ভালোবাসা দিবসে মেয়ের প্রেমিকের মুখে বিষ দিলেন মা

ভালোবাসা দিবসে অনেকেই অনেকভাবে ভালোবাসার পরীক্ষা দিয়ে থাকেন! কিন্তু এমন পরীক্ষা? মেয়ের প্রেমিকের মুখে জোরপূর্বক বিষ ঢালল প্রেমিকার মা ও পরিবারের অন্য সদস্যরা। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক রতন মান্না। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মোহম্মদপুরে শিলাখালি গ্রামে।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেয়ের ভালোবাসার পাত্রকে মেনে নিতে পারেনি পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে রতনের বাড়ি গিয়ে রতন ও তার ভাইকে বেধড়ক মারধর করে প্রেমিকার বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারি দেয়। প্রেমিক রতন মান্না একথা অস্বীকার করেন। এরপরই তার হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা। জোর করে তাকে সেই বিষ খেতে বাধ্য করেন।মেয়ের মা বলতে থাকেন, ‘তাহলে বিষ খেয়ে মর।’

খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে গুরুতর অবস্থায় প্রেমিক রতন মান্নাকে উদ্ধার করে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করায়। পরে তারা অভিযুক্ত প্রেমিকার পরিবারকে মারধর করেন। মারধরের পর ৪ জনকে পুলিশের হাতে তুলে দেয় তারা।

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন পুনরায় দাবি বিএনপি ফোরামের

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচন দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

শনিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৩ ফেব্রুয়ারির নির্বাচন বিতর্কিত দাবি করে তারা পুনরায় নির্বাচন দাবি করে। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দাবি মানা না হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই ফলাফলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারী দেন সংগঠনের নেতারা।
গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিতরা। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সদস্য পদে একজন মাত্র বিজয়ী হন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু।

তিনি অভিযোগ করেন, জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৮৬৬ জন। এর মধ্যে ৭৬০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৪টি ভোট। অথচ ৪ জন সভাপতি প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বাতিল হওয়া ৪টি ভোট যোগ করলে দেখা যায় কাস্টিং ভোটের সংখ্যা ৭৬৯টি। অর্থ্যাৎ কাস্টিং ভোটের চেয়ে ৯টি ব্যালট বেশি পাওয়া যায়। অভিযোগ করা হয় ওই ৯টি ব্যালট বারবার ভোটারদের হাতে বদল হয়েছে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সাধারণ ভোটারদের বাধ্য করেন বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অভিযোগ করেন, এ বছর প্রথম তারা ভোটের দিন কোনো এজেন্ট দিতে পারেননি। একটি গোয়েন্দা সংস্থার দুই জন প্রতিনিধি সার্বক্ষণিক ভোট প্রদানের গোপন কক্ষে অবস্থান করেন।

নির্বাচন উপ-পরিষদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, নির্বাচন উপ-পরিষদ থেকে একাধিক ফলাফল সিট দেওয়া হয়েছে। যাতে বড় ধরনের গড়মিল ধরা পড়েছে। একটি ফলাফল সিটে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আফজালুল করিম পেয়েছেন ৪২২ ভোট, আবার দ্বিতীয় ফলাফল সিটে দেখানো হয়েছে তিনি পেয়েছেন ৪৩২ ভোট। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নির্বাচন উপ-পরিষদ একটি প্রহসনের নির্বাচন করেছে। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচন দাবি করছে।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেন, বিএনপি সমর্থিত সিনিয়র আইনজীবী নাজিম উদ্দিন পান্না, হাফিজ আহম্মেদ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ

পটুয়াখালী:
বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছেন পটুয়াখালী জেলা বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারী) শেরে বাংলা পাঠাগার সংলগ্ন প্রধান সড়কে জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান খান এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন।

মিজানুর রহমান মিজান এর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বতর্মান সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। পুলিশি বাধা অত্রিক্রম করে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়াও যে কোন আন্দোলনে সকলকে একত্রিত থাকার আহবান জানিয়েছেন বক্তারা।

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

ভোলা:
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ দুলাল হোসেন (৩৪)। তিনি ওই ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হন। তাৎক্ষণিক স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন।

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

আটকরা হলেন-বরিশাল উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির মালেক সিকদারের ছেলে মো. মাসুদ রানা টিপু (২৭) ও তার সহযোগী পিরোজুপুরে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মৃত শহিদুল ইসলাম মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৫)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম তার সঙ্গীয় টিম নিয়ে এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে এ ঘটনায় আটকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই মো. খায়রুল আলম।

চরফ্যাশনে কোস্টগার্ডের অভিযানে ৩ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল আটক

ভোলার চরফ্যাসন উপজেলার   মেঘনা  নদীর সামরাজ এলাকা ( ১৪ ফেব্রুয়ারি ) শুক্রবার ভোর ৪ টা থেকে (১৫ ফেব্রুয়ারি ) শনিবার সকল ৯ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ লাখ মিটার  অবৈধ  কারেন্ট জাল ও ২ হাজার মিটার  চর ঘেরা জাল  আটক করেছেন বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন  কন্টিনজেন্ট কমান্ডার ।
এসময় জালে আটকে থাকা ৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে চর কচ্ছপিয়া ২ টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানান মেঘন নদীর সামরাজ এলাকায় অভিযান পরিচালনাকালে নদী থেকে চর ঘেরা ২ হাজার  মিটার ও ৩ লাখ  মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

সকালে উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

বরিশালে নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বরিশাল-লাকুটিয়া সড়কের রেন্ট্রিতলা ও বটতলার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে দু’একদিন আগে কেউ লোকচক্ষুর অন্তরালে ফেলে রেখে গেছে।

এদিকে উদ্ধার করা শিশুর যৌনাঙ্গ বিকৃত করায় ছেলে কিংবা মেয়ে শনাক্ত করা যায়নি। শিশুটির মরদেহে পচন ধরেছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেতাগীতে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ২ লাখ টাকার ফুল বিক্রি

বেতাগী:
বরগুনার বেতাগীতে ঋতুরাজ বসন্তের পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ২ লাখ টাকার ফুল বিক্রির খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ও আজ দিনব্যাপি পৌর শহর ও উপজলার বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক ভাসমান দোকানে এ ফুল করতে দেখা গেছে। স্কুল, কলেজ পড়ুয়া তরুন-তরুনীদের ফুল কিনতে দেখা গেছে।

দোকানীরা গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিয়াস, গাধাঁ ফুলসহ বিভিন্ন ধরণের ফুলের পসরা বসিয়ে ফুল বিক্রি করতে দেখা যায়। তরুন- তরুনী ছাড়াও বিভিন্ন বয়সের নারী-পুরুষ এসব ফুল কিনছে এবং প্রিয়জনদের বিতরণ করতে দেখা যায়।

এ উপজেলায় প্রায় ২ লাখ টাকার ফুল বিক্রির খবর পাওয়া যায়। ফুল বিক্রেতা শাওন জানায়,’ এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হওয়ায় ফুল সবচেয়ে বিক্রি হয়েছে।’