আমতলীতে অবৈধ ২টি ইট ভাটা সিলগালা

আমতলী প্রতিনিধি:
আমতলীতে মোবাইল কোর্টের নির্দেশ অমান্য করে ভাটা পরিচালনা করায় শাখারিয়ার ঢাকা ব্রিকস নামে ১টি ভাটায় পানি ছিটিয়ে লক্ষাধিক কাঁচা ইট গুড়িয়ে দেওয়া এবং সেকান্দার খালীগ্রামের কিম ও উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি নামের অপর ২টি ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থায়ী ভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার দিনভর এ অভিযান পরিচালন করেন ভ্রাম্যমান আদালতের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী।
জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা ব্রিকসে অভিযান পরিচালনা করে এর কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাটি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটাটি সিলগালা করে দেন। ভাটাটি সিলগালা করার পরও মালিক নসা মিয়া রাতের বেলায় নতুন মেশিন বসিয়ে ভাটা পরিচালনা করার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ফের ভ্রাম্যান আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এর সত্যতা পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় পানি ছিটিয়ে লক্ষাধিক ইট ধ্বংস করে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এবং ভাটার মেশিনের যন্ত্র পাতি খুলে ফেলা হয়। এর পর একই দিন সেকান্দারখালী গ্রামের কিএম এবং উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি ভাটায় অভিযান পরিচালনা করে এর লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেয়ে ভাটা ২টি সিলগালা করে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। এবং অবৈধ ভাবে ভাটা ২টি গড়ে তোলায় মালিক দ্বয়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লখ টাকা জরিমানা করা হয়। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকী জানান বরগুনা জেলা প্রশাসকেকের নির্দেশে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যাক্রমে আরো যে সকল অবৈধ ইটনভাটা রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তি উৎসব কাল

আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তি উৎসব। “কুড়ি বছরের সংগ্রাম সাহসী পথ চলায় অবিরাম” এই স্লোগানকে সামনে রেখে নেয়া হয়েছে বিস্তর কর্মসূচী। বিকাল ৫টায় কেক কাটর মধ্যে দিয়ে শুরু হবে অনুষ্ঠান মালার।
উল্লেখ্য যে,২০০০ সালে ১৮ ফেব্রুয়ারি বরিশাল রিপোর্টার্স ইউনিটি অবাধ মুক্ত তথ্য প্রবাহ আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।

বরিশালে একুশের দেয়াল আলপনায় চারুকলার শিক্ষার্থীরা

চারুকলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বরিশালে শুরু হয়েছে একুশের আলপনা। রঙে, রেখায়, ডিজাইনে এ আলপনায় মূর্ত হয়ে উঠেছে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়াল।

রোববার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় শিল্পের আলোয় একুশের আলপনা – এই শ্লোগানের মধ্যে দিয়ে ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু দেয়ালচিত্র শিল্পকর্মের উদ্বোধন করেন। চারুকলার ৩৩ শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের এই আয়োজনে ভাষা শহীদ দের প্রতিকৃতি, বাঙালির লোক জীবন, ভাষা সংগ্রাম মূর্ত হয়ে উঠেছে। চারকলা বরিশালের সম্পাদক রনি দাস জানান, এবারে মুজিববর্ষ উপলক্ষে ভিন্ন আঙ্গিক ও পরিকল্পনায় দেয়ালচিত্রের শিল্পকর্ম করা হয়েছে।

চারুকলা শিক্ষার্থী তাহিরা, সিদ্দিকী জানায়, এবারে দেয়াল চিত্র অংকনে তারা দেশের ভাষা সংগ্রাম থেকে স্বাধীনতার চেতনাকে তুলে ধরেছেন। ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু বলেন, আমাদের ভাষা আন্দোলন মূর্ত হয়েছে এই দেয়াল শিল্পকর্মের মাধ্যমে। চারুকলার সভাপতি আলতাফ হোসেন জানান, নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য, ভাষার ঐতিহ্য তুলে ধরতেই এই প্রচেষ্টা নেয়া হয়েছে।

আগামী ২০ ফেব্রয়ারির রাতে একুশের আলপনার মাধ্যমে সমাপ্তি হবে এই শিল্পিত আয়োজনের।

বরিশালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রতন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার দুই বারের শ্রেষ্ট, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী’র জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন কবিরাজ, সহকারি শিক্ষা অফিসার বদিউজ্জামান, নাদিরা আফরিন, হাপানিয়া শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম নাসির উদ্দিন, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য ও সাবেক ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন প্রমুখ।

পিরোজপুরে শ্লীলতাহানির চেষ্টায় যুবকের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় মিরাজ গাজী (২০) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোট শৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় স্থানীয় এক স্কুলশিক্ষিকা উপজেলা সদরের ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় ছোট শৌলা গ্রামে পৌঁছলে প্রতিবেশী মিরাজ গাজী তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সেখান থেকে তিনি দ্রুত বাড়িতে গিয়ে স্থানীয় ভগিরথপুর পুলিশ ফাঁড়িতে জানান। পরে রাতেই পুলিশ মিরাজ গাজীকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেন মিরাজ গাজী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বরিশালে খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

বরিশালে খুনসহ একাধিক মামলা পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর-খাজুরিয়া গ্রামে র‌্যাবের একটি টিম হানা দিয়ে নান্নু দেওয়ান (৩২) এবং জলিল দেওয়ানকে (৩০) গ্রেপ্তারে সফল পায়। সোমবার সকালে বরিশাল র‌্যাব রুপাতলী কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।

 

র‌্যাব সূত্র জানায়- মেহেন্দিগঞ্জ থানায় নান্নু দেওয়ানের বিরুদ্ধে ডাকাতিসহ ০৩ টি মামলা এবং জলিল দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ০৩ টি মামলা রয়েছে।

একই তথ্য দিয়ে স্থানীয় একটি সূত্র জানায়- আদালতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও তারা এলাকায় অবস্থান নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। উভয়ের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ থাকলেও প্রভাব-প্রতিপত্তির কারণে মুখ খুলছিলন। রোববার তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয়রা স্বস্তি পেয়েছে।

র‌্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে  জানান, উভয়কে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।’

রিফাত হত্যা: মিন্নির জবানবন্দির বৈধতা নিয়ে প্রশ্ন আইনজীবীর

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এবং বরগুনা সদর থানার ওসি আবীর মোহাম্মাদ হোসেন ও সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম। তাঁদের মধ্যে বিচারক সিরাজুল ও ওসি আবীরের সাক্ষ্য শেষ না হওয়ায় আজ সোমবারও তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আছাদুজ্জামান এসব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। এর মধ্যে সাক্ষ্যপ্রদানকারী বিচারক সিরাজুল ইসলাম গাজীকে জেরার সময় মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকা থেকে আসা মিন্নির আইনজীবী ফারুক আহম্মেদ।

গতকাল সাক্ষ্যগ্রহণ উপলক্ষে কারাগারে থাকা এই মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া আদালতে হাজির হন জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

আইনজীবী ফারুক আহম্মেদ পরে সাংবাদিকদের বলেন, ‘মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে বিচারক গ্রহণ করেছিলেন, সেই বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীকে আমি জেরা করেছি। মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় বিচারক যে ভুলগুলো করেছেন, আমি সেগুলো আদালতে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এতে আমি সফল হয়েছি।’

বরিশালে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

বরিশালের উজিরপুরে উপজেলা বিএনপির কার্যালয় অগ্নিকাণ্ডে অফিস আসবাবপত্র সহ মুল্যবান জিনিসপত্র ভস্মীভূত । ব্যাপক ক্ষয়ক্ষতি ।১৬ ফ্রেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন ।স্থানীয় সূত্রে জানা গেছে কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দীন আহমেদ সান্টু উজিরপুর পৌর এলাকার ওই স্থানে ২০০০ সালে মাতৃমঙ্গল মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেন পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয় হিসেবে এটি ব্যবহার করে আসছে ।

কার্যালয়ের পাহাড়াদার আনসার হাওলাদার বলেন প্রতিদিনের মত রাতের খাবার খাওয়ার জন্য নিজ বাড়িতে যাই পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই । তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি ধামকি উপেক্ষা করে থাকছি।

এ বিষয়ে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার বলেন দুর্বিত্তরা রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে । রাজনৈতিক ভাবে কোনঠাসা করতে প্রতিপক্ষরা এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছি । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা রয়েছে । উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আঃ রশিদ জানান রাত সাড়ে এগারোটায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।

আসলাম তালুকদার থেকে মান্না: ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক মান্না নেই বারো বছর হয়ে গেলো। তবে মৃত্যুর পরও ভক্তদের হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন। আজ চলচ্চিত্রের এই  মহাতারকার ১২ তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার।

ছোটবেলা  থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচন্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন। টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদার নামের  সেই কিশোর হয়তো তখনো জানতেন না যে তিনিই একদিন হয়ে উঠবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক।

নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই! স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার; কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে ‘নতুন মুখের সন্ধানে’ বিজ্ঞাপন। তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন।

 

সুযোগও পেয়ে যান। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার। এ কার্যক্রমে সুযোগ পেয়েই কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি তিনি। এর জন্য অনেক ত্যাগ, কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধরনা দিতে হতো। যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু, সেই রাজ্জাকই এক সময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ের। ১৯৮৬ সালে ‘নায়করাজ’ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘তওবা’ সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক তার চলচ্চিত্র জীবনের যাত্রা।

 

চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না। শুরুতে একের পর এক অ্যান্টি হিরো হিসেবে অভিনয় করেছেন। কিন্তু  সে সময় তেমন কোনো সাফল্য আসেনি। আশির দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসীম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনদের নায়ক হিসেবে বেশ দাপট।

সেই দাপুটে অভিনেতাদের মাঝেও ‘তওবা’, ‘পাগলী’, ‘ছেলে কার’, ‘নিষ্পাপ’, ‘পালকি’, ‘দুঃখিনী মা’, ‘বাদশা ভাই’-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন মান্না। দুঃখজনক হচ্ছে, এসব ছবির  কোনোটিতেই মান্না প্রধান নায়ক ছিলেন না। তাই সাফল্যের ভাগীদার খুব একটা হতে পারতেন না।

মান্না অভিনীত প্রথম ছবি ‘তওবা’ হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম ‘পাগলী’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাশেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না। এ ছবিটি সুপার-ডুপার হিট হওয়ার কারণে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না। এরপর কাজী হায়াতের ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। এরপর আরো কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দেন মান্না। দেলোয়ার জাহান ঝন্টুর ‘গরীবের বন্ধু’ ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না। সে সময় তাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয়। সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন। চলচ্চিত্রের প্রযোজক-পরিচালকেরাও তার কাছে নির্ভরতা খুঁজে পান। নব্বইয়ের দশকের শুরুতে নাঈম-শাবনাজ, সালমান-শাবনূর, সানী- মৌসুমি জুটি বেশ সফল। তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান মান্না। মনতাজুর রহমান আকবর, কাজী হায়াৎ, নুর হোসেন বলাই, নাদিম মাহমুদ, এম এ মালেক, এফ আই মানিক, মোস্তাফিজুর রহমান বাবু, এ জে রানা, বেলাল আহমেদের মতো পরিচালকের ছবি দিয়ে মান্না নিজেকে প্রমাণ করতে থাকেন। ১৯৯৭ সালে নায়ক থেকে প্রযোজনায়ও আসেন মান্না। মান্নার প্রথম প্রযোজিত ছবি ‘লুটতরাজ’ সুপারহিট ব্যবসা করে। এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্না-অধ্যায়। একের পর এক মুক্তি পেতে থাকে মান্নার। বেশির ভাগ ছবিই দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পায়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র-বিষয়ক নানা কর্মকাণ্ডের মান্নার ছিল অগ্রণী ভূমিকা।

বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেঁকে বসলে হাল ধরেন মান্না। মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন। আশির দশকে সুনেত্রা, নিপা মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রোজিনা, নূতন, অরুণা বিশ্বাস, শাহনাজ, কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন, তেমনি মৌসুমি, শাবনূর, পূর্ণিমা, মুনমুন, সাথী, স্বাগতা, শিল্পী, একার সঙ্গে তার ছবি ব্যবসায়িক সফলতা পেয়েছে।

অভিনয়, সংলাপ বলার ধরন দিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি। তার অভিনীত এমন কিছু ছবি আছে যার জন্য তিনি চিরদিনের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। একটা সময় ছিল, যখন ছবিতে শুধু মান্না আছেন- এ কারণেই দর্শক হলে ছুটে গেছেন, তার কারণেই ছবি ব্যবসাসফল হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটনির্ভর ছবিতেও মান্না ছিলেন অনবদ্য।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন চান জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক:

সংসদ সদস্যদের ক্ষমতায়নে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন চান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, ৭০ অনুচ্ছেদের জন্য সংসদ সদস্যরা নিজেদের বিবেক বিচার বুদ্ধিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন। এ সময় তিনি সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করেন।

জি এম কাদের বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিতে হয়। না হলে সংসদ সদস্য পদ হারতে হয়। কিন্তু ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে কেবল মন্ত্রিসভার সদস্যরা ছাড়া বাকি সকলে বেসরকারি সদস্য। আমাদের কার্যপ্রণালী বিধিতেও এটি রয়েছে। মন্ত্রিসভার সদস্যরা ছাড়া বাকি সব সদস্যের সমন্বয়ে সরকারের প্রতিপক্ষ হিসেবে সংসদে ভূমিকা রাখেন।

তিনি বলেন, কেবল মন্ত্রী বাদে সরকারি ও বিরোধীদলের সকল সদস্য একক ও যৌথভাবে এ দায়িত্ব পালন করলে সংসদের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা যেতে পারে। কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে বাধার সৃষ্টি করছে। ৭০ অনুচ্ছেদের কারণে সরকারি দলের সকল প্রস্তাবই সংসদে গ্রহণ করা হয়। সংসদ সদস্যরা নিজের বিবেক বিচার বুদ্ধি ও এলাকার জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না।

বিরোধীদলীয় উপনেতা বলেন, আমাদের সরকার প্রধান একই সঙ্গে সরকার প্রধান ও সংসদ প্রধান হিসেবে যা সুপারিশ করবেন সংসদে তা গ্রহণ হবে। সংবিধান তাকে দেশ পরিচালনার দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের একক কর্তৃত্ব দিয়েছে। এ ক্ষেত্রে সদস্যদের ভূমিকা গৌণ ও পরামর্শমূলক। সংসদ সদস্য নিজে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন বা হ্যাঁ সূচক সম্মতি হচ্ছে তার কাজ। সরকারি সিদ্ধান্ত বাতিলের সুযোগ তাদের নেই।

সংবিধানে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিধান থাকলেও তা বাস্তবায়ন অসম্ভব উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের আত্ম-সামাজিক পরিস্থিতিতে ৭০ অনুচ্ছেদ সম্পূর্ণ বাদ দেয়াও বাস্তবসম্মত নয়। এ ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ক্ষণে ক্ষণে বাধাগ্রস্ত হতে পারে, সরকারের স্থায়ীকাল অনিশ্চিত হওয়া বা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। এ জন্য সরকার গঠন বাজেট অনুমোদন ও অনাস্থা প্রস্তাব- এ তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে মধ্যে ৭০ অনুচ্ছেদ সীমাবদ্ধ রাখা যেতে পারে। এতে সংসদ আরও বেশি শক্তিশালী ও কার্যকর হওয়ার সুযোগ থাকে।

জাতীয় পার্টির এ নেতা বলেন, আমাদের দেশে গণতন্ত্রায়ন নির্বাচনের ওপর বেশি নির্ভরশীল। এ জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। জাতীয় আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি। এতে তুলনামূলকভাবে অনিয়মের সুযোগ কম। এতে ছোট ছোট দলগুলোর সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে। বিশ্বের অধিকাংশ দেশেই এ আনুপাতিক ভোট পদ্ধতি চালু রয়েছে।

জি এম কাদের বলেন, দেশে শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি। প্রতি বছর তিন লাখ শিক্ষার্থী পড়াশোনা শেষ করে শ্রমবাজারে প্রবেশ করে। এর মধ্যে অর্ধেকের মতো বেকার থাকে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক বাংলাদেশে আশঙ্কাজনক অবস্থায় আছে। দেশে মাদক ব্যবসা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। গত বছর ১০ হাজার কোটি টাকার মাদক কেনাবেচা হয়েছে। মাদক বিরোধী অভিযানে ২৬০ দিনে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২৯২ জন। এ ধারাবাহিকতায় বন্দুকযুদ্ধ ও সাঁড়াশি অভিযানের মধ্যেও মাদক আমদানি আগের বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনীতিকদের মধ্যে সংশ্লিষ্টতা ও মদত থাকে বলে বিশেষজ্ঞরা মনে করেন। যার কারণে মাদকের বিরুদ্ধে অভিযান সফল হয় না। মাদকের বিরুদ্ধে ভেতরে বাইরে শুদ্ধি অভিযান চালাতে হবে। কাউকে ছাড় দেয়া যাবে না।

করোনাভাইরাস নিয়ে তিনি বলেন, করোনাভাইরাস বর্তমানে বিশ্বে একটি আতঙ্কের নাম। প্রথমে চীনে হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এর বিস্তার ঘটছে। এটার শেষ কোথায় হবে তা বোঝা যাচ্ছে না। আশা করি, সরকার এ বিষয়ে সচেতন আছে। এটাকে মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

অষ্টম পে-স্কেল সম্পর্কে জি এম কাদের বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলে সন্তোষজনক নয়। ১১-২০তম গ্রেডের কর্মচারীরা এর বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তাদের দাবির বিষয়টি সমাধান করা যেতে পারে বা নতুন পে-কমিশন গঠন করা যেতে পারে।