বেতন বাড়ল প্রাথমিক সহকারী শিক্ষকদের

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হলেও প্রধান শিক্ষকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে করা এবং প্রধান শিক্ষকদের বেতনের গ্রেড ১০ম গ্রেডে করার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষকরা।

সর্বশেষ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন দুই ধরনের সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড হবে ১৩তম। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা ১৫তম গ্রেডে বেতন পান।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৩তম গ্রেডে শুরুতে একজন সহকারী শিক্ষকের মূল বেতন হবে ১১ হাজার টাকা।

এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া হবে সে বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেন, প্রধান শিক্ষকদের বেতন নিয়ে উচ্চ আদালতের একটি মামলা চলমান। সে জন্যই প্রধান শিক্ষকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি।

মামলার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

নতুন এ প্রজ্ঞাপন অনুযায়ী ১৩তম গ্রেডে শুরুতে একজন শিক্ষকের মূল বেতন হবে ১১ হাজার টাকা এবং এ গ্রেডে সর্বোচ্চ বেতন হবে ২৬ হাজার ৫৯০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৭ নভেম্বর অর্থ বিভাগের সম্মতিক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৪ থেকে ১৩তম গ্রেডে উন্নীতকরণ করা হলো।

এতে আরো বলা হয়, নির্দেশনার ফলে এখন থেকে সহকারী শিক্ষকরা যোগদানের পরই ১৩তম গ্রেডে বেতন-ভাতা সুবিধা পাবেন। আগে এ স্তরের শিক্ষকরা ১৫তম গ্রেডে যোগদান করতেন। তারা তখন ৯ হাজার ৭০০ টাকা-ভাতা পেতেন। প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পর ১৪তম গ্রেড উন্নীত হয়ে ১০ হাজার ২০০ টাকা বেতন পেতেন।

নির্দেশনায় বলা হয়, নতুন বেতন গ্রেড যোগ্যতা-অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর করা হবে। এ বিষয়ে বিদ্যমান সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ-সংক্রান্ত ব্যয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বেতন-ভাতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে সমন্বয় করা হবে।

আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে মিন্নি

অনলাইন  ডেস্ক:
আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলা বরগুনা থেকে ঢাকার আদালতে ট্রান্সফার (বদলি) চেয়ে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রোববার এ তথ্য জানিয়েছেন মিন্নির অন্যতম আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম।
চলতি সপ্তাহে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
বরগুনায় তার জীবনের শঙ্কা থেকে এ আবেদন করা হয়েছে। ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বর্তমানে মামলাটি বরগুনার আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

ঝালকাঠির পিপি হায়দার হত্যা : ৫ জেএমবির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার পিপি (সরকারি কৌশলী) হায়দার হোসেন হত্যা মামলায় বিচারিক আদালতের পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামি নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

আসামিরা হলেন-মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া। তাদের মধ্যে বিল্লাল হোসেন পলাতক।

আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার (৯ ফেব্রুয়ারি) এই রায় দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ সোমবার বিষয়টি জানান।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান, এস এম মাহাবুবুল ইসলাম ও মো. কামাল। পলাতকসহ দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন মো. আসাদুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস, সৈয়দা শবনম মুশতারী ও তরিকুল ইসলাম।

২০০৭ সালের ১১ এপ্রিল ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন হায়দার হোসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরদিন ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা করেন নিহত ব্যক্তির ছেলে মো. তারেক ইবনে হায়দার।

এ মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেন ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম। রায়ের ওই পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। হাইকোর্টে রায়ের পরই ওই বছরই আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তিন আসামি আপিল ও এক আসামি জেল আপিল করেন। ডেথ রেফারেন্স মঞ্জুর করে আসামিদের আপিল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

বশির আহমেদ আরও বলেন, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট ওই পাঁচ জেএমবি সদস্যর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

এদিকে উচ্চ আদালত ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে নিহত পিপির পরিবার। নিহতের একমাত্র পুত্র তারেক ইবনে হায়দার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘আলহামদুলিল্লাহ।’তিনি আদালত ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এখন ফাঁসির আদেশ কার্যকর দেখার অপেক্ষায় আছে পরিবার।

বরিশালের বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংস্কৃতিক, বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিত্ব আক্কাস হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওইন্না লিল্লাহি রাজেউন)।

গতকাল রোববার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন।

আজ সকালে তার মরাদেহ নেয়া হয় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নাগরিক শ্রদ্ধাঞ্জলিতে তার মহাদেহে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসন, মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, জাতীয় পার্টি, অমৃত পরিবার, সচেতন নাগরিক কমিটি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ বেতার বরিশাল, আইসিডি, ক্যাব, খেলাঘর, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে বরিশাল পুলিশ লাইনস্ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।

আজ আছরবাদ পুলিশ লাইন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

‍এই সূর্য সন্তান বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, গণসংগীত শিল্পী, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় শাখার আমৃত্যু সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ শাহাজাদা হীরা:
আজ ৯ ফেব্রুয়ারি বিকাল ৫ টার দিকে। উপজেলা শিক্ষা অফিস অগৈলঝাড়া বরিশাল এর আয়োজনে। শহীদ সুকান্ত আবদুল্লাহ হল আগৈলঝাড়া বরিশালে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া উপজেলা চৌধুরী রওশন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ আগৈলঝাড়া বরিশাল আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী উপজেলা ইসরাত জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আগৈলঝাড়া বরিশাল মলিনা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা পরিষদ রফিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া উপজেলা সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া উপজেলা আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবত, উপজেলা শিক্ষা অফিসার আগৈলঝাড়া মোঃ সিরাজুল হক হাওলাদারসহ আগৈলঝাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মুজিব শতবর্ষ উদযাপনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান আগৈলঝাড়া উপজেলা শিক্ষা অফিসে মুজিব কর্নার এর শুভ উদ্বোধন করেন। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশালে ভাইকে হত্যার অভিযোগে অপর ২ ভাই কারাগারে

বরিশাল নগরীর বগুড়া রোডে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভাইদের হামলায় আরেক ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফরিদ খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী অপর তিন ভাইসহ চার জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিহত ফরিদের ভাই শাহ আলম খান ও মফিজুল ইসলাম নান্না খানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. আনিছুর রহমান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার রাতে নিহতের স্ত্রী রোজী বেগম বাদী হয়ে শাহ আলম খান ও মফিজুল ইসলাম নান্না খান, মজিবর রহমান খান ও ভাড়াটিয়া সোয়েব সিকদার আজাদকে আসামি করে মামলা দায়ের করেন। নিহত ফরিদ ও মামলার আসামি তিন ভাই নগরীর শীতলাখোলা এলাকার মৃত ঠিকাদার মজিদ খানের ছেলে। ১০ ভাই ও দুই বোনের মধ্যে ফরিদ খান ছিলেন সপ্তম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, পারিবারিকভাবে পাওয়া একটি স্টলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিন ভাই ও ভাড়াটিয়া মিলে ইট দিয়ে মাথা থেঁতলে ফরিদকে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘ফরিদ মারা যাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে শাহ আলম ও নান্নাকে আটক করা হয়। নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় ওই দুই জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’ ওসি আরও জানান,আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, পারিবারিকভাবে ফরিদকে বাড়ির সামনের একটি স্টল দেওয়া হয়। ওই স্টলের ভাড়া আদায় করে আসছিলেন ফরিদ। সম্প্রতি তার অন্য ভাই শাহ আলম ওই স্টলের ভাড়া আদায়ের উদ্যোগ নেন। তিনি ভাড়াটিয়া আজাদকে নিষেধ করে দেন, ফরিদকে যেন ভাড়ার টাকা না দেয়। শনিবার সকালে ওই স্টলের ভাড়া আনতে যান ফরিদ। এ নিয়ে ভাড়াটিয়া আজাদের সঙ্গে ফরিদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মামলার আসামি তিন ভাই এবং ভাড়াটিয়া আজাদের ইটের আঘাত এবং কিলঘুষিতে ফরিদ সড়কে লুটিয়ে পড়েন। প্রতিবেশিরা তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।