পটুয়াখালীতে প্লাস্টিকের ঝুড়িতে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্লাস্টিকের ঝুড়িতে ফেলে যাওয়া এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের ১ নম্বর ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতুর বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ঝুড়িতে কাঁথা দিয়ে মুড়িয়ে কে বা কারা ওই নবজাতককে ফেলে রেখে যায়। পরে রাত ১টার দিকে শিশুটি উদ্ধারের পর পুলিশে খবর দিলে পুলিশ প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে পুনরায় ওই মহিলা ভাইস চেয়ারম্যানের জিম্মায় রাখে।

শুক্রবার দুপুরে গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাসায় এসে ঘুমাতে যান। তখন বাইরে অনেকক্ষণ ধরে ছোট শিশুর কান্না শুনতে পান। সময় দরজা খুলে বাইরে গিয়ে দেখেন থাকার ঘরের পাশে পরিত্যক্ত প্লাস্টিকের ঝুড়ির মধ্যে কাঁথা মোড়ানো একটি নবজাতক। প্রথমে ভয় পেয়ে লোকজন ডেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে নবজাতকটি থানায় নিয়ে গেলে ওসি শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য নিতুর সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেন।

বিষয়টি নিয়ে নিতু গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার এবং থানা পুলিশের সঙ্গে আলাপ করলে তারা উপজেলা সমাজসেবা অফিসারকে খবর দেন। এক পর্যায়ে প্রশাসনের সবাই মিলে শিশুটিকে তার জিম্মায় রাখেন।

নিতু বলেন, প্রকৃত অভিভাবক খুঁজে পেলে আইনিভাবে তাদের কাছে তুলে দেবো। না পেলে শিশুটি আমার সন্তান হিসেবে আমার কাছে বড় হবো।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মেজবাহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে দুই দিন আগে শিশুটির জন্ম হয়েছে। তবে এখন সুস্থ রয়েছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, আপাতত থানায় জিডির পর নবজাতক কন্যা শিশুটিকে মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে জিম্মা রাখা হয়েছে। রবিবার বরিশাল অফিসের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালবাসীর স্বপ্নের পদ্মাসেতুর ৩৭৫০ মিটার দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসেছে পদ্মাসেতুর ২৫তম স্প্যান। এর মাধ্যমে স্বপ্নের সেতুর তিন হাজার ৭৫০ মিটার (পৌনে ৪ কিলোমিটার) দৃশ্যমান হলো।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে ‘৫-ই’ আইডি নম্বরের স্প্যানটি সেতুর জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। আর ২৪তম স্প্যান বসানোর ১০ দিন পর বসানো হলো ২৫তম স্প্যানটি।

সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ৫-ই স্প্যান স্থায়ীভাবে ২৯-৩০ নম্বর পিয়ারের উপর বসানো হয়।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে ২৫তম স্প্যান ২৯ ও ৩০ নম্বর পিয়ারের কাছে নেওয়া হয়।

প্রকৌশলী হুমায়ুন কবীর আরো জানান, মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩৭টি স্প্যান কনস্ট্রাকশন সাইটে আছে, যার মধ্যে ২৫টি বসানো সম্পন্ন হলো।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

এমপির ব্যানারে ‘১৯৫১ সালের’ ভাষা শহীদদের শ্রদ্ধা

মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলা মায়ের দামাল সন্তানেরা। ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তবে ক্ষমতাসীন দলের সিলেটের এক সংসদ সদস্য ‘১৯৫১ সালের ভাষা শহীদদের শ্রদ্ধা’ জানিয়ে ব্যানার টানিয়েছেন। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নামে তার নির্বাচনী এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের মস্তফা মেম্বার এলাকার একটি তোরণে এ ব্যানারটি টানানো হয়।

ব্যানারে লেখা রয়েছে, ‘ভাষা আমাদের, ভাষা দিবস বিশ্ববাসীর’ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। পরের লাইনে লেখা হয়েছে, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫১ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ নিচের লাইনে লেখা হয়েছে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট-৩।

তবে ব্যানারের ভুলের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি বলেন, ‘ভাষা শহীদদের ব্যানারে কী ভুল হয়েছে তা আমার জানা নেই।’

আন্দোলনে নামছেন ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা

আন্দোলনে নামছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে বিআরটিসি বাস, থ্রি হুইলার যানবাহন এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলনে নামবেন তারা।

বরিশাল বিভাগের ছয় জেলা যথাক্রমে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর এবং বাগেরহাট ও খুলনা জেলার বাস মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল নগরীতে এক সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি কাওছার হোসেন শিপন জানান, বাস চলাচলের রুটগুলোতে অনিয়মতান্ত্রিকভাবে বিআরটিসির বাস এবং থ্রি হুইলার যানবহন ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চলছে। এছাড়া এসব রুটে রুটপারমিট ছাড়াই দূরপাল্লার পরিবহন চলাচল করছে।

এতে পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব যানবাহন বন্ধের দাবিতে বরিশাল বিভাগের ছয় জেলা এবং খুলনা ও বাগেরহাটের বাস শ্রমিকরা যৌথভাবে আন্দোলনের ডাক দিয়েছেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দাবির বিষয়টি অবহিত করে আগামী ২৫ ফ্রেব্রুয়ারি বেলা ১১টার দিকে ৮ জেলায় একযোগে মানববন্ধন করা হবে। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৮ জেলায় অভ্যন্তরীল রুটের বাস চলাচল বন্ধ থাকবে। দাবি মানা না হলে ৮ জেলার বাস মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ছারছীনা দরবার শরীফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপিত

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপিত হয়েছে।

ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওঃ আবু জাফর মোঃ ছালেহ এর সভাপতিত্বে বাদ ফজর শহীদদের রূহের মাগফিরাত কামনায় মসজিদে সম্মিলিত কুরআন তেলাওয়াত,

সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন অনুষ্ঠান, সকাল ১০ ঘটিকায় শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষে বাদ জোহর শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

ঝালকাঠি সরকারি কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

আরিফুর রহমান আরিফ:: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠি সরকারি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২০ পালিত হয়েছে।রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কলেজে একুশের অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯ টায় প্রভাতফেরি বের করে। প্রভাত ফেরীতে প্রশাসন, অনার্স বিভাগসমূহ, কলেজের , বিএনসিসি , রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন । সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আফতাব উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. আবদুস সালাম, যুগ্ম সম্পাদক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল প্রমুখ।

বই মেলায় ‘বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন

একুশে বই মেলায় এসেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে প্রকাশিত জন্মশতবর্ষ গ্রন্থমালা বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু আজন্ম লড়াই-সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। বঙ্গবন্ধুর দর্শন তরুণ প্রজন্মের জন্য এই বইটি প্রকাশ করা হয়েছে।

এবছর একুশে বই মেলায় প্রকাশিত বইটির লেখক মুনিরা জাহান সুমি।তিনি ১৯৮৫ সালে ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং সমাজ বিভাগের অধীন ক্রিমিনোলজী ও ক্রিমিলাল জার্টিস বিষয়ে স্নাতকোত্তর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে মালয়েশিয়া মালায়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে Land Rights Of Indigenous people : A Study one santalcommunity in Bangladesh বিষয়ে পিএইচ.ডি গবেষণারত। এর আগে তার কাঠিপাড়া গনহত্যা, বেশাইনখান গনহত্যা,রমানাথপুর গনহত্যা ও গাবখান গনহত্যা প্রকাশিত হয়।

বইটির মূল্য দুইশত টাকা। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গনের ‘তাম্রলিপি’ স্টলে। বাংলা একাডেমির ১৭ নম্বর স্টল এটি।

মূলত বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গ্রন্থ প্রকাশ হলেও মহান এই নেতার মানবাধিকার দর্শন সংকলিত বই এটিই প্রথম। ফুটে উঠেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবের মানবাধিকার দর্শন।

বরিশালে ফিরলেন নগরপিতা

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসকে বিজয়ী করে ব্যক্তিগত কাজে দেশের বাহিরে অবস্থান করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

কিছুদিন দেশের বাহিরে থাকার পরে আজ তিনি তার নিজ শহর বরিশালে এসে পৌছেছেন।

গতকাল বিকেলে মেয়র বিমানযোগে বরিশাল বিমানবন্দরে এসে পৌছান। সেখানে তাকে স্বাগত জানায় দলীয় নেতাকর্মীরা।

এদিকে মেয়র সাদিক আব্দুল্লাহ বরিশালে আশায় খুশি দলীয় নেতাকর্মী, নগরভবনের কর্মকর্তা-কর্মচারী তথা নগরবাসী।

উল্লেখ্য, ফুফাতো ভাই ব্যরিষ্টার ফজলে নুর তাপসকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে কাজ করেছেন।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের শহীদ মিনারে শ্রদ্ধা

মহান ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ। গভীর শ্রদ্ধায় ভাষা অর্জণের ৬৮ বছর পালন করছে পুরো জাতি। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।

ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে সর্বপ্রথম বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

এর পরপরই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, বরিশাল মেট্টোপলিটন(বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বিভিন্ন স্তরের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলসহ প্রধান প্রধান সাংবাদিক সংগঠনসমূহ। দিবসটি সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুরু হয়।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নকমিটিরআহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরপরই পুস্পমাল্য অর্পণ করেন বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। এর পর একে একে পুস্পমাল্য অর্পণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত ডিআইডি, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল জেলা সিভিল সার্জন, জেলা আনসার কমান্ডার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টাস ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল।

এছাড়া রাতেই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।