বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উৎযাপনকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগ এবং জন-ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে শুরু হয়েছে “Bangabandhu, His Times and Legacy: Society, Economy and State Formation in Retrospect” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স।

গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কমপ্লেক্সে কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ সেক্টর কমান্ডার’স ফোরামের মহাসচিব মুক্তিযোদ্ধা হারুন হাবিব।

উদ্বোধনী বক্তব্যে হারুন হাবিব বলেন, কিছু নাম থাকে অবিনশ্বর। যাঁদের কাজ অস্বীকার করার উপায় নেই। তেমনই একটি নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। মুজিববর্ষ উৎযাপনের প্রাক্কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগ এবং জন-ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কনফারেন্সে আমরা বঙ্গবন্ধুকে যেমন জানব, ঠিক তেমনই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক ভবনা, শিক্ষাভাবনা, গণমাধ্যম ভাবনা সম্পর্কেও অবগত হব।

এসব বিষয়ে সঠিক ও বস্তনিষ্ঠ চর্চা না থাকলে বঙ্গবন্ধুর আদর্শকে চিন্তা, চেতনা ও মননে ধারণ করা সম্ভব নয়। আজকের এই আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে সীমিত পরিসরে হলেও বঙ্গবন্ধু ও তাঁর দর্শন সম্পর্কে সঠিকভাবে জানার সুযোগ থাকবে। যা আমাদের বঙ্গবন্ধুর জীবনাদর্শকে সঠিকভাবে ধারণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সাহায্য করবে।

কনফারেন্সে বাংলাদেশ, ভারত, কানাডা ও সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন’শ এর অধিক খ্যাতনামা অধ্যাপক, শিক্ষক, ইতিহাসবিদ, গবেষক, সাংবাদিক ও ডেলিগেটরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিভিন্ন সেশনে মোট ৭৫টি পেপার উপস্থাপন করা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ সেক্টর কমান্ডার’স ফোরামের মহাসচিব মুক্তিযোদ্ধা হারুন হাবিব, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জন-ইতিহাস চর্চা কেন্দ্রের প্রেসিডেন্ট প্রফেসর ড. মেজবাহ কামাল, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড.স্বপন কুমার বালা, কানাডার ম্যাগগিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত বসু, সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির ড. ইসা দেবী, জন-ইতিহাস চর্চা কেন্দ্রের তপন মাহামুদ লিমনসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এই কনফারেন্সের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আন্তর্জাতিক এ কনফারেন্সের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল বাতেন চৌধুরী।

দিল্লীতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
ভারতের দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বরিশালে ওলামা মাশায়েখ পরিষদের উদোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমায় নগরীর গীর্জামহল্লা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাকলীর মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। বরিশাল ওলামা মাশায়েখ পরিষদের আহবায়ক মাওলানা ইউসুফ গাজি সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিশ্ববাসীকে সোচ্চার হয়ে জালিমের কণ্ঠ রোধ করতে হবে। তারা নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে তাকে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করেন।

বরিশালে ৫০ মন জাটকা জব্দ

কালাবদর নদী থেকে ৫০ মন জাটকা জব্দ করেছে কোষ্টগার্ডের সদস্যরা। আজ শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের বরিশাল স্টেশনের সদস্যরা কালাবদর নদীতে অভিযান চালায়।

এসময় বিভিন্ন নৌযান থেকে ৫০ মন জাটকা জব্দ করা হয়। তবে জাটকা পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি

বিএম কলেজে ‘ডিজিটাল ব্যাংকিং মেলা’ উদ্বোধন করবেন মেয়র সাদিক আবদুল্লাহ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের উদ্যোগে ২৯ ফেব্রুয়ারি শনিবার বিএম কলেজের বাস্কেটবল মাঠে দিনব্যাপী ‘ডিজিটাল ব্যাংকিং মেলা’র আয়োজন করা হয়েছে।

ব্যাংকের গ্রাহক ও ব্যাংকিং সেবা গ্রহণকারীদের ডিজিটাল প্রডাক্ট’স সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মেলা আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের ২৫ টি শাখা সহ আরও তিনটি ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড অংশগ্রহণ করবে।

মেলা মাঠে ১০-১২ টি স্টল থাকবে এবং ডিজিটাল মেলাকে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করার জন্য বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং সেবা সংশ্লিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান (জারি, সারি, গম্ভিরা, গান, নাটিকা, কৌতুক) ও সন্ধ্যা ৭ টায় নির্বাচিত গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মোদিকে রুখতে রাজধানীতে ইসলামী ৬ দলের বিক্ষোভ

মুজিববর্ষে মোদিকে জানানো আমন্ত্রণ বাতিল চেয়ে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছে দেশের ছয়টি ইসলামপন্থী দলের নেতাকর্মীরা।একই সঙ্গে তারা ভারতের দিল্লির সহিংসতার ঘটনারও প্রতিবাদ জানাচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ এবং ইসলামী ঐক্য আন্দোলনের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মুসল্লী সমবেত হয়ে মুজিববর্ষে মোদিকে আমন্ত্রণ বাতিল চেয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা  ‘সাম্প্রদায়িক মোদি’, ‘জঙ্গি মোদি’, ‘হিন্দুত্ববাদী মোদি’ বলে স্লোগান দেন। সেই সঙ্গে মুজিববর্ষে মোদি বাংলাদেশে আসলে গোটা জাতির অপমান হবে বলে উল্লেখ করেন।

এই আন্দোলনের নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হোসাইন কাসিমী।

জুমার নামাজের আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বায়তুল মোকাররম মসজিদ ও আশেপাশের নিরাপত্তা জোরদার করেন। তবে বিক্ষোভে পুলিশ বাধা দেয়নি।

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপের ফাইনালে বরিশাল-চট্টগ্রাম

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপের ফাইনালে উঠেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। প্রথম সেমিফাইনালে ময়মনসিংহকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় চট্টগ্রাম। আর দিনের দ্বিতীয় সেমিতে খুলনা বিভাগকে ২-০ গোলে হারিয়েছে বরিশাল বিভাগ।

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দুপুরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ। শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে দু’দল। কিন্তু ম্যাচ জুড়ে কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউই। অবশেষে, খেলা গড়ায় টাইব্রেকে।

সেখানে, ৪-৩ গোলে ময়মনসিংহকে হারায় চট্টলা। দিনের দ্বিতীয় সেমিতে বরিশালের মুখোমুখি হয় খুলনা বিভাগ। ম্যাচে প্রথম থেকেই আধিপত্য দেখায় বরিশাল। মাঝ মাঠ দখলে নিয়ে আক্রমণের পশরা সাজায় তারা। কিন্তু, খুলনার গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিলোনা তারা।

অবশেষে প্রথমার্ধের শেষ দিকে এসে পেনাল্টি পায় বরিশাল বিভাগ। এগিয়ে যায় তারা। বিরতি থেকে ফিরে নিজেদের গুছিয়ে নেয় খুলনা।

পালটা আক্রমণে উঠে তারা। তবে, স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি তারা। উলটো শেষদিকে এসে আরও এক গোল করে বসে বরিশাল। পরে আর গোল না হলে, ২-০ র জয় নিয়ে ফাইনালে উঠে যায় তারা। ২৯ তারিখ একই স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ। আর, বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে ঢাকার প্রতিপক্ষ খুলনা।

চরমোনাই ময়দানে সর্ববৃহৎ জুমার নামাজ

চরমোনাই মাহফিলের ইতিহাসে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী গণজমায়েত চরমোনাই মাহফিলের তৃতীয় দিন লক্ষ লক্ষ মুসল্লির সম্মিলনে আজ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

চরমোনাই মাহফিলে এতো বিশাল পরিসরে এটা ই প্রথম জুমার জামাত বলে জানা গেছে। এবারের মাহফিলে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে মুসল্লিদের সমাগম হয়েছে। জানা যায়, প্রতি বছর চারটি মাঠে মুসল্লিদের নিয়ে সমাবেশ হতো। বাড়ানো হয়েছে পাঁচ নাম্বার মাঠ।

আজকের জুমার গুরুত্বপূর্ণ বয়ান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মু. ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ফজরের নামাজে একইসাথে পাঁচটি মাঠে জামাতের সংযোগ (ইত্তিসাল) এর মধ্য দিয়ে জুমার নামাজ অনুষ্ঠি হয়। ফলে জুমার জামাতে কীর্তনখোলা নদী তীরবর্তী রাস্তা থেকে একইসাথে পাঁচটি মাঠে জুমার জামাতে শরীক হয়। পাচটি মাঠ পূর্ণ হয়ে পাশ্ববর্তী বাড়িঘর, রাস্তাঘাট লোকে লোকারণ্য হতে দেখা গেছে।

বৃহত্তম এ জামাতে শরিক হতে পাশ্ববর্তী এলাকা থেকে মুসল্লিদের ঢল নেমেছিল। ঘাটে লঞ্চ ভেড়ানোর জায়গা না থাকায় ছোট ছোট যন্ত্রচালিত নৌকায় মুসল্লিরা মাঠে এসেছেন।

চরমোনাই মাহফিল ময়দানে আজকের জুমার গুরুত্বপূর্ণ বয়ান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মু. ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এবং ইমামতী করেন চরমোনাই কামিল মাদ্রাসা প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্ আল মাদানী।

নামাজে বরিশালের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

বরিশালে মোদিকে প্রতিহত করার ঘোষনা

শামীম আহমেদ ॥ শান্তির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়ীক দাঙ্গাবাজ খুনি মোদিকে মুজিব বর্ষে এদেশের মাটিতে এনে মুজিব বর্ষকে কলংকিত না করার আহবান জানিয়ে বক্তারা বলেন এই সাম্প্রদায়ীক খুনি দঙ্গাবাজ বাংলার মাটিতে পা রাখিলে আজকের অসাম্প্রদায়ীক বাংলাদেশকে সাম্প্রদায়ীকের দিকে ঠেলে দেওয়ার আশংকা সৃষ্টি করছে সরকার।

 

বক্তরা এসময় বলেন দাঙ্গাবাজ সাম্প্রদায়ীক ধর্ম ব্যবসায়ী মোদিকে মুজিব বর্ষে আনা হলে মোদিকে বর্জন সহ সকল অসাম্প্রদায়ীক শক্তিকে সাথে নিয়ে প্রতিহত করার হুমকি দিয়েছেন বাসদ নেতৃবৃন্ধ।

 

আজ শুক্রবার (২৮ই) ফেব্রয়ারী সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে ভারতের দিল্লিতে বিজিপির সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষার দাবীতে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা।

 

বাসদ বরিশাল জেলা শাখা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা হিন্দু-বৌদ্দ-খ্রীস্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক এ্যাড. হিরন কুমার দাস মিঠু,সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাস,মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,শ্রমীকফ্রন্টের মহানগর সভাপতি বাবুল তালুকদার, দুলাল মল্লিক,শহিদুল ইসলাম,বরিশাল বিএম কলেজ শিক্ষাথী বাসদ সংগঠক আব্দুল্লা- আল- মাসুদ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম,শোয়েব,লামিয়া,ও সায়মন প্রমুখ।

 

এর পূর্বে বাসদ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ সহ সদস্যরা নগরীতে বিভিন্ন প্লেকার্ড,ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

চরমোনাই মাহফিল থেকে বৃদ্ধ নিখোঁজ

বরিশালের চরমোনাই মাহফিল থেকে সুলতান মোল্লা ওরফে সুরত আলী নামের ৭৭ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।

তিনি গত ২৫ ফেব্রুয়ারি চরমোনাই মাহফিলে ৪নং মাঠের ১৫২১নং খুটি প্রান্ত থেকে নিখোঁজ হন। সুলতান মোল্লা ওরফে সুরত আলী নড়াইল জেলার সদর উপজেলার সিংগাশোলপুরের সিংগা গ্রামের মৃত সাদেক মোল্লার ছেলে। সুলতান মোল্লার উচ্চতা ৫ফুট ২ইঞ্চি, মুখম-ল মাঝারি লম্বা, গায়ের রং কালো, চুল ও দাড়ি সাদা, পরনে ছিলো লুঙ্গি ও গোলহাতার গেঞ্জি।

এ ব্যাপারে তার ছেলে মোঃ সোহেল মোল্লা ২৭ ফেব্রয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ সুলতান মোল্লা ওরফে সুরত আলীর সন্ধান পেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ছেলে সোহেল মোল্লা।

আমিষ নাকি নিরামিষ ডিম

লাইফস্টাইল ডেস্ক:

ডিম স্বাস্থ্যের জন্য কতটা উপকারি তা আমরা সবাই জানি। কিন্তু ডিম আমিষ না নিরামিষ-এই বিতর্কের কারণে আমিষ ভেবে অনেকে ডিম খাওয়া থেকে বিরত থাকেন। কারণ, ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পাল্টা যুক্তিও রয়েছে।

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, ডিমের ৩টি অংশ থাকে। ডিমের খোসা, কুসুম ও সাদা অংশ। ডিমের সাদা অংশ শুধু প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন, কোলেস্টেরল ও ফ্যাট। বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা অনিষিক্ত। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না। অর্থাৎ এই ডিম খেলে জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।
এছাড়া পুষ্টিবিদদের মতে, আমিষ বা নিরামিষ না ভেবে নিয়মিত একটি করে ডিম খাওয়া জরুরি। কারণ এতে শরীর সুস্থ ও রোগমুক্ত থাকতে সহায়তা করে।