ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি:
‘মুজিববর্ষের অঙ্গীকার: দৃষ্টিনন্দন টেকসই শিক্ষা অবকাঠামো গড়া’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি সোমবার দুপুরে ফলক উন্মোচন ও কেক কেটে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

 

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম আগে বিভাগীয় শহর বরিশাল থেকে পরিচালিত হতো। ঝালকাঠিতে দপ্তরটি চালু হওয়ায় কার্যক্রম পরিচালনা সহজতর হওয়াসহ সেবার মান বৃদ্ধি পাবে।

অর্ধ লক্ষ ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে নেছারাবাদে আখেরী মুনাজাত অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের ২দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল শেষে গতকাল ২৪ ফেব্রুয়ারী সোমবার ফজর নামাজের পর তানফীযী বয়ান ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। তানফীযী বয়ান ও মোনাজাত পরিচালনা করেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর একমাত্র ছাহেবজাদা, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। প্রায় অর্ধ লক্ষ ধর্মপ্রান মুসলিম, ভক্ত ও আশেকান মোনাজাতে অংশ নেয়।

 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শুহয় মাহফিলের আনুষ্ঠানিকতা প্রথম দিন থেকেই লাখো মুসল্লির সমাগমে মুখরিত থাকে গোটা বাসন্ডা এলাকা। দেশের সকল মহানগর, জেলা ও উপজেলা থেকে হযরত কায়েদ ছাহেব (রহ:) এর ভক্ত আশেকানরা যোগ দিয়েছেন এ মাহফিলে। গত ২ দিনে । মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ সাইয়্যেদ, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর মহাসচিব জনাব আলহাজ¦ হযরত মাওলানা ছাব্বির আহমেদ মুমতাজী, পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ হাফেজ ক্বারী মোঃ আবু ইউসুফ, হযরত শামসুল হক ফরিদপুরী রহ.-এর সাহেবজাদা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব এবং হযরত নেছারাবাদী হুজুরের সাহেবজাদা ও বাংলাদেশ ফোরকানিয়া বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আযীযুর রহমান তাকী (ছদর ছাহেব হুজুর)। এছাড়াও দেশের বিভিন্নস্থান থেকে আগত পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।

 

মাহফিলের সভাপতি হযরত নেছারাবাদী হুজুর তার বয়ানে বলেনÑ‘মুসলমানের জীবনের লক্ষ্য একমাত্র আখেরাত, তবে দুনিয়াও পরিত্যাজ্য নয় বরং দুনিয়াকে আখেরাতের পরিপূরক হিসেবে গ্রহণ করতে হবে। বস্তুতঃ কলেমা তাওহীদের শিক্ষা বিচ্যুত হয়ে বিলাস ও দুর্নীতিমত্ততায় নিমজ্জিত হওয়ার ফলেই মুসলমান আজ জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে, অশান্তি ও বিশৃঙ্খলার আগুনে জ¦লছে।’ হুজুর আরো বলেন‘কলেমা তাওহীদ মুমিনকে আদর্শের নিরীখে ঐক্যবদ্ধ হতে শেখায়, কলেমা তাওহীদ মুমিনকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবজাতির প্রতি সাম্যবাদী হতে শেখায়, কলেমা তাওহীদ মুমিনকে রসূলে পাক স. এর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে ইনসাফ কায়েম করতে শেখায়।

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না রাবিও

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করলে সেটি সদস্যরা নাকচ করে দেন। এই পদ্ধতিতে না যাওয়ার বিষয়টি সদস্যদের কন্ঠভোটে পাস হয়েছে। ফলে পুরনো নিয়মেই আমাদের পরীক্ষা হবে।

সমন্বিত পদ্ধতির পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটতে পারে বলে কাউন্সিলের সদস্যরা যুক্তি দিয়েছেন। তাছাড়া আমরা পাবলিক পরীক্ষাগুলোতে দেখি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনেকেই অবৈধ সুযোগ-সুবিধা নেয়। এর ফলে রাবিতে আমরা যেমন মেধাবী বা স্বচ্ছ শিক্ষার্থী চাই তেমন না পাওয়ার ঘটনা ঘটতে পারে। সদস্যরা এখানে মেধার মানটাকে বেশি গুরুত্ব দিয়ে নাকচ করেছেন।

চলতি বছর থেকে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছে ইউজিসি। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন ইউজিসির চেয়ারম্যানসহ প্রতিনিধিরা। তবে রাবির আগে  বুয়েট ও ঢাবি এই পদ্ধতিতে পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছে।

সালমান শাহ ও শাবনূরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন সামিরা

নিজস্ব প্রতিবেদক:

নায়িকা শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জেরে সালমান শাহ আত্মহত্যা করেছেন- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনের উঠে এসেছে এ তথ্য। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, ‘পিবিআইর তদন্তে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।’ এর পেছনে পাঁচটি কারণও উল্লেখ করেছেন তিনি। এর প্রথমটি সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের ঘনিষ্ঠ অবস্থা।

শাবনূরকে নিয়ে পারিবারিক কলহের চিত্র তুলে ধরেছে পিবিআই। তদন্ত প্রতিবেদনে  এফডিসিতে শাবনূরকে নিয়ে সালমানের স্ত্রীর সামিরার একটি ঘটনা তুলে ধরে হয়েছে। তাতে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সালমান শাহ’র স্ত্রী সামিরা হঠাৎ এফডিসির ডাবিং থিয়েটারে যান। সেখানে রেজা হাসমত পরিচালিত সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমার ডাবিং চলছিল। সামিরা সেখানে গিয়ে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাগারাগি করেন। সেখান থেকে দ্রুত বের হয়ে বাসায় চলে আসেন সামিরা। প্রোডাকশন বয় আবুল হোসেন তাকে অনুসরণ করে পেছনে পেছনে আসেন। তবে সামিরাকে তিনি থামাতে পারেননি। এফডিসি থেকে সামিরা চলে যাওয়ার পর ডাবিং বন্ধ রেখে সালমানও বাসায় ফেরেন। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সালামন শাহ’র সিটিসেলে একটি ফোন আসে। সালমান ফোন ধরে চিৎকার করে বলতে থাকেন, তাকে যেন আর ফোন না দেয়। কথা বলতে বলতে তিনি বাথরুমে চলে যান। বাথরুম থেকে বের হওয়ার পর সামিরার সঙ্গে ঝগড়া হয় তার।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনের উঠে এসেছে এই তথ্য

ঝগড়ার এক পর্যায়ে সামিরা গভীর রাতে বাসা থেকে বের হয়ে যান বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, রাত ১২টার দিকে সালমানের সিটিসেলে ফের ফোন আসে। সামিরা বাসা থেকে বের হয়ে নিচে চলে যান। এসময় সালমান বাসার ইন্টারকমে ফোন দিয়ে নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন সামিরা যেন বাসা থেকে বের না হতে পারে। সামিরার পেছনে পেছনে সালমানের ব্যক্তিগত সহকারি আবুল হোসেনও যান। বাসার নিরাপত্তাকর্মী ও আবুল হোসেন সামিরাকে বুঝিয়ে ওপরে নিয়ে আসেন। বাসায় ফিরে সামিরা কান্নাকাটি করেন। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সালমানের সিটিসেলে ফের শাবনূরের ফোন আসে। সালমান উত্তেজিত হয়ে তার সিটিসেল ফোনটি আছড়ে ভেঙে ফেলেন। এমনকী সেসময় তিনি শাবনূরের কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্যানও ভেঙে ফেলেন। পরদিন সকালে গৃহপরিচারিকা মনোয়ারা বেগম ভাঙা ফ্যান ময়লার ঝুড়িতে ফেলে দেন। সামিরা ও সালমানের মধ্যে রাতে আরও ঝগড়া হয়।

বরিশালে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শামীম আহমেদ ॥

বরিশালের আগৈলঝাড়ায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীন তন্বীর আদালত এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা সদর বাজারে জিয়ার মুদির দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা ও গৈলা বাজারের সোহাগের মুদির দোকানে গ্যাস বিক্রি করার অপরাধে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীন তন্বী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা (ভূমি) অফিসের সহকারী সোহেল আমিন ও এসআই মোঃ শাহজাহান মিয়া

বরিশালে এসএসসি পরীক্ষার্থীকে অপহরন

শামীম আহমেদ:
বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মিঠু তালুকদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী নুশরাত জাহান পায়েল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে রোববার দুপুরে গৈলা রথখোলার পূর্ব পাশ থেকে অপহরন করে নিয়ে যায় গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের ছালাম সরদারের ছেলে তুহিন সরদার।

এ ঘটনায় পরীক্ষার্থীর মাতা শাহানাজ তালুকদার বাদী হয়ে আজ সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন, যার নং-৯ (২৪/০২/২০২০)। ওই মামলার আসামী অপহরনকারীর পিতা ছালাম সরদারকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতকে বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভে পুলিশের বাঁধা

শামীম আহমেদ:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সিনিরয় যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর উপর হামলার প্রতিবাদে বরিশাল বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে গরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,

সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু প্রমূখ। এসময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনকে জেলে আটকে রেখে গনতন্ত্রকেও আটকে রেখেছে বর্তমান সরকার। তারা মুখে বড় বড় কথা বলে শুধু।

তাছাড়া গনতন্ত্র মুক্তির কথা বলে হামলার শিকার হয়েছেন রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তারা।

পরে নেতাকর্মীরা অশ্বিনী কুমার হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়।

বরিশালে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মানববন্ধন

শামীম আহমেদ:
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কামনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে প্যানেলে নিয়োগ চাই বাস্তবায়ন কমিটির বরিশাল জেলার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিপূর্বে ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্যানেল গঠন করে করা হলেও ২০১৮ সালে নিয়োগ কার্যক্রমে প্যানেল গঠনের জন্য এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।

বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, বেকার মুক্ত হবে বাংলাদেশ’ ও ‘মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, বাংলাদেশে বেকার আর থাকবে না’। আমরা এই ঘোষণার প্রতি শ্রদ্ধাশীল আছি।

আর আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী ৩৭ হাজার চাকরি প্রার্থীকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

কৃষক পেলো টাকা

বাউফল:
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্থ কৃষকদের রবি/২০১৯-২০ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ‘আন্তঃপরিচর্য়ার জন্য টাকা বিতরণ’ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ওই টাকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামসুল আলম মিয়া।
কষি অফিস সূত্র জানায়, বুলবুলে ক্ষতিগ্রস্থ ১হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫’শ টাকা করে ৫লাখ টাকা বিতরণ করা হয়।

বাউফলে ফাঁসির দাবীতে মানববন্ধন

বাউফল:
বাউফলের নাজিরপুর গ্রামের বাসিন্দা মো. বশার মাতুব্বর নামক এক যুবকে পিটেয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার সকালে বাউফল প্রেস কøাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বশার মাতুব্বর (৩০) এবং একই গ্রামের সাব্বির হোসেন (১৮) এর সাথে কথাকাটি হয়। এক পর্যায় সাব্বির হোসেনর নামের ওই যুবক বশারকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এব্যাপরে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।