এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিল প্রায় ২১ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। ১লা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।

এ বছর সারা দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অংশগ্রহণ করবে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।

সাড়ে ৪ মাসেই হাফেজ শিশু আউয়াল

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আবদুল আউয়াল। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে শতভাগ নম্বর পেয়ে এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে ৯ বছরের এই শিশু।

স্কুলের পাশাপাশি সম্প্রতি মাদ্রাসায়ও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল অসম্ভব মেধাবী এই ছাত্র।

গত বছর আগস্টে ফরিদগঞ্জ উপজেলা সদরে জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ভর্তি হয়ে মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।

আবদুল আউয়াল ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের মৌলভি বাড়ির মো. মোশারফ হোসেন (মোশারফ মাস্টার) ও মাজেদা আক্তারের দুই সন্তানের মধ্যে বড়। তার বাবা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

চাচা মুফতি মুনওয়ার ও দাদির ইচ্ছা আউয়াল কোরআনে হাফেজ হবে।

শেষ পর্যন্ত ২০১৮ সালের ১২ আগস্ট তাকে স্কুলের পাশাপাশি ভর্তি করা হয় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন একটি মাদ্রাসায়। গত বছর ফরিদগঞ্জ উপজেলা সদরে জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নুরানি ও নাজিরা শাখায় ভর্তি করা হয়। সেখানেই তার অসম্ভব মেধার বিষয়টি জানাজানি হয়ে যায় মাদ্রাসাজুড়ে।

নুরানি ও নাজিরা শাখায় পর তাকে একই মাদ্রাসার হাফেজ বিভাগে স্থানান্তর করা হয় গত বছর ৩১ আগস্ট। মাঝে স্কুলের সমাপনী পরীক্ষার কারণে মাদ্রাসা থেকে ১৫ দিনের ছুটি নেয় আউয়াল। পরীক্ষা শেষে ফের মাদ্রাসার পড়ায় মনোযোগ দেয়। ৩০ জানুয়ারি কোরআনে হাফেজের স্বীকৃতি পায় সে।

কথা হয় আবদুল আউয়ালের বাবা মোশারফ হোসেনের সঙ্গে। তিনি জানান, ২০১০ সালের ২ নভেম্বর আবদুল আউলের জন্ম। প্রথম থেকেই তার মেধার পরিচয় পাচ্ছিলাম। তাকে আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে নিয়ে আসি। বিশেষ যত্নে তাকে পড়াচ্ছিলাম। ভীষণ দুষ্টু, অল্প সময় টেবিলে বসলেই সব কিছু তার আয়ত্বে চলে আসে।

তিনি জানান, দাদি ও চাচার ইচ্ছা আউয়াল হাফেজ হবে। সে কারণেই মাদ্রাসায় ভর্তি করা। আমি তাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই।

জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইবনে আহমদ ওয়ালী উল্ল্যাহ জানান, আউয়াল এক বছরের মধ্যেই নুরানি ও নাজিরা শেষ করে। ২০১৯ সালের ৩১ আগস্ট হিফজ বিভাগে ক্লাস শুরু করে। সাড়ে চার মাসেই সে সফল হয়। অল্পতেই তার পড়া মুখস্থ হয়ে যায়।

বরিশাল অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধনী

নিজস্ব প্রতিবেদক:
গতকাল ২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায়, বরিশাল অফিসার্স ক্লাব এর অয়োজনে বরিশাল অফিসার্স ক্লাব  প্রাঙ্গণে বরিশাল অফিসার্স ক্লাবের উপদেষ্টা বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান এবং মুজিব শতবার্ষিকী উপলক্ষে বরিশাল অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর বরিশাল জেরান্ড অলিভার গুডা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেনসহ বরিশাল জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পাশাপাশি তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান সভাপতি অফিসার্স ক্লাব ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরে অতিথিরা অফিসার্স ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফুলেল ফিতা কেটে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে টুর্নামেন্টের পোশাক বিতরণ করেন। পরে সেখানে মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়, টুর্নামেন্টের স্পন্সর আকিজ সিমেন্ট টুর্নামেন্টের চারটি গ্রুপে ১৬ টি দল অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা অফিসার্স ক্লাবের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।