বরিশালে পাগলিটা মা হয়েছে বাবা হয়নি কেউ

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী সন্তান প্রসব করেছে। বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালে ডাক্তার-নার্সদের তত্ত্বাবধানে পাগলীর কন্যা সন্তানের জন্ম হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইয়েদুর রহমান জানান বুধবার সকালে কে বা কাহারা সন্তান সম্ভবা এক পাগলীকে হাসপাতালের বারান্দায় রেখে যায়।

বিষয়টি হাসপাতালের নার্স ও স্টাফদের নজরে আসলে তারা অজ্ঞাত পরিচয় লিখে পাগলীকে হাসপাতালে ভর্তি করে। পরে সকাল ১০টার দিকে হাসপাতালের কেবিনে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর পাগলী ও সদ্যজাত সন্তান সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু পাগলী কিছু বলতে পারাতো দূরের কথা সে নিজেই জানে না যে তার সন্তানের জন্ম হয়েছে। সন্তানটি বর্তমানে হাসপাতালের নার্স হামিদা বেগমের তত্ত্বাবধানে রয়েছে।

বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবহিত করা হয়েছে। সংবাদ পেয়ে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস ও মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা হাসপাতালে পাগলীকে দেখতে যান। উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার জানান আগৈলঝাড়া উপজেলার বেবি হোমের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

থানা পুলিশের মাধ্যমে ২/১ দিনের মধ্যেই কন্যা সন্তানটিকে বেবি হোমে প্রেরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস জানান পাগলীর সন্তানটিকে কেউ দত্তক নিতে চাইলে বেবি হোমে হস্তান্তরের পর আদালতের মাধ্যমে দত্তক নিতে পারবেন।

মুজিববর্ষ: বাউফলে আ’লীগের আলোচনা সভা

বাউফল:
পটুয়াখালীর বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করছেন কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে

সামিন প্রাথমিকের বৃত্তি লাভ করেছে

 

নিজস্ব প্রতিবেদক: খন্দকার সামিন নূর এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (২০১৯) সাধারন বৃত্তি লাভ করেছে। সে বরিশাল নগরীর ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করেছে। তার এই কৃতিত্বের জন্যে সে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, তার বিচ্ছুরন শ্যাডো এডুকেশন এর সকল শিক্ষক এর প্রতি কৃতজ্ঞ। খন্দকার সামিন নূর বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)’র সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক স্বপন খন্দকার এর পুত্র। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না -আ.স.ম ফিরোজ (এমপি)

এম.এ হান্নান, বাউফল:
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ থাকতো না। সেই মহান নেতাকে নির্মম ভাবে হত্যা করা হলো। আমরা তাঁর জানাজাও ঠিকভাবে দিতে পারিনি। তাঁর গোসল হয়েছে ৫৭০ সাবানে আর ক্রানের কাপড় দেওয়া হয়েছে কাফনে। ৭৫’এ আমরা তাঁকে তাঁর সম্মান দিতে পারিনি।

বাউফলের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষ্যে বুধবার সকাল ১০টার দিকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন- সাবেক চীফ হুইপ ও অত্র কলেজের গভার্নিবডির সভাপতি আ.স.ম ফিরোজ (এমপি)।

তিনি বলেন, ৭৫’এ যেহেতু জনকে সম্মান দিতে পারি নাই, তাই তাঁর জন্ম শতবর্ষে যেনো তাকে সম্মানের সাথে স্মরণ করি। তিনি আরো বলেন- ১শ’তম জন্ম বার্ষিকীতে ১শ’টি প্রোগ্রাম বাউফলে পালন করা হবে।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশষে অতিথি ছিলেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ।

ফসলি জমির মাটি ইটভাটিতে, বিপর্যয়ের মুখে কৃষি উৎপাদন

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার ফসলি জমির উর্বর মাটি ইটভাটির গ্রাসে। কৃষকরা ইটভাটির মালিকদের প্রলোভনে পরে দেদারসে বিক্রি করছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি। এতে হুমকিতে ফসলি জমির আবাদ । কৃষিবিদরা বলেছেন, এভাবে মাটি কাটায় ফসলি জমির উর্বরতা হারাচ্ছে। দ্রুত মাটি কাটা বন্ধ না হলে কৃষি উৎপাদন বড় ধরনের বিপর্যয়ের মুখে পরবে।
আমতলী উপজেলার আমতলী সদর, হলদিয়া, চাওড়া, কুকুয়া, গুলিশাখালী, আঠারগাছিয়া ইউনিয়নে ঝিকঝ্যাঁক এবং ড্রাম চিমনি পদ্ধতির ২০টি ইটভাটি রয়েছে। এর মধ্যে ১১ টি ঝিকঝ্যাক এবং ৯ টি ড্রাম চিমনি। এ ইটভাটি গুলোতে বছরে কয়েক কোটি ইট পোড়ানো হয়। ইট পোড়ানোর জন্য প্রয়োজনীয় মাটি ভাটির মালিকরা ফসলি জমি কেটে নিচ্ছে। আবার অনেকে ইটভাটিতে মাটি বিক্রির জন্য কৃষি জমি কেটে পুকুর খনন করেছে। এর ফলে হাজার হাজার একর কৃষি জমির উর্বরতা হারাচ্ছে। ফসলি জমির মালিকরা না বুঝে ইটভাটির মালিকদের প্রলোভনে পড়ে দেদারসে মাটি বিক্রি করছে। কৃষকরা না বুঝে ফসলি জমির এক হাজার মাটি এক হাজার টাকায় বিক্রি করছে। ইট মালিকরা ওই মাটি অবৈধ ভেকু মেশিন দিয়ে অনেক গভীর করে নিয়ে যাচ্ছেন। আবার অনেক কৃষক ঘের করার নামে ভাটির মালিকদের মাটি দিয়ে দিচ্ছেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন-২০১৩, মাটির ব্যবহার হ্রাসকরন নিয়ন্ত্রন আইনে উল্লেখ আছে, ইট প্রস্তুতের জন্য ইটভাটির মালিকরা কৃষি জমি, পাহাড় বা টিলা থেকে মাটি কাটিয়া বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করিতে পারিবে না। যদি কোন ব্যক্তি ৫ এ উপধারা (১) এ বিধান লঙ্ঘণ করে ইটভাটি প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি বা পাহার বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করেন তা হলে তিনি অনধিক ২ (দুই) বছরের কারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
ইটভাটির মালিকরা এ আইনের তোয়াক্কা না করে ফসলি জমি (কৃষি) থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটির কাঁচামাল হিসেবে ব্যবহার করছে।
মঙ্গলবার আমতলী উপজেলার রায়বালা, ফকিরবাড়ী, বান্দ্রা, ছোট নীলগঞ্জ, খলিয়ান, ঘটখালী, কালিবাড়ী, হলদিয়া, তালুকদার বাজার, চাউলা, সোনাখালী ও বাদুরা সরেজমিনে ঘুরে দেখাগেছে, ভেকু মেশিন দিয়ে মাটি কেটে অবৈধ ট্রলি গাড়ী বোঝাই করে শ্রমিকরা দেদারসে মাটি কেটে বিভিন্ন ইট ভাটিতে নিয়ে যাচ্ছে।
চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম ও শহীদুল ইসলাম বলেন, জমি কেটে ইট ভাটিতে নিয়ে যাচ্ছে। এতে ফসলি জমির অনেক ক্ষতি হচ্ছে।
আড়পাঙ্গাশিয়া গ্রামের গাড়ী কৃষক আবদুল আজিজ গাজী (৮০) জানান “ মোগো এলাকায় অনেক মানু হ্যাগো জমির মাটি বেইচ্ছা হালাইছে, কেউ সরল জমি কাইট্টা পুহোইর হরছে, মুই জমি’র মাডি কাইটা সর্বনাশ করুমু না”।
আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটিতে নিয়ে যাচ্ছে। এতে জমির ব্যপক ক্ষতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানাই।
আমতলী কৃষি অফিসের কৃষিবিধ বিধান চন্দ্র বলেন, মাটির ৬ ইঞ্চি উপরিভাগে উর্বরতার বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে। এ মাটি কাটা হলে ফসলি জমি উর্বরতা হারাবে।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিম রেজাউল করিম বলেন,কৃষি জমি’র উপরিভাগের মাটি কেটে নিলে মাটি রাসায়নিক উপাদান থাকে না। এতে যেমন জমির উর্বরতা হারাচ্ছে, তেমনি ফসল আবাদ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ফসলি জমি কেটে নেয়া ফসল উৎপাদনের জন্য হুমকি কিন্তু জমির মালিকরা না বুঝে জমি বিক্রি করছে। ফসলি জমি রক্ষায় মোবাইল কোর্টের মাধ্যমে ইটভাটির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধি:
আমতলী প্রেসক্লাবের নবগঠিত কমিটির এক অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আমতলী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজলা আওয়ামীলীগের স¤পাদক মো. মতিয়ার রহমান,

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট সঞ্জিব দাস, স¤পাদক আবু জাফর ছালেহ, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, জেলা পরিষদের সদস্য এ্যাড. আরিফ,সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন আকন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার। সভা সঞ্চালনা করেন

স¤পাদক সৈয়দ নূহু উল আলম নবীন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মহসীন, সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দিন, আমতলী সাংবাদিক ইউনিয়নের স¤পাদক মো. জয়নুল আবেদীন, আমতলী এমইউ বালক মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দি, আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির, শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমানসহ বিভন্ন রাজনেতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, আমতলী পৌরসভার

ঝালকাঠি পৌর কাউন্সিলর হাফিজকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর হাফিজ আল মাহমুদ’কে সংবর্ধনা দিলো ২নং ওয়ার্ডের পুর্বচাঁদকাঠি এলাকার যুব সমাজ। মঙ্গলবার রাতে ব্রাকমোড় এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন জনপ্রিয় পৌর কাউন্সির হাফিজ। ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব মো. মনির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মতিয়ার রহমান (মতি) সাবেক পৌর কমিশনার মো. মোফাজ্জেল হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আঃ কাদের খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাজাহান হাওলাদার, এবং মো. শহিদুল ইসলাম গাজী। কাউন্সিলর হাফিজ ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ফুল ও সম্মাননা স্বারক হিসেবে নৌকা প্রতীক উপহার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আ’লীগ নেতা কাউন্সিলর হাফিজ বলেন, ‘ওয়ার্ডবাসীরা বিপদে আপদে আমাকে পাশে পাওয়ার আশায় ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছিল আর তাই আমি আমার শত্রুর বিপদেও সবার আগে ছুটে যাই। ঝালকাঠি পৌর এলাকার নয়টি ওয়ার্ডের মধ্যে আমার ২নং ওয়ার্ড নাগরীক সেবা এবং উন্নয়ন কাজের দিক থেকে এগিয়ে আছে। পৌর মেয়র আমাকে ¯েœহ করেন বিধায় আমি আমার এলাকার উন্নয়ন কাজ অন্য ওয়ার্ডের তুলনায় একটু বেশিই করতে পারি। বয়সে কনিষ্ঠ হওয়ার পরেও আমাকে সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি জননতো আমির হোসের আমু এমপি মহোদয়ের প্রতি চির কৃতজ্ঞ’। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক ছাত্রলীগ নেতা রিপন তালুকদার, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. ফারুক হোসেন, যুবলীগ নেতা খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স, শহর ছাত্রলীগ সভাপতি মো. যুবায়ের হোসেন, ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরীন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেহাগ গাজী। অনুষ্ঠান আয়োজদের মধ্যে যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম ( জুয়েল), মো. সোহাগ সরদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. আঃ কুদ্দুস, মো. রাজু, খোকন গাজী, রুম্মান গাজী উপস্থিত ছিলেন।

সালমান-শাবনূরের বিয়ে দিতে চেয়েছিল দুই পরিবার

সালমান শাহের সঙ্গে শাবনূরকে বিয়ে দিতে খুবই আগ্রহী ছিল তাদের দুই পরিবার বলে জানিয়েছেন সামিরা হক।

জবানবন্দিতে তিনি বলেন, শাবনূর আমাদের বাসায় প্রায়ই আসত। আমি তা পছন্দ করতাম না। ইমন (সালমান শাহ) একবার শাবনূরকে নিয়ে কক্সবাজারে শুটিংয়ে যায়। সেখানে হোটেল উপলের একটি রুমে ইমনকে আটকে রেখেছিল শাবনূর। কৌশলে বেরিয়ে এসে ইমন আমাকে বিষয়টি জানায়।

পুলিশের তদন্ত সংস্থা পিবিআইকে ১৬১ ধারা ও আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তিনি বলেন, শাবনূরের মা ও আমার শাশুড়ি ইমনের সঙ্গে শাবনূরের বিয়ে দেয়ার ব্যাপারে খুবই আগ্রহী ছিল।

সালমানের মৃত্যুর ঘটনায় সংশ্নিষ্ট অন্যদের দেয়া সাক্ষ্যে সামিরার দেয়া তথ্যের বেশিরভাগের সত্যতা পাওয়া যায় বলে জানান তদন্তে যুক্ত কর্মকর্তারা।

চিত্রনায়িকা শাবনূর বলেছেন, প্রয়াত সালমান শাহ ছিলেন শুধুই আমার নায়ক, সহশিল্পী এবং বন্ধু। এর বাইরে কোনো সম্পর্ক ছিল না। তারপরও যদি কেউ এ সম্পর্কে নতুন করে কিছু বলে, সেটা শুনতে বিশ্রী লাগে।

পিআইবির প্রতিবেদনে উঠে এসেছে সালমানের আত্মহত্যার পেছনে পাঁচটি কারণের মধ্যে একটি হল- শাবনূরের সঙ্গে সালমান শাহর অতিরিক্ত ঘনিষ্ঠতা।

এর প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার সিডনি থেকে বাংলাদেশি গণমাধ্যমকে শাবনূর বলেন, আমাকে জড়িয়ে এমন কথা কেন বলা হচ্ছে, তা আমি জানি না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সালমানের সঙ্গে পরিচয়পর্বের বর্ণনায় সামিরা জানান, ১৯৯০ সালে চট্টগ্রামের একটি ফ্যাশন শো-তে সালমানের খালার মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর সাত দিন সেখানেই থাকেন সালমান। তিনি প্রায়ই সামিরার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। ল্যান্ডফোনে কল দিতেন। সামিরার ভাষ্যে বিষয়টি এমন- সে আমাকে বিয়ে করতে চায়। আমাকে ছাড়া বাঁচবে না। আমাকে না পেলে আত্মহত্যা করবে ইত্যাদি বলে রক্ত দিয়ে চিঠি লিখত।

১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে আমার সঙ্গে কথা বলা নিয়ে ইমনের মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর সে তার বাসায় ৯০টি ইনোকটিন ট্যাবলেট খেয়ে মরতে চেয়েছিল।… ১৯৯২ সালের নভেম্বর মাসে কেয়ামত থেকে কেয়ামত ছবির শুটিংয়ের সময় মায়ের সঙ্গে ইমনের কথা কাটাকাটি হয়।

ওই সময় সে স্যাভলন খেলে তাকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে ওয়াশ করানো হয়েছিল। ১৯৯২ সালের ২০ ডিসেম্বর ইমনের সঙ্গে আমার বিয়ে হয়।

এদিকে আত্মহত্যাই করেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার যে অভিযোগ করা হয়েছিল, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এমনটাই জানিয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ আর স্ত্রী সামিরার কারণে মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে দূরে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নেন বলে তাদের মনে হয়েছে।

তবে পিবিআই’র তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই প্রতিবেদন মনগড়া ও ভিত্তিহীন। আমি এই রিপোর্ট মানি না মানব না।’

বাংলাদেশের চলচ্চিত্রে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মধ্যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ উদ্ধার করা হয়।

তখন ঘটনাটিকে আত্মহত্যা ধরে সে সময় অপমৃত্যু মামলা হয়। তাতে আপত্তি জানায় সালমান শাহর পরিবার। ১৯৯৭ সালে সিআইডির তদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হয়। এরপর ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়।

এর প্রায় ১২ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতেও সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিশন আবেদন করেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক ইমরুল কায়েস তা মঞ্জুর করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, তদন্তের দায়িত্ব নেয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে সালমানের তখনকার স্ত্রী সামিরাসহ ৪৪ জনকে। তাদের মধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ১০ জন। তদন্তের ভিত্তিতে মামলার ৬০০ পৃষ্ঠার ডকেট তৈরি করেছে পিবিআই। আজ আদালতে জমা দেয়া হবে এই তদন্ত প্রতিবেদন। আগের দুই দফা ময়নাতদন্তে সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে, তদন্তকালে সবার সাক্ষ্য বিবেচনা করে পিবিআই সিদ্ধান্তে পৌঁছেছে। তাকে হত্যার কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।

সালমান শাহর মৃত্যুর এক বছর পর ১৯৯৭ সালের ২৪ জুলাই তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান। এরপর অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে আদালত সিআইডিকে নির্দেশ দেন।

১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানায়, তারা আত্মহত্যার আলামতই পেয়েছে। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন রিভিশন মামলা করেন। ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। এরপর প্রায় ১২ বছর মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল।

এর মধ্যে কমরউদ্দিন মারা গেলে মামলাটি চালিয়ে যান সালমান শাহর মা নীলা চৌধুরী। যিনি এখন যুক্তরাজ্যে রয়েছেন। ২০১৪ সালের ৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম ইমদাদুল হক।

তাতে অপমৃত্যুর কথাই উল্লেখ করা হয়। নীলা চৌধুরী বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন। তিনি ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে ওই প্রতিবেদনের বিষয়ে ‘নারাজি আবেদন’ দাখিল করেন।

তখন হত্যাকাণ্ডের আসামি হিসেবে সালমানের স্ত্রী সামিরা, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, রুবি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগমের নাম উল্লেখ করেন নীলা চৌধুরী।

আদালত নারাজি আবেদনটি মঞ্জুর করে র‌্যাবকে দিয়ে তদন্তের নির্দেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন করলে তা বাতিল হয়। এরপর পিবিআইকে দেয়া হয় তদন্তভার।

পিবিআই এ মামলার তদন্ত করতে গিয়ে সালমান শাহর মা বর্তমান বাদী নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে। সাক্ষী হিসেবে হুমায়ুন কবির, আবদুস সালাম, দেলোয়ার হোসেন শিকদার, আবদুল খালেক হাওলাদার, বাদল খন্দকার (চলচ্চিত্র পরিচালক), শাহ আলম কিরণ (চলচ্চিত্র পরিচালক), মুশফিকুর রহমান গুলজার (চলচ্চিত্র পরিচালক), এসএম আলোক সিকদার ও হারুন আর রশিদকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

এরই মধ্যে সালমান শাহর যুক্তরাষ্ট্র প্রবাসী ‘বিউটিশিয়ান’ রাবেয়া সুলতানা রুবি ২০১৭ সালে ফেসবুকে এক ভিডিওতে বলেন, আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সালমান শাহ এবং তা করিয়েছিল তারই স্ত্রী সামিরা হকের পরিবার।

এ নিয়ে তুমুল আলোচনা শুরুর পর আবার নিজের ওই বক্তব্য অস্বীকার করেছিলেন এই নারী। তবে সালমান শাহর পরিবার হত্যার অভিযোগ নিয়ে বরাবরই অনঢ় ছিল।

প্রসঙ্গত, রুপালি পর্দার সালমান শাহর আনুষ্ঠানিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সিলেটের জকিগঞ্জে নানাবাড়িতে ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তার জন্ম।

আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ড. মালেকা সায়েন্স ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন করা ইমন ১৯৯২ সালে বিয়ে করেন বিউটি পার্লার ব্যবসায়ীর মেয়ে সামিরাকে। তখন তার বয়স ২২ বছর।

মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এর একটি চরিত্র দিয়ে ইমনের অভিনয় ক্যারিয়ার শুরু। মাত্র সাড়ে পাঁচ বছরের চলচ্চিত্র-জীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করা সালমান শাহ ঢাকাই সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।

নব্বইয়ের দশকে যারা বয়সে ছিলেন কিশোর-তরুণ, তাদের অনেকের হৃদয়েই সালমান শাহ বাংলাদেশের ‘সেরা রোমান্টিক অভিনেতা’ হয়ে থাকবেন।

চরমোনাই মাহফিল ময়দান পরিদর্শন করলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাহফিল ময়দান পরিদর্শন করছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) চরমোনাই অনুষ্ঠিতব্য মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয়ে চরমোনাই মাহফিল ময়দান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মেডিকেল ক্যাম্প, খাবার দোকান, বিভিন্ন স্টল, বিএমপি কন্ট্রোল রুম সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল কর্মকর্তাবৃন্দের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) খায়রুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ধর্ষণের শিকার বরিশালে কুড়িয়ে পাওয়া সেই শিশু : পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে কুড়িয়ে যাওয়া সেই শিশু সুমি (ছদ্মনাম) ধর্ষিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে মেয়েটিকে ভর্তি করা হয়।’

নির্ভরযোগ্য সূ্ত্রে জানা যায়, বরিশালের একটি আবাসিক হোটেলে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ওই হোটেলের সন্ধান এবং লম্পট ধর্ষককে আটকের জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

তবে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বে থাকা কর্মকর্তা, কোতয়ালী থানা পুলিশ ও ধর্ষিতাকে নিয়ে ওই হোটেল চিহ্নিত করেছেন বলে নিশ্চিত করেছে দায়িত্বরত এক কর্মকর্তা। তদন্তের স্বার্থে এটি এখন প্রকাশ করা যাবে না বলেও জানায় ওই কর্মকর্তা।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোতয়ালী থানার ওসি।