বরিশালে নিষিদ্ধ ঘোষিত ‘নব্য জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি’র সক্রিয় সদস্য আবু নাঈম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। এঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ধারায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে সংশ্লিষ্ঠ এন্টি টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য নাঈমের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কথিত ইসলামের নামে রাষ্ট্র বিরোধী বিভিন্ন জেহাদী বই, জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করে বিভিন্ন প্রচারপত্র, মোবাইল ফোন, সীমকার্ডসহ বিভিন্ন তথ্য উপাত্ত। দশ দিনের রিমান্ড আবেদন জানিয়ে রবিবার সকালে জেএসবি’র সদস্য আবু নাঈমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, অর্গানাইসড ক্রাইম, ফরেনসিক ও টেরর ফিনান্স উইং, এন্টি টেরোরিজম (এটিইউ) ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উজ্জামানের নেতৃত্বে ১০ সদস্যর একটি দল ঢাকা থেকে শনিবার বিকেলে সরাসরি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জসীম উদ্দিন সেরনিয়াবাতের মালিকানাধীন ‘মেসার্স মা মেডিকেল হল’ নামের ঔষধের দোকানে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য আবু নাঈমকে (২০) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু নাঈম গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের নজরুল ইসলাম মোল্লা ও তানিয়া আক্তারের ছেলে এবং সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ৫৩নং রোলধারী ছাত্র। নাঈম উল্লেখিত ঔষধের দোকানে কর্মচারীর হিসেবে তিন মাস যাবত কাজ করে আসছিলো।

তার বাবা নজরুল ইসলাম নগরবাড়ি রোডে একটি চায়ের দোকান পরিচালনা করছে। নাঈমের পরিবার পূর্বে উজিরপুর উপজেলার নয়াকান্দি এলাকায় বসবাস করত।

এঘটনায় এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এসআই অজিত কুমার দাশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ধারায় শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন, নং-৩ (৮.২.২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ)এর ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নাঈমকে ১০ দিনের রিমান্ডের আদেন জানিয়ে রবিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আরও জানান, ৮জানুয়ারি বিকেলে নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি সদস্যরা মা মেডিকেল হলে একত্রিত হয়ে মিটিং করার প্রস্তুতি নিচ্ছিল।

সেই খবরে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে মা মেডিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নব্য জেএমবির অন্যতম সক্রিয় সদস্য নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি আধুনিক মোবাইল ফোন উদ্ধার করে তাৎক্ষনিক নাঈমকে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে নাঈমের বাড়ি থেকে ৬২৪পৃষ্ঠার “নেদায়ে তাওহীদ,” ৩৪পৃষ্ঠা “জিহাদী প্রশিক্ষনের গুরুত্ব” ফটোকপি, “একাকী জিহাদ ” তান্ডত ও তান্ডত বাহিনীর বিরুদ্ধে একাকী জিহাদের দলিল প্রমান, আমি মুসলিম জিহাদের জন্য ট্রেনিং বা প্রস্তুতি পর্ব-১ থেকে ১২পর্ব এবং জিহাদে প্রাথমিক চিকিৎসার ৩১পাতা ফটোকপি, নাঈমের ব্যবহৃত ছদ্মনামে ফেইসবুক আইডি “আমি মুসলিম (প্রতিবাদী) জিহাদ সংক্রান্ত ২৬পৃষ্টার কাগজপত্র, ব্যাক্তিগত প্রতিবেদন ফরম ও ফটোকপি ৬পাতাসহ বিভিন্ন তথ্য উপাত্তর আলামত জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত নব্য জেএমবি নাঈম গৈলায় মা মেডিকেল হলে চাকুরীর আগে উপজেলা সদরের নূপুর ফার্মেসীতেও দীর্ঘদিন কর্মরত ছিল। ঢাকাতেও কর্মরত ও যাতায়াত করত নাঈম।

গ্রেফতারকৃত নব্য জেএমবি’র সদস্য নাঈমের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম আরও জানান, নাঈম নিজের ফেইসবুক আইডি থেকে “আমি মুসলিম” (প্রতিবাদী লেখক) এর মাধ্যমে দেশ থেকে ইসলাম বিরোধী কাজ কাজ দূর করে যে কোন মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্টা করাই তাদের দলের মুল উদ্দেশ্য।

বিভিন্ন অন লাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদরে মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরী করে অন লাইনে তাদের সহযোগী “ইমামা মাহদীর সৈনিক”সহ আরও বিভিন্ন ছদ্মনামের আইডির সাথে ম্যাসেঞ্জারের মাধ্যমে জিহাদ এবং দেশ বিরোধী পরিকল্পনা করত।

নাঈমের আইডি থেকে সরকার বিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষে পরিকল্পনা গ্রহন, প্রশিক্ষণ, অস্ত্র ও বোমা সংগ্রহের চেষ্টা করে আসছিলো। বিভিন্ন উন্নত মানের এ্যাপস ব্যবহারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “নব্য জেএমবি” কার্যক্রম পরিচালনার জন্য নাঈম খিলাফত প্রতিষ্ঠার লক্ষে প্রস্তুতি গ্রহন করছিল।

নাইমের ব্যবহৃত “ইসলামী বই ” নামে একটি এ্যাপসের মধ্যে সন্ত্রাস ও জিহাদসহ বিভিন্ন ধরনের ১৬০টি বইয়ের লিংক পাওয়া গেছে। অন্য একটি এ্যাপসে ৯টি শিরোনামে ৩২টি বইয়ের লিংক পাওয়া গেছে। যার মধ্যে জিহাদ সংক্রান্ত বিস্তারিত আলোচনা রয়েছে।

অনলাইন ভিত্তিক প্রচারনা, গনতন্ত্র ব্যবস্থার বিরুদ্ধে তাদের খিলাফত প্রাতিষ্ঠার উদ্দ্যেশ্যে সংহতি, জননিরাপত্তা বিপন্ন করা, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি সম্বলিত পোস্ট এবং কপি প্রচার করার তথ্য সংরক্ষন ও প্রচার করে আসছিলো।

আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব বর্ষের অঙ্গীকার পূরণের লক্ষ্যে বিশেষ মা সমাবেশ

মোঃ শাহাজাদা হীরা:
 আজ ৯ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে। ৪৩নং আশোকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় গৌরনদী বরিশাল এর আয়োজনে। বিদ্যালয় প্রাঙ্গণে, মুজিব বর্ষের অঙ্গীকার পূরণের লক্ষ্যে বিশেষ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার গৌরনদী ফয়সল জামিল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী উপজেলা ইসরাত জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, কাউন্সিলর গৌরনদী পৌরসভা গোলাম আহাদ রাসেল, সভাপতি স্কুল ম্যানেজিং কমিটি মোঃ মোকসেদ হাওলাদার, প্রধান শিক্ষক ৪৩নং আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোসম্মৎ খাদিজা বেগমসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মায়ের উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মুজিব বর্ষের অঙ্গীকার পূরণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসকসহ সকল অতিথিরা স্কুল পরিদর্শন করেন।

বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-৮ এর সিও আতিকা ইসলাম।

প্রেসক্লাবের সভাপতি মানবন্দ্রে বটব্যালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এসএম ইকবাল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন ফরিদ, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, আয়োজক কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন সুমন, সদস্য সচিব কেএম নয়ন সহ অন্যান্যরা।

 


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, ‘ পেশাদার ভালো সাংবাদিকতার সাথে আমরা সব সময় আছি, সাংবাদিক ও পুলিশ একে অপরেরর কাজকে সহযোগীতা করলে সমাজ থেকে সকল অন্যায়-অপরাধ খুব সহযেই দূর করা সম্ভব।আজকে প্রেসক্লাবের প্রানবন্তর এ আয়োজন দেখে খুবই ভালো লাগছে।’

বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাব-৮ এর সিও আতিকা ইসলাম বলেন, ‘আমাদের কাজে বরিশালের সাংবাদিকদের বরাবরই সহযোগিতা পেয়েছি। কাজের পাশাপাশি খেলাধুলা খুবই প্রয়োজন। আমি বরাবরই খেলাধুলা পছন্দ করি। সাংবাদিকদের এ ধরনের আয়োজন বার বার করা হোক এবং সুন্দরভাবে হোক এই প্রত্যাশা রইলো।’

পরে ব্যাটমিন্টন, দাবা ও কেরাম খেলায় অংশ নিয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন অতিথিরা।

প্রথম বিশ্বকাপ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

আকবরের ব্যাটে প্রথম বিশ্বকাপ জিতল বাংলাদেশ

অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের হট ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ।

রোববার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ১৭৭ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।

খেলার মাঝে বৃষ্টি শুরু হওয়ায় খেলা নির্ধারিত হয় ৪৬ ওভারে।

এর আগে উদ্বোধনীতে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৮.৫ ওভারে ৫০ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান তানজিদ হাসান। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেয়ার আগে ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করে ফেরেন তরুণ এ ওপেনার।

উড়ন্ত সূচনার পরও সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে কোণঠাঁসা হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে একঘরে হয়ে পড়ে বাংলাদেশ। ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণুর বল খেলতেই পারছিলেন না বাংলাদেশি যুবারা। নিজের করা প্রথম ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে বাংলাদেশের ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান ১৯ বছর বয়সী ভারতীয় এ লেগ স্পিনার। ১৩তম ওভারে রবি বিষ্ণুর বলে আউট হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়। ওই ওভারেই পায়ে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আকবর আলী। ইমন আউট হওয়ার পর শূন্য রানের ব্যবধানে ফেরেন তাওহিদ হৃদয়।

দলীয় ৬৫ রানে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হয়ে ফেরেন শাহাদাত হোসেন। এমন কঠিন পরিস্থিতিতে আকবর আলীকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শামিম হোসেনও। তিনি ২০ রানের জুটি গড়ে আউট হন।এরপর আকবর আলীর সঙ্গে ১৭ রানের জুটি গড়তেই আউট হয়ে যান অভিষেক দাস।

২৩ ওভারে দলীয় ১০২ রানে ৭ উইকেট পতনের পর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমন ফের ব্যাটিংয়ে নামেন। সপ্তম উইকেটে ইমনকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন আকবর আলী। তাদের এ জুটিতেই জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।

শেষ দিকে জয়ের জন্য ১০৯ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। খেলার এমন অবস্থায় সজোরে ব্যাট চালাতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইমন। তার আগে ৭৯ বলে ৭টি চারের সাহায্যে করেন ৪৭ রান।

১৪৩ রানে ৭ উইকেট পতনের পরপরই দুই ওভার মেইডেন দেন আকবর আলী ও রাকিবুল হাসান।

রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারতীয় যুব দল। দলীয় ৯ রানে ভারতীয় ওপেনার দিব্বাংশ সাক্সেনাকে সাজঘরে ফেরান অভিষেক দাস।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন যশস্বী জসওয়াল। এই জুটিই বেশি ভুগিয়েছে বাংলাদেশি যুবাদের। দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন জসওয়াল ও ভার্মা। তিলক ভার্মাকে আউট করে জুটির বিচ্ছেদ ঘটান তানজিম হাসান সাকিব। দলীয় ১০৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিলক ভার্মা। তার আগে ৬৫ বলে ৩টি চারের সাহায্যে ৩৮ রান করেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে ভারতীয় ব্যাটসম্যানদের সাজঘরে ফেরান বাংলাদেশি যুবারা। ভারতীয় অধিনায়ক প্রিয়াম গার্গকে দ্রুত সাজঘরে ফেরান রাকিবুল হাসান।

ভারতীয় শিবিরে এরপর জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া ভারতীয় ওপেনার জসওয়ালকে সাজঘরে ফেরান শরিফুল। তার বলে তানজিম হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জসওয়াল। তার আগে ১২১ বলে ৮টি চার ও এক ছক্কায় ৮৮ রান করেন ভারতীয় এ ওপেনার।

ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই শরিফুলের দ্বিতীয় শিকার সিদ্ধেশ বীর। তিনি এলবিডব্লিউ হয়ে ফেরেন। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন শরিফুল। কিন্তু পরের ওভারে বোলিংয়ে এসে উইকেটে সাফল্য না পাওয়ায় হ্যাটট্রিক হয়নি তার।

এরপর আসা-যাওয়ার মধ্যেই ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৩৮ বলে ২২ রান করে রান আউটের ফাঁদে পড়েন ধ্রুব জুরেল। ৬ বলে ২ রান করার সুযোগ পান রবি বিষ্ণু। ৭ বলে ৩ রান করে অভিষেক দাসের বলে বোল্ড হয়ে ফেরেন অথর্ব আঙ্কোলেকার। কার্তিক ত্যাগীকে রানের খাতা খুলারই সুযোগ দেননি বাংলাদেশ দলের তরুণ পেসার অভিষেক দাস। শেষ ব্যাটসম্যান হিসেবে সুশান্ত মিশ্রকে আউট করে ভারতকে ১৭৭ রানে গুঁটিয়ে দেন তানজিম হাসান সাকিব।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৭.২ ওভারে ১৭৭/১০ (জসওয়াল ৮৮, তিলক ভার্মা ৩৮, ধ্রুব জুরেল ২২; অভিষেক ৩/৪০, তানজিদ হাসান সাকিব ২/২৮, শরিফুল হাসান ২/৩১)।

বাংলাদেশ: ৪২.১ ওভারে ১৭০/৭ (পারভেজ হোসেন ইমন ৪৭, আকবর আলী ৪৩*, তানজিদ হাসান তামিম ১৭; রবি বিষ্ণু ৪/৩০)।

ফল: বৃষ্টি আইনে বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

তালতলীতে নকলের দায়ে ৭ এসএসসি পরিক্ষার্থী বহিস্কার

আবু হানিফ নয়ন::বরগুনার তালতলীতে ইংরেজী ২য় পত্রের পরীক্ষার সময় ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ রোববার ৯ ফেব্রুয়ারি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে ।

বহিস্কৃতরা হলেন-তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সুমন্ত হাওলাদার নয়াভাইজোরা বিএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো.আসিফ তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো.মিরাজ লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো.তুষার দক্ষিন ঝাড়াখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সমাপ্তি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মোসা:ঝুমুর তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো.বেলাল হোসেন
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার বলেন, তার কেন্দ্রের সাতজন পরীক্ষার্থীকে অসৎ উপায়ে অবলম্বন করার দায়ে বরিশাল শিক্ষা বোর্ডের একটি টিমের নির্দেশে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চলমান এসএসসি পরীক্ষা পর্যবেক্ষণ টিমের প্রধান মোঃ কামরুজ্জামান কামাল বলেন, অসৎ উপায়ে অবলম্বন করার অপরাধে তালতলী কেন্দ্রের সাতজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে ।

বানারীপাড়ায় গৃহিনীর লাশ উদ্ধার

বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়ায় পিত্রালয়ের গাছের সাথে ঝুলন্ত থাকা অবস্থায় রাশিদা বেগম (৪২) নামে এক গৃহিনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে রোববার দুপুরে এস.আই রিয়াজ উদ্দিন উপজেলার ইলুহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এছমাইল হোসেনের বাড়ীর জাম্বুরা গাছের সাথে গলায় ওড়না প্যাচানো তার মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেণ।

দীর্ঘ দিন ধরে তার স্বামীকে নিয়ে পিত্রালয়ে থাকা নিঃসন্তানী ওই নারীর ব্যাপারে পরিবারীক ভাবে কেউ মূখ খুলতে না চাইলেও পুলিশ বলেছেন, লাশ ময়না তদন্তের পর রাশিদা বেগমের মৃত্যুর কারণ জানা যাবে। এবিষয়ে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ বলেন, খবর পেয়ে রাশিদার লাশ উদ্ধার ও সুরাতহাল রিপোর্ট শেষে রোববার বিকেলে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর এ ঘটনার সঠিক কারণ নিশ্চিত করা যাবে বলেও তিনি জানান। এছাড়া ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বানারীপাড়ায় ইভটিজিং এর দায়ে যুবককে ৩ হাজার টাকা জরিমানা 

বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়ায় মোবাইল ফোনে এক গৃহবধুকে ইভটিজিং করার অপরাধে মাসুদ রানা নামের এক যুবককে ৩ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ এ রায় প্রদান করেণ।

এ সময় ওই যুবক মোবাইল ফোনে আর কোন দিন ইভটিজিং করবে না বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্টের কাছে মুছলেকা দিয়ে জেল হাজত থেকে পার পেয়ে যায়। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত সূত্র জানান, পাবনা জেলার ইস্বরদী উপজেলার জয়নগর এলাকার বিলাস খানের ছেলে মাসুদ খান (২৪) দীর্ঘ দিন ধরে মোবাইল ফোনে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার বালুর ড্রেজার শ্রমিক সোহেলের স্ত্রীকে ইভটিজিং করে আসার পাশাপাশি রোববার সকালে তার বাড়িতে গিয়ে হাজির হয়।

এসময় সোহেলের বাড়ির লোকজন ওই যুবককে আটক রেখে প্রথমে থানা পুলিশ ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদকে অবহ্নিত করেণ। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে ৩ হাজার টাকা জড়িমানা ও তার কাছ থেকে মুছলেকা রাখার রায় প্রদান করেণ।

একুশের বইমেলায় বরিশাল ডিআইজি’র প্রকাশিত বই সাইন্স ফিকশন ট্রাইলিন

পার্থ প্রতীম:
একুশের বইমেলায় লেখক মো.শফিকুল ইসলামের লেখা বই প্রকাশিত হয়েছে। তিনি একদিকে বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি অন্যদিকে একজন লেখক। বরিশালে সুনামের সহিত কাজ করা,বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি ও লেখক মো.শফিকুল ইসলামের লেখা সাইন্স ফিকশন এবারের একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে।
পাঞ্জেরী পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে। বইটির নাম ট্রাইলিন। বইটি পড়তে পড়তে আপনারা হারিয়ে যেতে পারবেন মহাকাশে। ট্রাইলিন সাইন্স ফিকশনে ডিস্টিন -৩১ এ মহাকাশযানে চড়ে একদল ভাগ্যান্বেষী মানুষ ছুটে চলেছে নতুন এক গ্রহের সন্ধানে। বইটি পড়ে পাঠকরা ভ্রমন করে আসতে পারবেন নতুন এক গ্রহ।
বইটি একুশে বই মেলা থেকে সংগ্রহ করতে পারবেন প্যাভিলিওন ১৯(এ) পাঞ্জেরী পাবলিকেশন্স এর স্টল থেকে। সারদিন অপরাধ দমনে কাজ করা বরিশালের ডিআইজি মো.শফিকুল ইসলাম’কে বরিশালের মানুষ এবার  চিনল তাকে লেখক হিসেবে।

নকলের দায়ে নলছিটিতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় নকল করারঅপরাধে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার পরীক্ষা শুরুর পর সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন, ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন ও নলছিটি বালিকা মাধ্যমিকবিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এ দিন এসএসসিতে (ভোকেশনাল) গণিত ও দাখিলে আরবী ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বহিষ্কৃতরা হলো- সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মোল্লা (২৯৩৭৭০), ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ গাজী (২৯৩৩৪৪), তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের
শিক্ষার্থী মো. নাইম (২৯৩৫২৪), পশ্চিম কয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম (২০০১৫৭) ও নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম (১৯৯৯৪১)। বহিষ্কারের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রেমিকার অনশন, বিয়ে আতঙ্কে পরিবার নিয়ে বাড়ি ছাড়া প্রেমিক!

বিয়ের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এতে আতঙ্কে পরিবার নিয়ে পালিয়েছেন প্রেমিক।ওই উপজেলার হাটিকুমরুল ইউপির আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ওবায়দুল্লাহ ওই গ্রামের ডা. শফিকুল ইসলামের ছেলে।

ওই তরুণী জানান, ওবায়দুল্লাহর সঙ্গে কয়েক বছর ধরে প্রেম চলছিল তার। প্রেমের সময় একাধিকবার বিয়ের প্রতিশ্রতি দিয়েছেন ওবায়দুল্লাহ। এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না। তাই নিরুপায় হয়ে মঙ্গলবার থেকে তার বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী।

তিনি আরও জানান, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। দুয়েক দিনের মধ্যে ওবায়দুল্লাহ বিয়ে না করলে ওই বাড়িতেই আত্মহত্যা করবেন।

স্থানীয়রা জানান, আঙ্গারু গ্রামের আব্দুল মান্নান ওই তরুণীর খাওয়া-দাওয়া ও দেখাশোনার দায়িত্ব নিয়েছেন।

ভুক্তভোগী তরুণীর মা জানান, ওবায়দুল্লাহ বিয়ে না করায় তার মেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে। এ নিয়ে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।

সলংগা থানার ওসি তাজুল হুদা জানান, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওই তরুণীর অবস্থানের সংবাদ পেয়েছেন। তার পরিবার অভিযোগ করলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

হাটিকুমরুল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম হোসেন জানান, বিষয়টি নিয়ে সুষ্ঠু মীমাংসার চেষ্টা চলছে। ওবায়দুল্লাহ আগেও অন্য মেয়ের সঙ্গে প্রেম করে সালিশে জরিমানা দিয়েছেন।