ঝালকাঠি পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মান কাজের ভিত্তি স্থাপন করলেন আমু

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি পৌরসভা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মান কাজের ভিত্তি স্থাপন করলেন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। বৃহস্পতিবার বিকেলে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু পৗরসভা ভবনের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্ভোধন করেন।

এমপি আমু’র সাথে শুভেচ্ছা বিনিময় করলেন ঝালকাঠি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি

ঝালকাঠি প্রতিনিধি ॥ সদ্য সমাপ্ত হওয়া ঝালকাঠি প্রেস ক্লাব নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় হয় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু’র সাথে। বৃহস্পতিবার বিকেলে আমির হোসেন আমু’র ঝালকাঠির বাস ভবনে শুভেচ্ছা বিনিময় করতে যান ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ সকল কর্মকর্তা ও সদস্যরা। এসময় নেতার সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং ঝালকাঠির অভিভাবক বর্ষিয়ান এ নেতার শারিরিক খোজ খবর নেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি মুক্তিযোদ্ধা দুলাল সাহা, মানিক রায়, সহ সাধারণ সম্পাদক কেএম সবুজ, কোষাধাক্ষ্য দিলিপ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন হিমু, কাজী খলিলুর রহমান, মাও: আব্দুর রশিদ. সাধারণ সদস্য দিবস তালুকদার ও শফিউল ইসলাম সৈকত।

পর্যটকদের বিনদনে কুয়াকাটায় চালু হলো মেরিন মিউজিয়াম

এস এম আলমাস:
কুয়াকাটা প্রতিনিধি সমুদ্র ও সমুদ্র উপকূলীয় ইতিহাস ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতে প্রথম বারের মত পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় নির্মান করা হয়েছে মেরিন মিউজিয়াম। লাইফ একুরিয়াম, ফিস মিউজিয়ামসহ সমুদ্র ভিত্তিক নানা উপকরনে সজ্জিত এ সামুদ্রিক জাদুঘরটি আজ বৃহস্পতিবার দুপুরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।

 

যাদুঘরের উদ্যোক্তা রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, উপকূল বন্ধৃ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননুসহ পর্যটক, সরকারী বে-সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়াকাটা পৌর শহরের বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে কিছুটা সামনে এগিয়ে বঙ্গবন্ধু সড়কের পাশে ত্রিশ শতাংশ জমির উপড় তিনটি টিনশেড ঘরে এ মিউজিয়ামটি অবস্থিত।

 

মিউজিয়ামে রয়েছে বঙ্গোপসাগরের উপকূলীয় ইতিহাস-ঐতিহ্য সম্বলিত ফটো গ্যালারী, সমুদ্রের নানা উপকরন, মেরিন একাডেমীক তথ্য, ফিস মিউজিয়াম। এছাড়াও এ মিউজিয়াম থেকে পর্যটকরা জানতে পারবে কুয়াকাটার ইতিহাস ঐতিহ্যসহ সাগর কেন্দ্রিক মানুষের জীবনাচারন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, নিদৃস্ট ফি’য়ের বিনিময়ে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মেরিন মিউজিয়ামটি সকল শ্রেনীর পর্যটক, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মনিবুর রহমান বলেন, কুয়াকাটা পর্যটন শিল্পের বিকাশে মেরিন মিউজিয়াম একটি নতুন মাত্রা যোগ করবে।

প্রেম করে বহিষ্কার ববি সিঙ্গেল কমিটির সভাপতি

অনলাইন ডেস্ক:

প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সহ সভাপতি মাহফুজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ম্যানেজমেন্ড স্টাডিজ বিভাগে ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ।

বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী নবীর হোসেন জয় বলেন, সে সিঙ্গেল কমিটির আইন বহির্ভূত কাজ করেছে ও আইন অমান্য করেছে। তদন্ত করে জানতে পারি সে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা দুঃখজনক ও তার জন্য দুর্ভাগ্যজনক। তাই কমিটির সবার সম্মতিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

ববি সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বলেন, তার এই বহিষ্কার সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে করে কেউ ভবিষ্যতে প্রেমের মতো সম্পর্কে না জড়ায় আর আমরা সকল সিঙ্গেলদের আহবান জানাব আপনারা নারীদের প্ররোচনায় পড়ে ভুলেও প্রেমে পড়ে ভার্সিটির জীবনের সোনালী সময় নষ্ট করবেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল কমিটি বিশ্ব ভালবাসা দিবসসহ প্রায় দুই বছর ধরে নানান কার্যক্রম করে আসছে। যেটা ববির প্রেম বঞ্চিত সিঙ্গেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এই সিঙ্গেল কমিটিতে শতাধিক সদস্য রয়েছে।

 

সূত্র: বরিশাল ক্রাইম নিউজ

পবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সমাবর্তন উপলক্ষ্যে ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কালো গাউন পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে আনন্দ-উল্লাস প্রকাশ করে। দিনভর ছবি তোলা, বন্ধুদের নিয়ে আড্ডা, হৈ চৈ ও কোলাহলে মাতে সবাই।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ আরো বলেন, একবিংশ শতাব্দী তথ্যপ্রযুক্তির যুগ। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব উপলব্ধি করে পাঠ্য কারিকুলাম যুগোপযোগী করে সাজাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন শেষে তোমরা আজ কর্মজীবনের পথে পা বাড়াচ্ছ। মনে রাখবে, কর্মজীবন নানা ঘাত-প্রতিঘাতে বিক্ষুব্ধ তরঙ্গের ন্যায়। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতা দিয়ে সেই ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পথ পাড়ি দেবে। এ সমাজ ও দেশ তোমাদের অনেক দিয়েছে। তাই দেশ ও সমাজের প্রতি তোমাদের দায়িত্ববোধ অনেক। মেধা ও কর্মের মাধ্যমে তোমরা এ মাতৃভূমির কল্যাণ করবে, বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরবে উজ্জ্বলভাবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।

দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে মোট ৩ হাজার ৭০৬ জনকে ডিগ্রি প্রদান করেন। এর মধ্যে শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৬৩ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি শুরু হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি।

বেতন কর্তনের আদেশের পর সাক্ষী এলেন আদালতে

নিজস্ব প্রতিবেদক:: সরকারী সাক্ষীকে বার বার সমন ও আদালতে হাজির হওয়ার বিভিন্ন আদেশ দেওয়া সত্বেও হাজির না হওয়ায় বেতন কর্তনের নির্দেশ দেয়ার পর রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে হাজির হলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বাদল চন্দ্র হাওলাদার। তিনি আজ রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদারের আদালতে হাজির হয়ে একটি নাশকতার মামলায় রাষ্ট্রের মানিত সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন।

আদালত সূত্রে জানা যায়-২০১৫ সালের ২৬ ফ্রেব্রুয়ারী বাঘা থানার এসি ল্যান্ড অফিসে বিএনপি-জামাত শিবির কর্তৃক আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়। আগুন দেয়ার ফলে স্টোর রুমের ভিতরে রক্ষিত ২টি মটর সাইকেল, প্রায় ৭,০০০ পুরাতন পাঠ্যপুস্তুক আগুনে পুড়ে যায় ও অবশিষ্ট পাঠ্যপুস্তুক ফায়ার সার্ভিস কর্তৃক আগুন নেভানোকালে পানিতে ভিজে বিনষ্ট হয় এবং উপজেলা ভূমি অফিসের নিষ্পত্তিকৃত পুরাতন কিছু নামজারী নথি, নিষ্পত্তিকৃত কয়েকটি বিবিধ মামলার নথি ও পুরাতন পত্রগ্রহণ রেজিস্টার, পুরাতন পত্র প্রেরণ রেজিস্টার ও কয়েকটি এস.এফ এর অফিস কপি আগুনে পুড়ে যায়। উক্ত নাশকতার ঘটনায় প্রায় ২,৭৩,৪০০/- টাকার ক্ষতি হয়। পরবর্তীতে ২০১৬ সালের ১২ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৪ জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত সময় বাদল চন্দ্র হাওলাদর ঐ কর্মস্থলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে ছিলেন। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে
সাক্ষী মান্য করেননি। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসান হাবীব রঞ্জু আদালতের নজরে আনলে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে সাক্ষ্য প্রদানের নিমিত্তে সমন প্রদান করেন।

উক্ত সাক্ষীকে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুই দফা জেলা প্রশাসক, রাজশাহী ও মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে সমন দেয়া হলেও আদালতে হাজির হননি। অবশেষে চলতি বছরের ৬ জানুয়ারি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক
তার বেতন কর্তনের আদেশ দেন। উক্ত আদেশ প্রাপ্তির পর আজ আদালতে সাক্ষ্য দিলেন সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক।

উল্লেখ্য, ২০১৯ সালের ০৭ মে মাননীয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফৌজদারী মামলায় সরকারী কর্মচারী সাক্ষ্য প্রদান করতে হাজির না হলে তাদের বেতন আটকে দেওয়ার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ওয়ান ব্যাংক কর্মকর্তা বৃন্দের ফুলেল শুভেচ্ছা

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি জি, এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর রহমানসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ওয়ান ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির কার্য্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ম্যানেজার এ.এম আনিসুরজ্জামান, অপারেশন ম্যানেজার শ্রী সাধন কুমার দাস, ক্রেডিট ইনচার্জ অফিসার মো: মেহেদী হাসান, মো: আব্দুল কাদের ও আবাদুল্লাহ আল মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ন-সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল জলিল ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক প্রমুখ।