বরিশালে সপ্তাহে দুইদিন জনগনের সমস্যার কথা শুনবেন সিটি মেয়র

বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, চাইলেই নগরীর যেকোন নাগরিক যেকোন সময়, যেকোন সমস্যা নিয়ে আমার সাথে দেখা করতে পারেন। তারপরেও অনেক সময় কর্পোরেশনের কাজ ও দলীয় কর্মকান্ডের সাথে জড়িত থাকলে দেখা করতে একটু বেগ পেতে হয়।

তাই নগরবাসীর আরও সুবিধার কথা চিন্তা করে সপ্তাহে দুইদিন নির্ধারিত সময়ে ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর, সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও আমি নিজে উপস্থিত থেকে নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনবো এবং সমাধানের চেষ্টা করবো। আমি চাই নগরবাসী আমার কাছে তাদের যেকোন সমস্যা নিয়ে আসুক।

মেয়র আরও বলেন, নগরবাসীর সেবা করতে পারলেই আমি সবচেয়ে বেশি খুশি হই। আল্লাহ আমাকে যতোদিন বাঁচিয়ে রাখবেন ততোদিন জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই। নির্ধারিত সময়ে সকল নাগরিককে যেকোন সমস্যা নিয়ে সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে আসার জন্য মেয়র আহবান করেছেন।

সূত্রমতে, নগরীর যেকোন উন্নয়নের জন্য নগরবাসীর কোন দাবি নেই মেয়রের কাছে। কারণ দাবি করার আগেই তা পূরণের জন্য কখনও দিনে আবার কখনও গভীর রাত পর্যন্ত পুরো নগরী চষে বেড়াচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

উন্নয়নের বাহিরেও ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য চাইলেই যেকোন সময় যেকোন সমস্যা নিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে দেখা করার সুযোগ থাকলেও সিটি কর্পোরেশনের অফিসিয়াল কাজ এবং দলীয় কর্মকান্ডের সাথে জড়িত থাকায় অনেক সময় দেখা করতে কিছুটা বেগ পেতে হয় নগরবাসীকে। এ কারণে নগরবাসী যেন গুরুতর সমস্যায় না পরেন সেই কথা চিন্তা করে সপ্তাহে দুইদিন সরাসরি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে দেখা করতে পারবেন।

বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ জনগণের সুবিধার কথা চিন্তা করেই এমন উদ্যোগ নিতে যাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সিটি কর্পোরেশনের এনেক্স ভবনেই সাধারণ মানুষ তার সাথে দেখা করতে পারবেন। মেয়রের এমন সিদ্ধান্তের বিষয়টি সিটি কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণকে জানিয়ে দেয়া হবে।

তবে সপ্তাহের কোন দুইদিন এবং কোন সময় তা পুরোপুরি নির্ধারিত না হলেও শনিবার সকালে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত মেয়রের সাথে সরাসরি যেকোন সমস্যা নিয়ে সরাসরি দেখা করতে পারবেন সাধারণ জনগন। তবে মেয়রের সাথে দেখা করার নির্ধারিত সময় দলীয় কোন নেতাকর্মী সেখানে ভিড় করতে পারবেন না বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

খুলনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছায় মৈত্রী দাশ (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার পাইকগাছা পৌরসভায় এ ঘটনা ঘটে।

নিহত মৈত্রী দাশ পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মিলন দাশের মেয়ে। সে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পূর্ব মুহুর্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মৈত্রী। ঘটনাটি ঘটেছে তার পিশিমা হৈমন্তীর বাড়িতে। সে ওই বাড়িতে থেকে লেখাপড়া করত।

ওসি এমদাদুল হক শেখ বলেন, মৃত্যুর কারণ এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নলছিটিতে আসিফ নামে এক যুবকের লাশ উদ্ধার

নলছিটি প্রতিনিধি:
নলছিটিতে নিখোঁজের চারদিন পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় মোহম্মদ আসিফ হাওলাদার (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানার পুলিশ। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে স্থানীয়রা নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুকুর পাড় এলাকায় ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। বিষয়টি নলছিটি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই ডোবা থেকে মরদেহটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

 

জানা গেছে মৃত যুবক পৌরসভার খাস মহল এলাকার পুকুর পাড়ের মোহম্মদ শাহীন হাওলাদারের ছেলে মোহম্মদ আসিফ হাওলাদার। নিহতের স্বজনরা জানিয়েছে মৃত আসিফ তার বাবার সাথে ভ্যানগাড়িতে করে ফল বিক্রি করতো। গত মঙ্গলবার রাত থেকে আসিফ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আসিফ নিখোঁজের ব্যপারে তার পরিবার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ সাখাওয়াত হোসেন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়।

 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহত পরিবারের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেনি তবে তারা চাইলেই মামলা নেবে পুলিশ । এ ঘটনায় পুলিশ ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে জানা গেছে ।

পুলিশের লাঠিচার্জে রিজভীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।

এসময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহসভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃত্বে থাকা রুহুল কবির রিজভী জানান, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হন।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষ বর্তমান অবৈধ সরকারের নিপীড়নে অতিষ্ঠ। যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে।

মিছিল আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে ভয়ানক অসুস্থ। তার ডায়াবেটিস সম্পূর্ণরুপে অনিয়ন্ত্রিত। খালি পেটেই ১৫ থেকে ২০ এর মধ্যে ডায়াবেটিস উঠানামা করছে। তিনি কিছুই খেতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। এই অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে মুক্তি দিয়ে সুচিকিৎসা করা না গেলে যেকোন সময় অনাকাঙ্খিত কিছু ঘটে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে, মুক্তি ও সুচিকিৎসা নিয়ে দল এবং তার পরিবার-পরিজনদের দাবিকে কোন পাত্তা দিচ্ছে না সরকার। দেশবাসী মনে করে যে, বেগম খালেদা জিয়াকে তিল তিল করে নিঃশেষ করতেই বর্তমান সরকার ও সরকারপ্রধান উঠেপড়ে লেগেছে।

 

পোনাবালিয়ায় শেষ হলো শিব চতুর্দ্দশীর মেলা

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির পোনাবালীয়ার ঐতিয্যবাহী শিবমন্দিরে গতকাল শনিবার পূন্যার্থীদের শিব দর্শন, মানত অনুযায়ী শিশুদের মাথার চুল ফেলা, ভক্তদের পূণ্যস্নান এবং ভৈরব ত্র্যম্বকেশ্বরের পূজার মধ্যদিয়ে শেষ হলো শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা। শুক্রবার থেকেই হাজারো ভক্তদের পদচারনায় মুখরিত ছিলো মন্দির প্রাঙ্গন ও তার আশপাশের এলাকা। শনিবার মেলা পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান। শিব চতুর্দ্দশী উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬:১০ মিনিট থেকে শনিবার সন্ধ্যাা ৭:০৮ মিনিট পর্যন্ত দেশ বিদেশের হাজার হাজার পূন্যার্থীরা শিব দর্শন করেছেন। এই মন্দিরটির ইতিহাস খুজে যা পাওয়া যায় তা হলো, তৎকালীণ রাজা দক্ষ মহাশয় যজ্ঞ করার সময় কন্যা সতীকে নিমন্ত্রণ না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবের স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্রদিয়ে সতীর দেহ ৫১ খন্ড করেদেয়। আর খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে তার মধ্যে সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালীয়া গ্রাম একটি স্থান। এখানে দেবী সতীর নাসিকা খন্ড পড়েছিল। ফলে অন্যান্য স্থানের মত এ স্থানটিও তীর্থ স্থানে পরিণত হয়। এদিকে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুুলিশ মোতায়েন ছিলো লক্ষ্যনীয়।এছাড়াও মন্দির ও মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং করা হয়।

বরিশালে প্রথম বারের মত ম্যারাথন অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবাষিকীতে“খলাধুলায় বাড়ে বল, মাদকেেছড় খলতে চল” এই শ্লোগানেকে সামেন রেখে বিজ্ঞান সংগঠন কসিমক কালচারের আয়োজেন বিভাগীয় বরিশাল শহরে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌর প্রতিযোগীতা।

আজ শনিবার (২২ই) ফেব্রয়ারী সকাল সোয়া ৬ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ম্যারাথনের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান পিপিএম (বার),। বৃহত্তর বরিশাল সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী ১ শত ৫০জন পেশাদার ও সৌখিন রানার ৪ টি ক্যাটাগরীতে অংশ গ্রহন করে। যেমন: হাফ ম্যারাথন (২১.১কিমি), পাওয়ার রান (১০কিমি),ড্রিম রান (৫কিমি) ও চ্যারিটি রান (৩.৫কিমি)। ম্যারাথনটি সকাল সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু উদ্যানে থেকে শুরু হয়ে লাকুটিয়া জমিদার পর্যন্ত গিয়ে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক জোন ফাইজুর রহমান ও কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম, সহ বিভিন্ন কর্মকর্তা গণ।

উদ্ধোধনী উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, এই ম্যারাথন দৌড় সরা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে নতুন মাত্রা হিসাবে কাজ করবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবন বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান।

এ ম্যারাথনে সহায়তা করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অমৃত কনজ্যুমার ফুড প্রডাক্টস লিমিটেড এবং ডাটা ক্রাফট এর কতৃপক্ষ।

নলছিটিতে আসিফ নামে এক যুবককে লাশ উদ্ধার

আরিফুর রহমান আরিফ:: নলছিটিতে নিখোঁজের চারদিন পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় মোহম্মদ আসিফ হাওলাদার (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানার পুলিশ।
২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে স্থানীয়রা নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুকুর পাড় এলাকায় ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। বিষয়টি নলছিটি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই ডোবা থেকে মরদেহটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
জানা গেছে মৃত যুবক পৌরসভার খাস মহল এলাকার পুকুর পাড়ের মোহম্মদ শাহীন হাওলাদারের ছেলে মোহম্মদ আসিফ হাওলাদার। নিহতের স্বজনরা জানিয়েছে মৃত আসিফ তার বাবার সাথে ভ্যানগাড়িতে করে ফল বিক্রি করতো।
গত মঙ্গলবার রাত থেকে আসিফ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আসিফ নিখোঁজের ব্যপারে তার পরিবার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ সাখাওয়াত হোসেন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহত পরিবারের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেনি তবে তারা চাইলেই মামলা নেবে পুলিশ ।
এ ঘটনায় পুলিশ ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে জানা গেছে ।

বরিশালে এলএলবি ১ম পর্বের ফাইনাল পরীক্ষায় ২৫ পরীক্ষার্থী বহিষ্কার

মোঃ শাহাজাদা হীরা:
আজ ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে চলমান এলএলবি প্রথম‌বের্ষর ফাইনাল পরীক্ষা ২০২০ এর চ‌ুক্তি ও টর্ড আইন বিষ‌য়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি ব্রজমোহন কলেজের পরিক্ষা কেন্দ্র আজকের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে নিয়মিত কেন্দ্র পরিদর্শন অংশ হিসেবে আজ প্রথম‌বের্ষর চ‌ুক্তি ও টর্ড আইন বিষ‌য়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

পরীক্ষা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এর সার্বক্ষণিক তদারকি করেন। এসময় পাঁচ জন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিক্ষার হলে দায়িত্ব পালন করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক:
আগামী সোমবার থেকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সকালে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

বরিশাল শুরু ম্যারাথন-২০২০

বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বরিশাল ম্যারাথন-২০২০’। মাদক ছেড়ে সুস্থ শরীর গঠনের জন্য ম্যারাথন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আয়োজকরা। এ রকম একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। অপরদিকে সমাজ গঠনেও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

আজ শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রথম বরিশাল ম্যারাথনের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে ম্যারাথন শুরু হয়ে নগরীর উপকণ্ঠ লাকুটিয়া জমিদার বাড়ি গিয়ে সেখান থেকে বঙ্গবন্ধু উদ্যানে ফিরে আসেন অংশগ্রহনকারীরা। বিভিন্ন বয়সের নারী ও পুরুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।

চার ধাপে অনুষ্ঠিত হয় বরিশাল ম্যারাথন। এর মধ্যে সাড়ে ৩ কিলোমিটারে ৫ জন, ৫ কিলোমিটারে ১৫ জন, ১০ কিলোমিটারে ৩৯ জন আর ২১.১ কিলোমিটারে ৬০ জন অংশগ্রহন করে। মোট অংশগ্রহণকারী ১১৯ জনের মধ্যে বরিশালের অংশগ্রহণকারী ১৪ জন। অন্যরা দেশের বিভিন্নস্থান থেকে অংশ নিতে এসেছেন।

৪ ক্যাটাগরীর মধ্যে ২১.১ কিলোমিটার ক্যাটাগরী ম্যারাথনে প্রথম হন ঢাকার মো. ওয়াসিউর রহমান, দ্বিতীয় হন ঢাকার রানা রহমান এবং তৃতীয় হন চট্টগ্রামের আদিবাসী শোভন মিত্র তনচঙ্গা।

অপরদিকে ১০ কিলোমিটার ম্যারাথনে প্রথম হন নারায়নগঞ্জের শেখ জহিরুল ইসলাম, দ্বিতীয় হন ঢাকার ড. প্রনব কুমার সাহা এবং তৃতীয় হন ঢাকার মো. আবদুল্লাহ স্বজন।

এছাড়া ৪টি ক্যাটাগরী ম্যারাথনে নির্ধারিত লাইন শেষ করা অংশগ্রহণকারী সবাইকে ফিনিশার মেডেল দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজক কসমিক কালচারের সভাপতি ড. অনিশ মন্ডল।