বরিশালে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা

 

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ২০ ফেব্রুয়ারি ২০২০ সকাল সাড়ে ১০টায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে ‘শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সনাকের কার্যক্রমের ফলে বরিশাল সদর উপজেলার বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর উল্লেখযোগ্য অর্জন সমূহ তুলে ধরা হয়।

সভায় মুজিব বর্ষ উদযাপনকে সামনে রেখে বরিশাল জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন; সিটিজেন চার্টার/ তথ্য বোর্ড স্থাপন ও নিয়মিত মনিটরিং বোর্ড হালনাগাদ করা; বিদ্যালয়ের এসএমসি ও পিটি কমিটির সদস্যদের নাম ও যোগাযোগের নম্বর উন্মুক্ত স্থানে প্রদর্শন; উপবৃত্তি প্রাপ্তির নিয়ম-কানুন দৃশ্যমান স্থানে প্রদর্শন করা; স্লিপের এর বাজেট, কর্ম-পরিকল্পনা ও খরচের হিসাব দৃশ্যমান স্থানে প্রদর্শন; নিয়মিত মা সমাবেশের আয়োজন; এসএমসি সদস্য ও শিক্ষকদের সাথে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন এবং সভায় নারী সদস্যদের উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা; অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি কমিটি গঠন এবং অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ; তহবিল বরাদ্দ ও ব্যবহারে স্বচ্ছতার জন্য যে কোন লেনদেনে রশিদ বই ও হিসাব বই ব্যবহার; বিদ্যালয়গুলোতে অ্যাক্টিভ মাদারস ফোরাম গঠন করা; বিদ্যালয়ে নারী পুরুষ আলাদা টয়লেট ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। উল্লেখিত কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য জীবন কৃষ্ণ দে। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক নূরজাহান বেগম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান, মীর মু. জাহিদুল কবির তুহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা বেগম, সাবিনা আক্তার, মোসাঃ খাইরুন নাহার, লায়লা জেরীন আকতার, শাহনাজ বেগম শিল্প প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন টিঁআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-এফএন্ডএ জুয়েল রানা ও সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ২ দিন ব্যাপি ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে চর্তুথবারের মতো ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণী শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২ দিন ব্যাপী এ ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্ধোধন করেন ভাষা সৈনিক ইউছুফ হোসেন কালু।
এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইনামুল হাকিম, প্রফেসর শাহ সাজেদা, , বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ,সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিথুন সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, লোকসংস্কৃতি গবেষক দেবাশীষ চক্রবর্তী, লেখক ভায়লোট হালদার প্রমুখ।
এ প্রদর্শনীর ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০ টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বাংলা ভাষা, সাহিত্য ,ভাষা আন্দোলন ও বরিশালের লেখক, দুষ্প্রাপ্য বেশ কিছু গ্রন্থ ও বরিশাল নিয়ে লেখা ৪ শতাধিক বইপত্র ও অর্ধশত ডকুমেন্ট প্রদর্শিত হবে।

শখের বাইক কেড়ে নিলো জীবন

প্রায় বছরখানে আগে ইয়ামাহা এফজেড লাষ্ট ভার্ষণ বাইক কিনে মো. আরিফুল ইসলাম। শখের বাইক নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায় দিক-দিকান্তে। সেই শখের বাইকেই কেড়ে নিলো আরিফের জীবন।

বৃস্পতিবার সকাল এগারোটার দিকে বাউফল উপজেলার নাজিরপুর বাংলাবাজার এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যূবরণ করেন আরিফুল ইসলাম।
নিহত আরিফ বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ২য় বর্ষের ছাত্র ও নাজিপুরের রামনগর তাঁতের কাঠী গ্রামের বাসিন্ধা সানফ্লয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বরিশাল বিভাগীয় প্রধান শহিদুল ইসলামের ছেলে।
একই দুর্ঘটনায় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জালাল আহম্মেদের ছেলে হৃদয় নামরে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই দুই শিক্ষার্থী উপজেলার রামনগর তাঁতেরকাঠী এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে বাউফলের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে নাজিপুর এলাকার মৃধা বাড়ীর মোড়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ছিটকে পরে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষনা করেন। অপজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তালতলীতে যুবদলের কর্মীসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিম ও জেলা নেতৃবৃন্দ

আবু হানিফ নয়ন, তালতলী বরগুনা:
তালতলীতে যুবদলের কর্মী সভা উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় টিম ও জেলা নেতৃবৃন্দ। বরগুনার তালতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি কাজী আজিজুল হাকিম আরজু প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি এ্যাড.আক্তারুজ্জামান শামিম যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হোসেন, সহ সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, মনিরুল ইসলাম লিটন আমিনুল ইসলাম আমিন, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. পারভেজ আকন বিপ্লব জেলা যুবদলের সভাপতি জাহিদ হাসান মোল্লা সাধারন সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব স্বপন।

 

সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা যুবদলের আহবায়ক ছগির হাওলাদার যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার হিরু ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন,মিয়া রিযাজুল ইসলাম ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান অসিম সিনিয়র সাধারন সম্পাদক হাওলাদার নাসির উদ্দিন সহ সভাপতি রাসেদুল ইসলাম রাসেল যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাজু সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশের ন্যায় তালতলীতে কিছুদিন পূর্বে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিলো বিএনপির রাজনীতিকে গতিশীল করতে কেন্দ্র থেকে ছাত্রদল ও যুবদলের টিম গঠন করে তৃনমূলের কর্মীদের সাথে কর্মীসভা করার লক্ষে একযোগে সারা দেশে টিম সফর করছে।

 

নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী জানান সারা দেশে যুবদলের সফরের মাধ্যমে কমিটি করে খালেদা জিয়া মুক্তির আন্দোলন কে বেগবান করবেন রাজপথের ত্যাগী নির্যাতিত ও ছাত্রদল করা পরিক্ষিত নেতাদের সমন্বয় করে যুবদল কে ঢেলে সাজাবেন এমনটি নিশ্চিত করেন।

বরিশালে আপ্যায়ন, ঘরোয়া এবং হাজী বিরিয়ানি রেস্তোরাকে জরিমানা

বরিশাল নগরীর তিনটি অভিজাত হোটেল এন্ড রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে খাদ্য ও পরিবেশ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এই দন্ডাদেশ দেন।

এর মধ্যে নগরীর ফলপট্টি এলাকার অভিযাত রেস্তোরা হোটেল আপ্যায়নকে ২০ হাজার, হোটেল ঘরোয়াকে ২০ হাজার এবং হাজী বিরিয়ানিকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত করণ, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রন, খাদ্যের উৎপাদন ও মেয়াদ উত্তির্ণের তারিখ না থাকার অপরাধে ওই তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়।

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল র‌্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ এর নেতৃত্বাধিন র‌্যাবের একটি টিমের সহযোগিতায় খাদ্য ও পরিবেশ আদালতের পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানেটারি ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক।

ঝালকাঠির পোনাবালীয়ার শিববাড়ীতে কাল শুরু হচ্ছে শিব চতুর্দ্দশীর মেলা

আরিফুর রহমান আরিফ ॥ ঝালকাঠির পোনাবালীয়ার ঐতিয্যবাহী শিবমন্দিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী শিব চতুদ্দর্শী মেলা। জানাগেছে, এখানে ৩শ’ বছর আগে থেকে ঐতিহাসিক এ মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ জায়গাটি সনাতন ধর্মালম্বীদের ৩নং আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত। আগামীকাল থেকে ২৩ ফেব্রুয়ারী রোববার পর্যন্ত হাজারো ভক্তদের পদচারনায় মুখরিত থাকবে মন্দির প্রাঙ্গন ও তার আশপাশের এলাকা। শিব চতুর্দ্দশী উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬:১০ মিনিট থেকে শনিবার সন্ধ্যাা ৭:০৮ মিনিট পর্যন্ত দেশ বিদেশের হাজার হাজার পূন্যার্থীরা শিব দর্শন করবেন। একইসাথে মানত অনুযায়ী শিশুদের মাথার চুল ফেলা, ভক্তদের পূণ্যস্নান এবং বিভিন্ন ধরনের পূজাঅর্চনা অনুষ্ঠিত হবে। সর্বশেষে ত্র্যম্বকেশ্বর ভৈরবের পূজার মধ্যদিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে সকল ধর্মের দর্শনার্থীদের জন্য মেলা চলবে রোববার সন্ধ্যা পর্যন্ত। এই মন্দিরটির ইতিহাস খুজে যা পাওয়া যায় তা হলো, তৎকালীণ রাজা দক্ষ মহাশয় যজ্ঞ করার সময় কন্যা সতীকে নিমন্ত্রণ না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবের স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্রদিয়ে সতীর দেহ ৫১ খন্ড করেদেয়। আর খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে তার মধ্যে সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালীয়া গ্রাম একটি স্থান। এখানে দেবী সতীর নাসিকা খন্ড পড়েছিল। ফলে অন্যান্য স্থানের মত এ স্থানটিও তীর্থ স্থানে পরিণত হয়। এদিকে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ খালিলুর রহমান। এছাড়াও মন্দির ও মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

রাশিফলে কেমন যাবে আজকের দিনটি?

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ  দেবগুরু বৃহস্পতি, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও পরমযোগী গ্রহ শনি মহারাজের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের মন অলসতায় পূর্ণ হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে।

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

ডাকযোগে মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশগমনের পথ খুলবে।

মিথুন [২১ মে-২০ জুন]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। মন সুর সংগীত ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। বেগবান যান বর্জনীয়।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারসামগ্রীও সমানে প্রাপ্ত হবেন।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে পুরনো ক্রনিক ব্যাধিপীড়াগুলো চাঙ্গা হয়ে উঠায় আপনাকে হাসপাতালে চক্কর কাটতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। অবশ্য জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলায় থেকে ভরপুর সাহায্য পাবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকতে পারে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ শুভ তথা সুদূরপ্রসারী হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধুব আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।