪০ কেজি করে বিতরণের কথা থাকলেও ওই ইউনিয়নে দেয়া হয় সবোর্চ্চ ২০ কেজি করে। এ ঘটনা আমি বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো. বশির গাজীকে জানাই। এছাড়া রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে চাল অন্য স্থানে সরিয়ে নেয়ার সময় আমি ছবি তুলি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ছোট ছেলে মঙ্গলবার সকালে আমাকে ফোন করে জরুরি কথা বলার জন্য রাজমনি সিনেমা হলের সামনে আসতে বলে। আমি গেলেই সে আমার জামার কলার ধরে মারধর শুরু করে। আমি নাকি তার মোবাইল ফোন চুরি করার চেষ্টা করছি এটা বলে আরও মারধর করে। আমাকে মারধর করা অবস্থায় চোর বলে ফেসবুকে সে লাইভ করে। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। পরে আমার পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোলা সদর হাসপাতলে আমাকে ভর্তি করা হয়।

অসহায় মায়ের করুন আকুতি ও আমাদের চিকিৎসা সেবা

পাঠকের কথা :
ভাবিনি সব থাকা সত্ত্বেও পরিস্থিতির কাছে অসহায় হয়ে পরতে হবে।
দেশটা হুজুগে চলে সে জানতাম কিন্তু সচেতন মানুষ এত হুজুগে বিশ্বাসী তা বুঝতে পারলাম গতকাল যখন নিজ পরিবারের একজন এ্যালার্জীতে আক্রান্ত হয়।
আমি চাই না এই করোনা নামক ভাইরাসে এই সময় কোন স্বজন বা কারও পরিবারের কোনো সদস্য নূন্যতম অসুস্থ হোক।
বিশ্বাস করেন, এই দেশের কিছু মানুষ আপনাকে করোনা সন্দেহে ট্রিটমেন্ট তো দিবেই না বরং জোর করে আপনার মেন্টালিটি কে দুমরে মুচরে দিবে।
আমার সাবিদ (বড় আপুর ছেলে) তিনদিন আগে থেকে অসুস্থ। তাৎক্ষণিক দেখে বাসার সবাই ভাবলাম চিকেন পক্স হয়েছে।এরপর খুব জ্বর উঠল। দেশের এমন পরিস্থিতি এখন,টাকা আছে, সামর্থ আছে কিন্তু কোথাও তেমন ডাক্তার নেই,সমস্ত চেম্বার প্রায় বন্ধ।
অনেক খুঁজে ফেয়ার ক্লিনিকে এক শিশু বিশেষজ্ঞ (ডাক্তার রাসেল)ডাক্তার পেলাম।আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ই উনি বুঝতে পারল খাবারের কারনে এলার্জি হয়ে ইনফেকশন হয়েছে।
খুব দ্রুত কোথাও এডমিট করে চিকিৎসা শুরু করতে বললেন।কিন্তু বরিশালের এ টু জেড সব ক্লিনিক গুলো যাওয়া হলো কোথাও ভর্তি নিবে না।আমরা অসহায় হয়ে পড়লাম।ভাবছিলাম বোধহয় ওর চিকিৎসাটাই করাতে পারব না।এরপর ডাক্তার রাসেলের এর সুপারিশে গেলাম রাহাত আনোয়ার হসপিটালে😔।তাদের অনেক সিকিউরিটি শেষে রিসেপশন রুমে ঢুকতে পারলাম😔।সাবিদ বাচ্চা(৭ বছর) মানুষ,ও ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল।আমরা নিরুপায়ের মত বসে ছিলাম প্রায় ৪৫মিনিটের মত।কিন্তু রিসেপশনে দুজন মহিলা ছিলো তাদের ব্যবহারে আমরা বিষন্ন হয়ে পড়ছিলাম।তারা জোর করে বুঝাতে চাচ্ছিল আমরা করোনা রোগী নিয়ে এসেছি।আমরা পাগল হয়ে যাচ্ছি কিন্ত রিসেপশনে থাকা মহিলা প্রচন্ড তালবাহানা করতে লাগলো।তাদেরকে ডাক্তার রাসেলের প্রিসকিপশন দেখানোর পরও তারা আমলেই নিচ্ছে না।এরপর ডা. আনোয়ার আসলেন অনেক সময় পর।এত দুর্বব্যহার যে মনে হচ্ছিলো রাস্তায় পঁচে থাকা কোনো কুকুর ধরে নিয়ে এসেছি।আমরা ওনাদের কথায় ভেঙে পরছিলাম।আমার বোন খুব রিকুয়েষ্ট করছিল যেন ভর্তিটা নিয়ে ট্রিটমেন্টটা শুরু করে,আমার বাবা সে    যেন পারলে হাত জোর করে বলছিল,কিন্তু তাদের দুর্বব্যহার দেখে মনে হচ্ছিলো এই করোনার রুগী শেরে বাংলায় না নিয়ে তাদের এখানের পরিবেশ নষ্ট করতে কেনো এসেছি।তৎক্ষনাৎ শুধু একটা কথা মনে আসছিলো আজকে যদি আমাদের একটা ক্লিনিক থাকতো,আজকে যদি মামু খালুর জোর থাকতো,কোনো আত্মীয় মেয়র, এমপি থাকতো।কান্নায় ভেঙে পরছিলাম আমরা।রাত ১২ টা বাজে।আমরা ওকে নিয়ে নিয়ে পাগলের মত ঘুরছি।আমরা যখন চলে আসছিলাম শুনতে পাচ্ছিলাম ডা. আনোয়ার বলতেছিলেন যে, এরা যেখান থেকে যেখান থেকে এসেছে সেখানে দ্রুত ডিসেনফেকশন স্প্রে করুন।আরো দুটো ঘন্টা টোটাল লস করলাম।যেখানে ডাক্তার খুব দ্রুত চিকিৎসা ব্যবস্থা চালু করতে বলেছিলো।
দেখুন তারা যে সচেতনতা অবলম্বন করেছে সেটা খুব ভাল।কিন্তু তাদের এত বেশি সচেতনতার ফলে নরমাল রোগীকে তারা করোনার রুগী বানিয়ে অর্ধেকটা মেরে ফেলে এরপর বাকিটা মারে চিকিৎসা না দিয়ে।এরপর সবশেষে বাধ্য হয়ে শেরে বাংলায় নিয়ে গেলাম।রাত অনেক দেড়টা দুইটা। আল্লাহর রহমতে দ্রুত ভর্তি হলো,একটা ইনজেকশন দেয়ার পরই অনেকটা প্রায় ৭০% সুস্থ হয়ে  যায়।
তাই আমি প্রশাসন ও সরকারের কাছে  রিকুয়েষ্ট করি,যেন কোনো ক্লিনিক হসপিটালে নরমাল রোগীকে করোনা সন্দেহে বিনা চিকিৎসায় এভাবে পরে না থাকতে হয়, দয়া করে সেই ব্যবস্থা করুন।
আরেকটা রিকুয়েষ্ট সবার কাছে যেকদিন হোম কোয়ারান্টাইনে আছেন সেকদিন দয়া করে বাহিরের রেডিমেড প্যাকেটজাত খাবার খাওয়া বন্ধ করবেন,আর স্পেশাল স্পেশাল রেসিপি ট্রাই করা টা  অফ রাখবেন।বাসায় আট দশটাদিন যেভাবে খাবার খেতেন সেভাবে খাবার খান।আপনি সামান্য অসুস্থ হলে এদেশের মানুষ আপনাকে জোর করে করোনা রুগী বানিয়ে ছাড়বে।আপনি সামান্য অসুস্থ হলে আপনার অর্ধেক ক্ষতি করবে জোরপূর্বক করোনা রুগী বানিয়ে আর বাকি অর্ধেক ক্ষতি করবে চিকিৎসা না করে।
আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া আর কৃতজ্ঞতা জানাই ডা. রাসেলকে।যিনি নিঃস্বার্থ ভাবে চিকিৎসা করার পরও আজ সকালে কল করে বলেছেন আপনাদের জন্য আমি কিছুই করতে পারিনি।মহৎ মানুষটাকে জানাই কৃতজ্ঞতা।
আর দোআ করি সেসকল চিকিৎসককে যারা নিঃস্বার্থ ভাবে এসময় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।আল্লাহ পাক তাদের সুস্থ রাখুক এই ভালো কাজের উসিলায় আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস নছিব করুন।

আয়েশা শারমিন গৃহিনী, বরিশাল 

শ্রমজীবী অসহায় মানুষের মাঝে ‘বাঁধনের’ খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ

ক্যাম্পাস প্রতিনিধি:
করোনা  ভাইরাস ( COVID-19) এর প্রাদুর্ভাবজনিত লক-ডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী পরিবারকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী চাল-ডাল-লবন-তেল-পিয়াজ-সাবান পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন”।
বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এবং বাঁধন, ফাউন্ডেশনের উদ্যোগে বাঁধন, শরীয়তপুর সরকারি কলেজ ইউনিট’র সহযোগিতায় প্রাথমিকভাবে শরীয়তপুর সদর উপজেলায় ৫৫টি পরিবারের প্রত্যেকটিকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১কেজি তেল, ১কেজি পিয়াজ, ১কেজি লবণ, ১টি লাইফবয় সাবান, ১টি হুইল সাবান বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও শরিয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ  উপস্থিত ছিলেন। আগামীকাল নড়িয়া উপজেলায় আরও ১০০টি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে।
উক্ত খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ’র কার্যক্রমে সময়, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতার জন্য সকলকে বিশেষ ধন্যবাদ জানান বাঁধন পরিবার।

বিএম একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ  উপজেলার  কলসকাঠী বি এম একাডেমী প্রাঙ্গণে  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে লকডাউনে কর্মহীন ১৩০ ‌টি অসচ্ছল পরিবারের পা‌শে দাড়া‌লো কলসকাঠী বিএম একা‌ডেমীর প্রাক্তন ছাত্ররা। এসময়  প্র‌তি‌টি প‌রিবা‌রের হা‌তে চাল, পিয়াজ, ডাল, তৈল, আলু এবং সাবান তুলে দেয়া হ‌য়।

এ ছাড়াও ১০০ স্বচ্ছল প‌রিবা‌রে মা‌টির পাত্র দেয়া হয়, তা‌তে প্র‌তি‌দিন এক মু‌ঠোচাল সংগ্রহ করার জন্য। এভা‌বে সংগৃহিত চাল লকডাউনে কর্মহীন‌দের মা‌ঝে পরব‌র্তি‌তে বিতরণ করা হ‌বে।সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ব্যাক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে কর্মহীন এ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ এর প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি)   মোঃ তরিকুল ইসলাম।

এ সময়  আরো উপস্থিত ছিলেন বি এম একাডেমির সভাপতি মো রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম তালুকদার ও বি.এম একাডেমির প্রধান শিক্ষক স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বাকেরগঞ্জের কবাইতে ১০০ মানুষের মধ্যে ত্রান বিতরন

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ইউনিয়নের ৯ টি গরীব ও কর্মহীন ১০০ মানুষকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বরাদ্দ বিশেষ ত্রাণ বিতরন করা হয়েছে।  আজ সকাল ১০ টায় ইউপি ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি)তরিকুল ইসলামের উপস্হিতিতে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল হক তালুকদার ত্রাণ বিতরন করেন। এসময় প্যানেল চেয়ারম্যান আরাফাত ইসলাম ফিরোজ সহ সকল ইউপি সদস্য ও স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।করোনা ভাইরাস কোভিড- ১৯এর কারনে গত ২৪ মার্চ থেকে সারাদেশে লক ডাউন চলার কারনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গরীব কর্মহীন, বিধবা, প্রতিবন্ধী এরকম এক হাজার মানুষকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল বিতরন করা হয়। চেয়ারম্যান জানান জেলা প্রশাসকের নির্দেশ কর্মহীন, বিধবা, প্রতিবন্ধী, দৈনিক মজুর, জেলে, কামার, তাঁতী, চায়ের দোকানদার, রিক্সা, ভ্যান চালক, ভিক্ষুক, ভবঘুরে মানুষের তালিকা করা হচ্ছে। দ্রুত তাদের মধ্যে ত্রাণ বিতরন করা হবে।