লেবুখালী সেতুর নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

৬৯’র গণঅভ্যুত্থানে নিহত বরিশাল একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদিনের নামে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী সেতুর নামকরণ ও তার শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল একে স্কুলকে সরকারি করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যপক মহসিন উল ইসলাম হাবুল, একে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

এ সময় বক্তরা বলেন, স্বৈরাচার আইয়ুব-মোনায়েম বিরোধী আন্দোলনে বরিশালের রাজপথে ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) গুলিতে শহীদ হন আলাউদ্দিন। তার নামে লেবুখালী সেতুর নামকরণ করা হলে শহীদ আলাউদ্দিনের প্রতি কিছুটা হলে জাতির শ্রদ্ধার প্রকাশ পাবে।

পরে এ দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন স্মৃতি সংসদের নেতারা।

উচ্চ শিক্ষায় হোক অগ্রগতি : আমাদের ঝালকাঠি

আরিফুর রহমান আরিফ:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝালকাঠির শিক্ষার্থীদের সংগঠন সুগন্ধার আয়োজনে ঝালকাঠি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য কুইজ, বিশ্ববিদ্যালয় ভর্তির নির্দেশনামূলক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে উপাধ্যক্ষ প্রফেসর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইলিয়াস বেপারী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবদুস সালাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মনোতোষ মিস্ত্রী, রসায়ন বিভাগের প্রভাষক আশীষ হালদার।

এছাড়া অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুগন্ধা সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষার্থী মোঃ আল আমিন, ব্যাংকিং ও বীমা বিভাগের তানজিল শরীফ, সমাজ বিজ্ঞান বিভাগের ইসরাত সুলতানা নিশি

অনুষ্ঠানে শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, বানিজ্য বিভাগ থেকে ৩ জন ও মানবিক বিভাগ থেকে ৩ জন মোট ৯ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কুয়াকাটা সমুদ্র সৈকতে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

দুদিনের সফরে পটুয়াখালী আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সফরে কুয়াকাটা সমুদ্র সৈকতে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাষ্ট্রপতির সফর-সংক্রান্ত প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতি প্রথম দিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরাসরি কুয়াকাটা পৌঁছে সমুদ্র সৈকতের বিচে সূর্যাস্ত অবলোকন শেষে বিশ্রাম করবেন এবং সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা থেকে হেলিকপ্টারযোগে পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে অবতরণের পর মটরকেডযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল রওয়ানা হবেন। সেখানে বিশ্রাম শেষে ২য় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এ দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের আগমনে জেলায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পুরো জেলায় জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত করা হয়েছে গেস্ট হাউস, সার্কিট হাউস, সড়ক ও অনান্য সংশ্লিষ্ট ভবন।

অপর দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ইতোমধ্যেই নিমন্ত্রণপত্র ও সমাবর্তন গাউন সংগ্রহ করেছেন।

২০ লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় বসছে সোমবার

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। প্রথমদিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকালে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন ডা. দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।

শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর অ্যাকশন নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা এ ব্যাপারে সর্বোচ্চ সজাগ ও সতর্ক আছে।

এবার নিয়মিত-অনিয়মিত মিলে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। সেই হিসাবে এবার মোট ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কম। এবার সারা দেশে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। তবে গত বছরের তুলনায় এবার শিক্ষাপ্রতিষ্ঠান ২০২টি ও কেন্দ্র ১৫টি বেড়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, অন্যবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার বিস্তারিত তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এমএমএসের মাধ্যমে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা নেয়া হবে। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

চীন থেকে ফিরল বরিশালের ছাত্র, আতংকিত এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের গৌরনদী উপজেলার বানীয়াশুরী গ্রামের বাদামতলা এলাকার বাসিন্দা হেলাল সিকদার চীন থেকে এসে নিজ বাড়িতে আত্মগোপন করায় এলাকাবাসীর মাঝে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। তিনি ওই এলাকার জালাল সিকদারের ছেলে। এক বছর পূর্বে চীনে ডাক্তারি পড়ার জন্য যান।
জানা যায়, শনিবার গভীর রাতে তিনি বাড়িতে পৌঁছলে তাকে বাড়িতে রেখে মা, বাবা, বোনসহ সকল সদস্য বাড়ি থেকে অন্যত্র চলে যায়। এ ঘটনা আজ রবিবার জানাজানি হলে এলাকাবাসীর চাপের মুখে তার মা ওই ঘরে প্রবেশ করেছে।
তার পরিবার জানিয়েছে, তার করোনাভাইরাস নেই। যেহেতু তিনি চীন থেকে এসেছেন তাই তার পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। পরে পরিবারের সদস্যরা এক জায়গায় হবে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক গোলাম ছরোয়ার জানান, ঘটনাটি মাত্র শুনেছি। ডাক্তারদের সাথে আলাপ করে ব্যবস্থা নিচ্ছি।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে আল্লামা শফীর নেতৃত্বে মাঠে নামছেন আলেমরা

নিজস্ব প্রতিবেদক:

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে আবারও মাঠে নামছেন কওমি মাদরাসা কেন্দ্রিক আলেমরা।

রোববার রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক কার্যালয়ে কওমি আলেমদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সরকারের ঘনিষ্ঠ আলেম হিসেবে পরিচিত মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ও মাওলানা রুহুল আমিনও উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনে ইতিপূর্বে গঠিত খতমে নবুওয়াত আন্দোলন সম্পর্কিত সব সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’ নামে কার্যক্রম পরিচালনায় একমত হন কওমি আলেমরা। আল্লামা শফীকে প্রধান করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া উপস্থিত আলেমরা আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’-এর ব্যানারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ উদ্দেশ্যে সব বিভাগীয় শহরে মহাসম্মেলন করে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকায় স্মরণকালের বৃহত্তম গণসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

দেশের কওমিপন্থী ছয়টি বোর্ড নিয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরাসহ শীর্ষ আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীন, মহাসচিব মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষে মাওলানা আবু তাহের নদভী, সহকারী মহাসচিব মুফতি শাসমুদ্দীন জিয়া, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দ্বীনীয়া বাংলাদেশের সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, জাতীয় দ্বীনী শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী।

মিন্নির জামিন বাতিল আবেদন তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত

রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের বিষয়ে তদন্ত করে আগামী সাত দিনের মধ‌্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া এ আদেশ দেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে আজ শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মারা যান।

এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ।

ঝালকাঠিতে চাচার আছাড়ে ৩ মাসের শিশু নিহত

ঝালকাঠির কাঠালিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা আফজাল সিকদারের লাঠির আঘাতে ৩ মাস বয়সি ভাতিজি নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক চাচা আফজাল ও তার দলবল নিহত শিশুটির পিতা আবুল কালাম সিকদার, মা তানিয়া বেগম ও মামা নবী হোসেনও মারধর করে আহত করলে তাদের কাঠালিয়ার আমুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে বলে জানাগেছে।

নিহতের পিতা আবুল কালাম অভিযোগ করেন, পৈত্রিক জমিজমা নিয়ে একই বাড়িতে বসবাসকারী তার বড়ভাই আফজাল সিকদারের সাথে তার বিরোধ চলে আসছিল। রবিবার সকালে সে বাড়ীতে খরকুটা সংগ্রহনের কাজ করার সময় হঠাৎ বড়ভাই আফজাল সিকদার তার সাথে ১০/১৫জন সহযোগী নিয়ে এসে কালাম সিকদারকে মারধর শুরু করে। টের পেয়ে শিশুকন্যা জান্নাতিকে কোলে নিয়ে মা তানিয়া বেগম ও তার ভাই নবী হোসেন কালামকে রক্ষার জন্য ছুটে আসলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারে ও অন্যদের এলোপাথাড়ি লাঠিপেটা করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু জান্নাতীকে মৃত ঘোষনা করে ও অন্যদের চিকিৎসা করেন।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স’র চিকিসক ডা. মো. কামরুজ্জামান বলেন, হাপাতালে নিয়ে আসা নিয়ে আসার আগেই জান্নাতির মৃত হয়েছে। ময়না তদন্তের পূর্বে তার মৃত্যুর প্রকৃত কারন বলা যাবেনা। ময়না তদন্তের জন্য তাকে বরিশাল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

বরিশালের হিজলায় ৪০ মন জাটকা জব্দ

বরিশালের হিজলার আলিপুরঘাট থেকে ঢাকাগামী কোকো-২ লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, কোকো-২ নামের লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আলিপুরঘাট এলাকায় লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করা হলেও, এগুলো পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুর সাড়ে তিন কিলোমিটার দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ২৩তম স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার (৩ হাজার ৪৫০ মিটার) দৃশ্যমান হয়েছে।

রোববার দুপুর ২টা ২০ মিনিটে জাজিরা প্রান্তে ৩১ ও ৩২ নম্বর পিলারের ওপর স্প্যানটির বসানো হয়।

ইতিমধ্যে সেতুর প্রায় ৮৫ দশমিক ৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এ খবর নিশ্চিত করেছেন।

পদ্মাসেতু সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান, ১০ মার্চ তৃতীয় স্প্যান, ১৩ এপ্রিল চতুর্থ স্প্যান, ২৯ জুন পঞ্চম স্প্যান, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ষষ্ঠ স্প্যান, ২০ ফেব্রুয়ারি সপ্তম স্প্যান, ২০ মার্চ অষ্টম স্প্যান, ১৮ এপ্রিল ৯ম স্প্যান বসানো হয়।

বোরবার সকাল ৮টায় মুন্সিগঞ্জের মাওয়ার কুমারভোগের বিষেশায়িত জেটি থেকে ২৩তম স্প্যান নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়া নি হাউ শরীয়তপুরের জাজিরার উদ্দেশে রওনা হয়। সকাল ১০টার দিকে স্প্যানটি নিয়ে শরীয়তপুরে জাজিরা প্রান্তে পৌঁছায়। দুপুর ২টা ২০ মিনিটে ৩১ ও ৩২ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মধ্যদিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে যায়।

এ নিয়ে জাজিরা প্রান্তে ১৩টি স্প্যান বসানো হল। জাজিরা প্রান্তে দৃশ্যমান হলো ১ হাজার ৯৫০ মিটার। অপরদিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১০ স্প্যান বসানো হয়। এ নিয়ে দৃশ্যমান হলো ৩ হাজার ৪৫০ মিটার।

উল্লেখ্য, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ।

এ স্প্যানটি বসানোর সংবাদে পদ্মা পাড়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনৈতিতে নুতন মাত্রা যোগ হবে।

পদ্মাসেতুর দুই পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। কল-কারখানায় ভরে উঠবে এ এলাকা। শ্রমজীবী মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারা দেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

মঙ্গল মাঝির ঘাটের ইলিয়াম মাদবর বলেন, ধীরে ধীরে পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। আজ ২৩তম স্প্যান বসছে দেখে খুশি হলাম। আশা করি পদ্মা সেতু ২০২১ সালের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আ. কাদের বলেন, রোববার পদ্মা সেতুর ২৩ তম স্প্যানটি বসানো হল। ইতিমধ্যে সেতুর প্রায় ৮৫ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলবো বলে আশা করছি।