কুয়াকাটায় দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করেছে নৌ পুলিশ

 

এস এম আলমাস, কুয়াকাটা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে জব্দকৃত দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে বরিশাল অঞ্চলের এস.পি মো.কফিল উদ্দিনের উপস্থিতিতে উদ্ধার করা নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া হয়।

এব্যাপারে কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানায়, কলাপাড়ার পায়রাবন্দর এবং মৌডুবি চ্যানেলের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময় অভিযান চালিয়ে আটককৃত নিষিদ্ধ জাল জব্দ করা হয়। সেই জাল গুলো বিভাগীয় উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।

বরগুনায় গাঁজাসহ গ্রেফতার-১

বরগুনায় আব্দুল্লাহ আল নোমান( ১৮) নামের একজনকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বরগুনা মাছ বাজার থেকে গ্রেফতার করে বরগুনা থানার এস আই জিয়াউল হক ।

তার বাড়ী বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের দঃ খাজুরতলা গ্রামে।তার পিতা মৃত আঃ খালেক। তার নামে বরগুনা থানায় একাধিক মামলা আছে।

পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে। আজ সকালে পুলিশ তাকে কোর্টে প্রেরণ করলে কোর্ট তাকে জেল হাজতে প্রেরণ করে।

বরিশালে বেইলি ব্রিজ ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর থাকা সেতুটি ভেঙে পড়েছে। সেতুর সঙ্গে পানিতে পড়ে গেছে একটি পাথরবোঝাই ট্রাক। এতে বরিশাল জেলা শহরের সঙ্গে বানাড়ীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৫ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরনো এ সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচল করতে থাকে। এ অবস্থায় আজ মঙ্গলবার ভোররাতের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানাড়ীপাড়ার উদ্দেশে পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানাড়ীপাড়া ও স্বরুপকাঠী উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করে। ফলে সেতুটি ভেঙে পড়ায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।

 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলাদার বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপশ কুমার পাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেতুটি মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যাত্রীদের নৌকায় করে পার হতে দেখা গেছে।

বরিশাল বোর্ডে গণিত পরীক্ষায় অনুপস্থিত ৫৮৬, বহিষ্কার ২৪

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে ৫৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পাশাপাশি ভোলা জেলায় ছিলেন পাঁচ জন, বরগুনায় দু’জন, পটুয়াখালীতে পাঁচ জন, ঝালকাঠিতে চারজন, বরিশালে আট জনসহ মোট ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গণিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ভোলা জেলায় ১১১ জন, বরগুনায় ৬৮ জন, পটুয়াখালীতে ১৩৪ জন, পিরোজপুরে ৫১ জন, ঝালকাঠিতে ৫০ ও বরিশালে ১৭২ জন। এর ফলে গণিত পরীক্ষায় মোট ১ লাখ ৭ হাজার ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ব‌রিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এসএসসি পরীক্ষায় এবছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করছে। যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।

বরিশালে বরযাত্রীর গাড়ী থেকে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার-৩

বরিশালের উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্টান্ড থেকে বরযাত্রীর গাড়ীতে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় বরিশাল ভাটিখানা থেকে মাইক্রোবাস যোগে বিদেশী মদ নিয়ে একদল বিয়ের বরযাত্রী আগৈড়ঝাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ইচলাদি পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন এর নের্তৃত্বে এস.আই রুহুল আমিন, সুদেব, রিয়াজ মাহমুদ, এ.এস.আই সাদ্দাত,সাহিন, আবুল বাশার, মামুনসহ একদল চৌকস পুলিশের টিম ব্যাপক অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশী মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে এবং ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এস.আই রুহুল আমিন বাদী হয়ে মাদক দ্রব্য আইনে বরযাত্রী ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার কালি বাড়ী এলকার মৃত ইন্দ্রজিৎ সাহার ছেলে শুভ সাহা(৩০),বরিশাল সদরের কোতয়ালী থানার মৃত তপন দাসের ছেলে রিপন দাস(৩০),গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের মৃত অনিল সাহার ছেলে বাপ্পা সাহা(২৯) কে আসামী করে মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান বিয়ের গাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে ও তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশালবাসীর স্পপ্নের পদ্মা সেতুর ৩৬০০ মিটার দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানোর মধ্য দিয়ে তিন হাজার ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩০ ও ৩১ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৫.০৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এ খবর নিশ্চিত করেছেন।

পদ্মা সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান , ১০ মার্চ তৃতীয় স্প্যান, ১৩ এপ্রিল চতুর্থ স্প্যান, ২৯ জুন পঞ্চম স্প্যান বসানো হয়।

এ ছাড়া ২০১৯ সালের ২৩ জানুয়ারি ষষ্ঠ স্প্যান, ২০ ফেব্রুয়ারি সপ্তম স্পেন, ২০ মার্চ অষ্টম স্প্যান, ১৮ এপ্রিল নবম স্প্যান ও ২-ফেরুয়ারি-২০২০ তারিখে ২৩তম স্প্যান বসানো হয়েছিল।

মাওয়া মুন্সীগঞ্জের প্রান্তের ১২-১৩নং পিলারের ওপর অস্থায়ীভাবে বসানো ছিল। সেখান থেকে আজ মঙ্গলবার সকালে ২৪তম স্প্যান নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানি হাউ শরীয়তপুরের জাজিরার উদ্দেশ্যে রওনা হয়।

সকাল ১০টায় পৌঁছে। দুপুর ১টা ২০ মিনিটে ৩০ ও ৩১ নাম্বার পিলারের ওপর স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে যায়।

এ নিয়ে জাজিরা প্রান্তে ১৪টি স্প্যান বসানো হলো। জাজিরা প্রান্তে দৃশ্যমান হলো ২১০০ মিটার। অপরদিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১০ স্প্যান বসানো হয়। পদ্মা সেতুর দৃশ্যমান হলো ৩ হাজার ৬০০ মিটার।

প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মণ করা হবে। এর মধ্যে সবকটি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ।

এ স্প্যানটি বসানোর সংবাদে পদ্মা পাড়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে।

দেশের অর্থনৈতিতে নতুন মাত্রা যোগ হবে। পদ্মা সেতুর দুই পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। কলকারখানায় ভরে উঠবে এ এলাকা। শ্রমজীবী মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারা দেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।

মঙ্গল মাঝির ঘাটের সামসুদ্দিন সরদার বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আজ ২৪তম স্পেন বসছে দেখে খুশি হলাম। আশা করি পদ্মা সেতু ২০২১ সালের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আ. কাদের বলেন, মঙ্গলবার পদ্মা সেতুর ২৪তম স্পেনটি বসানো হলো। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৫.০৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে সবকটি স্পেন বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।

বিদ্যালয়ে ক্লাশ নিলেন ওসি

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলের পূর্ব-কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাশ নিলেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। শিখালেন, কেনো ভালো মানুষ হতে হবে! কিভাবে ভালো মানুষ হওয়া যায়! সুন্দর সমাজ গড়তে তাদের ভূমিকা কি!
মঙ্গলবার (১১জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু করে ১ঘন্টা যাবৎ ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা’ ও শিক্ষামুলক ক্লাশ নেয় তিনি। এসময় তাকে শ্রেণী কক্ষের ব্লাকবোর্ডে চক হাতে লিখতে দেখা যায়।
বিদ্যালয় সূত্র জানায়, অফিসার ইনচার্জ এর আগেও তাদের বিদ্যালয়ে গুজব বিরোধী ও সচেতনতা মুলক সভা করেছেন। আজ তিনি শ্রেণী কক্ষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামুলক আলোচনা করেন।
শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে নিজেদের ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাগিদ দেয়। মাদক ইভটেজিং বাল্যবিয়ে-সহ সকল ধরনের সামাজিক অরপাধ মুক্ত থাকতে বলেন।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশের কর্নধার। তারা দিবেন আগমীর নেতৃত্ব। তাদের ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। তাদের পড়াশুনা করে নিজেদের প্রকৃত জ্ঞানী হিসাবে গড়তে হবে।

বাউফলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ক্ষমতার প্রভাব ঘাটিয়ে জোরপূর্বক এওয়াজ বদলকৃত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে ওই ঘটনা ঘটে।
আিভযোগ সূত্রে, উপজেলাধীন কলতা মৌজার এস.এ ৯৯নং খতিয়ান ও ঝিলনা মৌজার এস.এ ৯৬নং খতিয়ানে চাঁনভানু বিবি এবং একই মৌজার এস.এ ১১০/১৯১/১৩৩ নং খতিয়ানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও নিজ রেকর্ড সূত্রে মালিক জেন্নাত আলী খাঁন। উভয়ের ভোগ দখলের সুবিধার্থে পারস্পারিক সম্মতিতে ১৯৯৩ সালে বাউফল সাব-রেজিন্ট্রী অফিসে এওয়াজ বদল/ বিনিময়পত্র রেজিষ্ট্রী করেন। উভয় পক্ষের ওয়ারিশগণ এওয়াজ বদলকৃত জমি ভোগ দখল করে।

চান ভানুর পূত্র মৃত. মো. শামসুদ্দীন সিকদার, মৃত. মো. মাহতাব উদ্দীন সিকদার ও দুই কণ্যা মাহমুদা ও কহিনুর বেগমের ওয়ারিশগণ উক্ত কৃষি জমির উন্নয়ন করে গাছপালা লাগিয়ে বসতযোগ্য গড়ে তোলেন অপর পক্ষ কৃষি জমি হিসাবে ভোগ করে।
এওয়াজ বদল মিথ্যা দাবী করে প্রায় ২৩বছর পর জেন্নাত আলী খাঁনের ওয়ারিশ মজিবর, মালেক ও খসরু গণেরা সম্প্রীতি জোর পূর্বক ক্ষমতার প্রভাব ঘাটিয়ে চাঁন ভানুর ওয়ারিশ মাহবুব সিকদার, জামাল সিকদার গণের ভোগদখলকৃত জমি দখল করে ঘর নির্মাণ করে এবং গাছপালা বিক্রি করে টাকা আত্মসাৎ করে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় যুবলীগ নেতা খসরু খাঁন বলেন, তাদের কোন জমি নাই। আমরা কোর্ট থেকে রায় আনছি।
রায়ের প্রসঙ্গে মাহবুব সিকদার বলেন, তারা ৯৩ সাল এওয়াজ বদলকৃত জমি ভোগ দখলে আসছেন। তারপরও গোপনে ০৬’সালে একতরফা রায় করিয়েছেন। রায়ের বিরুদ্ধে আমরা আপিল করায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালত কমিশন রিপোর্টের জন্য ইউএনও মহদোয়কে নির্দেশ দিয়েছে।

এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সাংবাদিক সবুজের পিতার’র মৃত্যুতে বিআরইউ’র শোক

জাতীয় দৈনিক কালের কন্ঠের বরিশাল ব্যুরো স্টাফ রিপোর্টার মঈনুল ইসলাম সবুজরে পিতা আব্দুল মন্নান (৭৭) ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারী) সকাল ৮টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় ইন্তেকাল করেন। তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ , সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মুক্তিযোদ্ধা কোটা শূন্য রেখেই সহকারী শিক্ষক নিয়োগ: কুয়াকাটায় মানবেতর দিন কাটাচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার

 

এস এম আলমাস (কুয়াকাটা প্রতিনিধি)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মুক্তিযোদ্ধা কোটা সংযুক্ত সার্কুলারে সহকারী শিক্ষক নিয়োগে কলাপাড়া উপজেলায় শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সকল যোগ্যতা প্রমাণ সাপেক্ষ লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থী থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধা কোটা শূন্য রেখেই শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। একই ঘটনায় বিভিন্ন জেলায় উচ্চাদালতের শরণাপন্ন হলেও অর্থাভাবে কোথাও যেতে পারেনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কুয়াকাটার মোঃ শহিদ। এরফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাবরে ডাকযোগে তিনটি আবেদন পাঠিয়ে ঘরে বসে মানবেতর দিন কাটাচ্ছে এই পরিবারটি।
বিভিন্ন কাগজপত্র ঘেটে জানা যায়, কুয়াকাটা পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মুহাম্মদ উল্লাহ মিয়ার কন্যা মমতাজের পুত্র মোঃ শহিদ। ২০০৮ সালে দাখিল এবং সর্বশেষ ২০১৫ সালে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল সম্পন্ন করেন। ২০১৮ সালের ৩০ জুন মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক (রাজস্ব) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কুয়াকাটার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ উল্লাহ মিয়ার সাময়িক সনদপত্র নম্বর ম-৮৭৪৭১, লালবই মুক্তিবার্তা নম্বর ০৬০৩০৫০১০৮, গেজেট নম্বর ৭২৫ এর নাতি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ২০১৯ সালের ৩১ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, যার রোল ছিল ৬৮৩৬৩১০। এরপর একই বছর ১৪ অক্টোবর মৌখিক পরীক্ষার জন্য তাকে ডাকা হয়। সেখানে চাকুরী প্রার্থী সন্তোষজনক উত্তর দিতে পারলেও ওই বছর ২৪ ডিসেম্বর সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে উপজেলার একমাত্র মুক্তিযোদ্ধা কোটায় থাকা মোঃ শহিদের নাম আর মেলেনি।
এদিকে, নানা অনিয়মের অভিযোগ এনে বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা চাকুরী প্রার্থীরা মহামান্য হাইকোর্টে রিট আবেদন করলেও মেধাবী শিক্ষিত এই যুবকের অর্থাভাবে কোথাও যাওয়া হয়নি।
এব্যাপারে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইয়াদুজ্জামান বলেন, এ বিষয়ে বিভিন্ন জেলার অনেক চাকুরী প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেছেন। এরফলে ওই সার্কুলারের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পটুয়াখালী জেলায়ও স্থগিত রয়েছে।