জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকছে না উপস্থিতি ও ইনকোর্সের নম্বর

নিজস্ব প্রতিবেদক: 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এছাড়াও একাডেমিক কাউন্সিলের ৩৩ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সভায় ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, সমাজ ভাবনা ও আদর্শ’ শীর্ষক গবেষণার বিষয়বস্তুর উপর এমফিল-পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এমফিল লিডিং টু পিএইচডি রেগুলেশন ২০১৯ ও সিলেবাস অনুমোদন করা হয়। এছাড়া ইনস্টিটিউটের জন্য বিভিন্ন পর্যায়ে ২০ জন শিক্ষকের পদ সৃষ্টির অনুমোদন দেয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ পরিচালনা পর্ষদসংক্রান্ত বিদ্যমান বিধিতে সংশোধন আনা হয়েছে। এতে গভর্নিং বডির নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান যুক্ত করা হয়েছে।।

 

 

যাঁদের টাকায় আমাদের বেতন রেশন হয় সেই জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে : বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, ‘যাঁদের টাকায় আমাদের বেতন রেশন হয় ,সেই জনগণকে সর্বোচ্চ আস্থা ,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সেবা প্রদানের লক্ষ্যে আরও বেগবান হওয়ার পাশাপাশি নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলন এর বিকল্প নেই।’

 

আজ বিএমপি পুলিশ লাইন্সে বিএমপি কর্তৃক আয়োজিত মাষ্টার প্যারেড-এ সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।


তিনি আরও বলেন ,“মাষ্টার প্যারেড শৃঙ্খলার একটা অংশ ,আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা স্ট্যন্ডার্ড নষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকতে শৃঙ্খলার সাথে কাজ করতে হবে। বাড়তি সতর্কতার পাশাপাশি জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মাসগুলোতে নজরদারি ,চেকপোষ্ট বৃদ্ধির দ্বারা সংঘবদ্ধ অপরাধিদের ধরে আইনের আওতায় আনতে হবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসপি) মোঃ ছালেহ্ উদ্দিন এর নেতৃত্বে উক্ত মাষ্টার প্যারেড-এ এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃজুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর বিএমপি) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জাহাঙ্গির মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (এসি কোতোয়ালি মডেল থানা) মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার ( প্রসিকিউশন এন্ড ক্রাইম) মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফায়জুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাইশারী কলেজের নতুন সভাপতি রুবিনা মীরা এমপিকে সংবর্ধনা দিলেন সাবেক সভাপতি সানা

ডেস্ক রিপোর্ট:
 জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা বানারীপাড়ার সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিং বডি’র সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছেন কলেজ কর্তপক্ষ। গতকাল শনিবার কলেজ মিলনায়তনে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজ গর্ভনিং বডি’র সাবেক সভাপতি উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মো. মাওলাদ হোসেন ছানা নব নির্বাচিত সভাপতি সৈয়দা রুবিনা মীর এমপিকে ফুল দিয়ে বরণ করেন। এসময় সৈয়দা রুবিনা আক্তার মীরা সাবেক সভাপতি মাওলাদ হোসেন সানার অসমাপ্ত উন্নয়নমুলক কাজ সম্পাদনসহ কলেজ উন্নয়নে শহীদ মিনার স্থাপন,ডিজিটাল বিজ্ঞান ভবন,শিক্ষক মিলনায়তন নির্মানের আশ্বাস দেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবায়দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গর্ভনিং বডি’র সাবেক সভাপতি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাওলাদ হোসেন ছানা, প্রতিষ্ঠাতা সদস্য মো. সেকান্দার আলী হাওলাদার,সহকারী অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম,প্রভাষক তপতি রানী বল,মো. জাকির হোসেন,তপন চন্দ্র বসু,মোঃ শামছুল হক,খান মোঃ আল অমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সহসভাপতি সোহেল কবিরাজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফোরকান আলীহাওলাদার,যুবলীগ নেতা আবদুল আউয়াল,ছাত্রলীগ নেতা আবু হোরারয়রা আকন,আবিদুলহাসান,রাজু,আসাদ,সৌরভ,জাকারিয়া,সজিব প্রমুখ।

বরিশালে বড় ভাইদের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ছোট ভাইকে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইদের বিরুদ্ধে। শনিবার নগরীর বগুড়া রোডের শীতলা খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এক সন্তানের জনক ফরিদ হোসেন খান (৪৫) ওই এলাকার জেসমিন ভিলার বাসিন্দা মৃত এমএ মজিদ খানের ছেলে। এ ঘটনায় দুই ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নিহতের আপন বড় ভাই শাহে আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু ও তার ছেলে নবম শ্রেণির ছাত্র সিয়াম খান।

নিহতের অপর ভাই জিয়াউর রহমান খান জানান, তারা ১০ ভাই ও ৩ বোন। এদের মধ্যে ফরিদ হোসেন খান তাদের বাড়ির সামনে থাকা একটি দোকান ভাড়া দিতেন। সম্প্রতি স্টলের ভাড়া নিয়ে ভাইদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজাজের কাছে স্টলের ভাড়া আনতে যান ফরিদ হোসেন। এ সময় দোকানের ভাড়াটিয়ার সঙ্গে ফরিদের কথা কাটাকাটি হয়। ফরিদের অপর বড় ভাই শাহ আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু, মজিবর রহমান ও ভাতিজা সিয়ামকে ডেকে আনে।

পরবর্তীকালে সেখানে ফরিদের সঙ্গে তার অপর ভাইদের তুমুল বাগবিতণ্ডার একপর্যায়ে ভাই শাহে আলম খান, মফিজুল ইসলাম খান নান্না, মজিবর রহমান ও সিয়াম ফরিদ হোসেনের ওপর হামলা চালায়। তারা পাইপ ও ইট দিয়ে পিটিয়ে ফরিদকে গুরুতর আহত করে।

পরে গুরুতর আহত ফরিদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম বলেন, প্রাথমিক তদন্তে দোকানের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের বড় ভাই শাহে আলম খান অপর ভাই মফিজুল ইসলাম খান নান্নু ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে।

বরিশালে মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জিরো টলারেন্স নীতি গ্রহণ করে বরিশালে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসনের কঠোর অবস্থানের কারনে ২০১৮ সালের চেয়ে সদ্য বিদায়ী ২০১৯ সালে বেড়েছে মাদক মামলা, আটক হয়েছে অনেক মাদক ব্যবসায়ী।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বরিশাল বিভাগের ছয় জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৩৪৯টি। এছাড়া বরিশাল জেলায় পাঁচ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে ৩৮৩ জন মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক এএম হাফিজুর রহমান বলেন, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, জেলা প্রশাসন, ‘কোষ্ট গার্ড সহ সবাইকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছি, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি গ্রহণ বাস্তবায়নের জন্য আমরা একযোগে কাজ করছি।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে বিগত বছর মাদক মামলা হয়েছে ১২২৪ টি, ২০১৮ সালে মাদক মামলা হয়েছিলো ১০৮৮টি। বরিশাল মেট্রাপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে, আমরা শূণ্য সহিষ্ণুতা নিয়ে বরিশালে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছি, প্রতিনিয়তই আমরা মাদক ব্যবসায়ীদের ধরছি।’

মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, ‘এইযে নতুন বর্ষ শুরু হলো, আমি মনে করি এই বছরে আমাদের প্রধান অঙ্গিকার হলো আমরা একটি সম্পূর্ণ মাদকমুক্ত সমাজ চাই, মাদকমুক্ত নিরাপদ পরিবেশ চাই এবং তার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করবো।’

 

এদিকে রেঞ্জ ডিআইজির উদ্যোগে এই অঞ্চলের মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা ফিরে আসছেন আলোর পথে। এরই মধ্যে তার হাত ধরে সুস্থ জীবনে ফিরতে আত্মসমর্পন করেছেন বরিশাল বিভাগের ১১৪১ জন মাদক ব্যবসায়ী ও ৩৫২ জন মাদক সেবনকারী। যাদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছেন ডিআইজি শফিকুল ইসলাম।

 

ডিআইজ শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে যে আইনী ব্যবস্থা আছে সেই আইনী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত বরিশাল বিভাগের সবগুলো জেলায় ১১৪১ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং ৩৫২জন মাদকসেবীকে আমরা মাদক নিরাময় কেন্দ্র পাঠিয়ে সুস্থ্য করেছি তারা এবং স্বাভাবিক জীবনে ফিরে এনেছে।’

এছাড়া মাদক নির্মুলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে প্রতিনিয়ত সচেতনতামূলক বিভিন্ন সভা করে আসছেন প্রশাসন। সমাজের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে প্রশাসনের এ কার্যক্রমে আরো সুফল আসবে বলেও মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

বরিশালে পিঠা উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বরিশালে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন পিঠা উৎসব। শুক্রবার এই উৎসব শুরু হয়। ‘মোজো’ কর্তৃপক্ষ এই উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার, বিশেষ করে গৃহিনীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

 

নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার শুরু হওয়া পিঠা উৎসব শেষ হবে শনিবার। দুই দিনব্যাপী উৎসবে ৩৫টি স্টল রয়েছে। এখানে ৬৪ ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য আছে নাগর দোলা ও গেইমিং জোন। আছে পিঠা খাদক প্রতিযোগিতা।

ভোলার দেশীয় সম্পদ গ্যাস রক্ষা করার দাবীতে বরিশালে মানববন্ধন

শামীম আহমেদ:

বরিশাল বিভাগের ভোলা জেলার উত্তর (ভেদুরিয়ার) গ্যাস ক্ষেত্র রাশিয়ার গাজপ্রম কোম্পানিকে লিজ দেয়ার প্রতিবাদ করা সহ নতুন গ্যাস কুপ বিনা দরপত্রে রাশিয়ান গজপ্রম’ কোম্পানীর সাথে সমঝোতা স্মারক বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে তেল – গ্যাসখনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা শাখা।

 

আজ শনিবার (৮ই) ফ্রেবয়ারী দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে একর্মসূচি পালিত হয়।

 

বরিশাল জেলা শাখা কমিটির সভাপতি সাউদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনাইটেড কমিউনিস্ট লীগ সদস্য কমরেড নিমাই মন্ডল,অধ্যাপক জলিলুর রহমান, নৃপেন্দ্র নাথ বাড়ৈ,অধ্যাপক দুলাল মজুমদার,দেওয়ান আঃ রসিদ নিলু ও নবীন আহমেদ।

 

এসময় কেন্দ্রীয় সদস্য নিমাই মন্ডল বলেন, এই সরকারের হাথে আমাদের জাতীয় সম্পদ নিরাপদহীন হয়ে পড়েছে। সরকার রাতের আধারের ভোটের মত বিচার বিভাগকে ব্যবহার করে এদেশের গ্যাস সম্পদ বিক্রি করে দিচ্ছে।

 

এব্যাপারে কেহ বিচার বিভাগে যাবেন তাও আইন পাশ করে সেপথ রুদ্ধ করে রেখেছে ক্ষমতায় টিকে থাকার মত।

 

তাই দেশের সম্পদ রক্ষার করার আন্দোলনে সকলকে সোচ্চার হওয়ার জন্য তিনি আহবান জানান।

বরিশাল নগরীর রূপাতলীতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক: 

বরিশাল নগরীর রূপাতলীতে একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ বিকেল সাড়ে ৫টায় পুরাতন র্যাব অফিস সংলগ্ন সুমনের কাগজের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমনের দোকানে আগুিকান্ড টের পেয়ে স্থানীয়রা দরজা ভেঙ্গে তা নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি কাগজের দোকানে আগুন লাগে, আমরা যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

আগুনে কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

ঝালকাঠি সরকারি কলেজে দশ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

আরিফুর রহমান আরিফ:: ঝালকাঠি সরকারি কলেজের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ৫ তলা ভিত বিশিষ্ট নির্মিত একাডেমিক কাম পরীক্ষার হল এর উদ্বোধন করা হয়েছে।ভবনটি ১১,২১,৪৩,৯০৪.৫০৬ টাকা ব্যয়ে নির্মান করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপি এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

তিনি বলেন, ঝালকাঠিবাসীর জন্য একটি আনন্দময় দিন সর্ব প্রথম এই বিভাগে ১০ তলা ভবনের কাজ শুরু হতে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।জাতির শিক্ষিত সংখ্যা যত বেশি হবে তত তাড়াতাড়ি সে জাতি উন্নতি লাভ করতে পারবে। সেই দিকে লক্ষ্য রেখে দেশ স্বাধীন হওয়ার পরপর জাতির জনক বঙ্গবন্ধু সেই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করন করেছিলেন, প্রায় ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।আমাদের দেশ গরিব দেশ বলা হতো কিন্তু আজকে এই দেশ গরিব নয়। আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। শিক্ষার্থীদের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়।বিভিন্নরকমের বৃত্তি উপবৃত্তি দেওয়া হয়। বঙ্গবন্ধুর শতবর্ষ জন্ম বার্ষিকীর একটি দিনে কলেজের ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। বর্তমানে কলেজটিতে ৮ টি বিষয় অর্নাস এবং ২ টিকে বিষয়ে মাস্টার্স চালু রয়েছে। আজকে অনেক শিক্ষার্থী এ কলেজে পড়াশোনার সুযোগ পাচ্ছে। বাকী যে বিষয় গুলো এখনো চালু হয় নায় সেগুলো আগামীতে চালু করা হবে।

অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ-আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃসিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।