বরগুনার রিফাত হত্যায় চার চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় চার চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে তাদেরও জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন আসামি পক্ষের আইনজীবিরা কাউকে জেরা করেন নি।

 

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভবন চন্দ্র হাওলাদার বলেন, বিজ্ঞ আদালতে আজ (বৃহস্পতিবার) ডা. হাসাইন ইমাম, ডা. এস এম মাইদুল ইসলাম, ডা. সোহেলী মঞ্জুর তন্নি ও ডা. মোহাম্মদ জামিল হোসেনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

তিনি আরো বলেন, জেলা ও দায়রা জজ আদালতে এখন পর্যন্ত ৬৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এদিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কোন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়নি।

সাক্ষ্যগ্রহণ শেষে ডা. মাহাম্মদ জামিল হোসেন বলেন, আমি ২৭ জুন সকাল ১১-২০ মিনিট সময় আমার সহকারী ডা. এস এম মাইদুল ইসলাম, ও ডা, সোহেলী মঞ্জুর তন্নিকে নিয়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত রিফাত শরীফের লাশের ময়না তদন্ত সম্পন্ন করি।

আমরা যখন রিফাত শরীফের ময়না তদন্ত করি তখন তার শরীরে ৫টি কোপের চিহ্ন পাই। ওই কোপের কোন সেলাই ছিল না। আরও অনেক গুলো কাটা জখম পাই। সেগুলো সেলাই করা। রিফাত শরীরের সব চেয়ে বড় কাটা জখম পাই ডান পাশের ঘাড়ে। যার দৈর্ঘ্য ছিল ৭ সেমি, পাশ ৪ সেমি ও গভীরতা ৩ সেন্টিমিটার। ওই জখমে ৬টি সেলাই ছিল।

তিনি আরও বলেন, ঘাড়ের প্রধান ভেইন বা রগ কেটে যাওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রিফাত মারা যায়। ময়না তদন্তের অন্য দুইজন ডাক্তার একই কথা বলেন।

ডা. হাসাইন ইমাম বলেন, আমি ২৬ জুন বরগুনা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ছিলাম। ওইদিন সকাল অনুমান ১০-২৫ মিনিট সময় একটি ছেলে আহত অবস্থায় হাসপাতালে আসে। সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরছে। আমি পরীক্ষা করে দেখলাম তার যে জখম সেই চিকিৎসা বরগুনায় নেই। আমি দ্রুত বরিশাল প্রেরণ করি।

দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। আগামীকাল (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন।
সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ সফরসঙ্গী হবেন।
বরিশাল পৌঁছে তিনি সড়কপথে তিনি পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে উপস্থিত হবেন। প্রতিমন্ত্রী ১৪ ফেব্রুয়ারী বরিশালের বিভিন্ন প্রোগ্রামে অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া ১৫ই ফেব্রুয়ারী দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন, চরকরনজি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা সহ কয়েকটি প্রোগ্রামে অংশ নেয়ার কথা রয়েছে।

১৫ ফেব্রুয়ারী বিকেলে তিনি বরিশাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পটুয়াখালীতে স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লিমন মুসুল্লি, বেল্লাল, ছগির, মুসা, লালমিয়া মুসুল্লি, শাহিন মুসুল্লি, জাকির মুসুল্লি, নুরুন্নবী হাওলাদার ও মেহেদীকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ওই গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের জব্বার মুসুল্লির ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই উত্তক্ত করে আসছিল একই এলাকার হেল্লাল খলিফা। গ্রামবাসীরা এর প্রতিবাদ করে। বৃহস্পতিবার সকালে হেল্লাল খলিফা বহিরাগত বখাটে সন্ত্রাসীদের নিয়ে নিজামপুর গ্রামে গিয়ে সন্ত্রাসী হামলা চালায়। এতে ওই গ্রামের অন্তত: ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।

নিজামপুর গ্রামের জব্বার মুসুল্লি বলেন, তার মেয়েকে হেল্লাল খলিফা স্কুলে যাওয়া আসার সময় প্রতিদিনই উত্যক্ত করে আসছে। এমনকি বাড়িতে ঢুকে শ্লীলতাহানীর চেষ্টাও করে।

আহত জকির মুসুল্লি বলেন, স্কুল পড়ুয়া তার ভাইয়ের মেয়েকে হেল্লাল খলিফা উত্যক্ত করে । এ নিয়ে বেশ কয়েকবার শালিস ব্যবস্থা হয়েছে। এর শোধ নিতে বৃহস্পতিবার সকালে বখাটে হেল্লাল সন্ত্রাসী দলবল নিয়ে এ হামলা চালায়।

মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাসির উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানান।

মহিপুর থানার ওসি সোহেল অহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছিলাম। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

ভোলায় আপত্তিকর অবস্থায় কিশোর কিশোরীকে আটক করে থানায় সোপর্দ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আপত্তিকর অবস্থায় এক কিশোর কিশোরীকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের ০৫নং ওয়ার্ড রৌদ্রেগো বাড়িতে এই ঘটনা ঘটে। আটককৃত কিশোরীর নাম খাদিজা আক্তার (১৩)। সে শান্তির হাট ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। তার পিতার নাম মোঃ সেলিম মাঝি।

কিশোরের নাম মোঃ সোহাগ (২০)। সে পশ্চিম ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের ইসমাঈল মাঝির ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে সোহাগ ওই কিশোরীর বাড়িতে আসেন। নির্জন বাগানে দুজনকে তখন এলাকাবাসী আপত্তিকর অবস্থায় ধরেন। চারদিকে হৈ চৈ শুরু হলে ছেলের চাচা পন্ডিত ছেলেকে ছাড়িয়ে নিতে আসে। এসময় পারভেজ নামে স্থানীয় এক সেনাসদস্য দাপট দেখিয়ে অপ্রাপ্ত ওই কিশোরীকে বিয়ে দিতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

এক পর্যায়ে এলাকাবাসী ওই সেনাসদস্যকে পেটাতে উদ্ধৃত হন। এলাকাবাসী জানান, একজন সেনাসদস্য হওয়ায় পারভেজ প্রায়ই ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে এবং কোন মুরুব্বিকে সে সম্মান করে না। সে একজন বখাটে ছেলে। খবর পেয়ে পুলিশ এসে কিশোর কিশোরীকে থানায় নিয়ে যান। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বয়স অপ্রাপ্ত হওয়ায় উভয় পক্ষের অভিবাবকদের এনে তাদের হাতে ছেলে মেয়ে হস্তান্তর করা হয়ে হয়েছে।

বরিশালে মাদক মামলায় কারবারির ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: 
র‍্যাবের দায়ের করা মামলায় এক মাদক কারবারিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৯ মার্চ বিকেল সোয়া ৫টায় বরিশাল নগরের কাশিপুর ফিসারী রোডের মায়ের দোয়া বিরানী হাউজের সামনে থেকে আব্দুর রহিমকে আটক করে র‍্যাব ৮’র একটি দল।

এ সময় তার কাছে থেকে এক হাজার নয়শ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডি বিদ্যুৎ কুমার রায় বাদী হয়ে বিমান বন্দর থানায় মামলা করেন।
একই বছরের ২১ এপ্রিল তদন্তে সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন থানার উপ-পরিদর্শক প্রদীপ মিত্র ।
মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে দোষী সাব্যস্ত হলে আদালত ওই দণ্ড দেন।

কুয়াকাটায় মুজিব শতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

এস এম আলমাস,কুয়াকাটা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়াকাটা মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। ১৩/০২/২০২০ সকাল নয়টায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে, কুয়াকাটা বয়েস ক্লাব বনাম কুয়াকাটা সাউথ ক্লাবের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়।

কুয়াকাটা পৌর আওয়ামীলীগের আয়োজনে এই টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে শুভ উদ্ধোধন করেন কুয়াকাটা পৌরসভা মেয়র আব্দুল বারেক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসুফ আলী গাজী, কাউন্সিল তোফায়েল আহম্মেদ তপু, সাংবাদিক আনোয়ার হোসেন আনু, মোঃ শহিদ দেওয়ান, রাইসুল ইসলাম শিবলু প্রমুখ। প্রধান অথিতি তার বক্তব্যে বলেন মজিব শত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ এই টুর্নামেন্ট।

তথ্যমন্ত্রী: এখন আর ভিক্ষুকের ডাক শোনা যায় না

ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে ক্ষুধাকে জয় করার কারণে অলি-গলিতে আর ভিক্ষুকের ডাক শোনা যায় না বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি মানুষের হাতেই এখন মোবাইল রয়েছে। এটাই ডিজিটাল বাংলাদেশ।

তিনি আরো বলেন, ২০০৮ সালে তারা দুটি স্বপ্নের কথা বলেছিলেন। একটি হলো- দিন বদলের কথা, আরেকটি হলো- ডিজিটাল বাংলাদেশ। দুটি স্বপ্নই এখন বাস্তবায়িত হয়েছে। এখন রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত দ্বীপ জেলা ভোলার চর কুকরি-মুকরি কিংবা মনপুরায় মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা দেওয়া হয়। সেই অজপাড়া গাঁয়ে কোনো কৃষক তার ফসল বা গাছে পোকা ধরলে সেটির ছবি তুলে জেলা কৃষি অফিসে পাঠান এবং মোবাইল ফোনের মাধ্যমেই পরামর্শ নেন। এটাই ডিজিটাল বাংলাদেশ।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন একটি ক্ষুধামুক্ত দেশ। ক্ষুধাকে আমরা জয় করেছি। এখন আর সকাল-সন্ধ্যা অলিতে-গলিতে ভিক্ষুকের ডাক শোনা যায় না। তাই তিনি মনে করেন, এখন আর দেশের কোথাও ক্ষুধামুক্ত দেশ গড়ার স্লোগান দেওয়ার প্রয়োজন নেই।

ঝালকাঠিতে দরজার হ্যাসবল ভেঙ্গে চুরি, থানায় অভিযোগ দায়ের

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরের বিশ্বরোড সংলগ্ন কলেজ মোড়স্থ হক মহলে বাসার দড়জার হ্যাসবল ভেঙ্গে চুরির ঘটনায় সাথী আক্তার নামের এক গৃহিনী সদর থানায় অভিযোগ দায়ের করেছে।

সাথীর অভিযোগ সূত্রে জানাযায়, গত ১১ ফেব্রুয়ারী বিকেলে বাসায় তালা দিয়ে সদর উপজেলাধীন শিরযুগ গ্রামে আমার বাবার বাড়িতে যাই। পরের দিন ১২ ফেব্রুয়ারী সকাল আনুমানি সাড়ে সাতটার সময় আমার দেবর সুমন তার মুঠোফোন থেকে আমাকে ফোন করে জানায় যে, আমার বাসার সামনের দড়জার হ্যাসবল ভাঙ্গা দরজা খোলা অবস্থায় আছে। আমি সুমনের ফোন পেয়ে দ্রুত আমার বাবার বাড়ি থেকে বিশ্বরোড সংলগ্ন কলেজ মোড়স্থ বাসার সামনে আসি। তখন আমি দেখতে পাই আমার বাসার সামনের দড়জায় কোন তালা নেই তালা লাগানোর জন্য ব্যবহারিত হ্যাসবল ভাঙ্গা। পরে আমার শশুর ও দুই দেবরকে নিয়ে বাসার ভিতরে ঢুকে দেখতি পাই য, আমার বাসায় ভিতরে সকল মালামল এলোমেলো বিছানো অবস্থায় আছে। আমার বাসার ভিতরে থাকা আলমিরা খোলা এবং আলমিড়ার ভিতরে গোপন ড্রয়ারটাও খোলা দেখে আলমিড়ার কাছে গিয়ে দেখতে পাই ড্রয়ারের ভিতরে রাখা ১২ হাজার টাকা ও প্রায় ২লক্ষ টাকা মূল্যের ৪ ভরি সোনা কিছুই নেই।

তারুণ্যের শক্তি যুব সংগঠনের গারুড়িয়া ইউনিয়নে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম:-

আরিয়ান শুভঃ আজ ১৩/০২/২০২০ বৃহস্পতিবার তারুণ্যের শক্তি যুব সংগঠন থেকে স্কুলের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও প্লাস্টিক দূরীকরণের লক্ষ্যে গারুড়িয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বাঁশের ঝুড়ি প্রদান করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে প্লাস্টিকের অপব্যবহার রোধে সচেতন মূলক বক্তৃতা দেয়া হয়। ঠিক একই দিনে উক্ত সংগঠন থেকে ডিঙ্গারহাট বাজারে পরিষ্কার পরিছন্নতা অভিযান ও ডিঙ্গারহাট বাজারে দুইটি ডাস্টবিন স্থাপন করা হয়।

গারুড়িয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ স্যার ও ডিঙ্গারহাট বাজার কমিটির সদস্যগণ যুবদের এই কার্যক্রমকে ভালো উদ্যোগ বলে বিবেচনা করেছেন।

ঝালকাঠিতে মতুয়া সম্মেলণ উপলেক্ষ হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের (হরিভক্ত) বাৎসরিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া সম্মেলন আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে ৪ দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে ঝালকাঠি কেন্দ্রীয় শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অনুষ্ঠান উদ্ধোধন করবেন ধর্মগুরু শ্রী নির্মল চাঁদ ঠাকুর। অনুষ্ঠানের প্রথম দিনে মঙ্গলঘট স্থাপন ও ভোর আরতী দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা এবং হরিচাঁদ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলী নিবেদন ও হরিলীলামৃত পাঠ করা হবে। এ ছাড়াও সন্ধ্যায় রয়েছে সংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতী ও ডংকা কীর্ত্তণ। আগামীকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার ধর্মীয় পূজা অর্চণার পাশাপাশি সন্ধ্যায় রয়েছে বাগেরহাট জেলার প্রখ্যাত শিল্পী তিমির সরকারের কবিগান। ১৬ ফেব্রুয়ারি রোববার বর্নাঢ্য একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। ওরাকান্দি থেকে আগত মতুয়া দল ও ঝালকাঠির হরি ভক্তদের অংশগ্রহনে শোভাযাত্রাটি মন্দির সংলগ্ন পুরাতন কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করবে এবং সন্ধ্যায় খুলনার বটিয়াঘাটা বিনাপানি নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনালম্বনে যাত্রাপালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিঃ দিলীপ কুমার হালদার এবং সাধারণ সম্পাদক শ্রী বীরেন মন্ডল জানান, সকল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রতিদিনই প্রসাদ বিতরণ এবং ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ডংকা কির্ত্তন ও ঠাকুরের ভোগ অন্তে মহোৎসব অনুষ্ঠিত হবে।