ছাত্রলীগ নেত্রী হেনার রহস্যময় মৃত্যু, স্বামী আটক

বরিশাল:
বরিশাল ছাত্রলীগের আলোচিত নেত্রী হেনা আক্তারের (২৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই নারী নেত্রীর প্রাণবিয়োগের ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে শেবাচিম হাসপাতাল থেকে কোতয়ালি পুলিশের একটি টিম নিয়ে আসে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে- সোমবার রাতে এক সন্তানের জননী হেনাকে অসুস্থ অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে যান স্বামী নিয়াজ মোর্শেদ সোহাগ। হেনা নিজঘরে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা চালিয়ে অসুস্থ হয়ে পড়েছে দাবি করেন তিনি। পরে রাতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের সাবেক এই নারী নেত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে সকালে ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ।

পুলিশের একটি সূত্র জানায়- লাশটি উদ্ধারকালে শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। এতে এই মৃত্যুর বিষয়টি রহস্যময় বলে প্রাথমিকভাবে মনে হওয়ায় দুপুরে হেনার স্বামীকে আটক করা হয়েছে। পটুয়খালীর রাঙাবালী উপজেলার চরমোন্তাজ গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের মেয়ে হেনা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ অধ্যায়নের সুবাদে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তৎকালীন বরিশাল সিটি মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরন অনুগত এই ছাত্রলীগ নেত্রী সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে মহানগরের নেতা সোহাগকে বিয়ে করেন।

স্থানীয় একটি সূত্র জানায়- বিয়ের পরে কিছুদিন ছাত্রলীগ দম্পতির সংসার সুখের হলেও তাদের ভেতরে কলহ দেখা দেয়, যে বিষয়টি রাজনৈতিক ও মিডিয়াপাড়ায় কমবেশি জানাজানি ছিল। এনিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিশ মীমাংসা হলেও তা মেটেনি বলে জানা গেছে। বরং তাদের মধ্যে বাকবিতন্ডা লেগেই ছিল।

সোহাগের পরিবারের দাবি- সোমবার রাতে সোহাগের সাথে হেনার বাকবিতন্ডা ঘটে। এতে হেনা ক্ষুব্ধ হয়ে ঘরের একটি কক্ষের দরজা বন্ধ করে ভেতরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এবং শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, প্রথমে এই বিয়োগান্তের বিষয়টি অপমৃত্যু হিসেবে নেওয়া হলেও পরে রহস্যময় মনে হয়েছে। কারণ মরদেহেরে শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্যণীয় হয়েছে, যেগুলো খুনের আলামত দিচ্ছে। এ কারণে স্বামী সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে ছাত্রলীগ নেত্রীর মরদেহের ময়নাতদন্তে শেষে সন্ধ্যায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।’

বরিশালে দেড় লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার, আটক ১

বরিশালে আজ ২৫ গ্রাম গাঁজার সূত্র ধরে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে গাঁজা ব্যবসায়ী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ইছাকাঠি শাহ্ পড়ান সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এই ঘটনায় আটককৃত এক মাদক সেবনকারী এবং পলাতক মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘২৪ ফেব্রুয়ারি দুপুর দুইটার দিকে মহানগরীর কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় সরকারের নেতৃত্বে পশ্চিম কাউনিয়া লাকুটিয়া সড়কস্থ সাধুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় সেখান থেকে ২৫ গ্রাম গাঁজাসহ নথুল্লাবাদ এলাকাধীন বৌদ্ধপাড়া মোড়ের বাসিন্দা ও রাজাপুরের শিপন হাওলাদারের ছেলে মো. রাজু হাওলাদার (২১) কে আটক করে তারা।

পরে তার দেয়া স্বীকারক্তি অনুযায়ী এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠি শাহ পরান সড়কে কাশিপুর ইউপি সদস্য আব্দুল কাদের এর বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালণা করে কাউনিয়া থানা পুলিশ। এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ (উত্তর)।

অভিযানকালে আব্দুল কাদের মেম্বারের ভাড়াটিয়া কাশিপুর বিল্লবাড়ি এলাকার আরআরএফ পুলিশ লাইন সংলগ্ন খলিফা বাড়ীর বাসিন্দা মৃত মান্নান খলিফার ছেলে নাঈম খলিফা (২০) এর বসতঘরে তল্লাশী করা হয়। তবে তার আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী নাঈম।

এদিকে নাঈমের ঘরে তল্লাশী করে প্লাস্টিকের ড্রয়ারের মধ্যে দুটি প্যাকেটে কসটেপ দিয়ে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা করে অভিযানিক দল। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম বলেন, ‘এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন এসআই জসীম উদ্দিন। এতে আটককৃত রাজু হাওলাদার ও পলাতক নাঈমকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রাজুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশালে ইজতেমা ৫মার্চ

সেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্বের ময়দান প্রস্তুতের কাজ। জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিক জামায়াতের সাথিরা এসব কাজ করছেন, সাথে স্থানীয় লোকজনও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, বরিশাল সদর উপজেলা পরিষদের পেছনের অংশে উত্তর সাগরদী এলাকায় ১৪ একরের বেশি জায়গা জুড়ে এবারের ইজতেমার জেলা পর্বের আয়োজন চলছে। গত কয়েকদিন ধরেই ময়দান গোছানোর কাজ করা হচ্ছে, সেখানে সেচ্ছাশ্রমের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে।

২৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী জামাল জানান, আগামী ৫ থেকে ৭ মার্চ বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্ব অনুষ্ঠিত হবে। বিগত সময়ের ধারাবাহিকতায় এবারেও প্রস্তুতির কোন কমতি নেই। স্থানীয়দের পাশাপাশি তাবলিক জামায়াতের সাথিরা সার্বিক সহয়তা করছে। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকেও মাঠ গোছানোর কাজসহ বিভিন্ন ধরণের সহায়তা করা হচ্চে।

তাবলীগ জামায়াতের সাথী আঃ মান্নান চৌধুরী সেলিম জানান, এটা জেলা ইজতেমা হলেও এখানে আশাপাশের অর্থাৎ পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে লোক আসবেন।

মাঠ যেভাবে প্রস্তুত করা হচ্ছে তাতে ২লাখ লোকের সমাগম ঘটলেও কোন সমস্যা হবে না, তবে ধারনা করা হচ্ছে প্রায় ১ লাখ লোকের সমাগম ঘটবে এবারের জেলা পর্বের ইজতেমায়।

তিনি বলেণ, বরিশাল মারকায মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিমের নেতৃত্বে প্রতিদিন দেড় থেকে ২ শত লোকে সেচ্ছাশ্রমে দিচ্ছে মাঠ প্রস্তুতির কাজে। আশাকরি যথাসময়ে মাঠ প্রস্তুত হয়ে যাবে।

তিনি বলেন, ৫ মার্চ ফজরের নামাজ শেষে বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা এবং ৭ মার্চ যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যপি ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

আর এসময় কালের মধ্যে নিয়মানুযায়ী দেশ ও বিদেশের বক্তারা বয়ান করবেন বলে জানান বরিশাল মারকায মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিম।

বরিশালে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর বই বিতরণ

শামীম আহমেদ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লেখা বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম শিকদার, মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মিজানুর রহমান।

বক্তব্য রাখেন সাবেক প্রধানশিক্ষক মোঃ দাদন আলী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য, সমাজসেবক লোকমান আকন, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সঙ্গীত, শিক্ষক দিদারুল ইসলাম সোহেল প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্স আহত ৫

ক্যাম্পাসে আধিপত্য অর্জনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের দুটি গ্রুপের মারামারি ও ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখের বরিশাল – পটুয়াখালী মহাসড়কে এ ঘটনার সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

এতে আহত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ রাফি ও রুম্মান হোসেন এবং ভুতত্ব ও খনিবিদ্যা বিভাগের জিদান হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হাফিজুর রহমান । আহত সকলকে নগরীর শেরে বাংলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘাতে অংশগ্রহণকারী সকলে সরকার দলীয় ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের নবীন নবম ব্যাচের শিক্ষার্থীদের নিজেদের গ্রুপে টানতে অষ্টম ব্যাচের দুটি গ্রুপ শুরু থেকেই মুখোমুখি অবস্থানে ছিল৷ সেই অবস্থানের জের ধরেই মঙ্গলবার সংঘাতে জড়ায় ৮ম ব্যাচের নাভিদ গ্রুপ ও রাফি গ্রুপ। আহত রুম্মান হোসেন জানান, নগর বিএনপি নেতার ছেলে নাভিদ দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়ায়।

নবীন শিক্ষার্থীরা ওর সঙ্গে রাজনীতি না করে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় সে ক্ষিপ্ত ছিল। তাই আজ বিকেলে সে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রথমে রাফি এবং পরে আমার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ বলেন, রাফি প্রথমে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বন্ধু হাফিজের ওপর হামলা চালায় এবং তাকে আটকে রাখে৷ খবর পেয়ে হাফিজকে উদ্ধারের জন্য আমরা ক্যাম্পাসের সামনে আসি। সেসময় আমার উত্তেজিত বন্ধুদের সঙ্গে ওদের হাতাহাতি হয়।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আপাতত ক্যাম্পাসে শান্ত পরিস্থিতি বিরাজ করছে৷ পুরো পরিস্থিতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত আছে।

ঘটনা শুনে তৎক্ষনাৎ আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি৷ এই ঘটনার সঙ্গে জড়িত সকলের পরিচয় জানার চেষ্টা চলছে৷ এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংঘাতের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হন পাপিয়া

নিজস্ব প্রতিবেদক:

সমাজসেবা ও গাড়ি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন নরসিংদী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া। এ ঘটনার পরই তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

র‌্যাবের হাতে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী বলেন, পাপিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেফতার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন।

শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ (২৮) চারজনকে আটক করে র‌্যাব-১।

গ্রেফতারের পর রোববার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বলেন, চাকরিপ্রত্যাশী নারীদের দেহব্যবসায় বাধ্য করতেন শামীমা নূর পাপিয়া। আর অনৈতিক কর্মের ভিডিও ধারণ করে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করতেন। এ দুই উপায়ে তিনি শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। অস্ত্র ও মাদক মজুদের পাশাপাশি কিউঅ্যান্ডসি নামে ক্যাডার বাহিনীও গঠন করেছেন।

তিনি জানান, পুলিশের এসআই ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদে মানুষকে চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া পাপিয়া ও তার স্বামী সুমন। শুধু তাই নয়, জমির দালালি, সিএনজি পাম্পের লাইসেন্স দেয়া, গ্যাসলাইন সংযোগের নামেও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন তারা। দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ রেখেছেন এই দম্পতি।

রোববার সকালে রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করেছে র‌্যাব।

পরে সোমবার দুপুরে পুলিশ পাপিয়া দম্পতিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে জাল টাকা উদ্ধারের মামলায় ১০ দিন ও অস্ত্র-মাদক মামলায় তাদের ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

ঢাকা মহানগর হাকিম শাহীনুর রহমান তাদের গ্রেফতার দেখান ও আবেদন মঞ্জুর করেন।

সোমবার অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের পাঁচদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান ও মোহাম্মদ জসীম।

১৫ দিন রিমান্ডের মধ্যে বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে পাঁচদিন এবং শেরেবাংলা নগর থানার অস্ত্র ও মাদক আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার চারজন আসামি হলেও শেরেবাংলা নগর থানার মামলার আসামি কেবল পাপিয়া দম্পতি।

এদিকে রাজধানী ও নরসিংদীতে পাপিয়ার বিলাসবহুল বাড়ি-গাড়িসহ নামে-বেনামে বিপুল অর্থের সন্ধান পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর বিভিন্ন পাঁচতারকা হোটেলে নারীদের অনৈতিক কাজে বাধ্য করে অর্থ আয় করতেন তিনি।

এ ছাড়া রেলওয়ে ও পুলিশে এসআই পদে চাকরির কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রাথমিক তদন্তে ফার্মগেটে পাপিয়ার দুটি বিলাসবহুল ফ্ল্যাট, নরসিংদী শহরে দুটি ফ্ল্যাট, দুই কোটি টাকা মূল্যের দুটি প্লট, চারটি বিলাসবহুল গাড়ি এবং গাড়ি ব্যবসায় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন দেশের ব্যাংকে নামে-বেনামে অনেক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকার কথা জানা গেছে।

পাপিয়া ও তার স্বামী সুমন রেলওয়ে এবং পুলিশের এসআইতে চাকরির প্রলোভনে ১১ লাখ টাকা, একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে ৩৫ লাখ টাকা, একটি সিএনজি পাম্পের লাইসেন্স করে দেয়ার কথা বলে ২৯ লাখ টাকা নেয়ার প্রমাণ পাওয়া গেছে।

এর বাইরে নরসিংদী এলাকায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছে বলে জানা গেছে।

আরও জানা যায়, পাপিয়ার আয়ের আরেকটি অন্যতম উৎস নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো। ঢাকার বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে কম বয়সী মেয়েদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা হতো। যাদের অধিকাংশই নরসিংদী এলাকা থেকে চাকরির প্রলোভনে ঢাকায় আনা হয়েছিল। অনৈতিক কাজে বাধ্য না হলে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

 

 

কুয়াকাটায় আট রেস্টুরেন্ট মা‌লিককে জ‌রিমানা

এস এম আলমাস,কুয়াকাটা প্র‌তি‌নি‌ধি:
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে পটুয়াখালীর কুয়াকাটায় আট রেস্তোরার মালিককে এক লাখ ৭০ হাজার টাকার অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম ও মোঃ এরফান উদ্দিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড করেন।

এসময় র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার মোঃ রইছ উদ্দিনসহ র‌্যাব সদস্যরা এ অভিযানে সহায়তা করেন। কুয়াকাটায় রেস্তোরাসহ খাবার হোটেল এবং ফিস ফ্রাইয়ের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণ করার অভিযোগ রয়েছে দীর্ঘ‌দিন ধ‌রে। এছাড়া অতিরিক্ত দাম রাখারও অভিযোগ রয়েছে। এ‌নি‌য়ে মি‌ডিয়ায় একা‌ধিক প্র‌তি‌বেদন প্রচার ও প্রকা‌শিত হ‌য়।

বরিশাল সহ সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে আকাশে মেঘ জমছে। মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

তারা জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায়; সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, আগামী তিন দিনের শেষের দিকে আবহাওয়া উন্নতি হতে পারে।

আবহাওয়া অফিতের তথ্যানুযায়ী, মঙ্গলবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় ঢাকা, ফরিদপুর ও সিলেটে সামান্য বৃষ্টি; রাজশাহীতে ১, বগুড়ায় ১, বদলগাছীতে ২, তেঁতুলিয়ায় ৫, চুয়াডাঙ্গায় ৩ এবং ডিমলায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

বরিশাল বিএম কলেজের সেই ছাত্রলীগ নেত্রী হেনার আত্মহত্যা

আকিব মাহমুদ:
সরকারি বিএম কলেজের এক সময়ের আলোচিত ছাত্রলীগ নেত্রী হেনা আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত হেনা আক্তার (৩০) নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন।

এছাড়াও তার একটি সন্তান রয়েছে। জানা গেছে, সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালায় হেনা। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে হেনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

পবিত্র লাইলাতুল মেরাজ আগামী ২২ মার্চ (২৬ রজব) রোববার দিবাগত রাতে পালিত হবে। আগামী বুধবার থেকে ১৪৪১ হিজরির রজব মাস গণনা শুরু হবে।

সোমবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আকাশে সোমবার রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

আমাদের দেশে লাইলাতুল মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আজ (মঙ্গলবার) জামাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। কাল বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২২ মার্চ পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।