বরিশালের বঙ্গবন্ধু সড়ক এখন নিশ্চিহৃ

শামীম আহমেদ:
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল – ভোলা সড়ক ঘেষে বেশ কয়েক বছর আগে নির্মান করা হয় আধা কিলোমিটার দুরত্বের একটি সড়ক। স্থানীয় অর্ধশত বাসিন্দা এ সড়ক দিয়েই চলাচল করছে।

সড়কটি পাকা হলে খয়রাবাদ ব্রিজ সংলগ্ন ফুলতলা বাজারের শত শত মানুষের ভোলা রুটে যোগাযোগ অতি সহজতর হবে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল এর বিপরীতে হওয়ায় স্থানীয়রা সড়কটির নাম দেন ‘বঙ্গবন্ধু সড়ক’।

কিন্তু নির্মানের শুরুতেই বাধা দিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এমনকি ওই সড়কের ইট-বালু তুলে নিয়ে বঙ্গবন্ধু সড়ক এখন নিশ্চিহৃ করে দিয়েছে। নতুন করে পাকা সড়ক করতে চাইলেও বাধা দেয়ার অভিযোগ উঠেছে। ফলে সড়কের অভাবে যোগাযোগের ক্ষেত্রে অনেকটা বন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সদর উপজেলার কর্নকাঠীর স্থানীয় বাসিন্দা সাউথ ওয়েব রিয়েল স্টেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মো: সফিকুল ইসলাম খান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যখন ভোলার মহাসড়ক হয় তখন থেকেই এই রাস্তা দিয়ে মানুষ হাটাচলা করত। আমাদের জমির উপর দিয়ে এটি সরকারী হালোট ছিল। আধা কি:মি এর সড়কটি ববি’র বঙ্গবন্ধু হলের বিপরীতে ভোলা সড়কের পাশ ঘেষে সৃস্টি।

এটি ফুলতলা বাজার পর্যন্ত পৌছেছে। কয়েকবছর আগে তিনি নিজ খরচে ৪১ হাজার ইট ফেলে হালোটটি রাস্তায় নতুন রুপ দেন। নামও দেয়া হয় বঙ্গবন্ধু হলের সাথে মিল রেখে বঙ্গবন্ধু সড়ক। কিন্তু পার্শবর্তী বাহার তালুকদার, নাসির সিকদার, হেমায়েত শরিফ নান্না, ইউসুফ আলী খান লাল, জুলফিকার আলী জুলু, কামরুল চৌধুরী ওই রাস্তার ইট তুলে ফেলেন। এখন আবার এটি হালুটে পরিনত হয়েছে।

যেকারনে তার হাউজিং এর বাসিন্দারা সহ আশপাশের অর্ধশত পরিবার সড়কের অভাবে চলাচল করতে পারছেন না। বৃস্টি এলেই হাটু পানি জমছে। তিনি সড়কটি করার জন্য বন্দর থানায় অভিযোগও দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে প্রতিপক্ষরা পাল্টা চাঁদাবাজী মামলা দেয়। ওই মামলায় গত বছরের ১২ ডিসেম্বর তিনি খালাস পেয়েছেন। জনসাধারনের সুবিধার্থে তিনি সড়কটি নতুন করে পাকা করতে চাইলেও বাধা দেয়া হচ্ছে বলে জানান সফিক।

স্থানীয় বাসিন্দা খলিল সরদার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের বিপরীতে ভোলার সড়ক সংলগ্ন একটি সরকারী হালূট রয়েছে। প্রায় ১ কিলেমিটারের এই হালুট কাচা রাস্তায় পরিনত হলেও তা পরিপূর্ন হচ্ছে না। যেকারনে তারা অর্ধশতাধিক পরিবার চলতে পারছেন না। ফুলতলা থেকে বঙ্গবন্ধু হল পর্যন্ত সড়কটি হলে শত শত মানুষ উপকৃত হত। সেখানকার ভবন মালিক মাহিনুর বেগম বলেন, রাস্তা দেখে ৩ তলা ভবন করেছি। এখন রাস্তা উধাও। উপরোন্ত ভবনের কাজ করতে পাড়ছি না।

ভাড়াটিয়াও পাচ্ছি না। এই রাস্তা উচু না করা গেলে বর্ষায় পানি জমবে। হাবিব সিকদার নামে অপর এক ভুক্তোভোগী বলেন, রাস্তাটি কয়েক বছর আগে ইট-বালু দিয়ে করা হয়। এখন একটি পক্ষ বাধা দেয়ায় রাস্তা পাকা করা যাচ্ছে না। যেকারনে বাড়ি থেকে হাটবাজারে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অভিযুক্ত কর্নকাঠীর সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী বাহার তালুকদার বলেন, এখন রাস্তা করতে কেউ বাধা দিবে না। আমিও সরকারী ওই হালটে রাস্তা চাই। রাস্তাটি হলে শত শত মানুষের উপকার হবে। কয়েকবছর আগে ওই জায়গায় স্থানীয় রিপন, কামরুল প্রজেক্ট করেছিলেন। রাস্তার ইট তুলে নিয়ে তারাই অন্য স্থানে ব্যবহার করেছেন। এখন কেউ সড়ক নির্মান করতে চাইলে সহযোগিতা করা হবে।

এব্যপারে কর্নকাঠী ইউপি সদস্য জিবুল হক সেন্টু বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশের ভোলা সড়কের দক্ষিনে বহু পূর্বের একটি সরকারী হালোট রয়েছে। স্থানীয়রা কয়েক বছর আগে ইট, বালু ফেলে প্রায় আধা কিলোমিটার সড়ক নির্মান করেন। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মুখে হওয়ায় এর নামও দেন বঙ্গবন্ধু সড়ক। কিন্তু হঠাৎ করে ওই সড়কের ইট তুলে রাস্তাটি বিলীন করে ফেলে একটি মহল। যেকারনে এখনও রাস্তার মতই পরে আছে। তিনি বলেন, এই রাস্তাটি হলে শত শত মানুষ ফুলতলা বাজার থেকে ভোলার সড়কে অতি সহজে চলাচলের জন্য উপকার হত।

প্রাথমিক শিক্ষক নিয়োগ॥পটুয়াখালীর নিয়োগবঞ্চিতদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি:

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষা-২০১৮তে লিখিত পরিক্ষায় উত্তীর্ন এবং মৌখিক পরিক্ষায় অংশগ্রহনকারী সবাইকে প্যানেল করে সরাসরি নিয়োগ প্রদানের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে একত্রিত হয়েছে হাজার হাজার চাকুরী প্রার্থী।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকুরী প্রার্থীরা জানান, ২০১৪-১৮ পর্যন্ত প্রাইমেরী নিয়োগে কোন সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকুরীর বয়সসীমা শেষ হওয়ায় এটাই ছিল তাদের শেষ সুযোগ। প্রাথমিক বিদ্যালয়ের আসন শূন্যের ভিত্তিতে নিয়োগ বঞ্চিত ৩৭১৪৮ জনকে সুপারিশ করতে জোর দাবি জানান তারা। মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল চাই কমিটির ব্যানারে।

৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় উক্ত কমিটির সভাপতি আব্দুল বাতেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল কাদের এর সঞ্চালনায় আজকের মানবন্ধনে পটুয়াখালীর চাকুরী বঞ্চিতদের লক্ষ করা গেছে।

পটুয়াখালী জেলার ব্যানারে প্যানেল নিয়োগের দাবিতে মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন সোহাগ খলিফা, মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ হাসান এবং শ্যামল চন্দ্র।

পটুয়াখালী নিয়োগবঞ্চিতদের আহ্ববায়ক সোহাগ খলিফা জানান, পটুয়াখালীর মেধাবীরা উক্ত নিয়োগ পরিক্ষায় সুযোগ পেয়ে ভাইবায় উর্ত্তীন হয়েছে। পটুয়াখালীর অধিকাংশ উত্তীর্ন প্রার্থীদের চাকুরির বয়সসীমা শেষ হওয়ায় এই বছর তারা নিয়োগ প্রত্যাশী ছিল।

কিন্তু রিট জটিলতার কারনে পটুয়াখালীর এসকল চাকুরিপ্রার্থীরা নিয়োগবঞ্চিত হয়েছে। তাই পটুয়াখালী থেকে ঢাকায় এসে মুজিববর্ষকে সামনে রেখে ভাষার মাসে মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

পটুয়াখালীতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বশিরুল আলমের কাছে চাঁদা দাবি ও তার ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ-মিছিল এবং সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ লাইনের সামনে দিয়ে সোনালী ব্যাংক মোড় হয়ে পুনরায় আইনজীবী সমিতির ভবনের হল রুমে সমাবেশ করে আইনজীবীরা।

বিক্ষোভ-মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম আহাদ দুলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশীদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশীদ, অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট ওহিদ সরোয়ার কালাম প্রমুখ। এসময় আইনজীবী সমিতির সব সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, অ্যাডভোকেট বশিরুল আলমের কাছে চাঁদা দাবি ও হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

হামলার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনজীবীরা।

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ভাতিজিকে আটকে রেখে টানা ২৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল এক চাচার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের জালনায়। বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল শনিবার। খবর পেয়েই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। খবর আনন্দবাজার পত্রিকার।

চন্দনজিরা থানার ইনস্পেক্টর শ্যামসুন্দর কুঠালে জানান, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল বছর সতেরোর মেয়েটি। তার খোজে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, পাশের জেলা বুলধানার মেহকর এলাকার এক গ্রামে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে মেয়েটিকে।

পুলিশের একটি দল ওই গ্রামে পৌঁছতেই সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত চাচা। পরে শনিবার অওরঙ্গাবাদের একটি বাস স্টপ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মেয়েটির অভিযোগ, একটি বাড়িতে আটকে রেখে প্রতিদিন তাকে ধর্ষণ করত চাচা। তাকে তালা দিয়ে আটকে রাখা হয়েছিল।

 

 

সাঈদীর উত্তরসূরি মিজানুর রহমান আজহারী!

বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর উত্তরসূরি বলে মন্তব্য করেছেন মাসুদ সাঈদী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারীর সঙ্গে তার সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে এমন মন্তব্য করেন।

মাসুদ লিখেছেন– ‘আপনারা যারাই আজ কোরআনের হক্ব কথাগুলো মানুষকে বলছেন, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন, তাদের মাঝে মানুষ আল্লামা সাঈদী হাফেজাহুল্লাহকে খুঁজে পায়। আপনাদের প্রতিটি কথা ও কাজ তারা আল্লামা সাঈদীর সঙ্গে মিলিয়ে নেয়। আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে দেশের মানুষ আপনাদেরই বেছে নিয়েছে।’

তার ভাষ্য– ‘আপনার চলে যাওয়ার সিদ্ধান্তে যদিও আপনাকে মিস করব, অসংখ্য-অগণিত মানুষ তথাপি সবার জন্যই সান্ত্বনার বিষয়ও আছে।

হয়তো আপনি সাময়িক চোখের আড়ালে থাকবেন, কিন্তু আপনার কণ্ঠ এখন ছড়িয়ে গেছে সর্বত্র। আপনি পৌঁছে গেছেন বাংলার ঘরে ঘরে।’

আজহারীর উদ্দেশে মাসুদ লিখেছেন– ‘চলে যাওয়া মানে হেরে যাওয়া নয়/চলে যাওয়া মানে চিরস্থায়ী বিচ্ছেদ নয়/চলে যাওয়া মানে কোনো অধ্যায়ের পরিসমাপ্তিও নয়/চলে যাওয়া মানে সকল বন্ধন ছিন্ন করাও নয়– এ যাওয়া বড়ই সাময়িক…’।

প্রসঙ্গত চলতি বছরের মার্চ পর্যন্ত সব তাফসির কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান আজহারী। এ সময়ে গবেষণার কাজে তিনি মালয়েশিয়ায় চলে যাচ্ছেন বলে জানিয়েছেন।

নিজের কর্মসূচি স্থগিত করার পেছনে পারিপার্শ্বিক কারণের কথাও উল্লেখ করেছেন তিনি।