সিগারেটের আগুনে দুই বসত ঘর পুড়ে ছাই

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে শহরের শান্তিবাগ এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হঠাৎ বালির মাঠ সংলগ্ন ১টি বসতঘরে তারা আগুন দেখতে পায়।

মুহুর্তে ৩টি বসতঘরে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা চেষ্টার পর পটুয়াখালী ফায়ার সার্ভিস অফিসে আগুনের খবর জানালে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

সিগারেটের আগুন থেকে উক্ত অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, ভোর ৫ টায় শহরের শান্তিবাগ বালুর মাঠ এলাকায় আগুন লাগে। আড়াই ঘন্টার চেষ্টার পরে বসত ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ২টি বসত বাড়ি পুড়ে ছাই হয় ও একটি বাসার আংশিক ক্ষতি হয়েছে।

দালাল ছাড়াই যাওয়া যাবে বিদেশ, নিবন্ধন শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক: 

সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহী দক্ষ, স্বল্পোদক্ষ, অদক্ষ ও পেশাজীবী নারী-পুরুষের নিবন্ধন রোববার শুরু হবে। কোনো দালাল বা মধ্যসত্ত্বভোগী ছাড়াই ৬১ জেলায় এ নিবন্ধন শুরু হচ্ছে। আগ্রহীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (বিকাশ/নগদ/শিওরক্যাশ/রকেট) ২শ’ টাকা পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বছরে প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর কথা। সে অনুযায়ী সরকারিভাবে বিদেশে কর্মী পাঠাতে গত বছরের ১ আগস্ট ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়। পরে ২৭ অক্টোবর শুরু হয় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নিবন্ধন। আগামী রোববার থেকে দেশের বাকি ৬১ জেলার নিবন্ধন শুরু হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর (বিএমইটি) কেন্দ্রীয় ডাটাব্যাংকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

নিবন্ধনকারীর যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনকারী কর্মীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। তবে মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুকদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধনকারীর অন্তত ছয় মাসের বৈধ পাসপোর্ট ও নিজস্ব মোবাইল নম্বর চালু থাকতে হবে। নিবন্ধনের সর্বশেষ তথ্য তাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই নিবন্ধন কার্যক্রম শুরুর পর যে কোনো সময় সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি দফতর বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় সব যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ ডাটাব্যাংকে সংযোজন করতে হবে। তবে ডাটাব্যাংকে নিবন্ধন কোনোভাবেই নিবন্ধকারীর বিদেশ যাওয়া নিশ্চিত করবে না।

এ নিবন্ধনের মেয়াদ হবে দুই বছর- জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময়ের মধ্যে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জিত হলে তা ডাটাব্যাংকে সংযোজনের সুযোগ রয়েছে। নিবন্ধনকারীর যোগ্যতার ভিত্তিতে সরকার কাজের ব্যবস্থা করবে।

বানারীপাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদ উদ্বোধন করলেন রুবিনা মীরা এমপি

ডেস্ক রিপোর্ট:
বানারীপাড়ায় শহীদ আব্দুর  রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদ উদ্বোধন করলেন বরিশালের সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা।গতকাল শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর বাজারের শহীদ আব্দুর  রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের অস্থায়ী কার্যলয় শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি ওই এলাকার নয়জন অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরন করেন। আনিছুর রহমান মিলনের সার্বিক সহযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ শাদীদ, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মানিক,ফারুকুজ্জামান,মোর্শেদ আলম মিলন,কামরুল ইসলাম সেলিম, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজনিন হক, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,সেচ্চাসেবক লীগ নেতা সুলতান সিকদার,যুবলীগ নেতা জুলহাস মোল্লা,রিয়াজুল ইসলাম রাজু,ছাত্র লীগ নেতা আবু হোরারয়রা আকন,আবিদুল হাসান রাজু,আসাদ,সৌরভ,জাকারিয়া,সজিব প্রমুখ।

জেনে নিন প্রেমে পড়ার লক্ষন

লাইফস্টাইল ডেস্ক:

সামনে আসছে ফাল্গুন মাস। মন যেন বলতে শুরু করেছে, ‘বসন্ত এসে গেছে…’!  অনেক দিন ধরেই ভাবছেন এবার বলেই ফেলবেন, কিন্তু বলে আর উঠতে পারছেন না। হয়তো নিজেও বুঝে উঠতে পারছেন না এটা নিছক ভাললাগা না ভালবাসা? বিশেষজ্ঞদের মতে কিছু লক্ষণই জানিয়ে দিচ্ছে আপনি প্রেমে পড়েছেন। জেনে নিন প্রেমে পড়ার সেসব লক্ষণগুলো-

পরীক্ষা কিংবা অফিসের কাজের চাপেও কোনও বিশেষ মানুষকে দেখার জন্য ছটফট করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।

সবার চোখ ফাঁকি মেরে কারো চোখের দিকে তাকিয়ে থাকলেই মন ভালো হয়ে যাচ্ছে, তার মানে এখন আর ভালোলাগার মধ্যে নেই। এটি ভালোবাসায় রূপ নিয়েছে।

বিশেষ কোন মানুষের ফোনের অপেক্ষায় থাকেন কিংবা ফোন আসা মাত্রই মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি দূর হয়ে যাচ্ছে? তাহলে সম্পর্ক আর ভালোলাগায় আটকে নেই।

অপর পক্ষের সবটাই যদি আপনার চোখে ‘পারফেক্ট’ মনে হয়, তাহলে তো বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেনই।

যদি কারও সঙ্গে দেখা হওয়ার আনন্দে আপনি আপনার সবচেয়ে প্রিয় জামা-জুতা পরে ফেলেন, তাহলে আর সেটা প্রেম না হয়ে যায় কোথায়!

ক্লাস কিংবা অফিস থেকে ফেরার সময় বিশেষ মানুষের কথা মনে পড়া মাত্রই মুখে হাসি চলে আসে তাহলে  বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।

প্রেমে যেহেতু পড়েই গেছেন তাহলে বসন্তের সুযোগকে কাজে লাগিয়ে পছন্দের মানুষকে জানিয়েই দিন আপনার মনের কথা। কে বলতে পারে, হয়তো সেও এই অপেক্ষায় রয়েছে। সূত্র: জিনিউজ

বরিশাল কেন্দ্রীয় কারাগারের নতুন জেলার নূর মোহাম্মদ মৃধা

বরিশাল কেন্দ্রীয় কারাগারে জেলার হিসেবে যোগদান করেছেন বাউফলের কৃতি সন্তান নূর মোহাম্মদ মৃধা। বৃহস্পতিবার তিনি এ পদে যোগদান করেন। উল্লেখ্য, তিনি ২০০৮ সালে ডেপুটি জেলার হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন।

এরপর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার এবং সর্বশেষ রাজবাড়ী জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন। তার ওপর অর্পিত গুরুদায়িত্ব তিনি নিরলসভাবে পালন করে যাচ্ছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বরিশালেও যেন তিনি একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে পারেন সে জন্য তিনি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, নুর মোহাম্মদ মৃধা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪ নং নওমালা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বটকাজল গ্রামের মতিয়ার রহমান মৃধার সুযোগ্য পুত্র।

আবরার ফাহাদের বাবাকে আপসের প্রস্তাব!

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে আপস-মীমাংসার প্রস্তাব দেয়া হয়েছে। মোবাইল ফোনে সাত্তার নামে এক ব্যক্তি আসামিদের পক্ষ থেকে এই প্রস্তাব দেন।

শুক্রবার দুপুরে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

বরকত উল্লাহ বলেন, কয়েকদিন আগে অপরিচিত একটা নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। জয়পুরহাট থেকে নিজেকে সাত্তার পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনার ছেলে তো চলে গেছে, আর তো ফিরে আসবে না। কিন্তু এতগুলো ছেলের জীবনও তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন, হত্যার বদলে হত্যা কিন্তু মাফ করে দেয়া সর্বোত্তম। আসামিদের মধ্যে অনেকের বাড়ির লোকই অসুস্থ। সবার বাবা মারা গেছেন। আমরা কয়েকজন আসামিদের পক্ষ থেকে আপনাদের সঙ্গে দেখা করতে চাই’।

একথা শোনার সঙ্গে সঙ্গে বরকত উল্লাহ জবাব দেন, এরপর ভুলেও আর যেন কল না দেয়া হয় বলেই ফোন কেটে দেন।

আসামিদের পক্ষ থেকে আপস প্রস্তাব দেয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

তিনি লিখেছেন, লজ্জাহীনতা আর দুঃসাহস, দুইটারই লিমিট থাকা উচিত ছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে।

কারও অর্থবিত্ত দেখে আ’লীগে কোনো পদ দেয়া যাবে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারও অর্থবিত্ত দেখে আওয়ামী লীগে কোনো পদপদবি দেয়া যাবে না। অমুকের পয়সা আছে, দল চালাতে সুবিধা হবে– এ বিবেচনায় কাউকে পদ দেয়া যাবে না। এটি আমাদের দলের রাজনীতি ও আদর্শ নয়।

শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার তৃণমূল প্রতিনিধিসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, পর পর তিনবার ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে অনেক সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী ঢুকেছে। যারা একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে এবং নেতাকর্মীদের নির্যাতন করেছে; তারা এখন এই সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে।

যারা অনুপ্রবেশকারী সুবিধাভোগের জন্য দল করছেন তাদের চিহ্নিত করে পদ থেকে তাদের সরিয়ে দিতে হবে। দল ও আদর্শের প্রতি নিষ্ঠা এবং নেত্রীর প্রতি একাগ্রতাই হবে দলীয় পদ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই সংকটে পড়েছে, তখন অনেক বড় নেতা ভোল পাল্টিয়েছে, অনেকে দল ছেড়ে চলে গেছে। এটি শুধু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে তা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন তখনও ঘটেছে।

১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্মের পর থেকে সমস্যার বাঁকে বাঁকে অনেক নেতা বাঁকা হয়ে দল থেকে চলে গেছে। দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। কিন্তু তৃণমূলের কর্মীরা কখনও দলের সাথে বেঈমানি করেনি। তৃণমূল সবসময় দল ও নেতার সঙ্গে ঐক্যবদ্ধ থেকেছে, বিশ্বস্ততার সাথে কাজ করেছে। সেই কারণে আওয়ামী লীগ আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং পরপর চারবার রাষ্ট্র ক্ষমতায়।

ড. হাছান মাহমুদ বলেন, পরপর রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের অনেকের মধ্যে অলসতা এসেছে। এই আলস্য ঝেড়ে ফেলতে হবে। দলের কারণে সরকার, সরকারের কারণে দল নয়। আমাদের মূল ঠিকানা দল।

সুতরাং সবাইকে দলকে গুরুত্ব দিতে হবে। আমরা যারা নির্বাচিত এমপি, মন্ত্রী থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান পর্যন্ত সবার মূল ঠিকানা হচ্ছে দল। সবাই এখন দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। দলের কারণে সবাই আমরা পদের মধ্যে আছি। সুতরাং দায়িত্ব পালন করার সময় দলের নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে।

কুয়াকাটায় তিন ভূয়া এসএসসি পরিক্ষার্থীর ১বছরের জেল

 

কুয়াকাটা প্রতিনিধি:

বডি পরিবর্তন করে এসএসসি পরিক্ষা দেওয়ার অপরাধে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৩ ভূয়া পরিক্ষার্থীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ উম্মুক্ত বিদ্যালয়ের অধীনে এসএসসি (গনিত) পরিক্ষা দেয়ার সময় ৭ ফের্রুয়ারী (শুক্রবার) দুপুর বারোটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অনুপ দাস এ সাজা প্রদান করেন।
আটককৃতরা হলেন,মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামের নুর দারাজ ভূঁইয়ার মেয়ে ফাহিমা (১৯), একই গ্রামের মোঃ ফজলুল হক এর ছেলে মোঃ ফারুক (২৩) ও পটুয়াখালীর বড় বিগাই ইউনিয়নের টিট পাড়া গ্রামের মোঃ ফেরদৌস মোল্লার পুত্র ওয়ালি উল্লাহ (৩২)।
জানাগেছে, উম্মুক্ত বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মামাতো বোন নুরুন্নাহারের পরিবর্তে ফাহিমা, আবুল বাসারের পরিবর্তে ফারুক এবং সাইফুদ্দিন আল মামুনের পরিবর্তে ওয়ালি উল্লাহ পরিক্ষা দিয়ে আসছিলো। আটককৃত ফাহিমা ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসির পরিক্ষার্থী। ৫মাস আগে তার বিবাহ হয়েছে। অন্যদিকে এসএসসি পরিক্ষার্থী আবুল বাসার বিদেশে থাকায় তার পরিবর্তে ফারুক পরিক্ষা দিয়ে আসছিল। ফারুক কলাপাড়া যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরী করে বলে জানা যায়। ফারুক জানান, শুক্রবার রাতে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কথা ছিল।
কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস, জানান, বডি পরিবর্তন করে এরা ৩জন পরিক্ষা দিয়ে আসছিলো। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ এর খ ধারা অনুযায়ী সর্বনিন্ম ১বছরের সাজা দেয়া হয়েছে।

কোরিয়াতে করোনাভাইরাসের শঙ্কা উড়িয়ে গণবিয়ে

 

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় কয়েক হাজার যুগল গণবিয়েতে যোগ দিয়েছে। শুক্রবার সিউলের উত্তরপশ্চিমের গ্যাপিয়াংয়ের চেয়ং শিম পিস ওয়ার্ল্ড সেন্টারে এই অনুষ্ঠান হয়েছে।- খবর রয়টার্সের

আয়োজকরা বলছেন, এতে অন্তত ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্তত ছয় হাজার যুগলই প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছেন।

চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাসের ছায়া এই গণবিয়েতেও ছিল। দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের কর্মীরা উপস্থিতদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা ও সার্জিকাল মাস্কসহ নানান উপকরণও রেখেছিলেন।

এতে সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হয়েছে। অবশ্য এরপরও অনুষ্ঠানে অংশ নেয়া বেশিরভাগ যুগলকে মাস্ক ছাড়াই দেখা গেছে।

১৯৫৪ সালে দক্ষিণ কোরিয়ার এ চার্চটি প্রতিষ্ঠা করে মুন নিজেকে ও স্ত্রীকে মেসিয়াহ ঘোষণা করেছিলেন। ১৯৬১ সাল থেকে ২০০২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তার অধীনেই এ গণবিয়ে হতো।

এদিকে চীনকে বর্তমানে অচল করে রেখেছে করোনাভাইরাস। বিশেষ করে মধ্য হুবেইপ্রদেশকে। উট, গবাদিপশু, বিড়াল ও বাদুড়সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর দেহে পাওয়া ভাইরাসের একটি বড় পরিবারের অংশ এই ভাইরাস।

সংক্রমণের নির্দিষ্ট সূত্র বের করে নিয়ে আসতে এটির জিনগত শাখার বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। এর আগে সিভিট ক্যাট ও উট থেকে সার্স এবং মার্সের মতো আলাদা দুটি করোনাভাইরাস মানুষকে আক্রান্ত করেছে। নতুন এই করোনাভাইরাস মানুষের হাঁচি, কাশি ও শ্বাসপ্রশ্বাসে নির্গত বস্তু থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে।

করোনাভাইরাস মহামারী ছড়িয়েপড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে গত ৩০ জানুয়ারি। প্রথম দিকে এ প্রাদুর্ভাবের তীব্রতা আড়াল করতে মারাত্মক কঠোর ছিল চীনা সরকার।

কাজেই এ ভাইরাস যাতে বিশ্বের অন্য প্রান্তগুলোতে ছড়িয়ে না পড়ে; তা রোধে প্রাথমিকভাবে তাদের পর্যাপ্ত উদ্যোগ ছিল না। উহান থেকে ছড়িয়েপড়া এই মহামারী এখন বৈশ্বিক উদ্বেগের বিষয়।

এতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ হাজারে বেশি। মারা গেছেন ৬৩৬ জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ভাইরাস মহাদেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। যদিও বিশ্বের বিভিন্ন দেশ এ ভাইরাস প্রতিরোধের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

প্রাদুর্ভাবটির বিস্তার রোধে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিচ্ছে, বিমানবন্দরে কঠোর পরীক্ষা-নিরীক্ষা, চীন থেকে পণ্য আমদানি ও লোকজনের ভ্রমণে ব্যাপক বিধিনিষেধ আরোপ করে দিয়েছে।

কীভাবে নিরাপদ থাকতে হবে, নাগরিকদের সেই শিক্ষা দেয়ার পাশাপাশি টিকা উৎপাদন ও নিয়ন্ত্রণ চেষ্টায় চীনে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বিভিন্ন দেশ। এসবের মধ্যেও করোনাভাইরাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি এলাকা ব্যাপক অবহেলার মধ্যে রয়েছে। সেটি হচ্ছে– চীনা অধিকৃত পূর্ব তুর্কেস্তান। চীনের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি জিনজিয়াং উইঘুর নামেও পরিচিত।

অঞ্চলটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩২ জন শনাক্ত হওয়ার বিষয়টি চীন সরকার নিশ্চিত করেছে। কিন্তু সত্যিকার আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

একুশে বই মেলায় প্রকাশ পাচ্ছে রিজভীর প্রথম গ্রন্থ ঢাকার উন্নয়নে নবাবের ভূমিকা

নিজস্ব প্রতিবেদক : মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২০ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২ ফেব্রুয়ারি বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বইমেলার উদ্বোধন করেন। এবছর অমর একুশে বই মেলা এ আসছে এডভোকেট এস.এম রুহল আমীন রিজভীর প্রথম গবেষণা গ্রন্থ ঢাকার নাগরিক উন্নয়নে নবাবের ভূমিকা।

ঢাকা রাজধানী ও বানিজ্য শহর হিসেবে দক্ষিণ এশিয়ার বিশেষ অবস্থান নিয়ে আছে। জনবহুল দেশের রাজধানী হিসেবে ঢাকার সমস্যা ও সীমাবদ্ধতা দীর্ঘ দিন থেকেই পরিলক্ষিত । একটি শহরকে শহর হিসেবে গড়ে উঠতে যে সময় ও সুবাধাদি প্রয়োজন তার খামতি সত্বেও ঢাকা নিজেকে তিলোত্তমা নগরীর তকমা লাগাতে পেরেছে। ব্রিটিশ সরকারের পরিকল্পনা। এ শহরকে নান্দনিক ও পরিকল্পিত করে তুলছে। ঢাকার নবাবরা দীর্ঘ সময় ধরে ঢাকা শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে অবদান রেখেছেন। একটি শহরের নাগরিক সেবা ও সুবিধাদি নিশ্চিত করতে ঢাকার নবাবদের অবদান নিঃসন্দেহে স্মরণীয় ও বরনীয়। এস.এম রুহুল আমীন রিজভী রাজনীতি সংশ্লিষ্ট মানুষ পেশায় আইনজীবি ও ন্যাশনাল টিউবের পরিচালকের পদ সামলে নিজের পঠন পাঠন ও গবেষণা জারি রেখেছেন নিভৃতে নির্জনে।তাই তিনি রচনা করেন ঢাকার নাগরিক উন্নয়নে নবাবের ভূমিকা এটি তার প্রথম গবেষণা গ্রন্থ।ঢাকার উন্নয়নে নবাবের ভূমিকা গ্রন্থটির মুদ্রণ সংখ্যা ৫০০, যার মূল্য ৫০০টাকা।

এডভোকেট এস.এম রুহুল আমীন রিজভী উচ্চ মাধ্যমিকে ঢাকা নটরডেম কলেজে ভর্তি হন, ছাত্র রাজনীতি তার ধমনিতে ফলে কলেজ বদল করে ঢাকা কলেজে ভর্তি হন, ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর,পরে এম.বি.এ, করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাফল্যের সাথে এল এল.এল.বি সম্পন্ন করছেন, কৈশোর থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত, ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে সহ-সভাপতি হয়ে ছাত্র রাজনীতি শুরু, রিপন- রোটন কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি ২০০৬ তে উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন, বর্তমানে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। পেশায় আইনজীবী এছাড়া ন্যাশনাল টিউব-এর পরিচালক পদে রয়েছেন। পরিশ্রমী স্পষ্টবাদী হিসেবে সুনাম আছে -কথা ও কাজে একনিষ্ঠ।